অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

CrPC MCQ Test [Sec. 221-250]

ফৌজদারি কার্যবিধির ‘সরকারের পক্ষে মামলা পরিচালনার পদ্ধতি’ শিরোনামে  ষষ্ঠ ভাগে ১৫-৩০ অধ্যায়সমূহে অনেক টপিকে আলোচনা আছে। এর ধারার বিস্তৃতিও অনেক যা কিনা ১৭৭ থেকে ৪০৩ পর্যন্ত। এরই ২২১-২৫০ ধারা পর্যন্ত অংশটুকু নিয়ে নিচে এমসিকিউ রয়েছে এখানে। এই অংশে চার্জ গঠন, ম্যাজিস্ট্রেটের কার্যক্রম, মিথ্যা মামলা ইত্যাদি টপিকের আলোচনাগুলো গুরুত্বপূর্ণ অনেক। এই অংশটি ভালোভাবে পড়ে নিয়ে নিচের এমসিকিউগুলো অনুশীলন করুন।

/42
334

25 minutes 12 seconds


CrPC [221-250]

এখানে ফৌজদারি কার্যবিধির ২২১-২৫০ পর্যন্ত ধারাগুলোর এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 42

‘ক’ একটি ঘটনায় চুরির অভিযোগে অভিযুক্ত হয় এবং চুরির ঘটনার ৩ মাসের ভেতরে অন্য একটি ঘটনায় ‘ক’ মারাত্মক জখম করার অপরাধে অভিযুক্ত হয়; এক্ষেত্রে ‘ক’ এর এই দুই অপরাধের অভিযোগ গঠিত হবে কিভাবে?

2 / 42

একজন অভিযুক্ত যদি এমন অপরাধ করে যা কিনা দুইটি পৃথক অপরাধের সংজ্ঞায় সংজ্ঞায়িত তাহলে তার বিরুদ্ধে কীভাবে চার্জ গঠন করা যাবে?

3 / 42

মিথ্যা বা তুচ্ছ অভিযোগের জন্য একজন ব্যক্তিকে সর্বোচ্চ কত জরিমানার আদেশ দিতে পারে আদালত?

4 / 42

একই ধরণের অনধিক ৩টি অপরাধ কত সময়ের মধ্যে হলে একত্রে অভিযোগ গঠন করে একত্রে বিচার করা যাবে?

5 / 42

চার্জ গঠনকালীন সময়ে একজন আসামি যদি তার প্রতি অভিযোগ অস্বীকার করে তবে তার পরিপ্রেক্ষিতে নিচের কোন বাক্যটি সঠিক নয়?

6 / 42

মিথ্যা বা তুচ্ছ অভিযোগের জন্য একজন ব্যক্তিকে সর্বোচ্চ কত সময়ের কারাদণ্ড দিতে পারে আদালত?

7 / 42

ম্যাজিস্ট্রেট একজন আসামিকে খালাস দিতে পারেন নিচে বর্ণিত কোন ক্ষেত্রে?

8 / 42

ম্যাজিস্ট্রেট একজন আসামিকে খালাস দিতে পারেন নিচে বর্ণিত কোন ক্ষেত্রে?

9 / 42

বিচারের যেকোনো পর্যায়ে চার্জ পরিবর্তন করা যায় - এটি কোন ধারার বিষয়বস্তু?

10 / 42

চার্জ গঠনকালে পৃথক অভিযোগ গঠন করতে হয় কখন?

11 / 42

মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগ দায়ের করলে ম্যাজিস্ট্রেট ৫০০ টাকা ক্ষতিপূরণের আদেশ দেয় কিন্তু যার বিরুদ্ধে আদেশ দেওয়া হয়েছে, সে ক্ষতিপূরণ না দিতে পারলে কত দিনের করাবাস ভোগ করবে?

12 / 42

ফৌজদারি কার্যবিধির ২৪৫ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

13 / 42

চার্জ গঠনের সময় আসামি অর্ভিযোগ স্বীকার করলে একজন ম্যাজিস্ট্রেট দণ্ড দিতে পারেন ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুযায়ী?

14 / 42

ফৌজদারি মামলায় চার্জ গঠনের ক্ষেত্রে অপরাধ সংক্রান্ত কোন তথ্যটি উল্লেখের প্রয়োজন নাই? [বার : ২০১২]

15 / 42

ফৌজদারি কার্যবিধির ২৪৯ ধারা অনুসারে একজন আসামিকে ম্যাজিস্ট্রেট -

16 / 42

কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এর ২৪৮ ধারা অনুসারে Complaint প্রত্যাহৃত হলে অভিযুক্ত ব্যক্তি- [জুডি. : ২০১৪]

17 / 42

একজন আসামিকে ম্যাজিস্ট্রেট শাস্তি দিতে পারেন ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে?

