অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

CrPC MCQ Test [Sec. 404-431]

ফৌজদারি কার্যবিধির সপ্তম ভাগে ফৌজদারি আপিল সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ অংশটুকু [৪০৪-৪৩১ ধারা] নিয়ে নিচে এমসিকিউ রয়েছে এখানে। এই অংশের কোনো ধারাই বাদ না দিয়ে পড়তে হবে। এই অংশটি ভালোভাবে পড়ে নিয়ে নিচের এমসিকিউগুলো অনুশীলন করুন।

/72
207

43 minutes 12 seconds


CrPC [404-431]

এখানে ফৌজদারি কার্যবিধির ৪০৪-৪৩১ পর্যন্ত ধারাগুলোর এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 72

একজন দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল নিচের কোন আদালতে অনুষ্ঠিত হতে পারে?

2 / 72

যুগ্ম দায়রা জজ ৭ বছরের কারাদণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপিল করতে হবে? [বার : ২০১২]

3 / 72

আপিল আদালত সরাসরি আপিল খারিজ করতে পারে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? [বার : ২০১৭]

4 / 72

আপিল আদালতের ক্ষমতা সম্পর্কে নিচের কোনটি সঠিক তথ্য নয়?

5 / 72

দায়রা আদালতের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হয় কোথায়?

6 / 72

আপিল পেন্ডিং থাকলে দণ্ড স্থগিত থাকবে - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

7 / 72

অর্থদণ্ডের বিরুদ্ধের আনীত আপিল চলাকালে আসামি মারা গেলে আপিলটি- [বার : ২০১৫]

8 / 72

সদাচরণের মুচলেকার আদেশের বিরুদ্ধে আপিল চলে  - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

9 / 72

একজন দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হয়-

10 / 72

একজন অতিরিক্ত দায়রা জজ কোন ধরনের আপিল শ্রবণ করে থাকেন?

11 / 72

একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হয় কোথায়?

12 / 72

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কয়টি ক্ষেত্রে আপিল চলে না?

13 / 72

শান্তিরক্ষা বা সদাচরণের মুচলেকার আদেশের বিরুদ্ধে আপিল কোথায় করতে হয়?

14 / 72

যুগ্ম দায়রা জজ কোনো মামলায় ৫ বছরের কারাদণ্ড দিলে এর বিরুদ্ধে আপিল কোথায় করতে হবে?

15 / 72

কোনো দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেটের অপর্যাপ্ত দণ্ডাদেশে সংক্ষুব্ধ রাষ্ট্রপক্ষ কোথায় আপিল করবেন?

16 / 72

কোনো রাষ্ট্র-বাদী মামলায় অতিরিক্ত দায়রা জজ কর্তৃক আপিলে প্রদত্ত খালাস আদেশ এর বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে?

17 / 72

কোনো যুগ্ম দায়রা জজের অপর্যাপ্ত দণ্ডাদেশে সংক্ষুব্ধ রাষ্ট্রপক্ষ কোথায় আপিল করবেন?

18 / 72

ফৌজদারি কার্যবিধির ৪১৪ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

19 / 72

সংক্ষিপ্ত বিচারের কোন ক্ষেত্রে আপিল চলবে না?

20 / 72

একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একটি নালিশী মামলায় কারাদণ্ড প্রদান করেন। উক্ত দণ্ডাদেশ বৃদ্ধির জন্য অভিযোগকারী নিম্নের কোন আদালতে আপিল দায়ের করবে? [জুডি. : ২০১৩]

21 / 72

ফৌজদারি কার্যবিধির ৪২০ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

22 / 72

কোনো নালিশী মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত মূল মামলায় খালাস আদেশ এর বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে?

23 / 72

তুচ্ছ মামলায় কোনো আপিল নাই - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

24 / 72

একজন অভিযোগকারী খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে- [বার : ২০১৩]

25 / 72

এডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তরিত আপিল কে প্রত্যাহার করে?

