“পরবর্তী এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার জন্য যা্হার ইতোমধ্যে রেজিস্ট্রেশন কার্ড পাইয়াছেন এবং নির্ধারিত পিউপিলেজ সময়সীমা (6 মাস) অতিক্রান্ত হইয়াছে তাহারা 20/11/18 ইং হইতে 20/12/18 ইং পর্যন্ত এনরোলমেন্ট পরীক্ষার ফরম জমা দিতে পারিবেন”
ভাইভা সংক্রান্ত নোটিশের সবশেষ প্যারায় বার কাউন্সিলের পরবর্তী এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য উপরোক্ত এই লাইনটি লেখা ছিলো যেখানে নির্দিষ্ট শর্তপূরণকারীদেরকে ফরম ফিলআপ করতে বলা হয়েছে 20 নভেম্বর থেকে 20 ডিসেম্বরের ভেতরে।
এই ব্যাপারটি অত্যন্ত ইতিবাচকভাবে আমি দেখছি। বার কাউন্সিল বেশ সক্রিয়ভাবে খুব সম্ভবত প্রতি বছরেই যে এনরোলমেন্ট পরীক্ষা নেবার বিধান বার কাউন্সিল অর্ডারে বলা আছে সেই বিধানকে আক্ষরিকভাবেই মেনে চলবে। 2019 সালের শুরুতেই, আমি আশাবাদী মার্চ বা এপ্রিল মাসেই তারা এমসিকিউ পরীক্ষা নিয়ে নেবে। এবং তারা সর্বাত্মক চেষ্টা করবে 2019 সালের ভেতরেই লিখিত ও ভাইভা পরীক্ষা শেষ করার, যেন ফি বছর তারা পরীক্ষা নিতে পারেন।
শিক্ষানবিশ আইনজীবীদের মনের ভেতরে উঁকি দেওয়া এই আশাবাদকে নিরাশ করবেনা বলে বার কাউন্সিলের প্রতি আশাবাদ জানিয়ে রাখলাম।
শিক্ষার্থীদের প্রতি ফলত আমার ব্যক্তিগত আহ্বান থাকবে – আপনারা পরবর্তী পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন। অন্তত একবার করে পড়াশোনা শুরু থেকে শেষ পর্যন্ত সেরে ফেলুন যেন এমসিকিউ পরীক্ষার ঠিক আগের শেষ মুহূর্তের প্রস্তুতিতে অনেক কনফিডেন্ট থাকতে পারেন।
যারা আমাদের ওয়েবসাইটে প্রথম তারা এই নিবন্ধটি অন্তত না পড়ে যাবেন না : কীভাবে এমসিকিউ প্রস্তুতি নিতে হবে?
যারা চাকুরিজীবী অথবা রেগুলার শিক্ষার্থী, উভয়েই কোথাও কোচিং করেন বা না করেন, আমাদের অনলাইনে ভর্তি হয়ে পরীক্ষার আগ পর্যন্ত এমসিকিউ অনুশীলন এবং গাইডেন্স নিন। সাথে চিরুনি অভিযান বই সম্পর্কে জানুন। খুব শীঘ্রই আসছে রিভিশনাল বুক ‘আইনের ধারাপাত’ এবং তারও পরে আসবে এমসিকিউ মডেল টেস্ট এর এক দূর্দান্ত বই! এজন্য হোম পেইজ ভিজিট করে বিস্তারিত জানুন অথবা ফোন দিন : 01712-908561।
এডভোকেট মুরাদ মোর্শেদ
ধন্যবাদ স্যার
ধন্যবাদ ভাইয়া….
ধন্যবাদ স্যার।