অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Limitation Act MCQ Test [Sec. 3-11]

এখানে তামাদি আইনের ৩ ধারা থেকে ১১ ধারা পর্যন্ত এমসিকিউ রয়েছে। ৩ ও ৫ ধারাটির পারস্পরিক সম্পর্ক ভালোভাবে বুঝতে হবে এবং আইনগত অক্ষমতা এই অংশে আরেকটি আলোচনার অংশ। সংশ্লিষ্ট ধারাগুলো ভালোভাবে অধ্যয়ন করে নিয়ে এমসিকিউগুলো অনুশীলন করুন।

/64
372

38 minutes 24 seconds


Limitation Act [3-11]

এখানে তামাদি আইনের ৩-১১ ধারা পর্যন্ত এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট বিষয়গুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 64

কোন ক্ষেত্রে আইনগত অপারগতার বিধানটি প্রযোজ্য হবে না?

2 / 64

করিম সুস্থ থাকা অবস্থায় মোকদ্দমা করার অধিকার অর্জন করে। কিন্তু মোকদ্দমা দায়ের করার আগেই সে উন্মাদ হয়ে যায়। এক্ষেত্রে মোকদ্দমা দায়েরের জন্য তামাদি গণনার পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

3 / 64

তামাদি আইনের ৮ ধারায় বর্ণিত বিষয় হিসেবে নিচের কোনটি সঠিক?

4 / 64

নিম্নলিখিত কোন ব্যক্তির মামলা দায়েরের তামাদির মেয়াদ থেকে বাদ দেওয়া যাবে?

5 / 64

কোন ক্ষেত্রে আইনগত অপারগতার বিধানটি প্রযোজ্য হবে না?

6 / 64

আইনগত অপারগতা শেষ হওয়ার ৩ বছর পরে দায়েরকৃত মামলার পরিণতি কী হবে?

7 / 64

তামাদি আইনের ৯ ধারায় বর্ণিত বিষয় হিসেবে নিচের কোনটি সঠিক?

8 / 64

তামাদি আইনের ৭ ধারামতে একাধিক ব্যক্তির একজনের অপারগতায় তামাদির গণনার শুরু করার ক্ষেত্রে প্রধান নির্ধারক কোনটি?

9 / 64

নিম্নলিখিত কোনটি তামাদি আইনের ৫ ধারা অনুযায়ী যথেষ্ট কারণ নয়?

10 / 64

তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত বন্ধ থাকলে আপনি কী করবেন?

11 / 64

কয়েকজন বাদীর ক্ষেত্রে একজনের অপরাগতার পরিণাম কীভাবে কার্যকর হবে তা তামাদি আইনের কোন ধারায় বর্ণিত আছে?

12 / 64

তামাদির মেয়াদ উত্তীর্ণ হবার শেষ দিন শুক্রবার হলে তার পরিণতি কী হবে?

13 / 64

তামাদি আইনের ৫ ধারায় বিলম্ব মওকুফের জন্য আবেদন করা যায় কয়টি ক্ষেত্রে?

14 / 64

তামাদি আইনের ৩ ধারার বিধান মান্য করা আদালতের জন্য-

15 / 64

তামাদি আইনে কয়টি আইনগত অপারগতার উল্লেখ আছে?

16 / 64

Dismissal of suits, etc, instituted, etc, after period of limitation- এটি তামাদি আইনের কোন ধারার বিষয়বস্তু?

17 / 64

নিম্নলিখিত কোন ক্ষেত্রে বিলম্ব মওকুফের জন্য আবেদন করা যায়?

18 / 64

‘গ’ উন্মাদ থাকাকালে একটা মোকদ্দমা করিবার অধিকারপ্রাপ্ত হয়। সুস্থ হইবার পূর্বে ‘গ’ মারা যায় এবং তাহার নাবালক ছেলে ‘খ’ তাহার উত্তরাধিকারী হয়। এক্ষেত্রে তামাদির গণনা নিচে বর্ণিত কোন পদ্ধতিতে হবে?

19 / 64

করিম নাবালক থাকাকালে একটি নৌকার ভাড়া আদায়ের জন্য মামলা করার অধিকার লাভ করে। করিমের মামলা দায়েরের তামাদির মেয়াদ শুরু হবে কবে থেকে?

20 / 64

অগ্রক্রয়ের অধিকার বলবতের মোকদ্দমায় বৈধ অপারগতার ক্ষেত্রে তামাদির বিধান প্রযোজ্য নয় - এটি তামাদি আইনের কোন ধারার বিষয়বস্তু?

21 / 64

রফিক নাবালক থাকা অবস্থায় বন্ধক উদ্ধারের জন্য মোকদ্দমা করার অধিকার অর্জন করে এবং এর ১২ বছর পর তার নাবালকত্বের অবসান হয়। সাধারণ নিয়ম অনুযায়ী তার মোকদ্দমা দায়েরের অবশিষ্ট সময় আছে ৪৮ বছর। এই ক্ষেত্রে রফিক কত বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে পারবে?

22 / 64

তামাদির মেয়াদ মওকুফ করার আবেদন করা যায় তামাদি আইনের কোন ধারায়?

23 / 64

নাবালকত্ব অবসানের পর একজনের তামাদির মেয়াদ গণনা শুরু হলেও ১ বছর পরেই সে উন্মাদ হয়ে যায়। এক্ষেত্রে তার তামাদির মেয়াদ শেষ হবে কবে?

24 / 64

Z নাবালক থাকাবস্থায় তার মামলা করার অধিকার জন্মে। তামাদির সময় গণনা শুরু হবে যখন- [বার : ২০১৩]

25 / 64

নিম্নলিখিত কোন ক্ষেত্রে বিলম্ব মওকুফের জন্য আবেদন করা যাবে না?

26 / 64

তামাদি আইনের ৬ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক?

27 / 64

তামাদি আইনের ৮ ধারায় বর্ণিত বিষয় হিসেবে নিচের কোনটি সঠিক নয়?

28 / 64

সময়ের অবিরাম চলন সম্পর্কিত ধারা তামাদি আইনে কোনটি?

29 / 64

তামাদি আইনের ৪ ধারায় নিচের কোন বিষয়বস্তুটি বর্ণিত আছে?

30 / 64

তামাদির মেয়াদ গণনার পদ্ধতি আইনটির কত থেকে কত ধারায় বর্ণিত আছে?

31 / 64

তামাদি আইনের ৩ ধারা অনুযায়ী তামাদির বিষয়বস্তু কয়টি?

32 / 64

তামাদি আইনের ৮ ধারায় বর্ণিত বিষয় হিসেবে নিচের কোনটি সঠিক?

33 / 64

কোন মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না? [বার : ২০১২]

34 / 64

তামাদি আইনের কত নং তফসিলের নির্ধারিত / ঘোষিত তামাদি মেয়াদের পর দায়েরকৃত মামলা খারিজ হবে?

35 / 64

তামাদি আইনের ৮ ধারায় বর্ণিত বিষয় হিসেবে নিচের কোনটি সঠিক নয়?

36 / 64

তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত বন্ধ থাকলে, আদালত পুনরায় খোলার দিন উক্ত মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করতে হবে। তামাদি আইনের কত ধারায় এ বিধানটি বলা আছে-

37 / 64

শফিক উন্মাদ থাকা অবস্থায় বংশগত পদ লাভের জন্য মোকদ্দমা করার অধিকার অর্জন করে এবং এর ১৪ বছর পর সে সুস্থ হয়। সাধারণ নিয়ম অনুযায়ী তার মোকদ্দমা দায়েরের কোনো সময় অবশিষ্ট নেই। প্রকৃতপক্ষে শফিক কত বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে পারবে?

38 / 64

‘ক’ দখল পুনরুদ্ধারের একটি মামলা দায়ের করেছে। মামলা দায়েরের সময় ছিলো ৬ মাস। ‘ক’ ১২ মাস পর মামলা দায়ের করেছে। বিবাদীপক্ষ তামাদির মেয়াদ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেনি। এই ক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোন ধরনের সিদ্ধান্ত দিতে পারে? [বার : ২০১৭]

39 / 64

তামাদি আইন অনুযায়ী নিচের কোন ধারাটিতে আইনগত অপারগতার বিধান বর্ণনা করা আছে?

40 / 64

‘Extension of period in certain cases’ - এটি বলতে তামাদি আইনে মূলত কিসের কথা বলা হয়েছে?

