অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

এই পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত সাধারণ জ্ঞাতব্য

১. লগইন করা মেম্বারগণ খুব সুন্দর ও গোছানো আকারে রেজাল্ট পেয়ে যাবেন স্ব স্ব ইমেইলে। ফলে, লগইন করে পরীক্ষা দেবার চেষ্টা করুন, তাতে করে নিজেকে ভালোভাবে যাচাই করতে পারবেন উক্ত ফলাফল বিশ্লেষণ করে।
২. যদি একাউন্ট খোলা না থাকে তাহলে এই লিংকে গিয়ে একাউন্ট খোলার আবেদন করুন। আবেদন করেই আমাদেরকে ফোন দেবেন এপ্রুভালের জন্য।
৩. একাউন্ট না খুলেও পরীক্ষাটি দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার নাম ও ফোন নাম্বার চেয়ে একটি উইনডো আসবে, সেটিতে তথ্যগুলো সঠিকভাবে দেবেন।

৪. আমাদের অনলাইনে ভর্তি সংক্রান্ত বিষয়ে ফোনে বিস্তারিত যোগাযোগ করুন : 01712-908561। ফোন দেবার আগে এই লিংকে গিয়ে জেনে নিন কোন ক্যাটেগরির মেম্বারশিপে কোন কোন সুবিধাগুলো আছে।

[বিশেষ জ্ঞাতব্য : আইনকানুন একাডেমিতে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১২ দিনের ৪৮ ঘণ্টার ক্র্যাশ কোর্স শুরু হতে যাচ্ছে! চমৎকার রিভিশন দেবার জন্য অথবা শেষ মুহূর্তের প্রস্তুতিকে শানিয়ে নিতে এই ক্র্যাশ কোর্সে  আপনার আসন বুকিং [অতি সীমিত আসন] দিতে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা : রুম নং ৩২০, লিফটের ৩, আর এইচ হোম সেন্টার, গ্রিন রোড, ফার্মগেট, ঢাকা। আগ্রহী হলে ০১৭১২-৯০৮৫৬১ নাম্বারে ফোন দিয়ে আগে কথা বলে নেবেন। ]

ধন্যবাদান্তে

অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ
ফাউন্ডার : আইনকানুন একাডেমি ও জ্যুসি ল

/100
155

1 hours


Penal Code [Full - 1]

এখানে দণ্ডবিধির পুরোটার [ফুল - ১] এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 100

প্রতারণার সাজা দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু?

2 / 100

দণ্ডবিধির কোন ধারার শাস্তি মৃত্যুদণ্ড হবে না? [বার : ২০১৭]

3 / 100

ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার দণ্ডবিধির কোন ধারার ব্যতিক্রমসাপেক্ষে বিবেচনা করতে হয়?

4 / 100

দণ্ডবিধির ৩০৮ ধারার বিষয়বস্ত হিসেবে নিচের কোনটি সঠিক?

5 / 100

ইচ্ছাকৃতভাবে [Voluntarily] এবং প্ররোচনার [Provocation] দরুন আঘাতের শাস্তি দণ্ডবিধি অনুযায়ী যথাক্রমে-

6 / 100

মি. করিম সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অপরাধী হবার কারণে, ৮ বছরের কারাদণ্ড এবং ১০,০০০ টাকার অর্থদণ্ডে দণ্ডনীয় হয়ে থাকলে এবং তার অর্থদণ্ড অনাদায়ে আদালত সর্বোচ্চ কোন দণ্ডটি প্রদান করতে পারবেন?

7 / 100

পেনাল কোড- এ বর্ণিত ‘দ্বীপান্তর’-এর শাস্তি স্থলাভিষিক্ত করা হয় যে প্রকারের কারাদণ্ড দিয়ে তা হলো- [বার : ২০১৫]

8 / 100

কোনো ব্যক্তি খুনসহ দস্যুতায় নিয়মিতভাবে যুক্ত থাকলে দণ্ডবিধি অনুযায়ী তাকে কী নামে অভিহিত করা হয়?

9 / 100

দণ্ডবিধির ২৯৯ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

10 / 100

খুন নহে এমন অপরাধমূলক নরহত্যার সর্বোচ্চ শাস্তি কী? [বার : ২০১৩]

11 / 100

Qui facit per alium facit per se লিগ্যাল ম্যাক্সিমটির সাথে দণ্ডবিধির কোন ধারাটি সম্পর্কিত?