18 / 42

একজন অভিযুক্ত যদি এমন অপরাধ করে যা কিনা দুইটি পৃথক অপরাধের সংজ্ঞায় সংজ্ঞায়িত তাহলে তার বিরুদ্ধে কীভাবে মামলা পরিচালনা করতে হবে?

19 / 42

পরিবর্তিত চার্জ আসামিকে পড়ে শোনানোর বাধ্যবাধকতা ফৌজদারির কার্যবিধির কোন ধারায় বণিত আছে?

20 / 42

একটি ফৌজদারি মিথ্যা বা তুচ্ছ অভিযোগ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?

21 / 42

মিথ্যা ও তুচ্ছ অভিযোগ সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে?

22 / 42

একটি ম্যাজিস্ট্রেট আদালতে ফরিয়াদি নালিশ প্রত্যাহার করতে চাইলে কার অনুমতিসাপেক্ষে করতে হবে?

23 / 42

নালিশী মামলায় সমন ইস্যুর পর অভিযোগকারী নির্ধারিত তারিখে আদালতে হাজির না থাকলে আদালত কি আদেশ দিতে পারে? [বার : ২০১২]

24 / 42

একজন আসামিকে কখন আদালত জিজ্ঞাসা করে যে সে অপরাধটি করেছে কিনা?

25 / 42

অভিযোগ লেখা যায় কোন ভাষায়?

26 / 42

Complaint ব্যতীত অন্যভাবে রুজুকৃত একটি ফৌজদারি মামলার কার্যক্রম বন্ধ করা হলে, ম্যাজিস্ট্রেট আসামিকে- [বার : ২০১৩]

27 / 42

ফৌজদারি মামলায় চার্জ গঠনের দায়িত্ব কার? [বার : ২০১২]

28 / 42

দায়রা মামলা বিচারের কোন পর্যায় পর্যন্ত চার্জ পরিবর্তন করা যায়? [জুডি. : ২০১৫]

29 / 42

একই ধরণের অনধিক কয়টি অপরাধ ১ বছরের মধ্যে হলে একত্রে অভিযোগ গঠন করে একত্রে বিচার করা যাবে?

30 / 42

Complaint প্রত্যাহার করা হলে আসামি- [বার : ২০১৩]

31 / 42

ম্যাজিস্ট্রেট আসামিকে খালাস দিতে পারেন কত ধারা অনুসারে?

32 / 42

Complaint ব্যতীত অন্যভাবে রুজুকৃত একটি ফৌজদারি মামলার কার্যক্রম বন্ধ করা হলে, ম্যাজিস্ট্রেট আসামিকে মুক্তি দেবেন - এটি কত ধারার বিষয়বস্তু?

33 / 42

ফরিয়াদি সরকারি কর্মচারী হলে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতি দিতে পারেন ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির কোন ধারা মোতাবেক?

34 / 42

ম্যাজিস্ট্রেট একজন আসামিকে খালাস দিতে পারেন নিচে বর্ণিত কোন ক্ষেত্রে?

35 / 42

মিথ্যা অভিযোগের ক্ষেত্রে একজন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খালাসের আদেশ প্রদানের সময় নালিশকারীর বিরুদ্ধে এরূপ ক্ষতিপূরণের আদেশ দিতে পারে, যা হবে অনধিক- [বার : ২০১৫]

36 / 42

আসামির অব্যহতি পাওয়ার দরখাস্ত  [Discharge petition] বিবেচনার সময় নিম্নের কোন দলিল বিবেচনায় নেয়া যাবে না? [জুডি. : ২০১২]

37 / 42

ফৌজদারি মামলায় আসামি কোন পর্যায়ে ডিসচার্জের আবেদন করতে পারে? [বার : ২০১২]

38 / 42

The Code of Criminal Procedure, 1898  এর  Section 249 অধীনে বিচার বন্ধ হলে অভিযুক্ত ব্যক্তি- [জুডি. : ২০১৫]

39 / 42

অভিযোগকারী নালিশ প্রত্যাহার করতে পারে-

40 / 42

অভিযোগপত্রে উল্লে­খিত শব্দের অর্থ সাধারণত কোন আইন অনুসারে ব্যাখ্যা করতে হবে?

41 / 42

ম্যাজিস্ট্রেট চার্জ গঠন করে ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী?

42 / 42

যদি কোনো আসামি চার্জ গঠনকালে স্বীকার করে যে, সে অভিযুক্ত অপরাধটি সংঘটন করেছে, তাহলে ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন আসামির - [বার : ২০১৩]

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]