অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

এই পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত সাধারণ জ্ঞাতব্য

১. লগইন করা মেম্বারগণ খুব সুন্দর ও গোছানো আকারে রেজাল্ট পেয়ে যাবেন স্ব স্ব ইমেইলে। ফলে, লগইন করে পরীক্ষা দেবার চেষ্টা করুন, তাতে করে নিজেকে ভালোভাবে যাচাই করতে পারবেন উক্ত ফলাফল বিশ্লেষণ করে।
২. যদি একাউন্ট খোলা না থাকে তাহলে এই লিংকে গিয়ে একাউন্ট খোলার আবেদন করুন। আবেদন করেই আমাদেরকে ফোন দেবেন এপ্রুভালের জন্য।
৩. একাউন্ট না খুলেও পরীক্ষাটি দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার নাম ও ফোন নাম্বার চেয়ে একটি উইনডো আসবে, সেটিতে তথ্যগুলো সঠিকভাবে দেবেন।

৪. আমাদের অনলাইনে ভর্তি সংক্রান্ত বিষয়ে ফোনে বিস্তারিত যোগাযোগ করুন : 01712-908561। ফোন দেবার আগে এই লিংকে গিয়ে জেনে নিন কোন ক্যাটেগরির মেম্বারশিপে কোন কোন সুবিধাগুলো আছে।

[বিশেষ জ্ঞাতব্য : আইনকানুন একাডেমিতে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১২ দিনের ৪৮ ঘণ্টার ক্র্যাশ কোর্স শুরু হতে যাচ্ছে! চমৎকার রিভিশন দেবার জন্য অথবা শেষ মুহূর্তের প্রস্তুতিকে শানিয়ে নিতে এই ক্র্যাশ কোর্সে  আপনার আসন বুকিং [অতি সীমিত আসন] দিতে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা : রুম নং ৩২০, লিফটের ৩, আর এইচ হোম সেন্টার, গ্রিন রোড, ফার্মগেট, ঢাকা। আগ্রহী হলে ০১৭১২-৯০৮৫৬১ নাম্বারে ফোন দিয়ে আগে কথা বলে নেবেন। ]

ধন্যবাদান্তে

অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ
ফাউন্ডার : আইনকানুন একাডেমি ও জ্যুসি ল

/100
498

1 hours


Evidence Act [101-167]

এখানে সাক্ষ্য আইনের ধারা ১০১-১৬৭ পর্যন্ত ধারাগুলোর এক্সাম আছে 100 টি প্রশ্নের। এটি সকলের জন্যই উন্মুক্ত আছে। ধন্যবাদ।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 100

দণ্ডবিধির চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তুর সাথে প্রমাণের দায়িত্ব সংক্রান্ত নিচে বর্ণিত সাক্ষ্য আইনের কোন ধারাটির সম্পর্ক আছে বলে আপনি মনে করেন?

2 / 100

সাক্ষ্য গ্রহণের ক্রম সম্পর্কে সাক্ষ্য আইনে কত ধারায় বলা আছে?

3 / 100

সাক্ষ্য আইনের ১৬৭ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

4 / 100

সাক্ষ্য আইনের ৩২ ও ৩৩ ধারা মোতাবেক কোনো বিবৃতি প্রমাণের প্রতিবাদ বা সমর্থন সংক্রান্তে করণীয় প্রসঙ্গে সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণনা করা আছে?

5 / 100

কোনো দেওয়ানি কার্যক্রমে কোনো পক্ষের স্বামী বা স্ত্রী যে যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবেন - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

6 / 100

করিম যদি একটি হারিয়ে যাওয়া দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে চায় তবে করিমকে অবশ্যই নিচের কোনটি প্রমাণ করতে হবে?

7 / 100

আদালত যেসব ঘটনার অনুমান করতে পারে - এর বিস্তারিত ব্যাখ্যা সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে?

8 / 100

সাক্ষ্য আইনের ১৫১ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

9 / 100

সাক্ষ্য আইনের ১৬৫ ধারায় আদালতকে নিচে বর্ণিত কোন ক্ষমতাটি দেওয়া হয়েছে?

