অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

এই পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত সাধারণ জ্ঞাতব্য

১. লগইন করা মেম্বারগণ খুব সুন্দর ও গোছানো আকারে রেজাল্ট পেয়ে যাবেন স্ব স্ব ইমেইলে। ফলে, লগইন করে পরীক্ষা দেবার চেষ্টা করুন, তাতে করে নিজেকে ভালোভাবে যাচাই করতে পারবেন উক্ত ফলাফল বিশ্লেষণ করে।
২. যদি একাউন্ট খোলা না থাকে তাহলে এই লিংকে গিয়ে একাউন্ট খোলার আবেদন করুন। আবেদন করেই আমাদেরকে ফোন দেবেন এপ্রুভালের জন্য।
৩. একাউন্ট না খুলেও পরীক্ষাটি দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার নাম ও ফোন নাম্বার চেয়ে একটি উইনডো আসবে, সেটিতে তথ্যগুলো সঠিকভাবে দেবেন।

৪. আমাদের অনলাইনে ভর্তি সংক্রান্ত বিষয়ে ফোনে বিস্তারিত যোগাযোগ করুন : 01712-908561। ফোন দেবার আগে এই লিংকে গিয়ে জেনে নিন কোন ক্যাটেগরির মেম্বারশিপে কোন কোন সুবিধাগুলো আছে।

[বিশেষ জ্ঞাতব্য : আইনকানুন একাডেমিতে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১২ দিনের ৪৮ ঘণ্টার ক্র্যাশ কোর্স শুরু হতে যাচ্ছে! চমৎকার রিভিশন দেবার জন্য অথবা শেষ মুহূর্তের প্রস্তুতিকে শানিয়ে নিতে এই ক্র্যাশ কোর্সে  আপনার আসন বুকিং [অতি সীমিত আসন] দিতে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা : রুম নং ৩২০, লিফটের ৩, আর এইচ হোম সেন্টার, গ্রিন রোড, ফার্মগেট, ঢাকা। আগ্রহী হলে ০১৭১২-৯০৮৫৬১ নাম্বারে ফোন দিয়ে আগে কথা বলে নেবেন। ]

ধন্যবাদান্তে

অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ
ফাউন্ডার : আইনকানুন একাডেমি ও জ্যুসি ল

/99
68

59 minutes 24 seconds


CrPC [1-105]

এখানে ফৌজদারি কার্যবিধির ১-১০৫ পর্যন্ত ধারাগুলোর এমসিকিউ টেস্ট আছে। আইনটির সংশ্লিষ্ট অংশ পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 99

ফৌজদারি কার্যবিধিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত বিধান কোন সনে অন্তর্ভুক্ত হয়েছে? [বার : ২০১২]

2 / 99

প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কোন সকল দণ্ড দিতে পারেন তা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

3 / 99

কোনো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য মেটোপলিটন ম্যাজিস্ট্রেট নিচে বর্ণিত কার অধীনস্ত হয়ে থাকেন?

4 / 99

ফৌজদারি কার্যবিধির কোন তফসিলটি বাতিলকৃত?

5 / 99

ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার বিষয়বস্তু নিচের কোনটি সর্বাধিক সঠিক?

6 / 99

ফৌজদারি কার্যবিধির পঞ্চম তফসিলের বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

7 / 99

গ্রেফতারকৃত ব্যক্তিকে তল্লাশি করার বিধান ফৌজদারি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

8 / 99

সমন জারি করার ধরণ সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে?

9 / 99

নিচে বর্ণিত কোন পদের পদাধিকারীকে সরকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কার্যসম্পাদনের আদেশ দিতে পারেন?

10 / 99

যুগ্ম দায়রা জজবৃন্দের অধীনতা ফৌজদারি কার্যবিধির কত ধারার বিষয়বস্তু?

11 / 99

প্রত্যেক মহানগর এলাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয় কিভাবে?

12 / 99

জেলা পর্যায়ে সাধারণত কত প্রকারের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থাকে? [জুডি. : ২০১০]

13 / 99

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ক্রোকী কোনো সম্পত্তি যদি রিসিভার নিয়োগ করে তত্ত্ববধান করতে হয় তাহলে উক্ত রিসিভার নিচের কোন বিধান অনুসারে দায়িত্ব পালন করবেন?

14 / 99

ঢাকা মহানগরী এলাকার কোনো ম্যাজিস্ট্রেট এর বিচার্য মামলার ধরণ সম্পর্কে কে বিধি প্রণয়ন করতে পারেন?

