অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Penal Code MCQ Test [Sec. 107-120]

এখানে দণ্ডবিধির পঞ্চম অধ্যায়ে বর্ণিত ‘অপসহায়তা’ বা এবেটমেন্ট নিয়ে ১০৭ ধারা থেকে ১২০ পর্যন্ত ধারাসমূহ নিয়ে এমসিকিউ প্রশ্ন আছে। ১০৭-১০৯ পর্যন্ত এটির বেসিক হলেও অন্যান্য ধারাও মনোযোগের সাথে পাঠ করে রাখতে হবে।

/24
333

14 minutes 24 seconds


Penal Code [107-120]

এখানে দণ্ডবিধির ১০৭-১২০ ধারাসমূহ নিয়ে এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 24

Qui facit per alium facit per se লিগ্যাল ম্যাক্সিমটির সাথে দণ্ডবিধির কোন ধারাটি সম্পর্কিত?

2 / 24

জনসাধারণ বা দশের অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ সংঘটনে সহায়তাকরণের শাস্তি কী?

3 / 24

কোনো ব্যক্তি যদি ২ বছর কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ সংঘটনের জন্য কোনো অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণ করে এবং উক্ত অপরাধের ক্ষেত্রে ষড়যন্ত্রের শাস্তি উল্লেখ না থাকে, তাহলে উক্ত অপরাধের জন্য উক্ত ব্যক্তি দায়ী হবে-

4 / 24

এবেটরের সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারার বিষয়বস্তু?

5 / 24

যে ব্যক্তি দুই বছরের কম দণ্ডে দণ্ডনীয় অপরাধের অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণ করে তার কী শাস্তি হতে পারে?

6 / 24

কোনো ব্যাপারে অপসহায়তা করার সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত আছে?

7 / 24

‘ক’, ‘গ’ কে খুন করার জন্য ‘খ’ কে প্ররোচিত করে। উক্ত প্ররোচনা অনুসরণে ‘খ’, ‘গ’ কে ছুরিকাঘাত করে। ‘গ’ জখম হতে আরোগ্য লাভ করলে এখানে ক এর অপরাধ কোন অপরাধের সমান?

8 / 24

অপরাধে সহায়তা বা প্ররোচনার জন্য শাস্তি বিষয়ক ধারাটি নিচের কোনটি?

9 / 24

‘ক’ এর প্ররোচনায় ‘খ’ খুন করার উদ্দেশ্য ‘গ’ কে ছুরিকাঘাত করে। ‘গ’ চিকিৎসান্তে সুস্থ হয়ে ওঠে। ‘ক’ নিম্নের কোন অপরাধ করেছে? [জুডি. : ২০১২]

10 / 24

দণ্ডবিধির ১০৭ ধারা অনুযায়ী অপরাধে সহায়তা কয়টি উপায়ে করা যায়?

11 / 24

সর্বনিম্ন কত জন সদস্য থাকতে হয় একটি অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে?

12 / 24

মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডে শাস্তিযোগ্য অপরাধে সহায়তাকরণের শাস্তি কী, যদি অপরাধটি প্রকৃতপক্ষে সংঘটিত হয়?

13 / 24

‘ক’ এর প্ররোচনায় সরকারি কর্মচারী ‘খ’ তার জিম্মায় থাকা সরকারি টাকা আত্মসাত করেছে। ক এর কী শাস্তি হতে পারে? [বার : ২০১২]

14 / 24

‘ক’, ‘খ’ কে মিথ্যা সাক্ষ্যদানে প্ররোচিত করে। ‘খ’ উক্ত প্ররোচনার ফলে উক্ত অপরাধ সংঘটন করলে ক কোন অপরাধের শাস্তিতে দণ্ডিত হবে?

15 / 24

কোনো ব্যক্তি যদি ১৪ বছর কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ সংঘটনের জন্য কোনো অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণ করে এবং উক্ত অপরাধের ক্ষেত্রে ষড়যন্ত্রের শাস্তি উল্লেখ না থাকে, তাহলে উক্ত অপরাধের জন্য উক্ত ব্যক্তি দায়ী হবে-

16 / 24

সাধারণভাবে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তাকরণের শাস্তি কী, যদি অপরাধটি প্রকৃতপক্ষে সংঘটিত না হয়?

17 / 24

কোনো অপরাধ সংঘটনের প্ররোচনার জন্য কোনো শাস্তির উল্লেখ না থাকলে অপরাধমূলক কাজে সহায়তাকারীর শাস্তি হবে - [বার : ২০১৭]

18 / 24

মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডে শাস্তিযোগ্য অপরাধে সহায়তাকরণের শাস্তি কী, যদি অপরাধটি প্রকৃতপক্ষে সংঘটিত না হয়?

19 / 24

Abetment শব্দের অর্থ কী?

20 / 24

ক’ এর প্ররোচনায় সরকারি কর্মচারী ‘খ’ তার জিম্মায় থাকা সরকারি টাকা আত্মসাত করেছে। ক এর কী শাস্তি হতে পারে?

21 / 24

দণ্ডবিধির কত ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তির বিষয়ে বর্ণনা দেওয়া হয়েছে?

22 / 24

দণ্ডবিধির কত ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা দেওয়া হয়েছে?

23 / 24

যে ব্যক্তি ১ বছরের কম দণ্ডে দণ্ডনীয় অপরাধের অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণ করে তার কী শাস্তি হতে পারে?

24 / 24

‘ক’, ‘গ’ কে খুন করার জন্য ‘খ’ কে প্ররোচিত করে। ‘খ’ কার্যটি করতে অস্বীকৃতি জানায়। এখানে ক দণ্ডবিধি অনুযায়ী কী নামে অভিহিত হবে?

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]