10 / 100

‘ক’ চুরির দায়ে ‘খ’-কে ফৌজদারিতে সোপর্দ করে। ‘ক’ আদালতকে বিশ্বাস করাইতে চায় যে, ‘খ’ চুরির কথা ‘গ’-এর নিকট স্বীকার করিয়াছে। অন্যদিকে‘খ’ আদালতকে বিশ্বাস করাইতে চায় যে, সংশ্লিষ্ট সময়ে সে অন্যত্র ছিলো। খ এর বিষয় প্রমাণ করার বিষয়বস্তুটি সাক্ষ্য আইনের তাত্ত্বিক ধারণায় নিচের কোনটি নামে পরিচিত?

11 / 100

যে পক্ষ সাক্ষীকে হাজির করে, তার প্রতিপক্ষের আইনজীবী প্রশ্ন করলে তাকে কী বলে?

12 / 100

স্মৃতি পুনরুজ্জীবনে ব্যবহৃত কোনো লেখা সম্পর্কে বিরুদ্ধ পক্ষের অধিকার সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?

13 / 100

সাক্ষ্য আইনের কোন ধারা মোতাবেক একজন আইনজীবীর বিরুদ্ধে আদালত সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট রিপোর্ট দিতে পারেন?

14 / 100

সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা হলেও নতুনভাবে বিচার করার বাধা দেওয়া হয়েছে সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী?

15 / 100

সাক্ষ্য আইনের ১০৮ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

16 / 100

বোবা সাক্ষীর লিখিত সাক্ষ্যকে কোন মর্যাদার সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়?

17 / 100

B একটি অপরাধ করেছে। এখন A চায় আদালতের রায়ে B এর সাজা হোক। কোন বক্তব্যটি সঠিক? [বার : ২০১৫]

18 / 100

সাক্ষ্য আইনের ১৫২ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

19 / 100

একজন দুষ্কর্মে সহযোগী যোগ্য সাক্ষী হবে- [বার : ২০১৫]

20 / 100

সাক্ষ্য আইনের ১৪১ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

21 / 100

সাক্ষ্য আইনের ১৬৫ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

22 / 100

জেরার সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

23 / 100

সাক্ষ্য আইনের ১০৮ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

24 / 100

ইঙ্গিতপূর্ণ প্রশ্ন কখন করা যাবে না - এই ধারণা-সংশ্লিস্ট ধারা সাক্ষ্য আইনে কোনটি?

25 / 100

সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী সাক্ষীর স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য প্রশ্ন করা যায়?

26 / 100

সাক্ষ্য আইনে একজন সাক্ষীকে পুনঃজেরা করা যায়- [বার : ২০১৫]

27 / 100

স্বীকৃতির বাধা সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

28 / 100

কোনো সাক্ষ্য গ্রহণ করার ক্রম যদি আইনে নির্দিষ্ট করে বলা না থাকলে এর ক্রম আদালত কোন ধরনের ক্ষমতা প্রয়োগ করে এটি নির্ধারণ করে থাকেন?

29 / 100

সাক্ষ্য আইনের ১০২ ধারামতে প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়?

30 / 100

সাক্ষ্য আইনের ১১৯ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

31 / 100

সাক্ষ্য আইনের কত ধারায় সন্তানের জন্মের বৈধতা নির্ধারণ করার পদ্ধতি বর্ণনা করা আছে?

32 / 100

কোনো সরকারি কর্মকর্তা সরকারি পর্যায়ের যোগাযোগ বা পত্রালাপ প্রকাশ করতে বাধ্য নয় কোন কারণে?

33 / 100

ইঙ্গিতপূর্ণ প্রশ্ন কখন করা যাবে - এই ধারণা-সংশ্লিষ্ট ধারা সাক্ষ্য আইনে কোনটি?

34 / 100

‘ক’ বলে যে, ‘খ’ একটি অপরাধ করেছে। গ সেই অপরাধটি সংঘটিত হতে দেখেছে। সেই অপরাধের জন্য ‘খ’ দণ্ডিত হইবে, এই মর্মে ‘ক’ আদালতের রায় কামনা করে। এক্ষেত্রে খ এর অপরাধ প্রমাণের দায়ভার সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক?