15 / 99

ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধানবলে পুলিশ গ্রেফতারি পরোয়ানা ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে? [বার : ২০১২]

16 / 99

বিচার চলাকালে ১ বছর হাজতে থাকা একজন আসামির ৫ বছরের কারাদণ্ডেরআদেশ হয়। দণ্ডিত আসামিকে কত দিন কারাগারে সাজা ভোগ করতে হবে? [বার : ২০১৫]

17 / 99

প্রতিটি জেলায় সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক হন- [বার : ২০১৫]

18 / 99

ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

19 / 99

এডভোকেট এর সংজ্ঞা ফৌজদারি কার্যবিধির কত ধারায় দেওয়া আছে?

20 / 99

হাইকোর্ট বিভাগ সর্বোচ্চ কত বছরের অপরাধের বিচার করার ক্ষমতা কোনো প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে অর্পণ করতে পারে?

21 / 99

একজন মহানগর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছরের জেল দিতে পারেন?

22 / 99

একটি প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত তার এখতিয়ারের সর্বোচ্চ কারাদণ্ড তথা ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। আসামি জরিমানা দিতে ব্যর্থ হলে তা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডও ঘোষণা করলেন। এরূপ ক্ষেত্রে যেহেতু উক্ত ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ সাজা প্রদানের এখতিয়ার ৫ বছর, সেহেতু উক্ত মামলার বিচারের পরিণতি নিচের কোনটি হবে?

23 / 99

ফৌজদারি কার্যবিধির ২৯সি ধারাবলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারে অনধিক- [বার : ২০১৫]

24 / 99

চট্টগ্রাম মহানগরীতে কত জন ব্যক্তিকে বিনা পরোয়ানায় আটক করা হয়েছে তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপোর্ট করবে-

25 / 99

বিনা ওয়ারেন্টে গ্রেফতারকৃত ব্যক্তি অব্যাহতি [Discharge] পেতে পারেন ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী?

26 / 99

গ্রেফতারি পরোয়ানার ধরণ সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে?

27 / 99

যুগ্ম দায়রা জজ নিচে বর্ণিত কোন সাজা দিতে পারেন?

28 / 99

বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায় প্রদান করা হয় কোন সনে? [জুডি. : ২০১১]

29 / 99

ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর কোন ধারায় বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারে সার্চ ওয়ারেন্ট সম্পর্কে বলা হয়েছে? [জুডি. : ২০১৭]

30 / 99

ফৌজদারি কার্যবিধির ৬ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

31 / 99

দায়রা আদালতে কয়টি স্তরের বিচারক থাকতে পারে? [বার : ২০১২]

32 / 99

ফৌজদারি কার্যবিধির চতুর্থ তফসিলের বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

33 / 99

ফৌজদারি কার্যবিধির ৮১ ধারার বিধান অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী আটককৃত ব্যক্তিকে পুলিশ অফিসার কত সময়ের মধ্যে আদালতে হাজির করবেন?

34 / 99

ফৌজদারি কার্যবিধির ৭১ ধারা অনুসারে সমনের ক্ষেত্রে তলবী ব্যক্তিকে না পাওয়া গেলে অথবা তার বাড়িতেও কোনোভাবে তার পক্ষে সমন জারি করার জন্য কাউকে না পাওয়া গেলে নিচে বর্ণিত কোন কাজটি করলে যথাযথভাবে সমন জারি হয়েছে বলে ধরে নিতে হবে?

35 / 99

পলাতক ব্যক্তির জন্য হুলিয়া সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে?

36 / 99

Complaint বলতে বোঝায়? [বার : ২০১৩]

37 / 99

ফৌজদারি কার্যবিধির অনুযায়ী একজন আসামির জরিমানা কোন ক্ষেত্রে মওকুফ হতে পারে?

38 / 99

আমলযোগ্য অপরাধ বলতে নিচের কোনটি বোঝানো হয়ে থাকে?

39 / 99

গ্রেফতার করার সময়ে একজন মহিলা-অভিযুক্তের দেহ তল্লাশি করার পদ্ধতি সংক্রান্ত বিধান ফৌজদারি কার্যবিধিতে কোন ধারায় আছে?

40 / 99

সুমনা একটি মামলার বিবাদী। একটি মামলায় সুমনার কাছে পাঠানো সমনটি তার অনুপস্থিতিতে নিচের কোন ব্যক্তিটির কাছে জারি করা যাবে?

41 / 99

কোনো স্থানে তল্লাশি করতে হলে কমপক্ষে কতজন সাক্ষীর উপস্থিতিতে তল্লাশিটি করতে হবে?

42 / 99

ফৌজদারি কার্যবিধির অনুসারে সমনে তলবী ব্যক্তিকে পাওয়া না গেলে নি¤েœাক্ত কার নিকট সমন জারি করা যাবে না?

43 / 99

বিশেষ ম্যাজিস্ট্রেট এর অফিস ও আদালতের প্রাথমিক পরিচয় সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলা আছে?

