অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Limitation Act MCQ Test [First Schedule]

এখানে তামাদি আইনের প্রথম তফসিল নিয়ে এমসিকিউ প্রশ্ন রয়েছে। অনুশীলন করুন।

/86
281

51 minutes 36 seconds


Limitation Act [Schedule]

এখানে তামাদি আইনের শুধুই প্রথম তফসিল তথা সমস্ত অনুচ্ছেদ নিয়ে এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট বিষয়গুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 86

তামাদি আইনের ১৫৬ অনুচ্ছেদের বিধানমতে হাইকোর্টে একটি দেওয়ানি আপিলের তামাদির মেয়াদ কত দিনের?

2 / 86

সহকারী জজ আদালতে প্রচারিত ডিক্রির বিরুদ্ধে জেলা জজ আদালতে কত দিনের মধ্যে আপিল দায়ের করতে হয়? [জুডি. : ২০১৩]

3 / 86

তামাদি আইনের প্রথম তফসিলে উল্লেখিত সবচেয়ে কম সময়ের তামাদির বিধান কত দিনের?

4 / 86

হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালীন সময়ে প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে তামাদির মেয়াদ কত সময়ের?

5 / 86

বন্ধকী স্থাবর সম্পত্তি উদ্ধারের মোকদ্দমার তামাদির মেয়াদ তামাদি আইনের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?

6 / 86

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী খালাস আদেশের বিরুদ্ধে আপিল করার তামাদির মেয়াদ -

7 / 86

স্থাবর সম্পত্তি হতে দখলদারের স্বত্ত্ব অস্বীকারপূর্বক বেদখল করা হলে, মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি আইনের সময় সীমা- [জুডি. : ২০১১]

8 / 86

বাদীর স্থাবর সম্পত্তি থেকে বিবাদীর অন্যায়ভাবে অর্জিত মুনাফার বিরুদ্ধে মোকদ্দমার তামাদি মেয়াদ তামাদি আইনের প্রথম তফসিলের কত অনুচ্ছেদের বিষয়বস্তু?

9 / 86

হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালীন সময়ে প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে তামাদির মেয়াদ তামাদি আইনের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?

10 / 86

কোনো ডিক্রির অর্থ কিস্তিতে পরিশোধের আবেদন করতে চাইলে ডিক্রির তারিখ থেকে তা কতদিনের ভেতরে করতে হবে?

11 / 86

কোনো চুক্তি রদ করার জন্য মোকদ্দমার তামাদির মেয়াদ কত বছর?

12 / 86

বন্ধকী স্থাবর সম্পত্তির দখল পাবার জন্য মোকদ্দমার তামাদি মেয়াদ কত সময়ের?

13 / 86

বন্ধকী স্থাবর সম্পত্তি খালাস করার বা দখল পুনরুদ্ধারের জন্য বন্ধকগ্রহীতার বিরুদ্ধে মামলার নির্ধারিত মেয়াদণ্ড [জুডি. : ২০১৭]

14 / 86

অগ্রক্রয়ের অধিকার বলবতের মোকদ্দমায় তামাদির মেয়াদ সম্পর্কে তামাদি আইনের প্রথম তফসিলের কোনে অনুচ্ছেদে বলা আছে?

15 / 86

বাদীর গরহাজিরার জন্য খারিজ আদেশ হলে তা রদ করার জন্য তামাদির মেয়াদ কতদিনের?

16 / 86

সহকারি জজের রায় ও ডিক্রির বিরুদ্ধে কত দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল করা যায়? [জুডি. : ২০১০]

17 / 86

একতরফা ডিক্রি রদের আদেশ লাভের জন্য বিবাদীর তামাদির মেয়াদ কত অনুচ্ছেদের বিষয়বস্তু?

18 / 86

For specific performance of a contract - এটি তামাদি আইনের প্রথম তফসিলের কোন অনুচ্ছেদের বিষয়বস্তু?