41 / 64

তামাদি মেয়াদের পরে দেওয়ানি মামলা দায়ের করার ফল হচ্ছে- [বার : ২০১২]

42 / 64

তামাদি আইনে আইনগত অপারগতার ‘বিশেষ ব্যতিক্রম’ সম্পর্কে কত ধারায় বলা আছে?

43 / 64

বিদেশে সম্পাদিত চুক্তি সংক্রান্ত মোকদ্দমা বাংলাদেশের আদালতে করা হলে তা তামাদির বিধিসমূহের অধীনেই বিচার্য হবে - এটি তামাদি আইনের কোন ধারায় বলা আছে?

44 / 64

তামাদি আইনের ৩ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

45 / 64

তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হয় যেখানে কোন- [বার : ২০১৫]

46 / 64

তামাদির মেয়াদ শেষ হবার পর দায়েরকৃত মামলার পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

47 / 64

তামাদি আইনের ৬ ধারার বিধান কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না?

48 / 64

যে ক্ষেত্রে পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব দেনাদারের উপর অর্পিত হয়েছে, সে ক্ষেত্রে যতদিন তার উপর উক্ত দায়িত্ব ন্যস্ত থাকবে ততদিন উক্ত দেনার টাকা আদায়ের মোকদ্দমার মেয়াদ অতিবাহিত হওয়া স্থগিত থাকবে- তামাদি আইনের কত ধারায় বলা হয়েছে?

49 / 64

মামলা দায়েরের জন্য একজন নাবালক নির্ধারিত তামাদির অতিরিক্ত সময় পায় কত দিন? [বার : ২০১২]

50 / 64

লিমিটেশন এ্যাক্ট, ১৯০৮ এর ৫ ধারা প্রযোজ্য হবে না- [বার : ২০১৩]

51 / 64

তামাদি মেয়াদ গণনা একবার আরম্ভ হইলে ইহা আর স্থগিত হয় না - এটি তামাদি আইনের কত ধারায় বলা আছে?

52 / 64

একটি দখল পুনরুদ্ধারের মামলায় তামাদির মেয়াদ অতিবাহিত হবার পরে মামলা করার পরেও বিবাদী কোনো আপত্তি উত্থাপন না করলে আদালত নিচের কোনটি করবে?

53 / 64

তামাদি আইনের ৫ ধারায় তামাদি মওকুফের জন্য আবেদন মঞ্জুর করা আদালতের জন্য কী ধরনের?

54 / 64

আইনগত অপারগতা শেষ হওয়ার পর সর্বোচ্চ কত বছর পর তামাদির মেয়াদ শেষ হয়?

55 / 64

জহির উন্মাদ থাকা অবস্থায় সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়েরের অধিকার অর্জন করে। এর ১০ বৎসর পর সে সুস্থ হলো। সাধারণ নিয়ম অনুযায়ী তার মোকদ্দমা দায়ের করার তামাদির মেয়াদ অবশিষ্ট আছে ২ বছর। কিন্তু প্রকৃতপক্ষে সে সর্বোচ্চ কত বছরের মধ্যে মোকদ্দমা করতে পারবে?

56 / 64

তামাদি আইনে ৩ ধারায় কত ধারা থেকে কত ধারা পর্যন্ত তামাদির নিয়ম প্রয়োগের কথা বলা আছে?

57 / 64

তামাদি আইনের ৫ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

58 / 64

তামাদি আইনের ৫ ধারা অনুযায়ী যথেষ্ট কারণ কী?

59 / 64

কোন ক্ষেত্রে আইনগত অপারগতার বিধানটি প্রযোজ্য হবে না?

60 / 64

তামাদি আইনের কোন ধারায় আইনগত অপারগতার বিধান বর্ণনা করা হয়েছে? [বার : ২০১৭]

61 / 64

তামাদি আইনের ৭ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক?

62 / 64

তামাদি আইনের ৬ ধারার বিধান কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে?

63 / 64

একজন দেউলিয়া ব্যক্তির ক্ষেত্রে কখন একটি মামলা দায়ের বা দাখিল করা হয়েছে গণ্য করতে হবে?

64 / 64

তামাদি আইনমতে কখন একটি মামলা দায়ের বা দাখিল করা হয়েছে বলে গণ্য হয়?

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]