অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Penal Code MCQ Test [Sec. 141-160]

এখানে দণ্ডবিধির অষ্টম অধ্যায় যেখানে ‘জনশান্তি বিরোধী অপরাধসমূহ’ শিরোনামে আলোচনা রয়েছে। এখানে প্রধানত তিনটি অপরাধের উল্লেখ রয়েছে। এই অংশ থেকে অনেক ধরনের এমসিকিউ প্রস্তুত করা সম্ভব যদিও মাত্র এযাবৎ একটিমাত্র ধারা থেকেই প্রশ্ন এসেছে। ভালোভাবে পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

/23
279

13 minutes 48 seconds


Penal Code [141-160]

এখানে দণ্ডবিধির ১৪১-১৬০ ধারাসমূহ নিয়ে এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 23

বেআইনি সমাবেশে যোগদান করার জন্য একজনের সর্বোচ্চ কত সময়ের কারাদণ্ড হতে পারে?

2 / 23

দণ্ডবিধির কত ধারায় মারামারির সংজ্ঞা প্রদান করা আছে?

3 / 23

দাঙ্গার সংজ্ঞা পেনাল কোডের কত ধারার বিষয়বস্তু?

4 / 23

দণ্ডবিধি অনুযায়ী ‘জনশৃঙ্খলা বিরোধী অপরাধ’ নিচের কোনটি?

5 / 23

সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে যোগদানকারী ব্যক্তিবর্গ নিম্নোক্ত কোন মতে দোষী সাব্যস্ত হবে?

6 / 23

কলহ বা মারামারির সাজা দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত আছে?

7 / 23

মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করার সাজা দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

8 / 23

দণ্ডবিধি মোতাবেক মারামারির শাস্তি কী?

9 / 23

দণ্ডবিধি অনুযায়ী দাঙ্গার শাস্তি সাধারণভাবে নিচের কোনটি?

10 / 23

দণ্ডবিধি অনুযায়ী ‘জনশৃঙ্খলা বিরোধী অপরাধ’ নিচের কোনটি?

11 / 23

সাধারণ উদ্দেশ্য’ বা Common Objectকোন ধারার বিষয়বস্তু?

12 / 23

বেআইনী সমাবেশের জন্য ন্যূনতম কত জনের উপস্থিতি প্রয়োজন? [জুডি. : ২০০৭]

13 / 23

বেআইনি সমাবেশে যোগদান করার সাজা দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

14 / 23

বেআইনি সমাবেশ থেকে হিংস্র বা উগ্র পদ্ধতিতে বলপ্রয়োগ করা হলে সেটাকে কী নামে অভিহিত করা যায়?

15 / 23

মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে একটি বেআইনি সমাবেশ থেকে হিংস্র বা উগ্র পদ্ধতিতে বলপ্রয়োগ করা হলে তার শাস্তি কী?

16 / 23

দণ্ডবিধির ১৪১ ধারায় বেআইনি সমাবেশ সংঘটিত হওয়া নিয়ে কয়টি সাধারণ উদ্দেশ্যের কথা উল্লেখ রয়েছে?

17 / 23

দণ্ডবিধি অনুযায়ী ‘জনশৃঙ্খলা বিরোধী অপরাধ’ নিচের কোনটি?

18 / 23

দণ্ডবিধির ১৪৯ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

19 / 23

দাঙ্গা করার সাজা দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু?

20 / 23

বেআইনি সমাবেশের সদস্য হওয়া বলতে কী বোঝাবে সে সম্পর্কে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা নিচের কোনটি?

21 / 23

দাঙ্গায় ন্যূনতম কতজনের উপস্থিতি প্রয়োজন হয়?

22 / 23

মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করলে সর্বোচ্চ কত সময়ের কারাদণ্ড হতে পারে?

23 / 23

‘জনশৃঙ্খলা বিরোধী অপরাধ’ দণ্ডবিধির কোন অধ্যায়ে বর্ণিত আছে?

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]