অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

CrPC MCQ Test [Sec. 106-153]

এখানে ‘অপরাধ দমন’ [ধারা ১০৬-১৫৩] শিরোনামে ফৌজদারি কার্যবিধির চতৃর্থ ভাগের ওপর এমসিকিউ রয়েছে। অপরাধ সংঘটিত হবার আগেই তা দমনের বিধান এই অধ্যায়ে বর্ণিত আছে যা কিনা খুবই তাৎপর্যপূর্ণ। এই অংশে প্রধানত নির্বাহী ও জেলা ম্যাজিস্ট্রেটদের কার্যক্রম বর্ণিত আছে। এই অংশটি ভালোভাবে পড়ে নিয়ে নিচের এমসিকিউগুলো অনুশীলন করুন।

/39
254

23 minutes 24 seconds


CrPC [106-153]

এখানে ফৌজদারি কার্যবিধির ১০৬-১৫৩ পর্যন্ত ধারাগুলোর এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 39

ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশ কে জারি করতে পারে?

2 / 39

একটি মেট্রোপলিটন এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দেবার প্রয়োজন হলে কার নির্দেশে সামরিক শক্তি প্রয়োগ করা যেতে পারে?

3 / 39

নাবালকের বিরুদ্ধে মুচলেকার আদেশ দেওয়া হলে মুচলেকা সম্পাদন কে করবে?

4 / 39

প্রতিকার হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ নিম্নলিখিত কোন পদক্ষেপটি নিতে পারেন?

5 / 39

বিরোধীয় সম্পত্তিতে কে দখলের অধিকারী তা নির্ধারণ করা হয় ফৌজদারি কার্যবিধির কোন ধারার মাধ্যমে?

6 / 39

উৎপাত অপসারণের আদেশ কে দিতে পারেন?

7 / 39

দণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য আদালত মুচলেকা দেওয়ার আদেশ সর্বোচ্চ কত সময়ের জন্য দিতে পারে?

8 / 39

কখন ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা প্রযোজ্য হতে পারে?

9 / 39

ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীন প্রদত্ত আদেশ সাধারণত সর্বোচ্চ কতদিন বলবৎ থাকে? [বার : ২০১২]

10 / 39

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির কোনো মুচলেকা কখন বাতিল হয়ে যায়?

11 / 39

দণ্ডিত হবার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষার জন্য মুচলেকার আদেশ দেওয়া হলে তার গণনা কখন থেকে শুরু হবে?

12 / 39

সুমনা ঢাকা জেলার সাভার থানার বাসিন্দা। তার দ্বারা একই জেলার মহানগরীর আওতাধীন  শাহবাগ থানায় একটি শান্তিভঙ্গের সম্ভাবনা দেখা দিয়েছে। এমতাবস্থায় শান্তিভঙ্গের আশঙ্কা রোধ করার জন্য মুচলেকা সম্পাদনের আদেশ কেন দেওয়া হবেনা মর্মে কারণ দর্শাতে বলবেন কে?

13 / 39

সুমনা ঢাকা জেলার সাভার থানার বাসিন্দা। তার দ্বারা একই জেলার আশুলিয়া থানায় একটি শান্তিভঙ্গের সম্ভাবনা দেখা দিয়েছে। এমতাবস্থায় শান্তিভঙ্গের আশঙ্কা রোধ করার জন্য মুচলেকা সম্পাদনের আদেশ কেন দেওয়া হবেনা মর্মে কারণ দর্শাতে বলবেন কে?

14 / 39

২ বছরের জন্য দণ্ডিত আসামি সুমনের ৩ বছরের শান্তিরক্ষার মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়া হলে মুচলেকাটি কখন থেকে গণনা করতে হবে?

15 / 39

নিম্নোক্ত কোন পরিস্থিতি থেকে শান্তিভঙ্গের আশংকা থাকলে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারার ক্ষমতা প্রয়োগ করা যাবে? [বার : ২০১২]

16 / 39

ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো ব্যক্তির সদাচরণের মুচলেকা দেয়ার আদেশ দিতে পারেন- [বার : ২০১৫]

17 / 39

Code of Criminal Procedure এর ১৪৫ ধারার ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্য কোনটি? [জুডি. : ২০১০]

18 / 39

কোনো ব্যক্তি দণ্ডিত হবার পর শান্তি রক্ষার জন্য দণ্ডিত ব্যক্তিকে মুচলেকার আদেশ কে দিতে পারে?

19 / 39

দণ্ডিত হবার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য কোনো ব্যক্তিকে মুচলেকার আদেশ দিতে পারে কোন আদালত?

20 / 39

ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় আদেশ জারি করতে পারেন কে?

21 / 39

ফৌজদারি কার্যবিধির ১০৬ ধারায় দণ্ডবিধির কোন অধ্যায়ের অপরাধের উল্লেখে শান্তিরক্ষার মুচলেকা সম্পর্কে বলা আছে?

22 / 39

জেলা ম্যাজিস্ট্রেটের ১৪৪ ধারার আদেশের বিষয়ে কোন আদালতে রিভিশন দায়ের করা যায়?

23 / 39

ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারার আদেশের অব্যবহিত পূর্ববর্তী কত মাসের মধ্যে কোনো ব্যক্তিকে বেআইনিভাবে বেদখল করলে ম্যাজিস্ট্রেট উক্ত বেদখলকৃত ব্যক্তিকে উক্ত তারিখের দখলদার বলে মনে করবে?

24 / 39

দণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য মুচলেকা সর্বোচ্চ কত বছরের হতে পারে?

25 / 39

দুইটি রাজনৈতিক দল একই জায়গায় একই সময়ে সমাবেশ ডাকলে এবং সেখানে শান্তি শৃঙ্খলা বিঘিœত হবার সম্ভাবনা থাকলে ফৌজদারি কার্যবিধির কোন ধারা প্রয়োগ করা হয়?

26 / 39

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ কে দিতে পারে?

27 / 39

গণ উৎপাত সংক্রান্ত বিধান কোথায় প্রযোজ্য হয় না?

28 / 39

দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার জন্য মুচলেকার আদেশ কে দিতে পারে?

29 / 39

ফৌজদারি কার্যবিধির ১০৯ ধারার অধীন  সদাচরণের মুচলেকার আদেশ কে দিতে পারে?

30 / 39

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ কে দিতে পারে?

31 / 39

কোন বিশেষ ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে একজন ব্যক্তিকে অনধিক ৩ বছরের সময়ের জন্য মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়া যেতে পারে?

32 / 39

ফৌজদারি কার্যবিধির ১২৮ ধারা অনুযায়ী অসামরিক শক্তি প্রয়োগ করে কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না হলে কোনো ধারা অনুসারে সামরিক শক্তি প্রয়োগ করা যেতে পারে?

33 / 39

ফৌজদারি কার্যবিধির ১১০ ধারার অধীন অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুচলেকার আদেশ কে দিতে পারে?

34 / 39

ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারার আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কী?

35 / 39

কোন ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে?

36 / 39

মেট্রোপলিটন এলাকায় ১৪৪ ধারা কে জারি করতে পারে?

37 / 39

ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশ জারি করার ক্ষেত্রে কোন ধারায় বর্ণিত পদ্ধতি অনুসরণ করতে হয়?

38 / 39

ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা কোন ধরনের আদেশ?

39 / 39

ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারার মামলা নিম্নোক্ত কোন আদালতের আদি এখতিয়ারভুক্ত? [বার : ২০১২]

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]