অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Limitation Act MCQ Test [Sec. 12-25]

এখানে তামাদি আইনের ১২ ধারা থেকে ২৫ ধারা পর্যন্ত এমসিকিউ রয়েছে। তামাদি কীভাবে গণনা করতে সে সংক্রান্ত পদ্ধতি এই অংশের প্রধান ফোকাস। সংশ্লিষ্ট ধারাগুলো ভালোভাবে অধ্যয়ন করে নিয়ে এমসিকিউগুলো অনুশীলন করুন।

/51
278

30 minutes 36 seconds


Limitation Act [12-25]

এখানে তামাদি আইনের ১২-২৫ ধারা পর্যন্ত এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট বিষয়গুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 51

ভুল আদালতে মামলা করার কারণে আরজি ফেরত দিলে উক্ত কারণে ব্যয়িত সময়ের পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

2 / 51

মোকদ্দমা দায়েরের পর আরজি ফেরত দেয়া হয়েছে। ইতোমধ্যে মোকদ্দমার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আপনি কী করবেন? [বার : ২০১৭]

3 / 51

লিখিতভাবে দায় স্বীকারের ফলে তামাদির গণনায় কী প্রভাব পড়বে?

4 / 51

Effect of acknowledgement in writing- এটি তামাদি আইনের কোন ধারার বিষয়বস্তু?

5 / 51

একটি আপিল দায়েরে তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ যাবে- [বার : ২০১৩]

6 / 51

বাংলাদেশের বাইরে অবস্থানকালীন বিবাদীর সময় তামাদির গণনা থেকে বাদ যাবে এটি তামাদি আইনের কোন ধারার বিষয়বস্তু?

7 / 51

আইনানুগ কার্যধারায় যে সময় তামাদির গণনা থেকে বাদ দিতে হয় - এটি তামাদি আইনের কোন ধারার বিষয়বস্তু?

8 / 51

তামাদি আইনের ২০ ধারা প্রযোজ্য হতে পারে শুধুই -

9 / 51

মোকদ্দমা দায়েরের পর আরজি ফেরৎ দেওয়া হয়েছে। ইতোমধ্যে মোকদ্দমার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আপনি কী করবেন?

10 / 51

তামাদি গণনা করা হয় কোন সাল অনুসারে?

11 / 51

যার বিরুদ্ধে কোনো মোকদ্দমা করার অধিকার অর্জিত হবার পূর্বেই উক্ত বিবাদী মৃত্যুবরণ করলে তার আইনানুগ প্রতিনিধির বিরুদ্ধে কখন থেকে বাদীর তামাদির গণনা শুরু হবে?

12 / 51

স্থলাভিষিক্ত বা নতুনভাবে পক্ষভুক্ত বিবাদীর জন্য কোন তারিখে মামলার দায়ের হয়েছে বলে গণ্য করতে হবে?

13 / 51

ভুল আদালতে মামলা দায়ের করায় বিলম্ব হলে বিলম্ব মওকুফের জন্য তামাদি আইনের কত ধারায় আবেদন করতে হয়?

14 / 51

তামাদির মেয়াদ গণনায় কোন ক্যালেন্ডার ব্যবহার হবে এটা কত ধারার বিষয়বস্তু?

15 / 51

মোকদ্দমার পদ্ধতিগত প্রয়োজনে কোনো পক্ষকে পূর্ব নোটিশ প্রদান করা হলে, নোটিশ প্রদানের সময়টুকুর ক্ষেত্রে তামাদি গণনার বিষয়ে কোন পরিণতিটি সঠিক?

16 / 51

নতুন বাদী বা বিবাদী হিসেবে কেউ পক্ষভুক্ত হলে এর প্রভাব সম্পর্কে তামাদি আইনের কোন ধারায় আলোচনা আছে?

17 / 51

একটি আপিল দায়েরে তামাদির মেয়াদ গণনা থেকে সংশ্লিষ্ট রায় ও ডিক্রির জাবেদা নকল তুলতে ব্যয়িত সময় -

18 / 51

তামাদি আইনের কত ধারায় তঞ্চকতা বা প্রতারণার ফলাফল বলা আছে? [বার : ২০১৭]

19 / 51

লিখিত দায় স্বীকার পত্রে তারিখ উল্লেখ না থাকলে সে সম্পর্কে-

20 / 51

নিষেধাজ্ঞা বা আদেশ দিয়ে যে সময়ের জন্য মোকদ্দমার কার্যক্রম স্থগিত থাকে, সেই সময়টুকুর ক্ষেত্রে তামাদি গণনার বিষয়ে কোন পরিণতিটি সঠিক?

21 / 51

একটি রিভিউ দায়েরে তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ যাবে -

22 / 51

তামাদি আইনের ১২ ধারায় বর্ণিত বিষয় হিসেবে নিচের কোনটি সঠিক?