35 / 100

সাক্ষ্য আইনের ১১৮ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

36 / 100

সাক্ষ্য আইনের ১০৫ ধারার বিধান হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক?

37 / 100

পুনঃজবানবন্দি গ্রহণের সময় ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করার জন্য কার অনুমতিসাপেক্ষে করতে হয়?

38 / 100

সাক্ষ্যের গ্রহণযোগ্যতা কে নির্ধারণ করেন?

39 / 100

সাক্ষ্য আইনে বর্ণিত ১১৬ ধারা অনুসারে এস্টোপেল নীতি কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য হয়?

40 / 100

সাক্ষ্য আইনের ১১০ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

41 / 100

Accomplice শব্দের সাক্ষ্য আইনে কী অর্থে ব্যবহার হয়?

42 / 100

Question by party to his own witness এটি সাক্ষ্য আইনে কোন ধারার বিষয়বস্তু?

43 / 100

বোবা সাক্ষী বিষয়ে সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে?

44 / 100

স্মৃতি পুনরুজ্জীবনে ব্যবহৃত কোনো লেখা সম্পর্কে বিরুদ্ধ পক্ষের অধিকার সম্পর্কে সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণনা আছে?

45 / 100

নিম্নোক্ত কোন প্রশ্নটি জেরায় আইনসম্মত নয়?

46 / 100

কোনো জজ বা ম্যাজিস্ট্রেট সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী সাক্ষ্য দিতে পারবেন?

47 / 100

সাক্ষ্য আইনের ১৪৩ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

48 / 100

করিম একটি জমির বিষয়ে সুমনের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করে। জমিটি সুমনের দখলে থাকা অবস্থায় করিম দাবি করে যে, উক্ত জমির প্রকৃত মালিক সে নিজেই, সুমন নয়। এখানে প্রমাণের দায়িত্ব কার?

49 / 100

একজন সাক্ষীকে আইনগতভাবে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে- [বার : ২০১৫]

50 / 100

পুনঃজবানবন্দির সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

51 / 100

সাক্ষ্য আইনে alibi ধারণাটি কোন ধারার বিষয়বস্তুর সাথে সম্পর্কিত?

52 / 100

Evidence Act - এর কোন ধারায় একজন সাক্ষীকে re-examine করা যায়? [জুডি. : ২০০৮]

53 / 100

একজন ব্যক্তি মৃত মর্মে যে দাবি করে তা তাকেই প্রমাণ করতে হবে, যদি ঐ ব্যক্তি বিগত কত বছরের মধ্যে জীবিত ছিলো বা তার মৃত্যু হয়েছে

54 / 100

সদ্য বয়ঃপ্রাপ্ত পুত্র কর্তৃক পিতার নিকট বিক্রয়ের ব্যাপারে পুত্র একটি মামলা দায়ের করলে উক্ত বিক্রয়ের ক্ষেত্রে সরল বিশ্বাস সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেছে। লেনদেনটির সরল বিশ্বাস প্রমাণ করার দায়িত্ব কার?

55 / 100

‘ক’ এই মর্মে আদালতের রায় কামনা করে যে, ‘খ’-এর দখলভুক্ত কোনো একটি জমি ‘ক’ পাইবার অধিকারী। গ উক্ত দলিল সংক্রান্তে একজন সাক্ষী। ক তার দাবির সমর্থনে কতগুলি ঘটনার অস্তিত্ব দাবি করে এবং ‘খ’ সেই সমস্ত ঘটনার অস্তিত্ব অস্বীকার করে। এক্ষেত্রে প্রমাণের দায়ভার সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক?

56 / 100

সাক্ষ্য আইনের ১১৪ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

57 / 100

সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ আনয়ন করা যায় সাক্ষ্য আইনের কোন ধারাবলে?

58 / 100

নিম্নের কোন বিষয়ে নিজের সাক্ষীকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা যায়? [জুডি. : ২০১২]

59 / 100

দুষ্কর্মে সহযোগী ব্যক্তি যোগ্য সাক্ষী হবে - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

60 / 100

সাক্ষ্য আইনের স্বকার্যজনিত নীতি বা Estoppel কোন ধরণের মামলায় ব্যবহার করা যায়?