26 / 72

কোনো রাষ্ট্র-বাদী মামলায় অতিরিক্ত দায়রা জজ প্রদত্ত মূল খালাস আদেশের বিরুদ্ধে আপিল কোথায় দায়ের করতে হয়?

27 / 72

একজন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে- [বার : ২০১৩]

28 / 72

একজন ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে, রাষ্ট্রপক্ষ দণ্ড বৃদ্ধির জন্য কোথায় আপিল করতে পারে? [জুডি. : ২০১৪]

29 / 72

একটি ফৌজদারি আপিল প- হয় কখন?

30 / 72

একজন দায়রা জজ কোনো আসামিকে বিচারে খালাস প্রদান করেন। উক্ত রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আসামি মারা যায় সেক্ষেত্রে আপিলটির ফলাফল কী হবে? [জুডি. : ২০১৩]

31 / 72

কোনো রাষ্ট্র-বাদী মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক আপিলে প্রদত্ত খালাস আদেশ এর বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে?

32 / 72

কোনো ফরিয়াদি কর্তৃক মামলায় অতিরিক্ত দায়রা জজ কর্তৃক প্রদত্ত আপিলে খালাস আদেশের বিরুদ্ধে আপিল কোথায় করতে হয়?

33 / 72

১ম শ্রেণির ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরূদ্ধে আপিল করতে হবে কোন আদালতে? [বার : ২০১২]

34 / 72

পাবলিক প্রসিকিউটর কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল বিষয়ে নিচের কোন বাক্যটি সঠিক নয়?

35 / 72

কোনো পিপি কর্তৃক খালাসের আদেশের বিরুদ্ধে কোনো আপিলের দরখাস্ত গৃহীত না হলে পিপি’র করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক?

36 / 72

৩য় শ্রেণির ম্যাজিস্ট্রেট প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল হবে- [বার : ২০১৩]

37 / 72

আপিলের আবেদন কীভাবে করতে হয় সে সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে?

38 / 72

খালাসের আদেশে বিরুদ্ধে আপিল সংক্রান্ত বিষয়ে নিচের কোন বাক্যটি সঠিক নয়?

39 / 72

একজন ১ম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পেনাল কোডের ৩৭৯ ধারায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে চার্জ গঠনকালে আসামি guilty plead করার ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের হলে নিম্নের কোনটি হতে পারে? [জুডি. : ২০১৩]

40 / 72

ঢাকার সাভার থানার আওতাধীন একজন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সর্বোচ্চ ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক দণ্ডিত হলে তিনি তার দণ্ডের বিরুদ্ধে আপিল কোথায় করবেন?

41 / 72

ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য হলে এরূপ আদেশের বিরুদ্ধে ফৌজদারি আপিল চলে  - এটি কোন ধারার বিষয়বস্তু?

42 / 72

একটি Complaint Case -এ প্রদত্ত খালাসের রায় প্রদানের কত দিনের মধ্যে Complaint আপিল করতে পারবে? [জুডি. : ২০১২]

43 / 72

আপিলকারী কারাগারে থাকলে আপিল করার পদ্ধতি হিসেবে ফৌজদারি কার্যবিধির ৪২০ ধারা অনুযায়ী নিচের কোনটি সঠিক?

44 / 72

কোনো রাষ্ট্র-বাদী মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত মূল মামলায় খালাস আদেশ এর বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে?

45 / 72

যুগ্ম দায়রা জজ প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হয়- [বার : ২০১৫]

46 / 72

‘ক’ দণ্ডবিধি, ১৮৬০ এর ৩২৩ ধারায় দোষী সাব্যস্ত হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ‘ক’ কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। ‘ক’ উক্ত রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আপিল দায়েরের শর্তে জামিনের আবেদন করেন। ‘ক’ এর দরখাস্তটি ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর কত ধারায় আনীত হয়েছে? [জুডি. : ২০১৭]

47 / 72

যদি আদালত শুধুমাত্র জরিমানা আরোপ করে এবং উক্ত জরিমানা প্রদানের ব্যর্থতার কারণে দণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলবে না - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

48 / 72

ফৌজদারি কার্যবিধির কত ধারায় ফৌজদারি আপিল abatement এর বিধান আছে? [বার : ২০১৭]

49 / 72

নিচের কোন ক্ষেত্রে আপিল করা চলে না?

