অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

এই পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত সাধারণ জ্ঞাতব্য

১. লগইন করা মেম্বারগণ খুব সুন্দর ও গোছানো আকারে রেজাল্ট পেয়ে যাবেন স্ব স্ব ইমেইলে। ফলে, লগইন করে পরীক্ষা দেবার চেষ্টা করুন, তাতে করে নিজেকে ভালোভাবে যাচাই করতে পারবেন উক্ত ফলাফল বিশ্লেষণ করে।
২. যদি একাউন্ট খোলা না থাকে তাহলে এই লিংকে গিয়ে একাউন্ট খোলার আবেদন করুন। আবেদন করেই আমাদেরকে ফোন দেবেন এপ্রুভালের জন্য।
৩. একাউন্ট না খুলেও পরীক্ষাটি দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার নাম ও ফোন নাম্বার চেয়ে একটি উইনডো আসবে, সেটিতে তথ্যগুলো সঠিকভাবে দেবেন।

৪. আমাদের অনলাইনে ভর্তি সংক্রান্ত বিষয়ে ফোনে বিস্তারিত যোগাযোগ করুন : 01712-908561। ফোন দেবার আগে এই লিংকে গিয়ে জেনে নিন কোন ক্যাটেগরির মেম্বারশিপে কোন কোন সুবিধাগুলো আছে।

[বিশেষ জ্ঞাতব্য : আইনকানুন একাডেমিতে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১২ দিনের ৪৮ ঘণ্টার ক্র্যাশ কোর্স শুরু হতে যাচ্ছে! চমৎকার রিভিশন দেবার জন্য অথবা শেষ মুহূর্তের প্রস্তুতিকে শানিয়ে নিতে এই ক্র্যাশ কোর্সে  আপনার আসন বুকিং [অতি সীমিত আসন] দিতে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা : রুম নং ৩২০, লিফটের ৩, আর এইচ হোম সেন্টার, গ্রিন রোড, ফার্মগেট, ঢাকা। আগ্রহী হলে ০১৭১২-৯০৮৫৬১ নাম্বারে ফোন দিয়ে আগে কথা বলে নেবেন। ]

ধন্যবাদান্তে

অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ
ফাউন্ডার : আইনকানুন একাডেমি ও জ্যুসি ল

/40
102

24 minutes


Penal Code [463-511]

এখানে দণ্ডবিধির ৪৬৩-৫১১ পর্যন্ত ধারাগুলোর এমসিকিউ টেস্ট আছে। আইনটির সংশ্লিষ্ট অংশ পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 40

makes an attempt of pick the pocket of ‘Z’ by thrusting his hand into ‘Z’s pocket. ‘A’ fails in the attempt in consequence of Zs having nothing in his pocket. - এটি penal code এর কত ধারার অপরাধ?

2 / 40

পেনাল কোডে বর্ণিত অপরাধগুলির মধ্যে সর্বনিম্ন সাজা- [জুডি. : ২০১৩]

3 / 40

মিথ্য দলিল তৈরি করার সংজ্ঞা দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু?

4 / 40

অপরাধমূলক ভীতি প্রদর্শন এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু?

5 / 40

দণ্ডবিধিতে ব্যভিচার সম্পর্কিত ধারা কোনটি?

6 / 40

ক একটি প্রেসের মালিক। খ একটি মানহানিকর লিফলেট ক এর প্রেস থেকে ছাপিয়ে বিলি করলে প্রেসের মালিকের শাস্তি নিচের কোনটি?

7 / 40

মানহানি করার শাস্তি নিচের কোনটি?

8 / 40

ক একটি বাক্স ভেঙে কিছু গহনাপত্র চুরি করার উদ্যোগ করে। সে বাক্সটি ভেঙে দেখতে পায় যে, উহাতে কোনো গহনাপত্র নাই। এক্ষেত্রে ক এর অপরাধ কী?

9 / 40

অপরাধমূলক ভীতি প্রদর্শন এর সাজার উল্লেখ দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত আছে?

10 / 40

জালিয়াতির সংজ্ঞা দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু?

11 / 40

নেশাগ্রস্থ ব্যক্তি দ্বারা প্রকাশ্যে অসদাচরণের শাস্তি কী?

12 / 40

ব্যভিচার এক প্রকার-

13 / 40

পেনাল কোডের কোন ধারায় ঈভ টিজিং এর শাস্তির বিধান আছে? [বার : ২০১৫]

14 / 40

দণ্ডবিধির ৫০৯ ধারার বিষয়বস্তু কী?

15 / 40

পেনাল কোডে বর্ণিত অপরাধগুলির মধ্যে সর্বনিম্ন সাজা-

16 / 40

ক একটি দোকনঘরে ঢুকে বাক্স ভেঙে কিছু গহনাপত্র চুরি করার উদ্যোগ করে। সে বাক্সটি ভেঙে দেখতে পায় যে, উহাতে কোনো গহনাপত্র নাই। এক্ষেত্রে ক এর শাস্তি হিসেবে আদালত কোন শাস্তিটি দিতে পারে?

17 / 40

‘A’ makes an attempt of pick the pocket of ‘Z’ by thrusting his hand into ‘Z’s pocket. ‘A’ fails in the attempt in consequence of Zs having nothing in his pocke. এটি penal code এর কত ধারার অপরাধ? [জুডি. : ২০১৫]

18 / 40

সাধারণভাবে অপরাধমূলক ভীতি প্রদর্শনে সাজা কয় বছর সর্বোচ্চ?

19 / 40

আদালতের নথি বা সরকারি রেজিস্টার জাল করলে সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড হতে পারে?

20 / 40

ক খ-কে একটি দেওয়ানি মামলা পরিচালনা করা হতে বিরত করার জন্য খ-এর বাড়ি পুড়ে ফেলার ভীতি প্রদর্শন করে, ক এর অপরাধ কী?

21 / 40

জাল দলিলের সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারার বিষয়বস্তু?

22 / 40

কোনো নারীকে শ্লীলতাহানির উদ্দেশ্যে কোনো অঙ্গভঙ্গি বা কোনো কাজ করার সর্বোচ্চ শাস্তি কী?

23 / 40

ব্যভিচারের জন্য কাকে অভিযুক্ত করা যায়? [বার : ২০১৫]

24 / 40

জালিয়াতির সাজা দণ্ডবিধির কোন ধারায় দেওয়া আছে?

25 / 40

ক চ-এর পকেটে হাত দিয়ে চ-এর পকেট মারার উদ্যোগ নেয়। চ-এর পকেটে কিছুই ছিলো না বলে ক-এর চেষ্টা ব্যর্থ হয়। ক এর কৃত অপরাধটির নাম কী?

26 / 40

কোনো ব্যক্তিকে বিধাতার রোষভাজন হবে এইরূপ বিশ্বাস করে কোনো কাজ সম্পাদন করালে কত বছরের কারাদণ্ড হতে পারে? ?

27 / 40

দণ্ডবিধি অনুযায়ী একজন স্বামী বা স্ত্রী নিচের কোন শর্তের কারণে স্বামী বা স্ত্রী’র জীবদ্দশাতেও পুনরায় বিবাহ করতে পারবে?

28 / 40

দণ্ডবিধির ৫০৯ ধারার বিষয়বস্তু কী?

29 / 40

জালিয়াতির শাস্তি নিচের কোনটি?

30 / 40

সাধারণভাবে অপরাধমূলক ভীতি প্রদর্শনে সাজা সর্বোচ্চ কয় বছর?

31 / 40

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংঘটনের উদ্যোগের সাজা হিসেবে নিচের কোন মন্তব্যটি সঠিক?

32 / 40

‘ক’ থানায় অভিযোগ করে যে, তার ভাই ‘খ’ একটি সাদা কাগজে তাদের পিতার সই নকল করেছে। দণ্ডবিধি অনুসারে এটা কোন অপরাধ? [বার : ২০১৫]

33 / 40

মানহানির সংজ্ঞা কত ধারায় আছে?

34 / 40

ব্যভিচারের শাস্তি দণ্ডবিধি অনুযায়ী নিচের কোনটি?

35 / 40

কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংঘটনের উদ্যোগের সাজা হিসেবে নিচের কোন মন্তব্যটি সঠিক?

36 / 40

স্বামী বা স্ত্রী’র জীবদ্দশায় পুনরায় বিবাহ করার সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি হতে পারে?

37 / 40

আপনি জানেন একটি দলিল জাল এবং সেটি আপনি তৈরি করেননি। কিন্তু, তা জানা সত্ত্বেও উক্ত দলিলটি খাঁটি দলিল হিসেবে ব্যবহার করলেন। এক্ষেত্রে আপনার অপরাধটি নিচে বর্ণিত কোনটির আওতায় পড়বে?

38 / 40

মানহানির সংজ্ঞায় কয়টি ব্যতিক্রমের কথা বলা আছে?

39 / 40

অপরাধমূলক ভীতি প্রদর্শন এর সংজ্ঞা ও এর সাজার উল্লেখ দণ্ডবিধিতে যথাক্রমে -

40 / 40

কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংঘটনের উদ্যোগের সাজা হিসেবে নিচের কোন মন্তব্যটি সঠিক?