সঠিক উত্তর : দণ্ডিত ব্যক্তির অবশিষ্ট জীবনব্যাপী কারাদণ্ড ; [তাত্ত্বিক ধারণা, দণ্ডবিধি। রিমাইন্ডার : অনেকেই এটিকে দণ্ডবিধির ৫৭ ধারার সাথে গুলিয়ে ফেলেন। ৫৭ ধারাটির অবতারণা মূলত একারণে যে, যখন কোনো জরিমানা প্রদত্ত হয় না বা অন্য কোনো প্রয়োজনে যখন কারাবাসের ভগ্নাংশ বা অংশ নির্ধারণ করার প্রয়োজন হয়, তখন যাবজ্জীবন কারাদণ্ডকে ৩০ বছর মেয়াদের কারাদণ্ড হিসেবে ধরে নিয়ে কোনো ভগ্নাংশ নির্ধারণ করতে হবে। কিন্তু এর মানে এই নয় যে, যাবজ্জীবন বলতে ৩০ বছরের কারাদণ্ড বোঝাবে। দণ্ডবিধির ৪৫ ধারায় জীবন এর সংজ্ঞা দেওয়া আছে। জীবন বলতে মানুষের জীবন বলা হয়েছে। এটি মানুষের জীবদ্দশাকে নির্দেশ করে। এদিকে, যাবজ্জীবন বলতে জীবন পর্যন্ত বোঝাবে। ফলে যাবজ্জীবন বলতে যতোদিন পর্যন্ত জীবন আছে বা জীবিত আছে ততোদিন পর্যন্ত বোঝাবে। অতি সম্প্রতি, ২০১৭ সালে Ataur Mridha and Md. Anwar Hossain v. State রায়েও সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তা স্পষ্ট করে বলেছেন।]
সঠিক উত্তর : দণ্ডিত ব্যক্তির অবশিষ্ট জীবনব্যাপী কারাদণ্ড ; [তাত্ত্বিক ধারণা, দণ্ডবিধি। রিমাইন্ডার : অনেকেই এটিকে দণ্ডবিধির ৫৭ ধারার সাথে গুলিয়ে ফেলেন। ৫৭ ধারাটির অবতারণা মূলত একারণে যে, যখন কোনো জরিমানা প্রদত্ত হয় না বা অন্য কোনো প্রয়োজনে যখন কারাবাসের ভগ্নাংশ বা অংশ নির্ধারণ করার প্রয়োজন হয়, তখন যাবজ্জীবন কারাদণ্ডকে ৩০ বছর মেয়াদের কারাদণ্ড হিসেবে ধরে নিয়ে কোনো ভগ্নাংশ নির্ধারণ করতে হবে। কিন্তু এর মানে এই নয় যে, যাবজ্জীবন বলতে ৩০ বছরের কারাদণ্ড বোঝাবে। দণ্ডবিধির ৪৫ ধারায় জীবন এর সংজ্ঞা দেওয়া আছে। জীবন বলতে মানুষের জীবন বলা হয়েছে। এটি মানুষের জীবদ্দশাকে নির্দেশ করে। এদিকে, যাবজ্জীবন বলতে জীবন পর্যন্ত বোঝাবে। ফলে যাবজ্জীবন বলতে যতোদিন পর্যন্ত জীবন আছে বা জীবিত আছে ততোদিন পর্যন্ত বোঝাবে। অতি সম্প্রতি, ২০১৭ সালে Ataur Mridha and Md. Anwar Hossain v. State রায়েও সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তা স্পষ্ট করে বলেছেন।]