অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

/90
969

54 minutes


Evidence Act [1-55]

এখানে সাক্ষ্য আইনের ধারা ১-৫৫ পর্যন্ত ধারাগুলোর এক্সাম আছে ৯০টি প্রশ্নের। এটি সকলের জন্যই উন্মুক্ত আছে। ধন্যবাদ।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন।

1 / 90

সাক্ষ্য আইন অনুসারে আদালতের অনুমান কয় ধরনের হতে পারে?

2 / 90

সাক্ষ্য আইন এর খসড়া প্রস্তুত করেন কোন বিচারপতি?

3 / 90

বিশারদের সাক্ষ্য নিচে বর্ণিত কোন ক্ষেত্রে আদালত গ্রহণ করতে পারে?

4 / 90

স্বীকৃতি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক?

5 / 90

সাধারণভাবে নিচে বর্ণিত কোন পরিস্থিতিতে দোষ স্বীকার গ্রহণযোগ্য নয়?

6 / 90

সরকারের কর্তৃত্বাধীনে প্রকাশিত কোনো মানচিত্র বা নকশায় বর্ণিত কোনো বিবৃতি প্রাসঙ্গিক হতে পারে - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

7 / 90

দোষ স্বীকার কখন গ্রহণযোগ্য হয় না?

8 / 90

পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে? [বার : ২০১২]

9 / 90

মামলার বিষয়বস্তুতে যৌথ স্বার্থ রয়েছে এমন ব্যক্তিগণ স্বীকৃতি দিতে পারবেন - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

10 / 90

সাক্ষ্য আইনের ৫২ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

11 / 90

আদালত কখন কোনো ঘটনাকে মিথ্য প্রমাণিত করার জন্য সাক্ষ্যদানের অনুমতি দেবেন না?

12 / 90

সাক্ষ্য আইনের ৩২ ও ৩৩ ধারা মোতাবেক যাদেরকে সাক্ষী হিসেবে তলব করা যায়না, কত ধরনের পরিস্থিতিতে বা শর্তে তাদের বিবৃতি প্রাসঙ্গিক?

13 / 90

প্রতিপক্ষ জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় এবং পক্ষদ্বয়ের পরবর্তী যেকোনো বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে, যখন উক্ত সাক্ষী হন - [বার : ২০১৭]

14 / 90

স্বীকৃতির সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

15 / 90

সাক্ষ্য আইনের ২৩ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

16 / 90

কোনো কাজের Motive সাক্ষ্য আইনের কোন ধারামতে প্রাসঙ্গিক ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে?

17 / 90

কোনো বিশারদের অভিমত যে সকল ভিত্তির ওপর প্রতিষ্ঠিত সেগুলোও প্রাসঙ্গিক - সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে?

18 / 90

কোন ধরনের মামলায় সাধারণত চরিত্র প্রাসঙ্গিক হয়?

19 / 90

মামলার বিষয়বস্তু নিয়ে পক্ষগণ বর্ণিত কোনো তথ্য বা বিবরণ সংশ্লিষ্ট লোকের স্বীকৃতি বৈধ - এটি সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে?

20 / 90

ইঙ্গিতবাহী প্রশ্ন  [Leading Question] বলতে নিম্নের কোনটিকে বুঝাবে? [জুডি. : ২০১৩]

21 / 90

সাক্ষ্য আইনের ১০ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

22 / 90

সাক্ষ্য আইনের কত ধারায় অভিন্ন অভিপ্রায়ের কথা বলা হয়েছে? [বার : ২০১৭]

23 / 90

আত্মীয়তা সম্পর্কে অভিমত সাক্ষ্য আইনের কোন ধারামতে প্রাসঙ্গিক?

24 / 90

কোনো একজন অভিযুক্ত ব্যক্তি কোনোরকম প্রলোভন, ভীতি বা প্রতিশ্রুতি ছাড়াই যখন স্বেচ্ছায় কোনো দোষ স্বীকারোক্তি করে তখন তা সাক্ষ্য আইনের কোন ধারামতে প্রাসঙ্গিক বলে গণ্য করা হয়?

