অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

CrPC MCQ Test [Sec. 464-565]

ফৌজদারি কার্যবিধির শেষাংশে অনেকগুলো ধারা নিয়ে এই অংশটুকুতে [৪৬৪-৫৬৫ ধারা]  অনেকগুলো ছোট ছোট টপিক আলোচনা করা আছে। সব টপিককে একসাথে করে নিয়েই এখানে এমসিকিউ দেওয়া থাকলো। পিপি, জামিন, মামলা স্থানান্তর, আদালতের সহজাত ক্ষমতা ইত্যাদি বিষয়গুলো ভালোভাবে পড়ে নিয়ে নিচের এমসিকিউগুলো অনুশীলন করুন।

/60
240

36 minutes


CrPC [464-565]

এখানে ফৌজদারি কার্যবিধির ৪৬৪-৫৬৫ পর্যন্ত ধারাগুলোর এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 60

ঢাকা জেলার সাভার থানার একটি মামলা আশুলিয়া থানায় স্থানান্তরের ক্ষমতা সাধারণভাবে নিচের কোন আদালতের আছে?

2 / 60

ফৌজদারি কার্যবিধির ৫৬১ক ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

3 / 60

কোড অব ক্রিমিনাল প্রসিডিওর - এর ৪৯১ ধারা অনুযায়ী ‘হেবিয়াস কর্পাস’ প্রকৃতির নির্দেশনামূলক আদেশ প্রদানের ক্ষমতা কোন আদালতের এখতিয়ারভুক্ত? [জুডি. : ২০১৪]

4 / 60

এক দায়রা বিভাগ হতে অন্য দায়রা বিভাগে মামলা স্থানান্তর করতে কোথায় আবেদন করতে হয়?

5 / 60

ঢাকা জেলার আশুলিয়া থানার একটি মামলা ঢাকা মহানগরীর ধানমন্ডি থানায় স্থানান্তরের ক্ষমতা নিচের কোন আদালতের আছে?

6 / 60

আগাম জামিন  [Anticipatory bail] বলতে নিম্নের কোনটিকে বুঝাবে? [জুডি. : ২০১৩]

7 / 60

The Code of Criminal Procedure, 1898 এর  Section 476 এর অধীন Complaint দায়েরের আবেদন প্রত্যাখান করে দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে- [জুডি. : ২০১৫]

8 / 60

একজন জেলা ম্যাজিস্ট্রেট তার অধস্তন এক নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত থেকে অন্য একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে স্থানান্তর করতে ফৌজদারি কার্যবিধির কোন ধারাবলে ক্ষমতাবান?

9 / 60

কারাগারে আটক কোনো ব্যক্তির জামিন মঞ্জুর হলে আদালত কাকে উক্ত ব্যক্তিকে মুক্তি দেবার আদেশ দেবেন?

10 / 60

আগাম জামিন সংক্রান্ত ধারা ফৌজদারি কার্যবিধিতে কোনটি?

11 / 60

হাইকোর্ট বিভাগ মামলা স্থানান্তর করতে পারেন ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে?

12 / 60

ম্যাজিস্ট্রেট কর্তৃক জামিন না মঞ্জুরের আদেশের বিরুদ্ধে কোন আদালতে জামিনের আবেদন করা যাবে? [জুডি. : ২০১২]

13 / 60

কোন অপরাধের বিচারের এখতিয়ার দায়রা আদালতের নাই? [জুডি. : ২০১০]

14 / 60

মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন দণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করেছে এমন কোনো সন্দেহ হবার যুক্তিসঙ্গত কারণ থাকলে এবং তা জামিনঅযোগ্য হলেও নিচে বর্ণিত কোন কারণে একজনকে আদালত জামিন দিতে পারে?

15 / 60

ফৌজদারি কার্যবিধির ৫২৫ক ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

16 / 60

ঢাকা মহানগরীর শাহবাগ থানার মামলা একই নগরীর ধানমন্ডি থানায় স্থানান্তরের ক্ষমতা সাধারণভাবে নিচের কোন আদালতের আছে?

17 / 60

মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন দণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করেছে এমন কোনো সন্দেহ হবার যুক্তিসঙ্গত কারণ থাকলে এবং তা জামিনঅযোগ্য হলেও নিচে বর্ণিত কোন কারণে একজনকে আদালত জামিন দিতে পারে?

18 / 60

জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামির জামিন প্রাপ্তির সুযোগটি- [বার : ২০১২]

19 / 60

মামলা স্থানান্তর করতে দায়রা জজের ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

20 / 60

ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে সম্পত্তি বা দলিল বাজেয়াপ্ত করা হয়? [বার : ২০১৭]

21 / 60

পেনাল কোড এর অপরাধসমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য, তা ক্রিমিনাল প্রসিডিউর কোডের কোথায় উল্লেখ আছে? [জুডি. : ২০১৪]

22 / 60

আসামির বিরুদ্ধে চার্জ গঠনের পূর্বে প্রসিকিউশন কোনো মামলা প্রত্যাহার করলে ফলাফল হবে- [জুডি. : ২০১৩]

23 / 60

নিম্নের কোনটি Cognizable অপরাধ? [জুডি. : ২০১৪]

24 / 60

হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা (Inherent Power) আছে কত ধারায়? [বার : ২০১৭]

25 / 60

চিকিৎসক সাক্ষীর জবানবন্দি বিষয়ে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে?

26 / 60

একটি জেলায় এক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত থেকে অন্য অন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা স্থানান্তর করতে পারেন - [বার : ২০১২]

27 / 60

অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে একজন আসামি জামিন দাবি করতে পারে যদি তার বয়স হয়- [বার : ২০১৩]

28 / 60

ফৌজদারি কার্যবিধির ৫১৭ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

29 / 60

আদালত বেইল বন্ডের জন্য অধিক পরিমাণ অর্থ নির্ধারণ করলে উক্ত অর্থ যুক্তিসঙ্গত হারে কমানোর জন্য আবেদন করতে হয় - [বার : ২০১৭]

30 / 60

এডভোকেট ব্যতীত পাবলিক প্রসিকিউটরের অনুপস্থিতিতে কোন ধরনের ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর হিসেবে সরকার নিয়োগ দিতে পারেন?

31 / 60

ফৌজদারি কার্যবিধির কোন ধারায় আদালতকে মামলা শুনানির যেকোনো পর্যায়ে সাক্ষীকে তলব করার ক্ষমতা দেওয়া আছে? [বার : ২০১৭]

32 / 60

ক্রিমিনাল প্রসিডিওর কোডের ৪৭৬ ধারার অধীন Complaint দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত আদেশ - [বার : ২০১৩]

33 / 60

জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন জামিন মঞ্জুর করা যায়  - এই বিধানটি ফৌজদারি কার্যবিধির কত ধারার বিষয়বস্তু?

34 / 60

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত থেকে অন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা স্থানান্তর করতে পারেন কে?

35 / 60

কে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারে? [বার : ২০১৩]

36 / 60

ফৌজদারি কার্যবিধির ৫৬১ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

37 / 60

পিপি কর্তৃক মামলা প্রত্যাহারের ফলাফল হিসেবে নিচের কোন বাক্যটি সঠিক?

38 / 60

পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতিসাপেক্ষে মামলা প্রত্যাহার করতে পারে ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুযায়ী?

39 / 60

‘Nothing in this Code shall be deemed to limit or affect the inherent power of the high court division to make such orders as may be necessary to give effect to any order under this Code or to prevent abuse of the process of any court or otherwise to secure the end of justice’ বিধানটি The Code of Criminal Procedure,1898 এর কত ধারায় বর্ণিত হয়েছে? [জুডি. : ২০১৭]

40 / 60

কোনো মহানগরী এলাকায় সাক্ষীর জবানবন্দি গ্রহণের উদ্দেশ্যে কমিশন কার দ্বারা গঠিত হবে?

41 / 60

একটি ফৌজদারি মামলায় সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য কমিশন গঠন বা প্রেরণের ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় দেওয়া আছে?

42 / 60

ময়না তদন্তের রিপোর্ট স্বয়ং সাক্ষ্য হিসেবে মর্যাদা পাবে - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

43 / 60

G.R Case শব্দের অর্থ হিসেবে নিচের কোনটি সঠিক?

44 / 60

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত থেকে অন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা স্থানান্তর করতে পারেন কে?

45 / 60

একটি জেলায় এক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত থেকে অন্য অন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা স্থানান্তর করতে পারেন সাধারণভাবে কে?

46 / 60

ফৌজদারি বিচার ব্যবস্থায় নিম্নের কোন আদালতের অন্তর্নিহিত [Inherent Power] ক্ষমতা আছে? [জুডি. : ২০১৩]

47 / 60

স্বামী কর্তৃক স্ত্রীকে ধর্ষণের অপরাধ সম্পর্কে বিশেষ বিধান ফৌজদারি কার্যবিধির কোথায় বলা আছে?

48 / 60

স্থাবর সম্পত্তির দখল প্রকৃত দখলকারকে সম্পত্তিটি ফিরিয়ে দেওয়ার আদেশ ফৌজদারি কার্যবিধির কত ধারামতে দেওয়া যায়?

49 / 60

পাবলিক প্রসিকিউটর নিয়োগ হয় ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুযায়ী?

50 / 60

হাইকোর্ট বিভাগের কোনো স্থায়ী বেঞ্চে চলা একটি আপিল অন্য একটি স্থায়ী বেঞ্চে কে স্থানান্তর করতে পারেন?

51 / 60

ঢাকা মহানগরীর শাহবাগ থানার একটি মামলা ঢাকা জেলার সাভার থানায় স্থানান্তরের ক্ষমতা নিচের কোন আদালতের আছে?

52 / 60

যুগ্ম দায়রা জজ আদালত হতে একটি মামলা প্রত্যাহার করতে পারেন সংশ্লিষ্ট - [বার : ২০১৩]

53 / 60

‘হেবিয়াস কর্পাস’ এর ধারণা সংশ্লিষ্ট ধারা ফৌজদারি কার্যবিধিতে কোনটি?

54 / 60

কোনো জেলার ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলা অন্য কোনো জেলায় অবস্থিত ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তর করার দরখাস্ত কোন আদালতে করতে হবে? [জুডি. : ২০১২]

55 / 60

ঢাকা জেলার সাভার থানার একটি মামলা ঢাকা মহানগরীর শাহবাগ থানায় স্থানান্তরের ক্ষমতা নিচের কোন আদালতের আছে?

56 / 60

অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারাবলে আসামির কোন অবস্থাটি বিবেচনায় আদালত জামিন দিতে পারে? [বার : ২০১২]

57 / 60

কোনো পাবলিক প্রসিকিউটর কোনো আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করতে পারে - [বার : ২০১৫]

58 / 60

একটি ফৌজদারি মামলায় সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য কমিশন গঠন বা প্রেরণের ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় দেওয়া আছে?

59 / 60

আসামির বিরুদ্ধে রায় ঘোষণার পূর্র্বে প্রসিকিউশন কোনো মামলা প্রত্যাহার করলে ফলাফল হবে-

60 / 60

মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন দণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করেছে এমন কোনো সন্দেহ হবার যুক্তিসঙ্গত কারণ থাকলে এবং তা জামিনঅযোগ্য হলেও নিচে বর্ণিত কোন কারণে একজনকে আদালত জামিন দিতে পারে?

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]