44 / 99

একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত জরিমানা করতে পারবেন? [জুডি. : ২০০৮]

45 / 99

Code of Criminal Procedure -এর কোন ধারায় ফৌজদারি আদালতসমূহের শ্রেণিবিভাগ করা হয়েছে? [জুডি. : ২০০৮]

46 / 99

সরকার হাইকোর্টের সাথে পরামর্শক্রমে একজন ম্যাজিস্ট্রেটকে বিশেষ ক্ষমতা প্রদান করলে তিনি নিচে বর্ণিত কোন শাস্তিটি দিতে পারবেন?

47 / 99

ক্রোকের আদেশ হওয়া সম্পত্তিটি স্থাবর সম্পত্তি হলে এবং রাজস্ব প্রদানকারী সম্পত্তি হলে উক্ত স্থাবর সম্পত্তিটি কার মাধ্যমে ক্রোক করতে হবে?

48 / 99

কোনো জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট স্থানীয় অধিক্ষেত্রের বহির্ভূত কোনো মেট্রোপলিটন এলাকায় তামিলের জন্য নিম্নের কার নিকট প্রেরণ করতে হবে? [জুডি. : ২০১৩]

49 / 99

দায়রা জজ কোন সকল দণ্ড দিতে পারেন তা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

50 / 99

একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ব্যভিচারের অপরাধে একজন আসামিকে ৪ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। আসামি জরিমানা দিতে ব্যর্থ হলে তা অনাদায়ে আরো সর্বোচ্চ কত সময়ের কারাদণ্ড দিতে পারবেন উক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট?

51 / 99

কারাবাস একের পর এক চলবে বলে আদালত আদেশ দিলে অভিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ কত বছর কারাদণ্ডে দণ্ডিত করতে পারবে?

52 / 99

জরিমানা অনাদায়ে কারাদণ্ডের পরিমাণ সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে?

53 / 99

একজন দায়রা জজ কোন এলাকার জন্য জাস্টিস অব দ্য পিস হতে পারেন?

54 / 99

একজন বেসরকারি ব্যক্তি নিচে বর্ণিত কোন ক্ষেত্রে কাউকে গ্রেফতার করতে পারেন না?

55 / 99

একজন বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড প্রদান করতে পারেন ফৌজদারি কার্যবিধির কোন ধারাবলে?

56 / 99

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেওয়া হয়-

57 / 99

টাঙ্গাইল জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট ঢাকা জেলার সাভার থানা এলাকায় তামিলের জন্য নিম্নের কার নিকট প্রেরণ করতে হবে?

58 / 99

যে ক্ষেত্রে কোনো কর্ম বা কর্মবিচ্যুতি দুই বা ততোধিক আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ হয়, সেক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক হবে? [জুডি. : ২০১৩]

59 / 99

সাক্ষ্য আইনে alibi শব্দের অর্থ হিসেবে নিচের কোনটি সঠিক?

60 / 99

Code of Criminal Procedure -এর কোন ধারার বিধান অনুযায়ী একজন সাধারণ ব্যক্তি, কেউ non-bailable ও cognizable অপরাধ করলে তখন তাকে গ্রেপ্তার করতে পারে? [জুডি. : ২০০৮]

61 / 99

ফৌজদারি কার্যবিধি কত সালের কত তারিখে প্রকাশিত হয়?

62 / 99

ঢাকা জেলার অন্তর্ভুক্ত কোনো ম্যাজিস্ট্রেট এর বিচার্য মামলার ধরণ সম্পর্কে কে বিধি প্রণয়ন করতে পারেন?

63 / 99

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কে পদাধিকারবলে জাস্টিস অব দ্য পিস হতে পারেন না?

64 / 99

স্থান বলতে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী নিচের কোনটি বোঝায়?

65 / 99

সুমনা একজন অভিযুক্ত। তাকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ ধাওয়া করলে সে অপরিচিত একজনের বাড়ীতে ঢুকে লুকিয়ে থাকে একটি ঘরে। উক্ত বাড়ির মালিক পুলিশকে তার বাড়িতে ঢুকতে বাধা প্রদান করলেও পুলিশ তা উপেক্ষা করে দরজা ভেঙ্গে বাড়িতে ঢুকে পড়লে উক্ত বাড়ির মালিকের প্রতিকার কী?

66 / 99

দণ্ডবিধিতে বর্ণিত অপরাধসমূহের ইনকোয়ারি কোন আইনের বিধান অনুসারে করা হয়?

67 / 99

গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দের আগে কত ঘণ্টা পর্যন্ত পুলিশের হেফাজতে রাখা যায়? [বার : ২০১২]

68 / 99

ফৌজদারি কার্যবিধিতে C.R. কেস মানে কী?

69 / 99

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রত্যেকটি সমন কয় কপি পাঠাতে হয়?

70 / 99

কোন অপরাধ ছাড়া যেকোনো অপরাধের বিচার করার ক্ষমতা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে হাইকোর্ট বিভাগ অর্পণ করতে পারে?