25 / 90

প্রলোভন, ভীতি ও প্রতিশ্রুতিজনিত ধারণা অপসারণের পর প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

26 / 90

পূর্ববর্তী মামলায় দেওয়া কোনো সাক্ষ্য, সাক্ষ্য আইনের কোন ধারামতে পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হতে পারে?

27 / 90

সাধারণভাবে দোষ স্বীকার কখন গ্রহণযোগ্য নয়?

28 / 90

স্বীকৃতি সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?

29 / 90

মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

30 / 90

দলিলের সংজ্ঞা সাক্ষ্য আইনে কত ধারার বিষয়বস্তু?

31 / 90

সাক্ষ্য আইনের দোষ স্বীকারোক্তি সংক্রান্ত ২৪ ধারাটির বিপরীত বিষয়বস্তু নিয়ে বর্ণিত ধারা সাক্ষ্য আইনে কোনটি?

32 / 90

Res Gestae বলতে সাক্ষ্য আইনে কী বোঝায়?

33 / 90

দ্বিতীয় মোকদ্দমার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় সাক্ষ্য আইনের কত ধারা মতে প্রাসঙ্গিক?

34 / 90

একজন মৃত ব্যক্তির আর্থিক বিষয়ে কোনো বিবৃতি গ্রহণযোগ্য হবে যদি উক্ত বিবৃতিটি-

35 / 90

হস্তাক্ষর বা টিপসহির সাদৃশ্যের প্রশ্নে সংশ্লিষ্ট বিশারদের অভিমত সাক্ষ্য আইনের কোন ধারামতে প্রাসঙ্গিক?

36 / 90

সাক্ষ্য আইনের কোন ধারায় সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া আছে?

37 / 90

সাক্ষ্য আইনের ১৭ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

38 / 90

সাক্ষ্য আইন নিচের কোন আইনের ক্ষেত্রে কার্যকর হয় না?

39 / 90

মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ না হলেও প্রাসঙ্গিক হয় কখন?

40 / 90

ফৌজদারি মামলায় অভিযুক্ত লোকের চরিত্র সম্পর্কে কোনটি প্রাসঙ্গিক?

41 / 90

ক একটি জমির দখলের জন্য খ-এর বিরুদ্ধে একটি ডিক্রি পাইল। ইহার ফলে খ-এর পুত্র ‘গ’ ক-কে হত্যা করিল। এখানে নিচের কোন বাক্যটি সঠিক?

42 / 90

দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য সাক্ষ্য হিসেবে উক্ত দোষ স্বীকারোক্তিকারক ছাড়াও আর  কার বিরুদ্ধে ব্যবহার করা যায়?

43 / 90

সাক্ষ্য আইনের কোন ধারায় ‘ঘটনা’র সংজ্ঞা দেওয়া আছে?

44 / 90

সাধারণভাবে নিচের কোন ক্ষেত্রে দোষ স্বীকার গ্রহণযোগ্য হয়?

45 / 90

‘চরিত্র’ শব্দটির সংজ্ঞা বা ব্যাখ্যা সাক্ষ্য আইনের কোন ধারায় দেওয়া আছে?

46 / 90

সাক্ষ্য আইন ১৮৭২ সালের কোন মাস থেকে কার্যকর হয় ?

47 / 90

দেওয়ানি মোকদ্দমায় চরিত্র অপ্রাসঙ্গিক এটা সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?

48 / 90

মাতাল অবস্থায় থাকার কারণে কেউ কোনো দোষ স্বীকারোক্তি করেছে - এই অজুহাতে কোনো স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে না - এটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

49 / 90

কোনো ব্যক্তি পুলিশের কাছে স্বীকারোক্তি করলো এবং তদনুযায়ী কিছু আলামত উদ্ধার করা হলো। এরূপ পরিস্থিতিতে নিচের কোন বাক্যটি সঠিক?