19 / 86

জমির স্বত্ব ঘোষণা ছাড়াই শুধু দখল পুনরুদ্ধারের মামলা দায়েরে তামাদি মেয়াদ কত? [বার : ২০১২]

20 / 86

তামাদি আইনের প্রথম তফসিলের ১৫২ অনুচ্ছেদের বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

21 / 86

তামাদি আইনের কোন অনুচ্ছেদে স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের নালিশ দায়েরের মেয়াদ উল্লিখিত আছে? [বার : ২০১৭]

22 / 86

ধারের টাকা যদি যথাক্রমে অর্থের মাধ্যমে এবং চেকের মাধ্যমে পরিশোধযোগ্য হয় তাহলে এ বিষয়ে ভুক্তভোগী ব্যক্তির মোকদ্দমা করার তামাদির মেয়াদ যথাক্রমে -

23 / 86

অন্যায়ভাবে নিষেধাজ্ঞা লাভের ফলে ক্ষতিগ্রস্থ ব্যক্তি ক্ষতিপূরণের জন্য মাকদ্দমা কতদিনের ভেতরে করতে হবে?

24 / 86

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারায় উল্লেখিত বিষয়ের মোকদ্দমার তামাদি মেয়াদ -

25 / 86

প্রাথমিক ডিক্রি প্রাপ্তির পর কোনো পক্ষ চূড়ান্ত ডিক্রির জন্য দরখাস্ত দাখিল করতে পারে- [বার : ২০১৫]

26 / 86

নিচের কোন ধরনের মোকদ্দমার মেয়াদ সর্বোচ্চ ১ বছর?

27 / 86

হাইকোর্ট ভিন্ন অন্য যেকোনো ফৌজদারি আপিল আদালতে আপিল করার তামাদির মেয়াদ সাধারণভাবে -

28 / 86

হাইকোর্টে কোনো দেওয়ানি আপিলের সাধারণ বিধান তামাদি আইনের প্রথম তফসিলের কোন অনুচ্ছেদের বিষয়বস্তু?

29 / 86

একটি জাল দলিলের জাল ঘোষণার দাবিতে মোকদ্দমার তামাদি মেয়াদ গণনা শুরু হবে-

30 / 86

হাইকোর্ট বা আপিল বিভাগের কোনো আদেশ কার্যকরী করার জন্য তামাদির মেয়াদ কতদিনের?

31 / 86

বিবাহ বিচ্ছেদের পর বিলম্বিত দেনমোহরের জন্য একজন মুসলিম স্ত্রী কর্তৃক মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি সময়কাল হলো - [বার : ২০১৫]

32 / 86

জারি মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি আইন, ১৯০৮ এর নিম্নোক্ত কোন অনুচ্ছেদ অনুসারে তামাদির মেয়াদ গণনা করতে হয়? [জুডি. : ২০১৭]

33 / 86

জবর দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ কত বছরের?

34 / 86

তামাদি আইনের প্রথম তফসিলের ১৫৪ অনুচ্ছেদের বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

35 / 86

দাখিলকৃত বা নিবন্ধিত দলিল জাল বলে ঘোষণার দাবিতে মোকদ্দমার তামাদি মেয়াদ -

36 / 86

তামাদি আইনের প্রথম তফসিলে উল্লেখিত সবচেয়ে কম সময়ের তামাদির বিধান নিচের কোন বিষয় সংক্রান্ত?

37 / 86

নিঃসম্বল ব্যক্তি হিসেবে আপিলের অনুমতির দরখাস্ত করার জন্য তামাদির মেয়াদ কত অনুচ্ছেদের বিষয়বস্তু?

38 / 86

মৃত বাদীর বৈধ প্রতিনিধিকে স্থলাভিষিক্ত করার আবেদন ৯০ দিনের মধ্যে করতে হয় - এটি তামাদি আইনের কোন অনুচ্ছেদের বিষয়বস্তু?

39 / 86

স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশে ক্ষতিগ্রস্থ ব্যক্তি কতদিনের ভেতরে ক্ষতিপূরণের মোকদ্দমা করতে পারবেন?

40 / 86

নিঃসম্বল ব্যক্তি হিসেবে আপিলের অনুমতির দরখাস্ত করার জন্য তামাদির গণনা কখন থেকে শুরু হবে?

41 / 86

বন্ধকী অস্থাবর সম্পত্তি উদ্ধারের মোকদ্দমার তামাদির মেয়াদ কত বছরের?

42 / 86

তামাদির মেয়াদ সম্পর্কে তামাদি আইনের তফসিলে কোনো বিধান না থাকলে, তখন মামলা দায়েরের তামাদির মেয়াদ কত? [বার : ২০১৭]

43 / 86

বাদী সমনের জন্য খরচ প্রদান না করায় খারিজ আদেশ হলে তা রদ করার জন্য তামাদির মেয়াদ কতদিনের?

44 / 86

বিক্রয় রদের মোকদ্দমায় তামাদির মেয়াদ কত দিনের?

