বার MCQ : দ্য লাস্ট সিক্সটি মিনিটস! [Bar Council MCQ Exam : The Last Sixty Minutes]
[২০১৭ সালের পরীক্ষাটি ২১ জুলাই তারিখে অনুষ্ঠিত হয়েছিলো। সেই পরীক্ষাকে কেন্দ্র করে একেবারে ঠিক আগের সপ্তাহেই এই লেখাটি লেখা হয়েছিলো। উক্ত লেখাটুকুর আর কোনো সংস্করণ করা হলো না, যেভাবে লেখা হয়েছিলো সেভাবেই এখানে তুলে দেওয়া হলো। উক্ত পরীক্ষার সময়কাল ঘিরে কিছু বিশেষ পরামর্শ ছিলো যেগুলো হয়তো এখন আর প্রাসঙ্গিক নয়। তবুও সেগুলো সমেতই এটি পড়ে যান। মূল মনোযোগ রাখুন- পরীক্ষার মূল এক ঘণ্টা উপশিরোনামে আলোচনাটুকুতে। ধন্যবাদ।]
পরীক্ষা কিন্তু শুধুমাত্র পরীক্ষা হলের টানটান উত্তেজনাময় পরীক্ষার এক ঘণ্টা নয়। এর সাথে আপনার স্বাস্থ্য ঠিক আছে কিনা, সময়মতো পরীক্ষার হলে প্রবেশ করতে পারলেন কিনা, মাথাটা ফ্রেশ আছে কিনা – এর সবই বিবেচনার বিষয়। কেননা কোনো এক দুর্বিপাকে পড়ে আপনার একটি ভালো প্রস্তুতির পরীক্ষারও লেজেগোবরে দশা হইতে পারে।
তো, পরীক্ষার প্রাকপ্রস্তুতি হিসেবে বর্ষাকাল [যদি বর্ষাকাল হয়] বিবেচনায় সম্ভব হলে একটি রেইনকোর্ট অথবা ন্যূনতম একটি ছাতা আপনার থাকা দরকার। বর্ষায় বৃষ্টিতে ভিজে ভিজে [ছাতা থাকলেও খানিকটাতো ভিজবেনই!] যদি পরীক্ষার হলে প্রবেশ করতে হয়, চেষ্টা করবেন হালকা কাপড়চোপড় পড়ে বের হতে যেন সহজে পরিধেয় জিনিসগুলো গুটিয়ে নিতে পারেন। অবশ্যই সাথে একটা পলিথিন রাখুন অথবা প্লাস্টিকের কোনো ছোট ব্যাগ যেন এ্যডমিট কার্ড, একাধিক কলম, মোবাইল এসব সংরক্ষণ নিয়ে কোনো টেনশন না থাকে। বৃষ্টি না হলেতো সে নিয়ে কথাই নেই।
পরীক্ষার আগে আগে কোনোভাবেই আজেবাজে খাবার খেয়ে পেটখারাপ বা গ্যাস্ট্রিক সংক্রান্ত সমস্যায় আক্রান্ত হবেন না। নিজ স্বাস্থ্যের সর্বোচ্চ খেয়াল রাখবেন। সর্বোপরি, নিজেকে কুল রাখার চেষ্টা করবেন। যারা বেশি আগেই ঢাকা চলে গেছেন, তারা অবশ্যই চিকনগুনিয়ায় যেন আক্রান্ত না হোন সেজন্য সতর্কতা অবলম্বন করবেন। রওনা দেবার ব্যাপারে একটা কথা মাথায় রাখবেন – পরীক্ষার হলের সামনে বা সংশ্লিষ্ট কলেজের সামনে যেন আপনি ৪৫ মিনিট বা ১ ঘণ্টা আগেই পৌঁছাতে পারেন। পরীক্ষা শুক্রবার, তাও ভরদুপুরে। জ্যাম থাকার কথা নয়। ঢাকা শহরে তবুও কোনো কিছুই নিশ্চিত নয়। তার ওপরে ৩৫ হাজার শিক্ষার্থীর প্রয়োজন পড়বে বিভিন্ন যানবাহনের। হয়তো জ্যামে আটকালেন না, কিন্তু কোনো সুবিধাজনক বাহনই আপনি পেলেন না স্বল্পতার কারণে। তারপর হেঁটে হেঁটে ঘামে টেনশনে পরীক্ষার বারোটা বেজে গেলো! এমনটা যেন না হয়, খেয়াল রাখবেন।