50 / 90

অনুমান বিষয়ে প্রাথমিক বা সংজ্ঞাগত ধারণা সাক্ষ্য আইনের কোন ধারায় আছে?

51 / 90

সাক্ষ্য আইনের ৩২ ধারা মোতাবেক যাদেরকে সাক্ষী হিসেবে তলব করা যায়না, কত ধরনের পরিস্থিতিতে বা শর্তে তাদের বিবৃতি প্রাসঙ্গিক?

52 / 90

কোনো ঘটনার প্রাসঙ্গিকতা প্রশ্নে সাক্ষ্য আইনের ৮ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

53 / 90

আইনে Shall presume বলতে নিচের কোনটি বোঝাবে?

54 / 90

ফৌজদারি মামলায় কখন অভিযুক্ত লোকের চরিত্র খারাপ সে বিষয়ে কথা বলা প্রাসঙ্গিক হয়ে ওঠে?

55 / 90

দেওয়ানি কার্যবিধির ১১ ধারাটির সাথে নিচে বর্ণিত সাক্ষ্য আইনের কোন ধারাটির ধারণাগত মিল রয়েছে?

56 / 90

সাক্ষ্য আইনের দোষ স্বীকারোক্তি বিষয়ের সাথে ফৌজদারি কার্যবিধির কোন ধারাটি সম্পর্কিত?

57 / 90

সাক্ষ্য আইনের কত ধারায় ষড়যন্ত্রকারীদের কাজকে প্রাসঙ্গিক ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে?

58 / 90

‘মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে’ এই সাধারণ নীতির ব্যতিক্রম সাক্ষ্য আইনের কোন ধারায় বলা আছে?

59 / 90

ফৌজদারি মামলায় কখন অভিযুক্ত লোকের চরিত্র খারাপ সে বিষয়ে কথা বলা প্রাসঙ্গিক হয়ে ওঠে?

60 / 90

কোনো লোকের দায়িত্ব প্রমাণ সংক্রান্তে অন্য কোনো ব্যক্তি বিরুদ্ধ পক্ষ হিসেবে স্বীকৃতি দিতে পারে - এমন ব্যক্তিগণ কর্তৃক স্বীকৃতি আদালত কর্তৃক গ্রহণযোগ্য - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

61 / 90

মৃত্যুকালীন ঘোষণার সময় নিম্নের কোন বিষয় সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে না? [জুডি. : ২০১২]

62 / 90

সাক্ষ্য আইনের ৫৪ ধারামতে খারাপ চরিত্রের বর্ণনা প্রাসঙ্গিক হলে খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে কোনটি উল্লেখ করা যাবে বলে বর্ণিত আছে?

63 / 90

ঘটনার প্রাসঙ্গিকতার প্রশ্নে Plea of alibi সম্পর্কিত ধারা হিসেবে নিচের কোনটি সঠিক?

64 / 90

সাক্ষ্য আইন অনুযায়ী আদালত নয় কোনটি?

65 / 90

সাক্ষ্য আইন কত সালে কোন মাসে কার্যকর হয়?

66 / 90

সাক্ষ্য আইনের ১৭ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

67 / 90

একটি মামলার বিচার্য বিষয়ের উদ্ভব হয় কোথা থেকে?

68 / 90

আত্মীয়তা বা সম্পর্ক বিষয়ে কোনো নিখোঁজ ব্যক্তির বিবৃতি নিচে বর্ণিত কোন পরিস্থিতিতে গ্রহণযোগ্য হতে পারে?

69 / 90

সাক্ষ্য আইন ১৮৭২ সালের কত নং আইন?

70 / 90

কোনো একজন অভিযুক্ত ব্যক্তি কোনোরকম প্রলোভন, ভীতি বা প্রতিশ্রুতি ছাড়াই যখন স্বেচ্ছায় কোনো দোষ স্বীকারোক্তি করে তখন তা সাক্ষ্য আইনের কোন ধারামতে প্রাসঙ্গিক বলে গণ্য করা হয়?

