অনেকেই ওয়েবসাইটের একাউন্টটি কীভাবে ব্যবহার করতে হয় এটি ঠিকমতো বোঝেন না। সে কারণে এর একটি বিস্তারিত নির্দেশিকা তুলে দেওয়া হলো।
নিচের বিস্তারিত নির্দেশনাটি পড়ার প্যারা নিতে না চাইলে ইউটিউবে এই ভিডিওটি দেখে রাখতে পারেন। লিংক : https://youtu.be/NeFQgtxJbZs
রেজিস্ট্রেশন কীভাবে করবেন
ইউজারনেমে কখনোই স্পেস দিয়ে কোনো নাম লেখা যাবে না। সেখানে সাধারণত সিঙ্গেল নাম ব্যবহার করবেন। অথবা পুরো নাম দিতে চাইলে দুইটি নামের মাঝখানে একটি ডট দিয়ে পুরো নাম লিখবেন। যেমন, আপনার নাম Rownak Hasan হলে শুধু Rownak বা শুধু Hasan দেবেন। আবার পুরো নামটি ব্যবহার করতে চাইলে Rownak.Hasan [একটা ডট দিয়ে] লিখবেন। আরো খেয়াল করার বিষয় – যদি কোনো কারণে একই ইউজারনেম অন্য কেউ আগে নিয়ে থাকে তাহলে ইউজারনেম এর পরে কোনো সংখ্যা বা সাল বসিয়ে আলাদা করে নেবেন।
পাসওয়ার্ড
পাসওয়ার্ড অবশ্যই আট অক্ষরের হতে হবে। এই আটটি বর্ণের মধ্যে অবশ্যই অন্ততপক্ষে একটি সংখ্যা ব্যবহার করতে হবে।
একাউন্ট এপ্রুভাল
ফ্রি অথবা পেইড যেমন ধরনেরই একাউন্ট খুলুন না কেন, আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন ফরমটি পূরণ করে করেই ফোন দিতে হবে যে, আপনি একটি আবেদন করেছেন। ফোন দেবেন এই নাম্বারে : 01712-908561।
সাধারণভাবে এই আবেদন ও ফোনের পরবর্তী 24 ঘণ্টার ভেতরে আপনার একাউন্টটি এপ্রুভ করা হবে। বেশিরভাগ ক্ষেত্রেই এই এপ্রুভাল যদিও ঘণ্টাখানেকের ভেতরেই করা হয়ে থাকে তবুও 24 ঘণ্টা আমাদের সর্বোচ্চ ঘোষিত সময়। ফলে খানিকটা ধৈর্য্য ধরবেন বলে আশা রাখি।
লগইন
রেজিস্ট্রেশন ফরমটি পূরণ করার সময় আপনি যেই ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইউজারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।
প্রফাইল পিকচার ও কাভার ফটো
আপনারা অবশ্যই লগইন হবার পরপরই নিজের প্রফাইলে যাবেন এবং সেখানে আপনার তথ্যগুলো যথাসম্ভব আপডেট করবেন এবং অতি অবশ্যই নিজের প্রফাইল পিকচার ও কাভার ফটো আপ করবেন – এ আমাদের বিশেষ অনুরোধ। কেউ যদি এগুলো টেকনিক্যাল কাজ না বোঝেন তাহলে অন্তত 01712-790111 এ ফোন দিয়ে আপনার সরবরাহকৃত ছবি দিয়ে আমরাই আপ করে দেবো। কিন্তু ছবি [নিজের ছবি না দিতে চাইলে ফুল বা প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি দিয়ে হলেও চলবে] ছাড়া কোনো প্রফাইল পরবর্তীতে গ্রহণীয় হবে না।
লগইন করার জন্য ব্রাউজার
মোবাইলে বা ল্যাপটপে বা যেখানে যে ডিভাইসেই ব্যবহার করুন না কেন, আমরা রিকমেন্ড করবো আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করবেন বিশেষত লগইন করার জন্য। গুগল ক্রোম হালকা, সহজে লোড হয় এবং আমাদের ওয়েবসাইটটি সবচে ভালোভাবে সেখানেই দেখা যায়।
লগইন আছেন কিনা কীভাবে বুঝবেন