61 / 100

কোনো মামলায় কতজন সাক্ষী হবে তার বর্ণনা বা বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় আছে?

62 / 100

মালিক ও প্রতিনিধির মধ্যে যে পেশাদারিত্বের সম্পর্ক থাকে অথবা না থাকে - তা প্রমাণ করার দায়িত্ব কার ওপর বর্তায়?

63 / 100

আইনগতভাবে জেরার সময় ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করার কোনো বাধা নেই। কিন্তু আর কোন কোন ক্ষেত্রে কিছু শর্তাধীনে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা চলে?

64 / 100

একটি প্রাসঙ্গিক ঘটনা সমর্থনের উদ্দেশ্যে উদ্দেশ্যমূলক প্রশ্ন করা যেতে পারে সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী?

65 / 100

নোটিশ দেওয়া সত্ত্বেও কোনো দলিল কোনো দলিল হাজির না করলে তা সাক্ষ্য হিসেবে ব্যবহার করার সুযোগ কীভাবে হতে পারে?

66 / 100

সাক্ষ্য আইনের ১৬৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কোনো ম্যাজিস্ট্রেট বা জজ যখন কোনো প্রশ্ন সাক্ষীকে জিজ্ঞাসা করেন তখন সাক্ষ্য আইনের কোন ধারার নীতি সাপেক্ষে প্রশ্ন করতে হয়?

67 / 100

Witnesses to character সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

68 / 100

No particular number of witness shall in any case be required for the proof of any fact’- বাক্যটি সাক্ষ্য আইন, ১৮৭২ এর কত ধারায় বর্ণিত হয়েছে? [জুডি. : ২০১৭]

69 / 100

দলিল দাখিল করার জন্য আহুত লোকের জেরা সংশ্লিষ্ট ধারা সাক্ষ্য আইনে কোনটি?

70 / 100

সাক্ষ্য আইনের ১৫৯ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

71 / 100

নিম্নে সাক্ষ্য গ্রহণের কোন ক্রমটি সঠিক? [বার : ২০১৭]

72 / 100

আসামির লিখিত বিবৃতি দেওয়া থাকলে সে সম্পর্কে সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী জেরা করা যাবে?

73 / 100

জেরা শেষ হওয়ার পর যদি সাক্ষীকে নিজের পক্ষের আইনজীবী কিছু জিজ্ঞেস করে তবে তাকে কী বলে?

74 / 100

সাক্ষ্যে কোনো প্রশ্নের উত্তরদানের মধ্য দিয়ে যদি কেউ ফৌজদারি দোষে দোষী সাব্যস্ত হতে পারে এমন সম্ভাবনা থাকে সেক্ষেত্রে উক্ত সাক্ষীর পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক নয়?

75 / 100

The court may presume that judicial and official acts have been regularly performed বিধানটি The Evidence Act, 1872 এর কোন section এ বর্ণিত আছে? [জুডি. : ২০১৫]

76 / 100

পেশা সংক্রান্ত পত্রালাপ বা আলোচনা কখন কোন পরিস্থিতিতে প্রকাশযোগ্য - এসব বিষয়ে সাক্ষ্য আইনের ধারা কোনটি?

77 / 100

একটি শিশু যদি ৯ বছরের কম বয়স হয় এবং তার সুবাদে সে দাবি করে যে, তার বয়স ৯ বছরের কম এবং এই কারণে বা হেতুতে সে মামলার বর্ণিত অভিযোগে সে অভিযুক্ত হতে পারে না। উক্ত শিশুটির বয়স সংক্রান্ত বিষয় প্রমাণের দায়িত্ব কার?

