অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Limitation Act MCQ Test [Sec. 26-28]

এখানে তামাদি আইনের ২৬ ধারা থেকে ২৮ ধারা পর্যন্ত এমসিকিউ রয়েছে যার মূল বিষয়বস্তু হলো সুখাধিকার এবং দখলের মাধ্যমে স্বত্ত্ব অর্জন সম্পর্কিত। সংশ্লিষ্ট ধারাগুলো ভালোভাবে অধ্যয়ন করে নিয়ে এমসিকিউগুলো অনুশীলন করুন।

/15
346

9 minutes


Limitation Act [26-28]

এখানে তামাদি আইনের ২৬-২৮ ধারা পর্যন্ত এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট বিষয়গুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 15

Acquisition of right to easements - এটি তামাদি আইনের কোন ধারার বিষয়বস্তু?

2 / 15

কোনো জলপথে বর্তস্বত্ব [Easement] অধিকার অর্জনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? [জুডি. : ২০১৩]

3 / 15

তামাদি আইনে জবর দখল সংক্রান্তে কোন ধারায় বিধান আছে?

4 / 15

আলো বা বাতাস ব্যবহারের সুখাধিকার প্রতিষ্ঠায় অন্তত কত বছরের নিরবিচ্ছিন্ন ভোগ করা দরকার?

5 / 15

শফিক শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যভাবে বিশ বৎসর ধরে একটি সুখাধিকার ভোগ করেছে দাবি করিয়া  মোকদ্দমা দায়ের করে। কিন্তু বিবাদী প্রমাণ করে যে, ঐ বিশ বৎসরের মধ্যে বাদী একবার এই অধিকার ভোগের জন্য তার অনুমতি প্রার্থনা করেছিলো। এই ক্ষেত্রে মোকদ্দমাটির ফলাফল হতে পারে-

6 / 15

সরকারের বিপক্ষে বিরুদ্ধ দখলজনিত স্বত্বের দাবির প্রতিষ্ঠায় বাদীকে প্রমাণ করতে হবে, তার নিরবিচ্ছিন্ন দখল- [জুডি. : ২০১৭]

7 / 15

তামাদি আইনের ২৬ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

8 / 15

করিম পথ চলার অধিকারে বাধা প্রদানের জন্য ১৯১১ সালে একটা মোকদ্দমা দায়ের করে। বিবাদী বাধা প্রদানের কথা স্বীকার করে। কিন্তু পথ চলার অধিকারের প্রতি অস্বীকৃতি জানায়। বাদী প্রমাণ করে যে, সে এই অধিকার ১৮৯০ সালের ১লা জানুয়ারি হতে ১৯১০ সালের ১লা জানুয়ারি পর্যন্ত অব্যাহতভাবে এতে সুখাধিকার হিসেবে স্বত্ব দাবি করে শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ করেছে। এই ক্ষেত্রে মোকদ্দমাটির ফলাফল হতে পারে-

9 / 15

সরকারের বিপক্ষে বিরুদ্ধ দখলজনিত স্বত্বের দাবি প্রতিষ্ঠায় বাদীকে প্রমাণ করতে হবে তার নিরবিচ্ছিন্ন দখল- [বার : ২০১৫]

10 / 15

অবৈধ দখলকারী সম্পত্তির বৈধ মালিক হন নিচের কোন ধরণের শর্তে?

11 / 15

সরকার সম্পত্তি দখল উদ্ধারের মামলা করতে পারে-

12 / 15

ক-একটা মোকদ্দমা দায়ের করে খ-এর জমির উপর তার পথ চলার অধিকার ঘোষণা প্রার্থনা করে। ক প্রমাণ করে যে, সে পঁচিশ বৎসর যাবৎ এই অধিকার ভোগ করিয়াছে। খ দেখায় যে, উক্ত পঁচিশ বৎসরের মধ্যে দশ বৎসর উক্ত জমির উপর গ-নামী এক হিন্দু বিধবার জীবনস্বত্ব বিদ্যমান ছিলো এবং গ-এর মৃত্যুর পর খ উক্ত জমিতে স্বত্বলাভ করেছে এবং গ-এর মৃত্যুর পর দুই বৎসরের মধ্যেই খ ক-এর দাবির বিরোধিতা করেছে। এই ক্ষেত্রে মোকদ্দমাটির ফলাফল হতে পারে-

13 / 15

একজন বেসরকারি ব্যক্তি কর্তৃক বর্তস্বত্ব অধিকার অর্জনের ন্যূনতম সময়কাল হলো - [বার : ২০১৫]

14 / 15

সরকারি সম্পত্তির ক্ষেত্রে সুখাধিকার অর্জন হয় কত বছরের ব্যবহারে?

15 / 15

সরকারি কোনো সম্পত্তি ছাড়া অন্য কোনো সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে উক্ত জমিতে একনাগাড়ে কত বছর ধরে ভোগ করতে পারবে? [বার : ২০১৭]

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]