71 / 99

ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারানুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ এবং ওয়ারেন্ট ব্যতীত কত প্রকারের ব্যক্তিকে গ্রেফতার করতে পারে? [জুডি. : ২০১২]

72 / 99

বিচার চলাকালীন সময়ে আসামি হাজতে থাকলে এবং বিচার দণ্ডপ্রাপ্ত হলে তার উক্ত হাজতবাসের মেয়াদ বাদ দেওয়া হবে না, যদি সে - [বার : ২০১৭]

73 / 99

সুমনা একজন অভিযুক্ত। গ্রেফতারকালীন সময়ে তার দেহ তল্লাশী কে করতে পারেন?

74 / 99

একটি মামলার বিচার্য বিষয়ের উদ্ভব হয় কোথা থেকে?

75 / 99

ফৌজদারি কার্যবিধির তৃতীয় তফসিলে বর্ণিত ক্ষমতা কী ক্ষমতা নামে অভিহিত হয়?

76 / 99

ঢাকা জেলার সাভার থানা থেকে বিনা পরোয়ানায় আটককৃত ব্যক্তিদের সম্পর্কে কার নিকট রিপোর্ট প্রদান করবেন উক্ত থানার ভারপ্রাপ্ত অফিসার?

77 / 99

ব্যক্তিগত আত্মরক্ষার্থে করিম একজনকে হত্যা করে এবং ক আসামি বা অভিযুক্ত হিসেবে আদালতে দাঁড়ায়। করিম যে আত্মরক্ষার্থে হত্যাটি করেছিলো এটি প্রমাণের দায়িত্ব কার?

78 / 99

ফৌজদারি কার্যবিধির ১০০ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

79 / 99

সকল জুডিসিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের ওপর যথাক্রমে অর্পিত তৃতীয় তফসিলে বর্ণিত ক্ষমতা থাকবে - এটি ফৌজদারি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

80 / 99

পলাতক ব্যক্তির জন্য হুলিয়া জারি হলে হুলিয়া প্রকাশের পরে একটি নির্দিষ্ট সময়ে তাকে হাজির হবার জন্য আদালত নির্দেশ দিয়ে থাকে। এক্ষেত্রে হুলিয়াধীন ব্যক্তি হাজির হবার জন্য কমপক্ষে কতদিনের সময় ন্যূনতম পাবে?

81 / 99

ফৌজদারি কার্যবিধিতে G. D.অর্থ কী?

82 / 99

দলিল হাজির করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করা যায় ফৌজদারি কার্যবিধির কত ধারা মোতাবেক?

83 / 99

পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক করা যায় ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী?

84 / 99

বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে বিচারকদের নিয়োগ বিষয়ে বলা আছে?

85 / 99

প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সর্বোচ্চ পদ হচ্ছে- [বার : ২০১৫]

86 / 99

ফৌজদারি কার্যবিধির ৬১ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

87 / 99

কোথাও চোরাই মাল আছে বলে বিশ্বাস করার কারণ থাকলে সেখানে তল্লাশি করা যায় ফৌজদারি কার্যবিধির কত ধারার বিধান অনুসারে?

88 / 99

১৫ বছরের নিচে কোনো শিশু মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধ করলে, সেই অপরাধের বিচার করতে পারে কোন ম্যাজিস্ট্রেট?

89 / 99

ফৌজদারি কার্যবিধিতে দলিল বা অন্যান্য জিনিস হাজির করার জন্য সমন কত ধারার বিষয়বস্তু?

90 / 99

অতিরিক্ত দায়রা জজ নিয়োগ হয়-

91 / 99

ফৌজদারি কার্যবিধির ৬১ ধারার সাথে কোন ধারাটি সম্পর্কিত?

92 / 99

বিচারকালীন সময়ে আসামি যে মেয়াদের কারাবাস ভোগ করেছে তা যদি সে যে দণ্ডিত হয়েছে তার মেয়াদ অপেক্ষা বেশী হয়, তাহলে আসামি - [বার : ২০১৭]

93 / 99

ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেটগণকে প্রধানত কত প্রকারে ভাগ করা হয়? [বার : ২০১২]

94 / 99

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেওয়া হয়-

95 / 99

মহানগর এলাকার ম্যাজিস্ট্রেটদের প্রধান কী নামে পরিচিত?

96 / 99

মহানগর দায়রা আদালতের বিচারকের নাম কী?

97 / 99

বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তিকে অনাবশ্যক বিলম্ব না করে কোথায় নিয়ে যেতে হবে?

98 / 99

কোনো জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর এজলাসে বসার সময় ও স্থান সম্পর্কে কে প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে পারেন?

99 / 99

গাজীপুর জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট ঢাকা জেলার সাভার থানা এলাকায় তামিলের জন্য নিম্নের কার নিকট প্রেরণ করা যেতে পারে?