12 / 100

দণ্ডবিধির কোন ধারায় অভিন্ন ইচ্ছা (Common intention) জনিত দায় সম্পর্কে বিধান আছে? [বার : ২০১২]

13 / 100

ক, খ- কে ঘুষি মারলে খ আত্মরক্ষার ক্ষমতা প্রয়োগ করতে পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রয়োজনের অধিক ক্ষতিসাধনের ইচ্ছা করে ক কে ছুরি দিয়ে আঘাত করে। ফলে ক মারা যায়। খ এর অপরাধ কী ?

14 / 100

রফিক করিমকে বলে যে, সে সুমনকে আঘাত করতে চায় এবং তাকে সঙ্গী হিসেবে চায়। করিম রাজি হয়ে আঘাতের উদ্দেশ্যে সুমনের দিকে এগিয়ে যায় এবং সুমনকে আঘাত করলে সুমন মাটিতে পড়ে যায়। রফিক হঠাৎ একটি ছুরি বের করে সুমনকে হত্যা করে। এখানে করিম কোন বিষয়টি প্রমাণ করতে পারলে খুনের দায়ে দোষী হবে না?

15 / 100

দণ্ডবিধির ৩০৪ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

16 / 100

পেনাল কোডে কয় ধরনের শাস্তির বিধান আছে? [জুডি. : ২০০৭]

17 / 100

যাবজ্জীবন কারাদণ্ড বলতে নিম্নের কোনটিকে নির্দেশ করে?

18 / 100

যেক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুুমাত্র অর্থদণ্ড, সেক্ষেত্রে ১০০ টাকার অধিক অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য বিনাশ্রম কারাদণ্ড দেয়া যাবে?

19 / 100

কোন ক্ষেত্রে গর্ভপাত করানোর সর্বোচ্চ শাস্তি ৭ বছরের কারাদণ্ড?

20 / 100

দণ্ডবিধির প্রতিটি সংজ্ঞা নিচের কোনটি সাপেক্ষে বিবেচনা করতে হয়?

21 / 100

রহিমের দ্বারা আহত হয়ে করিম মাসাধিককাল ধরে কোনো সাধারণ কাজ করতে পারলো না, এটা কোন ধরনের অপরাধের সংজ্ঞায় সংজ্ঞায়িত হবে?

22 / 100

কয়টি ক্ষেত্রে নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হতে পারে দণ্ডবিধির ৩০০ ধারা মোতাবেক?

23 / 100

ক একটি কূপের মুখে আড়াআড়িভাবে বাঁশের কঞ্চি পেতে তার উপর ঘাস পাতা বিছিয়ে দেয়- এই উদ্দেশ্যে যে, তাতে মৃত্যু ঘটতে পারে অথবা তাতে যে মৃত্যু ঘটতে পারে তা জানা সত্ত্বেও তা করে। চ শক্ত মাটি মনে করে উহার উপর দিয়ে চলতে গিয়ে কূপের ভিতর পড়ে যায় এবং নিহত হয়। ক এর অপরাধ কী ?

24 / 100

নিচের কোন ক্ষেত্রটিতে নির্জন কারাবাস সর্বোচ্চ ৩ মাস মেয়াদের হতে পারে?

25 / 100

দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী হত্যার শাস্তি- [জুডি. : ২০১৭]

26 / 100

সাধারণভাবে গুরুতর আঘাতের [Grevious Hurt] শাস্তি কোন ধারার ব্যতিক্রমসাপেক্ষে বিবেচনা করতে হয়?

27 / 100

এবেটরের সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারার বিষয়বস্তু?

28 / 100

দণ্ডবিধির ৩২২ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

29 / 100

দণ্ডবিধির কত ধারায় মারাত্মক আঘাতের সংজ্ঞা প্রদান করা হয়েছে?

30 / 100

ক’ এর প্ররোচনায় সরকারি কর্মচারী ‘খ’ তার জিম্মায় থাকা সরকারি টাকা আত্মসাত করেছে। ক এর কী শাস্তি হতে পারে?

31 / 100

কোনো ব্যক্তি শিশু অপহরণের সাথে নিয়মিতভাবে যুক্ত থাকলে দণ্ডবিধি অনুযায়ী তাকে কী নামে অভিহিত করা হয়?