50 / 72

আসামি দোষ স্বীকার করলে আপিল চলবে না - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

51 / 72

আপিলের নোটিশ প্রদান করতে হয় ফৌজদারি কার্যবিধির কোন ধারা মোতাবেক?

52 / 72

ফরিয়াদি কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল বিষয়ে নিচের কোন বাক্যটি সঠিক নয়?

53 / 72

আসামি দোষ স্বীকার করলে নিচে বর্ণিত কোন বাক্যটি সঠিক নয়?

54 / 72

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি দণ্ডবিধির ১২৪ক ধারায় শাস্তি দেয় তবে এর বিরুদ্ধে আপিল কোথায় করতে হবে?

55 / 72

ফৌজদারি কার্যবিধির ৪৩১ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

56 / 72

সংক্ষিপ্ত বিচারে অনধিক ২০০/- টাকা অর্থদণ্ড হলে উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কী? [বার : ২০১৫]

57 / 72

অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল চলাকালে আসামি মারা গেলে আপিলটি - [জুডি. : ২০১৫]

58 / 72

ঢাকার শাহবাগ থানার আওতাধীন একজন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দণ্ডিত হলে তিনি তার দণ্ডের বিরুদ্ধে আপিল কোথায় করবেন?

59 / 72

ফৌজদারি কার্যবিধি বা অন্য বিশেষ আইনে বিধান না থাকলে আপিল চলবে না - ফৌজদারি আপিল সম্পর্কে এই ভিত্তিমূলক কথাটি কোন ধারার বিষয়বস্তু?

60 / 72

ঢাকা মেট্রোপলিটনের শাহবাগ থানাধীন একজন ১ মাসের কারাদণ্ডে দণ্ডিত হলে সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক?

61 / 72

ফৌজদারি কার্যবিধির ৪২১ ধারার বিষয়বস্তু নিচের কোনটি সঠিক?

62 / 72

আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারেন বা গ্রহণের নির্দেশ দিতে পারেন - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

63 / 72

খালাস আদেশের বিরুদ্ধে ফরিয়াদি ও পাবলিক প্রসিকিউটর এর আপিল দায়ের করতে হয় যথাক্রমে -

64 / 72

তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হয়- [বার : ২০১৫]

65 / 72

নিচের কোন ক্ষেত্রে আপিল করা চলে না?

66 / 72

একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের, রাষ্ট্রদ্রোহিতা ব্যতীত, অন্য সকল অপরাধের দণ্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপিল করতে হবে? [জুডি. : ২০১২]

67 / 72

একজন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কোন অধস্তন আদালতের দণ্ডাদেশের আপিল শুনতে পারেন?

68 / 72

নিচে বর্ণিত কোন ধরনের দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করতে হয়?

69 / 72

যদি আদালত শুধুমাত্র জরিমানা আরোপ করে এবং উক্ত জরিমানা প্রদানের ব্যর্থতার কারণে দণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে - [বার : ২০১৭]

70 / 72

বিচারিক আদালত একজন দণ্ডিতকে জামিন দিতে পারে যদি তার কারদণ্ডের মেয়াদ হয় অনধিক- [বার : ২০১৫]

71 / 72

দণ্ডাদেশের অপর্যাপ্ততার বিরুদ্ধে ফরিয়াদি ও পাবলিক প্রসিকিউটর এর আপিল দায়ের করার সময়সীমা যথাক্রমে -

72 / 72

কোনো দণ্ডের কঠোরতা কী ধরনের বিষয় বলে গণ্য করা হয় আইনে?

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]