78 / 100

B একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণ করে। A, B এর মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায়। এখানে A কে অবশ্যই প্রমাণ করতে হবে- [বার : ২০১৩]

79 / 100

সাক্ষ্য আইনের কোন ধারামতে মামলার পক্ষ তার নিজের সাক্ষীকে জেরা করতে পারে? [বার : ২০১৭]

80 / 100

আদালতে মামলার একটি পক্ষ নিজের সাক্ষীকে কোন বিষয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন [Leading question] করতে পারে? [বার : ২০১২]

81 / 100

সাক্ষ্য আইনের ১০৭ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

82 / 100

নোটিশ দেওয়া সত্ত্বেও কোনো দলিল কোনো দলিল হাজির না করলে তা সাক্ষ্য হিসেবে উক্ত পক্ষ আর ব্যবহার করতে পারবে না - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?

83 / 100

কোনো দলিল দাখিলের জন্য আহুত লোক সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?

84 / 100

নিম্নোক্ত কোন প্রশ্নটি জেরায় আইনসম্মত নয়?

85 / 100

Accomplice ধারণা নিয়ে বিধান সাক্ষ্য আইনে কোন ধারার বিষয়বস্তু?

86 / 100

একটি দেওয়ানি মামলায় কোনো ঘটনা প্রমাণের জন্য সর্বনিম্ন যে ক’জন সাক্ষীর প্রয়োজন হয় তা- [বার : ২০১৫]

87 / 100

একজন মক্কেল তার নিযুক্তীয় আইনজীবী পরামর্শ গ্রহণকালে স্বীকার করে যে সে একটি দলিল জাল করেছে। এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? [জুডি. : ২০১৪]

88 / 100

সাক্ষ্য আইনের ১৬৭ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

89 / 100

যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো সাক্ষীকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না - এই বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে?

90 / 100

দণ্ডবিধির ৩০২ ধারার মামলার আসামি দাবি করে যে, আসামির কার্য সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে। উক্ত দাবি প্রমাণের দায়িত্ব আসামির সাক্ষ্য আইনের কত ধারার বিধান? [বার : ২০১৭]

91 / 100

একজন জখম করার অভিযোগে অভিযুক্ত হবার পর অভিযুক্ত ব্যক্তিটি দাবি করলেন যে, তিনি প্ররোচণার কারণে উত্তেজিত হয়ে ভিকটিমকে আঘাত করেছিলেন। অভিযুক্তের দাবিকৃত বিষয় প্রতিষ্ঠা করার জন্য দণ্ডবিধির এবং সাক্ষ্য আইনের কোন কোন ধারা প্রাসঙ্গিক?

92 / 100

নিচের কোন বিষয়ে নিজের সাক্ষীকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা যায়?

93 / 100

কোনো অপরাধ সম্পর্কে প্রাপ্ত তথ্য বা সংবাদ কোনো পুলিশ বা ম্যাজিস্ট্রেট প্রকাশ করতে বাধ্য নয় - এই বিধানটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

94 / 100

সাক্ষ্য আইনের ১০৮ ধারার বিষয়বস্তু কী?

95 / 100

বিবাহিত ব্যক্তিদ্বয়ের মধ্যে বিবাহ বলবৎ থাকাকালে মামলায় কখন তাদের ভেতরের পত্রালাপ সাক্ষ্যের জন্য প্রকাশযোগ্য হয়?

96 / 100

সাক্ষ্য আইনের ১৫৪ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

97 / 100

যে ঘটনা বিশেষভাবে কারো জানা থাকে তা প্রমাণের দায়িত্ব উক্ত লোকেরই - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

98 / 100

সাক্ষ্যে কোনো প্রশ্নের উত্তরদানের মধ্য দিয়ে যদি কেউ ফৌজদারি দোষে দোষী সাব্যস্ত হতে পারে এমন সম্ভাবনা থাকে সেক্ষেত্রে উক্ত সাক্ষীর পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

99 / 100

মালিকের অনুমতি নিয়ে ‘ক’ একটি বাড়ীতে অবস্থানকালে বাড়ীর মালিকানা দাবি করে। এক্ষেত্রে আইনগত বাধাকে কী বলে? [বার : ২০১৭]

100 / 100

সাক্ষ্য আইনে Conclusive proof ধারণাটির উদাহরণ নিচে বর্ণিত কোন ধারাটিতে আছে?