32 / 100

দণ্ডবিধি প্রণীত হয় কত সালে? [বার : ২০১২]

33 / 100

দণ্ডবিধি অনুযায়ী বিচ্যুতি বলতে আপনি নিচের কোনটি বোঝেন?

34 / 100

দণ্ডবিধি কোন ধরনের আইন? [বার : ২০১২]

35 / 100

যুক্তরাজ্যে বসবাসকারী X একজন বাংলাদেশী নাগরিক। সে উগান্ডায় এক ব্যক্তিকে হত্যা করে। বাংলাদেশের যোগ্যতাসম্পন্ন কোনো আদালত X এর বিচার করতে পারে, যদি তাকে পাওয়া যায়- [বার : ২০১৫]

36 / 100

সাধারণভাবে খুনের উদ্যোগের সাজা দণ্ডবিধি অনুযায়ী নিচের কোনটি?

37 / 100

নিম্নবর্ণিতঅভিব্যক্তিগুলির মধ্যে কোনটি দণ্ডবিধিতে উল্লি­খিত আছে এবং তা Mens Rea কে নির্দেশ করে? [বার : ২০১২]

38 / 100

প প্ররোচনা করে স্বেচ্ছাকৃতভাবে আঠার বছরের নিম্নবয়স্ক ম কে আত্মহত্যা করতে রাজি করে। ম আত্মহত্যা করেছে। এখানে প এর অপরাধ কী ?

39 / 100

দণ্ডবিধির কত নং অধ্যায়ে সাধারণ ব্যতিক্রমসমূহের বিষয় উল্লিখিত আছে? [বার : ২০১৭]

40 / 100

একটি জাহাজের কাপ্তান ‘ক’ নিজের কোনো দোষ বা ত্রুটি ব্যতিরেকে নিজেকে এরূপ অবস্থায় আপাতত দেখতে পান যে, তিনি তদীয় জাহাজের গতি পরিবর্তন না করলে বিশ বা ত্রিশজন আরোহীসহ একটি নৌকা ‘খ’ কে অনিবার্যভাবে ডুবিয়ে ফেলবেন এবং গতিপথ পরিবর্তন করলে তিনি দুইজন যাত্রীসহ একটি নৌকা ‘গ’ কে যা তিনি অবশ্যই ডুবিয়ে ফেলবেন। এক্ষেত্রে যদি ‘ক’ নৌকার ‘খ’ এর যাত্রীদের বিপদ মুক্তির জন্য সদবিশ্বাসে এবং নৌকা ‘গ’ কে ডুবিয়ে ফেলেন তাহলে ক এর অপরাধ নিচের কোনটি?

41 / 100

আদালত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে, তা ১/৪ অংশের বেশি হবে না- [বার : ২০১৫]

42 / 100

সুমন করিমকে মুখের কথায় নানাভাবে টিজ করতে থাকে। এমতাবস্থায় করিম উত্তেজিত হয়ে সুমনকে ঘুষি মেরে আঘাত করলে করিমের জরিমানা সর্বোচ্চ কত পরিমাণ হতে পারে?

43 / 100

আত্মহত্যা প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি কী ?

44 / 100

কয়টি ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে?

45 / 100

আদালতের রায় অনুসরণে করা কোনো কাজ দণ্ডবিধির কোন ধারা অনুযায়ী কোনো অপরাধ নয়?

46 / 100

কার্য ও বিচ্যুতি বলতে কী বোঝাবে তা কোন আইনের কোন ধারায় বর্ণিত আছে?

47 / 100

বেপরোয়াভাবে বা অবহেলামূলকভাবে গাড়ী চালানোর বিষয়ে দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

48 / 100

যেক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুুমাত্র অর্থদণ্ড, সেক্ষেত্রে ১০০ টাকার অধিক অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য কারাদণ্ড দেয়া যাবে?

49 / 100

দণ্ডবিধির ৩০৩ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

50 / 100

‘ক’, ‘খ’ কে মিথ্যা সাক্ষ্যদানে প্ররোচিত করে। ‘খ’ উক্ত প্ররোচনার ফলে উক্ত অপরাধ সংঘটন করলে ক কোন অপরাধের শাস্তিতে দণ্ডিত হবে?