বিকেলে ৩:৩০ এ পরীক্ষা শুরু হবার কারণে শেষ রিভিশনটা দেবার একটা ভালো সময় পাওয়া গেছে সম্ভবত। আগের রাতে [২০ জুলাই], খুব চাপ না নিয়ে হালকা মেজাজে রিভিশন দিতে শুরু করুন। যে যেমনভাবে পড়েছেন, সেই ভাবেই বা সেই মাত্রাতেই রিভিশন চালাতে থাকুন। কেউ হয়তো মূল ধারাগুলো শুধু দেখে নিলেই ভালো করবেন। এই রিভিশনের ক্ষেত্রে মূল মনোযোগটা হবে মেমোরাইজেশন করা বা স্মৃতিশক্তিকে আরেকটু শানিয়ে তুলে নিশ্চিত করা। রাতে ৩ বা ৪ ঘণ্টা পড়লেন। এবং মাথাটা হালকা করেই পর্যাপ্ত না হলেও অন্তত দরকারি ঘুমটা দেয়া উচিত হবে আপনার। নিজেকে টেনশনে টেনশনে নি:শেষিত বা এক্সস্ট [Exhaust] করবেন না। খানিকটা আগেভাগে ঘুমিয়ে একটু ভোরবেলার দিকে উঠে আবারো একটা ফাইনাল রিভিশনের চেষ্টা করবেন। সকাল ১১ টার পরে আর বইয়ে হাত না দিয়ে কিছুটা বিশ্রাম নিয়ে গোসল করে দুপুর দেড়টা বা দুইটার দিকে বের হবার প্রস্তুতি নিতে পারেন। সিএনজি, রিকশা বা বাস যেটা সুবিধা হয় সেভাবে পৌঁছে যাবেন সংশ্লিষ্ট পরীক্ষার কেন্দ্রে।
পরীক্ষার কেন্দ্রে পৌঁছে যদি দেখেন যে, ইতিমধ্যেই জড়ো হয়ে যাওয়া পরীক্ষার্থীরা নানা রংবেরংয়ের বই নিয়ে বসে আছে – কেউ শতভাগ কমনের নিশ্চয়তার বই, কেউ আরো নানা নামের বই, সেসব অপরিচিত নাম দেখে আর পরীক্ষার কেন্দ্রের সামনে বসে তাদের পড়ার ঢল দেখে ভড়কে যাবেন না। আপনার প্রস্তুতি তো সেই সকাল ১১ টাতেই শেষ! ওদের পড়া এখনো হয়নি, তাই পড়ছে! পড়ুক, পড়তে দিন এবং নিজেকে টেনশন ফ্রি রাখুন সিম্পলি।
পরীক্ষার কেন্দ্রে কিন্তু আপনি গেলেই আপনাকে ঢুকতে দেবে না। সাধারণত প্রধান ফটক বন্ধ রাখবে। পরীক্ষার ৩০ মিনিট আগে সেটা খুলে দেবে সম্ভবত। আপনি আপনার রোল নম্বরটি ভালোভাবে মিলিয়ে নিয়ে একাধিকবার নিশ্চিত হবেন যে, আপনি আপনার নির্ধারিত রুম নম্বর বা বিল্ডিং নম্বরটি সঠিকভাবে দেখেছেন কিনা। তারপরে কাউকে কাউকে জিজ্ঞাসা করে করে, বিশেষ করে একই ভবনে বা কক্ষে অন্য যেসব পরীক্ষার্থীদের আসন বা সিট পড়েছে তাদের সাথে কক্ষটি খুঁজে বের করুন। প্রত্যাশিত কক্ষটি পেলে আবারো কক্ষের দরজার সামনে রোল নম্বরটি মিলিয়ে নিয়ে পরীক্ষার কক্ষে প্রবেশ করুন।
সিট খুঁজে বসে পড়ুন। সিট খুঁজে বসে পড়েই আশেপাশের নিকটতম পরীক্ষার্থীদের সাথে প্রাথমিক পরিচয় যদি তৈরি করতে পারেন মন্দ নয়। সাধারণভাবে, কে কোন মেজাজের সেটাতো বোঝা সম্ভব নয়। এমসিকিউ পরীক্ষায় দেখাদেখি করার সুযোগ কমই থাকে। তবুও পরীক্ষার্থী মাত্রই নাছোড়বান্দা হয়, এটা আমরাও যেমন জানি, পরীক্ষার গার্ড হিসেবে থাকা সম্মানিত শিক্ষকরাও সেটা জানেন। একেবারে শেষ মুহূর্তে যদি ৪/৫ নম্বর এগিয়ে রাখা যায় অন্য পরীক্ষার্থীদের সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে, সেটা কিন্তু মন্দ নয়! 🙂