45 / 86

কোনো কপিরাইট ভঙ্গের জন্য ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে ক্ষতিপূরণের জন্য মোকদ্দমা কতদিনের ভেতরে করতে হবে?

46 / 86

মালামাল অর্পণ না করা বা বিলম্বে মালামাল সরবরাহের কারণে ক্ষতিগ্রস্থ ব্যক্তি সর্বোচ্চ কতদিনের ভেতরে তার ক্ষতিপূরণের মোকদ্দমা করতে পারবেন?

47 / 86

বাদী সমনের জন্য খরচ প্রদান না করায় খারিজ আদেশ হলে তা রদ করার জন্য তামাদির মেয়াদ কোন অনুচ্ছেদে বর্ণিত আছে তামাদি আইনে?

48 / 86

তামাদি আইনের প্রথম তফসিলের অনুচ্ছেদ ৩ এর বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

49 / 86

জেলা জজ আদালতে দেওয়ানি আপিলের সাধারণ সময়সীমা সংক্রান্ত তামাদির বিধান তামাদি আইনের প্রথম তফসিলে কোন অনুচ্ছেদের বিধান?

50 / 86

হাইকোর্ট বা আপিল বিভাগের কোনো আদেশ কার্যকরী করার জন্য তামাদি মেয়াদের বিধান কত অনুচ্ছেদের বিষয়বস্তু?

51 / 86

The Limitation Act, 1908৮ এর তফসিলে কোনো মামলার তামাদির সময়সীমা আলাদাভাবে উল্লেখ করা না থাকলে তার তামাদির মেয়াদ কত? [জুডি. : ২০১৫]

52 / 86

ডিক্রি জারির জন্য প্রথম দরখাস্ত কত দিনের মধ্যে দাখিল করতে হবে? [জুডি. : ২০০৮]

53 / 86

সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৯ ধারার অধীন দায়েরযোগ্য মামলার তামাদির মেয়াদ হবে বেদখলের তারিখ হতে- [বার : ২০১৩]

54 / 86

মৃতের ওয়ারিশ কায়েম সংক্রান্ত তামাদির বিধান The Limitation Act এর কোন Article -এ বর্ণিত আছে? [জুডি. : ২০১৫]

55 / 86

দেওয়ানি আদালতের ডিক্রি জারির ক্ষেত্রে তামাদির মেয়াদণ্ড [বার : ২০১৫]

56 / 86

মানহানির জন্য ক্ষতিপূরণের কেউ দাবি করতে চাইলে তাকে কতদিনের ভেতরে মোকদ্দমা করতে হবে?

57 / 86

অগ্রক্রয়ের অধিকার বলবতের মোকদ্দমায় তামাদির মেয়াদ কয় বছর?

58 / 86

সাভারে অবস্থিত একটি পোশাক কারখানার একজন শ্রমিককে তার পাওনা মজুরি থেকে বঞ্চিত করলে উক্ত শ্রমিক তামাদির বিধান অনুযায়ী সর্বোচ্চ কতদিনের ভেতরে মজুরি আদায়ের জন্য মোকদ্দমা করতে পারবেন?

59 / 86

প্রতারণার কারণে পাওয়া ডিক্রি লাভের বিরুদ্ধে তা রদ বা অন্য কোনো প্রতিকার পাবার উদ্দেশ্যে মোকদ্দমার তামাদি মেয়াদ কত সময়ের?

60 / 86

নিষেধাজ্ঞার ডিক্রি জারির দরখাস্ত দাখিলের মেয়াদকাল গণনা করা হয়- [জুডি. : ২০১৪]

61 / 86

চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের কোনো মামলায় যেক্ষেত্রে কোনো সময়কাল নির্ধারিত নেই, সেক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে- [বার : ২০১৫]

62 / 86

মৃত্যুদণ্ড ও খালাস আদেশ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে হাইকোর্টে ফৌজদারি আপিলের তামাদির মেয়াদ কত দিনের?

63 / 86

For the recession of a contract - এটি তামাদি আইনের প্রথম তফসিলের কোন অনুচ্ছেদের বিষয়বস্তু?

64 / 86

নিঃসম্বল ব্যক্তি হিসেবে আপিলের অনুমতির দরখাস্ত কতদিনের মধ্যে করতে হয়?