51 / 100

‘খ’ একজন পুলিশ কর্মকর্তা আদালতের নির্দেশে ‘ক’ কে আইনানুগভাবে গ্রেফতার করে। এতে ‘ক’ প্রচ-ভাবে উত্তেজিত হয়ে ‘খ’ কে হত্যা করে। ‘ক’ পেনাল কোডের কোন ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছে? [জুডি. : ২০১২]

52 / 100

Abetment শব্দের অর্থ কী?

53 / 100

‘ক’ ঘুষি মেরে ‘খ’ এর দাত ফেলে দেয়। ‘ক’ এর কৃত অপরাধ হল- [জুডি. : ২০১৫]

54 / 100

কত বছরের কম বয়স্কা মেয়ের সম্মতি নিয়ে যৌন সহবাস করলে সেটা ধর্ষণ বলে গণ্য হবে?

55 / 100

এসিড দিয়ে মুখ বা মাথা বিকৃতকরণের শাস্তি নিচের কোনটি?

56 / 100

দণ্ডবিধিতে নিম্নের কোন শাস্তির বিধান নেই- [জুডি. : ২০১৪]

57 / 100

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংঘটিত খুনের সর্বনিম্ন শাস্তি কী?

58 / 100

দণ্ডবিধির ৭০ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক নয়?

59 / 100

সাধারণভাবে গর্ভপাত করানোর শাস্তি হিসেবে নিচের কোনটি সঠিক?

60 / 100

কোনো ব্যাপারে অপসহায়তা করার সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত আছে?

61 / 100

দণ্ডবিধিতে কোথাও ‘যাবজ্জীবন দ্বীপান্তর’ উল্লেখ থাকলে নিচের কোনটি হিসেবে তা প্রতিস্থাপিত হবে?

62 / 100

আত্মহত্যায় সহায়তার শাস্তি দণ্ডবিধির কত ধারায় ?

63 / 100

দণ্ডবিধির কত ধারায় ধর্ষণের সংজ্ঞা দেওয়া হয়েছে?

64 / 100

মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডে শাস্তিযোগ্য অপরাধে সহায়তাকরণের শাস্তি কী, যদি অপরাধটি প্রকৃতপক্ষে সংঘটিত হয়?

65 / 100

করিম রফিককে তার ইচ্ছার বিরুদ্ধে মদ খাইয়ে প্রচণ্ড নেশাগ্রস্থ করে ফেলে। এমতাবস্থায় নেশাগ্রস্থতায় বিচারশক্তি রহিত হয় রফিকের। এমতাবস্থায় নিজের লাইসেন্স করা বৈধ অস্ত্র উচিয়ে রাস্তায় দুইজন পথচারীকে হত্যা করার পরিণতি নিচের কোনটি হতে পারে?

66 / 100

দণ্ডবিধি কত সালে কত তারিখ থেকে ব্রিটিশ ভারতে কার্যকর হয়?

67 / 100

কত বছরের নিম্নের বয়স্ক লোককে প্ররোচনা করে সেচ্ছাকৃতভাবে মৃত্যুবরণ করালে তা নিন্দনীয় নরহত্যা না হয়ে খুন হবে ?

68 / 100

‘Penal Code’ অনুযায়ী কোন ধারার অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়া যায় না? [জুডি. : ২০০৭]

69 / 100

দণ্ডবিধির ১০৪ ধারাটি দণ্ডবিধির কত ধারার ব্যতিক্রমসাপেক্ষে বিবেচনা করতে হবে?

70 / 100

আত্মহত্যায় সহায়তার সর্বোচ্চ শাস্তি কী ?

71 / 100

দণ্ডবিধির কোন ধারায় অপরাধমূলক জ্ঞান [criminal knowledge] সম্পর্কে বিধান আছে?

72 / 100

দণ্ডবিধির কোন ধারায় ‘জজ’ এর সংজ্ঞা প্রদান করা  হয়েছে? [বার : ২০১৭]

73 / 100

সুমন করিমকে মুখের কথায় নানাভাবে টিজ করতে থাকে। এমতাবস্থায় করিম উত্তেজিত হয়ে সুমনকে ঘুষি মেরে মারাত্মক আঘাত করলে করিমের সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি হতে পারে?

74 / 100

দণ্ডবিধির ৫ ধারার বিষয়বস্তু কী?