পরীক্ষার ওএমআর [OMR answer sheet] উত্তরপত্র পাবার সাথে সাথে সেখানে যত্ন করে মনোযোগ দিয়ে নিজের রোল নম্বর, রেজি নম্বর ইত্যাদির বৃত্তগুলো পূরণ করে ফেলুন। রোল নম্বরে ৮ টি ঘর থাকলে যাদের রোল ৫ টি সংখ্যাতেই শেষ তারা কিভাবে বৃত্ত পূরণ করবেন সে বিষয়ে আমরা ইতিমধ্যেই অসংখ্য ফোন পেয়েছি। কিন্তু আমরা এ বিষয়ে কিভাবে বলবো? আমরাতো বার কাউন্সিল কর্তৃপক্ষ নই ডিয়ার! এক্ষেত্রে আপনারা খেয়াল করবেন – আপনাদের ওএমআর উত্তরপত্রেই প্রয়োজনীয় নির্দেশনা আছে কিনা, থাকারই কথা কিন্তু। আর যদি সেই নির্দেশনা নাও থাকে তবে অন্তত পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষকরা সেই নির্দেশনা পেয়ে থাকবেন বার কাউন্সিল কর্তৃপক্ষ। সেক্ষেত্রে দায়িত্বরত শিক্ষকদের নির্দেশনা আপনারা চাইবেন এবং সেটাই সবচে’ যথাযথ হবে।
পরীক্ষার মূল ১ ঘণ্টা
পরীক্ষায় আপনার কত পাওয়া দরকার? জানেন তো? মাত্র ৫০! তাহলেই পাস। মানে আপনি লিখিত পরীক্ষার জন্য ডাক পাবেন। বার কাউন্সিলের এই এমসিকিউ পরীক্ষায় কিন্তু আপনাকে অন্য পরীক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করার কোনো প্রয়োজন নেই! ফলে আরেকজনের চেয়ে বেশি নম্বর তোলার চেষ্টা করার দরকার নেই আপনার। এ কিন্তু বিরাট এক সুবিধার দিক।
ফলে, সাধারণভাবে আপনার কিন্তু উচিত হবে না যে, আপনি ১০০ তে ১০০ তোলার চেষ্টা করবেন। কিছু কিছু এক্সট্রা অর্ডিনারি শিক্ষার্থী আছেন বা অনেক ভালো প্রস্তুতি নিয়েছেন এমন অনেকেই নিজের সাথে নিজেই হয়তো চ্যালেঞ্জ নেবেন যে, তিনি ১০০ তুলতে পারেন কিনা বা ৯০ এর ঘরে নম্বর তুলতে পারেন কিনা! এই নিবন্ধ তাদের জন্য নয়। সাধারণ গড় শিক্ষার্থীদের জন্য আমরা এই নিবন্ধটি লিখেছি।
তাহলে আপনার কি করা উচিত হবে? আপনার যা উচিত হবে সেটা নিম্নরূপ হতে পারে –
১. উত্তর ধারাবাহিকভাবেই শুরু করবেন। ১ থেকেই শুরু করবেন। ধারাবাহিকভাবে এগোতে থাকবেন।
২. প্রথমে সেই প্রশ্নগুলোরই উত্তর পূরণ করবেন যেগুলো আপনি শতভাগ নিশ্চিত জানেন।
৩. কোনো প্রশ্ন এবং এর অপশন দেখে যদি মনে হয় যে, এই প্রশ্নটি একটু চিন্তা করে উত্তর দিতে হবে, অথবা সামান্য কনফিউশন থাকে, তাহলে সেই প্রশ্ন স্কিপ করুন বা ছেড়ে দিন, কিন্তু সাথে সাথেই সেখানে একটা ছোট্ট সুবিধাজনক চিহ্ন বা গোল করে রাখুন প্রশ্নের নম্বরটি, যেন পরের দফায় প্রশ্নটিকে সহজে চিনতে পারেন বা বের করতে পারেন চট করে। এই প্রশ্নগুলো আপনি পরের দফায় উত্তর দেবার জন্য রেখে দিন।
৪. কোনো প্রশ্ন এবং এর অপশন দেখে যদি মনে হয় যে, আপনি এটার উত্তর একেবারেই দিতে পারবেন না, তাহলে সেটাও ছেড়ে দিন, কিন্তু সাথে সাথেই সেখানেও একটা চিহ্ন [অবশ্যই আগেরবারের চেয়ে ভিন্ন একটি চিহ্ন] দিয়ে রাখুন যেন আপনি তা সহজেই বের করতে পারেন। এগুলো সব শেষ দফায় শেষ মুহূর্তে উত্তর করবেন। না পারলে ছেড়ে দেবেন। সম্ভব হলে আশেপাশের অন্য পরীক্ষার্থীদের সহযোগিতা যদি নিতে পারেন তো মন্দ নয়।
৫. আমাদের পরামর্শমতো ধারাবাহিকভাবে শুরু করলেন, কিন্তু দেখা গেলো যে, প্রথম ১০ টি প্রশ্নের ভেতর মাত্র ২ টি প্রশ্ন আপনি নিশ্চিত জানেন, বাকীগুলো পারলেন না বা কনফিউশন আছে বা একেবারেই পারবেন না, কিংবা প্রথম প্রশ্নগুলো হয়তো সেই বিষয়ের যে বিষয়ে আপনার প্রস্তুতি সবচে’ দুর্বল – এরকম পরিস্থিতিতে একদমই ঘাবড়াবেন না। কারণ আপনার সামনে আরো ৯০ টি প্রশ্ন পড়ে আছে।
