Register!

ঘরে বসেই লাইভ ভিডিওতে
প্রতি মাসে মাত্র ৮০০/- টাকায়

MCQ পরীক্ষার প্রস্তুতি!

ভর্তি হতে কল করুন : 01712-908561

ফরম পূরণ সম্পর্কে সাধারণ জ্ঞাতব্য

১. ইউজার নেম লেখার সময় কোনো স্পেস দিয়ে নাম লিখবেন না। আপনার নাম Mithila Jahan হলে ইউজারনেম লিখবেন এভাবে : Mithila.Jahan অথবা Mithila। অনেক সময় কোনো ইউজার নেম না নিলে বুঝবেন যে একই নামে আগে কোনো মেম্বার রয়েছে। ফলে আপনাকে আপনার ইউজারনেমের পাশে অন্য কোনো পছন্দের সংখ্যা বসিয়ে আবারো এপ্লাই করবেন যেমন, Mithila321
২. পাসওয়ার্ড দেবার ক্ষেত্রে বিবেচনায় রাখবেন যেন কমপক্ষে ৮ অক্ষরের বা ক্যারেক্টারের পাসওয়ার্ড হয় এবং সেখানে অবশ্যই ইংরেজি সংখ্যা, ইংরেজি বড় হাতের অক্ষর এবং ইংরেজি ছোট হাতের অক্ষর এর সংমিশ্রন থাকে। যেমন, 123456Mm।
৩. আপনি এখানে যেই ইউজারনেম এবং পাসওয়ার্ড দেবেন সেটা দিয়েই লগইন করতে হবে। ফলে সেটিকে মনে রাখার জন্য সংরক্ষিত কোনো জায়গায় লিখে রাখবেন।
৪. রেজিস্ট্রেশন কমপ্লিট বা সাবমিট করেই ফোন দেবেন এপ্রুভালের জন্য : 01712-908561। বাংলাদেশের বাহিরে থেকে মেম্বারশিপ নিলে ফেসবুকে অথবা উপরোক্ত নাম্বারের হোয়াটস অ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।