71 / 90

ক ও খ পরস্পর বিবাহিত কিনা সে বিষয়ে নিচে বর্ণিত কোন ঘটনাটি প্রাসঙ্গিক নয়?

72 / 90

সাক্ষ্য আইনের দোষ স্বীকারোক্তি বিষয়ের সাথে ফৌজদারি কার্যবিধির কোন ধারাটি সম্পর্কিত?

73 / 90

মি. রহিম একজন অতি ন্যায়বান, নিরীহ এবং ধার্মিক মানুষ। রহিমের বিরুদ্ধে নিন্দনীয় নরহত্যার অভিযোগ আদালতে উঠেছে। সেখানে তার আইনজীবী সাক্ষ্য শুনানীর সময় মি. রহিমের সচ্চরিত্রের পরিচয় বিস্তারিত তুলে ধরতে চাইলে এর পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

74 / 90

একজনের খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে নিচের কোনটি প্রাসঙ্গিক?

75 / 90

দোষ স্বীকার কখন গ্রহণযোগ্য হয় না?

76 / 90

মামলার বিষয়বস্তুতে যৌথ স্বার্থ রয়েছে এমন ব্যক্তিগণ স্বীকৃতি দিতে পারবেন - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

77 / 90

সাক্ষ্য আইন এর খসড়া প্রস্তুত করেন কোন বিচারপতি?

78 / 90

কোনো ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা (Dying declaration) তার কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য? [বার : ২০১২]

79 / 90

একই ব্যক্তিকে একই অপরাধে দুইবার শাস্তি দেওয়া যায় না- এই নীতির প্রতিফলন ঘটেছে সাক্ষ্য আইনের কোন ধারায়?

80 / 90

সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী একজন ডাক্তারের মতামত প্রাসঙ্গিক সাক্ষ্য হিসেবে আদালত গ্রহণ করতে পারে?

81 / 90

রহিমা তার স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করে ঢাকায়। সেই মামলায় রায় তার পক্ষে এলেও সন্তুষ্ট না হয়ে সে তার বাবার বাড়িতে গিয়ে আবারো আরেকটি মামলা করলে উক্ত স্বামী আদালতকে জানায় যে, এই মামলাটি নিষ্পত্তি হয়ে গেছে, সুতরাং এই মামলা চলতে পারে না। এরূপ পরিস্থিতিতে উক্ত স্বামীর দাবি করা বিষয় সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী আদালতে প্রাসঙ্গিক?

82 / 90

Confession হলো-

83 / 90

সাধারণত একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ধরণ হয় - [বার : ২০১৫]

84 / 90

Conclusive Proof এর সংজ্ঞা সাক্ষ্য আইনে কোন ধারায় দেওয়া আছে?

85 / 90

যখন কোনো বিষয় প্রমাণিত বা অপ্রমাণিত হয় না, তখন তাকে কী বলে?

86 / 90

যাদের কাছ থেকে একজন স্বার্থপ্রাপ্ত হয়েছেন কোনো মামলার বিষয়বস্তুতে, উক্ত স্বার্থপ্রদানকারী ব্যক্তিগণ স্বীকৃতি দিতে পারবেন - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

87 / 90

প্রতিপক্ষ কর্তৃক জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় এবং পক্ষদ্বয়ের মধ্যে পরবর্তী যেকোনো বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে, যখন উক্ত সাক্ষী হন- [বার : ২০১৩]

88 / 90

Nemo debet bis vexari লিগ্যাল ম্যাক্সিমটির সাথে সম্পর্কিত ধারা সাক্ষ্য আইনে কোনটি?

89 / 90

দণ্ডবিধির ২৯ ধারাটির সাথে সাক্ষ্য আইনের ৩ ধারার নিচে বর্ণিত কোন ধরনের মিল আছে?

90 / 90

সাক্ষ্য আইনের কোন ধারায় সাক্ষ্য আইনে ব্যবহৃত বিভিন্ন শব্দ বা বিষয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে?