অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

CrPC MCQ Test [Sec. 6-41]

এখানে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় ভাগে থাকা দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় অংশ থেকে এমসিকিউ প্রশ্নসমূহ রয়েছে। আদালতের ক্ষমতা ও অফিসের বর্ণনা এর প্রধান বিষয়বস্তু। এই অধ্যায়টি না বুঝলে প্রকৃতপক্ষে ফৌজদারি আদালত এবং এই কার্যবিধি বুঝে ওঠা সম্ভব নয় বিধায় ভালোভাবে বুঝে বুঝে অধ্যয়ন করে নিয়ে অনুশীলন করুন নিচে। এর কোনো ধারাই বাদ দিয়ে পড়া যাবেনা।

/62
585

37 minutes 12 seconds


CrPC [6-41]

এখানে ফৌজদারি কার্যবিধির ৬-৪১ পর্যন্ত ধারাগুলোর এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 62

একজন বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড প্রদান করতে পারেন ফৌজদারি কার্যবিধির কোন ধারাবলে?

2 / 62

ঢাকা মহানগরী এলাকার কোনো ম্যাজিস্ট্রেট এর বিচার্য মামলার ধরণ সম্পর্কে কে বিধি প্রণয়ন করতে পারেন?

3 / 62

দায়রা জজ কোন সকল দণ্ড দিতে পারেন তা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

4 / 62

কোনো মহানগরী এলাকার ম্যাজিস্ট্রেট এর এজলাসে বসার সময় ও স্থান সম্পর্কে কে প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে পারেন?

5 / 62

একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারেন? [বার : ২০১২]

6 / 62

কোনো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য মেটোপলিটন ম্যাজিস্ট্রেট নিচে বর্ণিত কার অধীনস্ত হয়ে থাকেন?

7 / 62

মহানগর এলাকার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কী নামে পরিচিত?

8 / 62

প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কোন সকল দণ্ড দিতে পারেন তা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

9 / 62

বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে বিচারকদের নিয়োগ বিষয়ে বলা আছে?

10 / 62

সকল জুডিসিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের ওপর যথাক্রমে অর্পিত তৃতীয় তফসিলে বর্ণিত ক্ষমতা থাকবে - এটি ফৌজদারি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

11 / 62

কোনো জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর এজলাসে বসার সময় ও স্থান সম্পর্কে কে প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে পারেন?

12 / 62

ফৌজদারি কার্যবিধির ২৯সি ধারাবলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারে অনধিক- [বার : ২০১৫]

13 / 62

নিচে বর্ণিত কোন পদের পদাধিকারীকে সরকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কার্যসম্পাদনের আদেশ দিতে পারেন?

14 / 62

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেওয়া হয়-

15 / 62

প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সর্বোচ্চ পদ হচ্ছে- [বার : ২০১৫]

16 / 62

কারাবাস একের পর এক চলবে বলে আদালত আদেশ দিলে অভিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ কত বছর কারাদণ্ডে দণ্ডিত করতে পারবে?

17 / 62

যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড দিতে পারেন?

18 / 62

১৫ বছরের নিচে কোনো শিশু মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধ করলে, সেই অপরাধের বিচার করতে পারে কোন ম্যাজিস্ট্রেট?

19 / 62

কোন অপরাধ ছাড়া যেকোনো অপরাধের বিচার করার ক্ষমতা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে হাইকোর্ট বিভাগ অর্পণ করতে পারে?

20 / 62

দায়রা আদালত মহানগর এলাকায় কী আদালত নামে পরিচিত?

21 / 62

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কার্যসম্পাদনের আদেশ দিতে  সরকার কার সাথে পরামর্শ করবেন?

22 / 62

ফৌজদারি কার্যবিধির অনুযায়ী একজন আসামির জরিমানা কোন ক্ষেত্রে মওকুফ হতে পারে?

23 / 62

হাইকোর্ট বিভাগ সর্বোচ্চ কত বছরের অপরাধের বিচার করার ক্ষমতা কোনো প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে অর্পণ করতে পারে?

24 / 62

একজন মহানগর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছরের জেল দিতে পারেন?

25 / 62

ঢাকা জেলার অন্তর্ভুক্ত কোনো ম্যাজিস্ট্রেট এর বিচার্য মামলার ধরণ সম্পর্কে কে বিধি প্রণয়ন করতে পারেন?

26 / 62

একজন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার অধস্তন ম্যাজিস্ট্রেটগণের বসার সময়, স্থান বা বিচার্য বিষয়ের শ্রেণি সম্পর্কে বিধি প্রণয়ন করতে পারেন - এই ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

27 / 62

ফৌজদারি কার্যবিধিতে G. R. এর পূর্ণ রূপ নিচের কোনটি?

28 / 62

অতিরিক্ত দায়রা জজ কী ধরণের দণ্ড দিতে পারেন?

29 / 62

একজন দায়রা জজ কোন এলাকার জন্য জাস্টিস অব দ্য পিস হতে পারেন?

30 / 62

বিশেষ ম্যাজিস্ট্রেট এর অফিস ও আদালতের প্রাথমিক পরিচয় সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলা আছে?

31 / 62

ফৌজদারি কার্যবিধির ৬ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

32 / 62

একটি প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত তার এখতিয়ারের সর্বোচ্চ কারাদণ্ড তথা ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। আসামি জরিমানা দিতে ব্যর্থ হলে তা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডও ঘোষণা করলেন। এরূপ ক্ষেত্রে যেহেতু উক্ত ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ সাজা প্রদানের এখতিয়ার ৫ বছর, সেহেতু উক্ত মামলার বিচারের পরিণতি নিচের কোনটি হবে?

33 / 62

মহানগর এলাকার ম্যাজিস্ট্রেটদের প্রধান কী নামে পরিচিত?

34 / 62

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কত বছরের কম বয়সের কোনো শিশুর অপরাধ (মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ ব্যতীত) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচার করতে পারেন?

35 / 62

প্রতিটি জেলায় সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক হন- [বার : ২০১৫]

36 / 62

ফৌজদারি কার্যবিধিতে C.R. কেস মানে কী?

37 / 62

ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেটগণকে প্রধানত কত প্রকারে ভাগ করা হয়? [বার : ২০১২]

38 / 62

দায়রা আদালতে কয়টি স্তরের বিচারক থাকতে পারে? [বার : ২০১২]

39 / 62

ফৌজদারি কার্যবিধিতে  C. R. এর পূর্ণরূপ হিসেবে নিচের কোনটি সঠিক?

40 / 62

ফৌজদারি কার্যবিধির তৃতীয় তফসিলে বর্ণিত ক্ষমতা কী ক্ষমতা নামে অভিহিত হয়?

41 / 62

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কে পদাধিকারবলে জাস্টিস অব দ্য পিস হতে পারেন না?

42 / 62

একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ব্যভিচারের অপরাধে একজন আসামিকে ৪ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। আসামি জরিমানা দিতে ব্যর্থ হলে তা অনাদায়ে আরো সর্বোচ্চ কত সময়ের কারাদণ্ড দিতে পারবেন উক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট?

43 / 62

সমগ্র বাংলাদেশের জাস্টিসেস অব দ্য পিস কে?

44 / 62

১৫ বছরের নিচে কোনো শিশু মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধ করলে, সেই অপরাধের বিচার করতে পারে কোন ম্যাজিস্ট্রেট?

45 / 62

বিচার চলাকালে ১ বছর হাজতে থাকা একজন আসামির ৫ বছরের কারাদণ্ডেরআদেশ হয়। দণ্ডিত আসামিকে কত দিন কারাগারে সাজা ভোগ করতে হবে? [বার : ২০১৫]

46 / 62

বিচারকালীন সময়ে আসামি যে মেয়াদের কারাবাস ভোগ করেছে তা যদি সে যে দণ্ডিত হয়েছে তার মেয়াদ অপেক্ষা বেশী হয়, তাহলে আসামি - [বার : ২০১৭]

47 / 62

একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত জরিমানা করতে পারবেন? [জুডি. : ২০০৮]

48 / 62

যুগ্ম দায়রা জজ নিচে বর্ণিত কোন সাজা দিতে পারেন?

49 / 62

মহানগর দায়রা আদালতের বিচারকের নাম কী?

50 / 62

জেলা পর্যায়ে সাধারণত কত প্রকারের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থাকে? [জুডি. : ২০১০]

51 / 62

ফৌজদারি কার্যবিধিতে G. D.অর্থ কী?

52 / 62

Code of Criminal Procedure -এর কোন ধারায় ফৌজদারি আদালতসমূহের শ্রেণিবিভাগ করা হয়েছে? [জুডি. : ২০০৮]

53 / 62

অন্যান্য বিশেষ আইনে গঠিত আদালত ব্যতীত সুপ্রিম কোর্টসহ কয় ধরনের ফৌজদারি আদালতের অস্তিত্ব আছে?

54 / 62

একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিতে পারে অনধিক [বার : ২০১৫]

55 / 62

যুগ্ম দায়রা জজবৃন্দের অধীনতা ফৌজদারি কার্যবিধির কত ধারার বিষয়বস্তু?

56 / 62

বিচার চলাকালীন সময়ে আসামি হাজতে থাকলে এবং বিচার দণ্ডপ্রাপ্ত হলে তার উক্ত হাজতবাসের মেয়াদ বাদ দেওয়া হবে না, যদি সে - [বার : ২০১৭]

57 / 62

একজন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার অধস্তন ম্যাজিস্ট্রেটগণের বসার সময়, স্থান বা বিচার্য বিষয়ের শ্রেণি সম্পর্কে বিধি প্রণয়ন করতে পারেন - এই ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

58 / 62

জরিমানা অনাদায়ে কারাদণ্ডের পরিমাণ সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে?

59 / 62

প্রত্যেক মহানগর এলাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয় কিভাবে?

60 / 62

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেওয়া হয়-

61 / 62

সরকার হাইকোর্টের সাথে পরামর্শক্রমে একজন ম্যাজিস্ট্রেটকে বিশেষ ক্ষমতা প্রদান করলে তিনি নিচে বর্ণিত কোন শাস্তিটি দিতে পারবেন?

62 / 62

অতিরিক্ত দায়রা জজ নিয়োগ হয়-

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]