75 / 100

দণ্ডবিধি অনুযায়ী বেপরোয়া যান চালিয়ে কারো  মৃত্যু ঘটানোর সর্বোচ্চ শাস্তি কী ?

76 / 100

মুখে এসিড ছুড়ে মারলে তার শাস্তি কী হতে পারে?

77 / 100

দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু হলেও কোন ধরনের দণ্ডের কোনো অবসান হয় না?

78 / 100

আঘাত সম্পর্কিত কোন ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে?

79 / 100

নিচের কোন ক্ষেত্রে যৌথ দায় হবে? [বার : ২০১৭]

80 / 100

দণ্ডবিধির ৯৩ ধারার বিষয়বস্তু কী?

81 / 100

দণ্ডবিধি কত সালের কত নম্বর আইন?

82 / 100

দণ্ডবিধি অনুযায়ী আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধীর মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে? [বার : ২০১২]

83 / 100

দণ্ডবিধিতে ‘অপরাধ’ এর সংজ্ঞা কত ধারার বিষয়বস্তু?

84 / 100

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক ‘খুনের উদ্যোগ’ নিলে তার সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি?

85 / 100

ট্রাক চালিয়ে কারো মৃত্যু ঘটালে দণ্ডবিধির কত ধারায় তা শাস্তিযোগ্য?

86 / 100

দণ্ডবিধির ৩৩৮ক ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

87 / 100

দশ বা ততোধিক দিনের জন্য আটক কোনো ব্যক্তির সাজা নিচের বর্ণিত কোন ধারার বিষয়বস্তু?

88 / 100

১৮৩৪ সালে গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন?

89 / 100

দণ্ডবিধিতে বছর এর সংজ্ঞা কোন ধারার বিষয়বস্তু?

90 / 100

‘ক’ এর প্ররোচনায় ‘খ’ খুন করার উদ্দেশ্য ‘গ’ কে ছুরিকাঘাত করে। ‘গ’ চিকিৎসান্তে সুস্থ হয়ে ওঠে। ‘ক’ নিম্নের কোন অপরাধ করেছে? [জুডি. : ২০১২]

91 / 100

দণ্ডবিধির কত ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তির বিষয়ে বর্ণনা দেওয়া হয়েছে?

92 / 100

ক সিভিল সার্ভিসে রয়েছে বলে মিথ্যা ভান করে ইচ্ছাকৃতভাবে চ-কে বঞ্চনা করে এবং তাকে ধারে সম্পত্তি দিতে চ-কে অসাধুভাবে প্ররোচিত করে। অথচ এই সম্পত্তির মূল্য প্রদানের ইচ্ছা তার নাই। এখানে ক এর অপরাধটি কী?

93 / 100

‘ক’ একটি কুঠার নিয়ে কাঠ কাটার কাজ করছে। কুঠারটির মাথা উঠে যাওয়ায় কাছে দণ্ডায়মান এক ব্যক্তিকে আঘাত করে ও তিনি নিহত হন। এখানে ‘ক’ এর অপরাধ-

94 / 100

পেনাল কোডের ৩৪ ধারার অধীন সাধারণ অভিপ্রায়ে অপরাধ সংঘটনের জন্য    ন্যূনতম আসামি হতে হবে- [বার : ২০১৩]

95 / 100

যাবজ্জীবন কারাদণ্ড ভোগের ক্ষেত্রে সাজার প্রকৃতি কিরূপ হবে? [জুডি. : ২০১৪]

96 / 100

যেক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুুমাত্র অর্থদণ্ড, সেক্ষেত্রে ৫০ টাকার কম অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য কারাদণ্ড দেয়া যাবে?

97 / 100

Actus rea শব্দের অর্থ কী?

98 / 100

কত বছর বয়সের শিশু কোনো অপরাধ করলে তা অপরাধ বলে গণ্য হয় না? [জুডি. : ২০০৮]

99 / 100

কোনো ব্যক্তি যদি ২ বছর কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ সংঘটনের জন্য কোনো অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণ করে এবং উক্ত অপরাধের ক্ষেত্রে ষড়যন্ত্রের শাস্তি উল্লেখ না থাকে, তাহলে উক্ত অপরাধের জন্য উক্ত ব্যক্তি দায়ী হবে-

100 / 100

শাস্তিযোগ্য নরহত্যার উদ্যোগ গ্রহণের শাস্তি দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে?