অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

CrPC MCQ Test [Sec. 260-365]

ফৌজদারি কার্যবিধির ‘সরকারের পক্ষে মামলা পরিচালনার পদ্ধতি’ শিরোনামে  ষষ্ঠ ভাগে ১৫-৩০ অধ্যায়সমূহে অনেক টপিকে আলোচনা আছে। এর ধারার বিস্তৃতিও অনেক যা কিনা ১৭৭ থেকে ৪০৩ পর্যন্ত। এরই ২৬০-৩৬৫ ধারা পর্যন্ত অংশটুকু নিয়ে নিচে এমসিকিউ রয়েছে এখানে। এই অংশটি ভালোভাবে পড়ে নিয়ে নিচের এমসিকিউগুলো অনুশীলন করুন।

/44
272

26 minutes 24 seconds


CrPC [260-365]

এখানে ফৌজদারি কার্যবিধির ২৬০-৩৬৫ পর্যন্ত ধারাগুলোর এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 44

দুষ্কর্মের সহচরকে সাধারণভাবে কোন আদালত ক্ষমা করার জন্য এখতিয়ারাবান?

2 / 44

নিচের কোন ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাবে?

3 / 44

একজন ম্যাজিস্ট্রেটকে কত দিনের মধ্যে বিচার শেষ করতে হবে বলে নির্দেশনা আছে ফৌজদারি কার্যবিধিতে?

4 / 44

ফৌজদারি মামলায় সময়ের প্রার্থনা করে দরখাস্ত করা যায় কোন আইনের কত ধারা অনুযায়ী? [বার : ২০১৭]

5 / 44

আসামির জবানবন্দির গ্রহণ করার ক্ষমতা আদালতকে ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে দেওয়া হয়েছে?

6 / 44

আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

7 / 44

দুষ্কর্মের সহচরকে ক্ষমা প্রদর্শন বিষয়ে ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলা আছে?

8 / 44

ফৌজদারি কার্যবিধিতে কোন ধারায় সংক্ষিপ্ত বিচারের পদ্ধতি বর্ণনা করা আছে?

9 / 44

ফৌজদারি কার্যবিধিতে কোন ধারায় ম্যাজিস্ট্রেটদেরকে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা দেওয়া হয়েছে?

10 / 44

রিমান্ডের জন্য যুক্তিসঙ্গত কারণ এর সংজ্ঞা কোন আইনের কোন ধারায় বর্ণিত আছে?

11 / 44

দায়রা আদালতে সরকারের পক্ষে মামলা কে পরিচালনা করে থাকেন?

12 / 44

আসামির অনুপস্থিতিতে বিচারকাজ শুরু করার প্রয়োজনে আসামিকে হাজির করার জন্য নিচের কোন সর্বশেষ পদক্ষেপটি নেওয়া বাধ্যতামূলক?

13 / 44

নিচের কোন ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাবে?

14 / 44

ব্যভিচারের অপরাধে কে আপোষ করতে পারে?

15 / 44

আসামির রিমান্ড ফৌজদারি কার্যবিধির কত ধারার বিষয়বস্তু?

16 / 44

একজন সাক্ষীর আচরণ সংক্রান্ত মন্তব্য প্রাসঙ্গিক হলে তা লিপিবদ্ধ করবে - [বার : ২০১৫]

17 / 44

প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেট কার অনুমতিসাপেক্ষে ফৌজদারি কার্যবিধির ৩৩৭ ধারার দুষ্কর্মের সহচরকে ক্ষমা করার ক্ষমতা প্রয়োগ করতে পারেন?

18 / 44

একটি দায়রা আদালত ফৌজদারি কার্যবিধির কোন ধারা মোতাবেক অব্যহতি দিতে পারেন আসামিকে?

19 / 44

আসামির অনুপস্থিতিতে বিচার করা যায় - এই বিশেষ বিধানটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

20 / 44

একটি আপোষ হয়ে যাওয়া মামলার ক্ষেত্রে একজন আসামি -

21 / 44

দায়রা আদালতের চার্জ গঠন ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে হয়?

22 / 44

সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারেন নিচে বর্ণিত কোন বিচারক?

23 / 44

কোনো ফৌজদারি মামলার আপোষ প্রসঙ্গে নিচের কোন উক্তিটি সঠিক নয়?

24 / 44

ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুসারে আসামির জবানবন্দি গ্রহণ প্রসঙ্গে নিচের কোন উক্তিটি সঠিক নয়?

25 / 44

একটি দায়রা আদালতকে কত দিনের মধ্যে বিচার শেষ করতে হবে বলে নির্দেশনা আছে ফৌজদারি কার্যবিধিতে?

26 / 44

একটি উপজেলা এলাকায় সংঘটিত একটি অপরাধের সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করার ক্ষমতার অধিকারী কে?

27 / 44

দায়রা আদালত যদি মনে করেন যে এমন কোনো সাক্ষ্য পাওয়া যায়নি যাতে মনে হয় যে আসামি কোনো অপরাধ করেছে, সেক্ষেত্রে দায়রা আদালতের করণীয় কী?

28 / 44

ফৌজদারি কার্যবিধি অনুসারে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কত বছর? [জুডি. : ২০১১]

29 / 44

ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে আত্মপক্ষ সমর্থনের অধিকার কোনো আসামিকে দেওয়া হয়েছে? [বার : ২০১৭]

30 / 44

আঘাতের মামলায় কে আপোষ করতে পারে?

31 / 44

ফৌজদারি মামলায় কোনো ম্যাজিস্ট্রেট একসঙ্গে সর্বোচ্চ কতদিনের রিমান্ড দিতে পারবেন?

32 / 44

একজন বিচারাধীন আসামি কোন ধারার বিধান অনুযায়ী তার Defenc এর সমর্থনে সাক্ষী হিসাবে সাক্ষ্য দিতে পারেন? [জুডি. : ২০০৮]

33 / 44

নিচে বর্ণিত কোন ধরনের দণ্ডে দণ্ডনীয় মামলার সংক্ষিপ্ত বিচার করা যেতে পারে?

34 / 44

The Code of Criminal Procedure, 1898  এর  Section 342  এর কার্যক্রমে       অভিযুক্তের দৃষ্টি আকর্ষণ করা হয় [জুডি. : ২০১৫]

35 / 44

কেনো ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য নির্ধারিত সময়ের গণনা থেকে নিচের কোন ঘটনাকালীন সময়টি বাদ দিয়ে গণনা করা যাবে?

36 / 44

পেনাল কোডের ৩২৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ আপোস করতে পারে - [বার : ২০১৫]

37 / 44

ফৌজদারি মামলায় প্রসিকিউশন পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ক্রিমিনাল প্রসিডিউর কোড এর ৩৪২ ধারা অনুসারে- [জুডি. : ২০১৪]

38 / 44

মহানগর এলাকায় সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করার ক্ষমতার অধিকারী কে?

39 / 44

সাক্ষ্য গ্রহণের সময় আসামির উপস্থিতি যখন প্রয়োজন হয় না, তখন বিকল্প হিসেবে কার উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা চলে?

40 / 44

কেনো ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য নির্ধারিত সময়ের গণনা কখন থেকে শুরু করতে হয়?

41 / 44

ফৌজদারি কার্যবিধির ৩৪০ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

42 / 44

চোরাইমাল জানা সত্ত্বেও তা অসাধুভাবে গ্রহণের ক্ষেত্রে কে আপোষ করতে পারে?

43 / 44

আসামি দোষ স্বীকার করলে দায়রা আদালত দণ্ড দিতে পারেন ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে?

44 / 44

‘যুক্তিতর্ক’ ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]