লগইন অবস্থায় থাকলে মেন্যুবার থেকে Register অপশনটি দেখা যাবে না। লগইন অবস্থায় না থাকলে Register [রেজিস্টার] সাবমেন্যুটি দেখা যাবে। এই সিম্পল লজিকটি খেয়াল করবেন মেন্যুবার থেকে।
লগইন সংক্রান্ত কমন ভুল [যে কারণে আপনি মাঝেমাঝে পরীক্ষাগুলো দিতে পারেন না]
অনেকেই একটি কমন ভুল করে থাকেন, ফলে পরীক্ষা দিতে পারেন না বা আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে, তাদেরকে আবারো নতুন একাউন্ট খুলতে হবে কীনা! বিশেষভাবে খেয়াল রাখবেন যে, ফেসবুকে দেওয়া পরীক্ষার কোনো লিংক কোথায় আপনি ওপেন করছেন। ফেসবুকে দেওয়া লিংকে ক্লিক করলে সাধারণত ফেসবুকের একটি নিজস্ব ব্রাউজারে সেটি ওপেন হয়ে থাকে। কিন্তু সেখানে আমরা কেউ সাধারণত কোনো ওয়েবসাইটে লগইন থাকি না। ফলে আপনার করণীয় হলো – আপনি লিংকটি কপি করে নিয়ে যেখানে আপনি লগইন আছেন সেখানে পেস্ট করলেই আপনি পরীক্ষাটি খোলা পাবেন। ভেরি সিম্পল ব্যাপার।
সাইটের হোম পেজ এ পড়াশোনা সংক্রান্ত কী কী আছে?
সাইটের হোম পেজেই আপনার পড়োশোনা ও পরীক্ষা সংক্রান্ত সবকিছুর লিংক করা আছে। সাইটের প্রথম দিকেই চলমান পড়াশোনা ও ঠিক পরবর্তী আসন্ন মডেল টেস্টের লিংক থাকে। সেখান থেকে ক্লিক করেই পরীক্ষায় যেতে পারবেন।
অন্যদিকে দণ্ডবিধি বা অন্যান্য সব কোর্সের লিংকে যা যা কনটেন্ট ও পরীক্ষা আছে সেগুলোতে যেতে পারবেন হোমপেজেই থাকা কোর্সগুলোর লিংকে থেকে।
ফুল মেম্বারশিপ এর বন্ধুরা!
1. আপনারা ঠিকঠাকমতো অনেকেই আপনাদের প্রফাইল পিকচার আপ করেননি। সম্ভব হলে সেটা করেন।
2. আপনারা একদম ঠিকঠাক পড়াশোনা করছেন না। দেরি করবেন না পড়াশোনা শুরু করতে। আপনাদের সাফল্যের উপর আমাদের মানসম্মানও নির্ভর করে। প্লিজ…।
3. এমসিকিউ এখনো পুরোদস্তুর পাচ্ছেন না এটা নিয়ে চিন্তা করবেন না। আগে বইয়ের এমসিকিউ বা অনলাইনের জেনারেল এমসিকিউগুলোতে অন্তত 80 ভাগ নম্বর নিশ্চিত করুন, তাহলেই আমরা বিশ্বাস করি আপনারা মূল পরীক্ষায় সাফল্য পেয়ে যাবেন। আরো অসংখ্য মানসম্পন্ন এমসিকিউ আসছে!
[আরো কোনো না বোঝা বিষয় থাকলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিলে সেটি আপডেট করবো আমরা। ধন্যবাদ।]
ফেসবুকে এই গ্রুপে জয়েন করে রাখুন পড়াশোনার আপডেট পাবার ব্যাপারে : facebook.com/groups/desperate.challenger.bar.mcq.exam
আমাদের ওয়েবসাইটের ফেসবুক পেইজ এটি। এখানেও লাইক দিয়ে আপডেট পেতে থাকুন : facebook.com/juicylaw
এটা এডভোকেট মুরাদ মোর্শেদ এর ফেসবুক প্রফাইল। এখানেও আপডেট পেতে পারেন : facebook.com/adv.muradmorshed
উপরোক্ত একাউন্টগুলোতে কীভাবে ফলো ফার্স্ট করে রাখবেন যেন কোনো পোস্ট মিস না যায়, সেজন্য এই ভিডিওটি দেখে রাখতে পারেন। https://youtu.be/ATov2vnZPCM