65 / 86

একজন মুসলিম মহিলা তার মোহরানা আদায় করার জন্য মোকদ্দমা দায়ের করতে পারবেন ৩ বছরের মধ্যে। কিন্তু তামাদির মেয়াদ গণনাটি শুরু হবে কবে থেকে?

66 / 86

দায়রা জজ কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সংক্রান্ত তামাদির বিধান The Limitation Act, 1908  এর কত Article এ বর্ণিত আছে? [জুডি. : ২০১৫]

67 / 86

তামাদি আইনের প্রথম তফসিলের ১৫৫ অনুচ্ছেদের বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

68 / 86

মৃত বিবাদীর বৈধ প্রতিনিধিকে স্থলাভিষিক্ত করার আবেদন ৯০ দিনের মধ্যে করতে হয় - এটি তামাদি আইনের কোন অনুচ্ছেদের বিষয়বস্তু?

69 / 86

কোনো দলিল রদ বা বাতিলের জন্য মোকদ্দমার তামাদির মেয়াদ কত?

70 / 86

দেওয়ানি আদালতের ডিক্রি বা আদেশ প্রদানের কত সময়ের মধ্যে ডিক্রিজারি মামলা দায়ের করতে হয়? [জুডি. : ২০১২]

71 / 86

কোনো মামলা দায়েরের সময়সীমা বিষয়ে তামাদি আইনে সুনির্দিষ্ট বিধান না থাকলে তামাদির মেয়াদ হলো - [বার : ২০১৫]

72 / 86

বন্ধকী স্থাবর সম্পত্তির দখল পাবার জন্য মোকদ্দমার তামাদি মেয়াদ তামাদি আইনের প্রথম তফসিলের কত অনুচ্ছেদের বিষয়বস্তু?

73 / 86

Specific Relief Act  এর ৯ ধারা অনুযায়ী দখল ফেরত পাওয়ার জন্য কত দিনের মধ্যে মামলা দায়ের করতে হয়? [জুডি. : ২০১০]

74 / 86

কোনো স্থাবর সম্পত্তি থেকে প্রাপ্ত Mesne profits এর বিরুদ্ধে মোকদ্দমার তামাদি মেয়াদ কত সময়ের?

75 / 86

তামাদি আইনের প্রথম তফসিলের ১৫১ অনুচ্ছেদের বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

76 / 86

হাইকোর্ট ভিন্ন অন্য যেকোনো ফৌজদারি আপিল আদালতে আপিল করার তামাদির বিধান তামাদি আইনের কোন অনুচ্ছেদের বিষয়বস্তু?

77 / 86

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী খালাস আদেশের বিরুদ্ধে আপিল সংক্রান্ত বিধান তামাদি আইনের কোন অনুচ্ছেদের বিষয়বস্তু?

78 / 86

স্মল কজ আদালতের রায় রিভিউ করার জন্য তামাদির মেয়াদ কত দিনের?

79 / 86

‘ফৌজদারি মামলা শুরুর ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়’ এই বক্তব্যের ব্যতিক্রম কোনটি? [জুডি. : ২০১০]

80 / 86

তামাদির মেয়াদ সম্পর্কে তামাদি আইনের তফসিলে কোনো বিধান না থাকলে, তখন মামলা দায়েরের তামাদির মেয়াদ সম্পর্কে বিধানটি কত অনুচ্ছেদে বর্ণিত আছে?

81 / 86

তামাদি আইনের প্রথম তফসিলের ১৫৭ অনুচ্ছেদের বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

82 / 86

কোনো দৈহিক ক্ষতিপূরণের জন্য মোকদ্দমার তামাদি মেয়াদ কতদিন?

83 / 86

একজন স্বত্ব ঘোষণার মোকদ্দমা দায়ের করতে পারেন ১২ বছরের ভেতরে - এটি তামাদি আইনের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?

84 / 86

মৃত্যুদণ্ড ও খালাস আদেশ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে হাইকোর্টে ফৌজদারি আপিলের তামাদির বিধান তামাদি আইনের কোন অনুচ্ছেদের বিষয়বস্তু?

85 / 86

অংশীদারী প্রতিষ্ঠান ভেঙে যাবার পর হিসাব-নিকাশ ও লভ্যাংশের জন্য মোকদ্দমা করার তামাদির মেয়াদ কত সময়ের?

86 / 86

অন্যায় কারাদণ্ড ভোগের কারণে কেউ ক্ষতিপূরণের মোকদ্দমা করতে চাইলে তার তামাদির মেয়াদ কত দিনের?

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]