23 / 51

অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল কী? [বার : ২০১৭]

24 / 51

মামলা করার অধিকারী কোন ব্যক্তির বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা শুরু হবে না, যদি উক্ত ব্যক্তি-

25 / 51

মোকদ্দমা করার অধিকার অর্জনের আগেই কোনো ব্যক্তির মৃত্যুর ফলে ব্যক্তিটির আইনানুগ প্রতিনিধি মোকদ্দমা দায়ের করার যোগ্যতাসম্পন্ন হবার দিন থেকেই তামাদির গণনা শুরু হবে - এটি তামাদি আইনের কোন ধারার বিষয়বস্তু?

26 / 51

ডিক্রি জারির বিক্রয় রদ করিবার কার্যধারা মুলতবি থাকাকালীন সময় বাদ দিতে হইবে’ তামাদি আইনের কত ধারায় বলা হয়েছে?

27 / 51

তামাদি আইন, ১৯০৮ ধারা ১৪ প্রযোজ্য হয় - [বার : ২০১৭]

28 / 51

দেনা বলতে আদালতের ডিক্রি বা আদেশের অধীন প্রদেয় অর্থও বোঝাবে - তামাদি আইনের কোন ধারায় এই ব্যাখ্যা বর্ণিত আছে?

29 / 51

দেনা আংশিক পরিশোধের ফলে তামাদি গণনায় প্রভাব নিচের কোনটি?

30 / 51

তামাদির মেয়াদ গণনার সময় নিচের কোন সময়টি বাদ যাবে?

31 / 51

মোকদ্দমা করিবার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল নিয়ে তামাদি আইনের কত ধারায় আলোচনা করা হয়েছে?

32 / 51

তামাদি আইনের ১২ ধারা অনুযায়ী তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে নিচের কোনটি বাদ যাবে?

33 / 51

যে ব্যক্তি প্রতারণার কারণে তার অধিকার সম্পর্কে অজ্ঞ থাকে, তার বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা শুরু হবে কবে থেকে?

34 / 51

জনৈক হিন্দু একটা অঙ্গীকার পত্রে স্থানীয় বর্ষপঞ্জী অনুসারে তারিখ উল্লে­খ করে। অংগীকারপত্রটি ঐ তারিখ হইতে চার মাস পর পরিশোধযোগ্য। এক্ষেত্রে তামাদি গণনা করা হবে কোন সাল অনুসারে ?

35 / 51

করিম এখতিয়ারবিহীন আদালতে মোকদ্দমা দায়ের করেছে। সঠিক আদালতে মোকদ্দমা দায়েরের জন্য আরজি ফেরৎ দেওয়া হয়েছে। কিন্তু ইতোমধ্যে মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ শেষ হয়ে গেছে তখন করিমের করণীয় কী?

36 / 51

তামাদি আইনে অবিরামভাবে চুক্তিভঙ্গ করা সম্পর্কিত ধারা কোনটি?

37 / 51

একটি আপিল দায়েরে তামাদির মেয়াদ গণনার সময় সংশ্লিষ্ট রায় ও ডিক্রির জাবেদা নকল তুলতে ব্যয়িত সময় বাদ দিয়ে গণনা করতে হবে - এটি তামাদি আইনের কোন ধারায় বর্ণিত আছে?

38 / 51

তামাদি আইনের ২৫ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

39 / 51

নিচে বর্ণিত কোন ক্ষেত্রে তামাদির মেয়াদ প্রতি মুহূর্তেই বাড়তে পারে?

40 / 51

তামাদি আইনের ১৮ ধারার বর্ণিত বিষয় হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক?

41 / 51

তামাদি আইনের ১৯ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

42 / 51

কোন কারণে ব্যয়িত সময়কাল আপিল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত তামাদির মেয়াদের সাথে যোগ হবে? [বার : ২০১২]

43 / 51

Exclusion of time during which proceedings are suspended- এটি তামাদি আইনের কোন ধারার বিষয়বস্তু?

44 / 51

অক্ষম ব্যক্তির প্রতিনিধির সংজ্ঞা তামাদি আইনের কোন ধারায় বর্ণিত আছে?

45 / 51

Effect of death before right to sue accrues - এটি তামাদি আইনের কোন ধারায় বর্ণিত আছে?

46 / 51

একটি মামলায় প্রতারণামূলক দলিল সৃজনের অভিযোগ করা হলে উক্ত মামলায় তামাদির মেয়াদ গণণা শুরু হবে বাদীর- [বার : ২০১৩]

47 / 51

তামাদি আইনের ১৯ ও ২০ ধারায় বর্ণিত ‘ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি’ বলতে কাকে বোঝাবে?

48 / 51

তামাদি আইনের ১৯ ধারায় বর্ণিত লিখিত প্রাপ্তি স্বীকারের আবশ্যকীয় শর্ত কোনটি?

49 / 51

নিষেধাজ্ঞার ডিক্রি জারির দরখাস্ত দাখিলের মেয়াদকাল গণনা করা হয়- [জুডি. : ২০১৪]

50 / 51

স্থলাভিষিক্ত বাদীর জন্য কোন তারিখে মামলার দায়ের হয়েছে বলে গণ্য করতে হবে?

51 / 51

তামাদি আইন ১৯০৮ এর ১৪ ধারা প্রযোজ্য হয় - [বার : ২০১৩]

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]