৬. প্রথম দফায় আপনার শতভাগ জানা উত্তরগুলো একেবারে ১০০ নম্বর প্রশ্ন পর্যন্ত অগ্রসর হয়ে শেষ করার পরেপরেই একটা গণনা করে নেবেন যে – আপনি এরকম কতটি প্রশ্নের উত্তর দিতে পারলেন। এই গণনা করতে আপনার ১ মিনিটের বেশি লাগার কথা নয়, কেননা কোন প্রশ্নগুলো আপনি ২য় ও ৩য় দফার উত্তর করবেন সেগুলোতো দাগানোই আছে। সেটা বাদ দিয়ে যেগুলোতে দাগানো নেই বা কোনো চিহ্ন দেয়া নেই সেগুলোইতো আপনি উত্তর করেছেন।
৭. যদি দেখেন যে, আনুমানিক ৬০ বা তার বেশি সঠিক উত্তর আপনি শতভাগ নিশ্চিত হয়ে ইতিমধ্যে দিয়ে ফেলেছেন তাহলে আপনার যথেষ্ট কনফিডেন্ট হবার কথা। তবে ধরে নেবেন এই শতভাগ জানা উত্তরেও ভুল থাকতে পারে, বৃত্ত পূরণে ভুল হতে পারে, প্রশ্নের নম্বরে ভুল করে থাকতে পারেন – ইত্যাদি কারণে আরো ৫-৭ নম্বর কমিয়ে ধরাটা ভালো। তো, এইটুকু আপনার চান্স পাবার ব্যাপারে কিন্তু কোনো সেইফ বা নিরাপদ নম্বর কিন্তু হলো না। সেক্ষেত্রে ২য় দফার উত্তর [সামান্য কনফিউশন আছে বা একটু চিন্তা করে উত্তর দিতে হবে এমন প্রশ্নসমূহ] করার সময় খানিকটা বেশি সময় নিয়ে হলেও সতর্কতার সাথে সঠিক উত্তর বাছাই করে উত্তর দেবেন এবং আবারো এমন প্রশ্নেসমূহের উত্তর দেবার পর একটা রাফ গণনা করবেন যে, কতগুলো আরো সঠিক উত্তর যোগ করতে পারলেন। যদি এই ২য় দফায় আরো ১৫-২০ টি প্রশ্নের উত্তর কনফার্ম করতে পারেন তাহলেতো কথাই নেই। সোজা সেফ জোনে চলে গেলেন বা পাস করাটা তখন নিরাপদ ও নিশ্চিত হলো।
৮. ৩য় দফার জন্য চিহ্নিত করা অবশিষ্ট প্রশ্নগুলো আপনি কতটা রিস্ক নেবেন, কতটা ঝড়েবকে মারবেন নাকি একদমই টাচ না করাটাই বুদ্ধিমানের কাজ হবে এটা আপনাদের স্ব স্ব বিবেচনার ওপর ছেড়ে দিলাম। আমাদের পরামর্শটি তবুও জানিয়ে রাখি – পারতপক্ষে ৭০ থেকে ৮০ নম্বর আপনার নিজের বিবেচনায় কনফার্ম থাকলে একেবারে অজানা থাকা প্রশ্নগুলো টাচ না করাই ভালো। একেবারে না পারা প্রশ্নগুলোও উত্তর করার কিছু টেকনিক আছে। সেই টেকনিকসমূহ নিয়ে এখন আর বিস্তারিত আলাপের সুযোগ নেই। 🙂
আজ এটুকুই। আপনাদের সব্বার জন্য শুভকামনা জ্যুসি ল এর পক্ষ থেকে। এমসিকিউ পরীক্ষা শেষ করেই দেখা হচ্ছে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে।
উপরোক্ত লেখাটির সাথে এই লিংকে থাকা লেখাটি পড়তে পারেন। এটি বার কাউন্সিল পরীক্ষার্থীরা বিগত তিন বছরে অন্তত 25,000 বারের বেশি পড়েছেন। এই নিবন্ধটি আমাদের প্রকাশিত বার কাউন্সিল পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক বই ‘একটি চিরুনি অভিযান [MCQ পর্ব]’ বইয়ের 15-25 পৃষ্ঠায় যুক্ত করা আছে।
Sir
Really you are so intelligent
Good
excellent
Good