অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Penal Code MCQ Test [Sec. 264-298]

এখানে দণ্ডবিধির বেশ কয়েকটি টপিককে একসাথে যুক্ত করে এমসিকিউ রয়েছে। ওজন ও পরিমাপ, গণউপদ্রব, খাদ্যে অথবা ওষুধে ভেজাল, অবহেলা ইত্যাদি বিষয়ের আলোচনায় থাকা টপিকগুলোর শাস্তির পরিমাণ মনে রাখা খুব কঠিন কিছু নয়, বেশিরভাগই একই ধরনের শাস্তি। এজন্য প্রয়োজন শুধু সতর্কতা এবং মনোযোগ।

/10
149

6 minutes


Penal Code [264-298]

এখানে দণ্ডবিধির ২৬৪-২৯৮ ধারাসমূহ নিয়ে এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 10

দণ্ডবিধিতে বর্ণিত নিচের কোন অপরাধটিতে দেওয়ানি কার্যবিধি অনুযায়ীও মোকদ্দমা করা যায়?

2 / 10

কোনো ব্যক্তি প্রকৃত ওজনে কম এমন একটি ১ কেজির বাটখারা তৈরি করলে তার শাস্তি কী?

3 / 10

কোনো ব্যক্তি কাপড়ের দোকানে গজ হিসেবে কাপড় বিক্রিতে কয়েক ইঞ্চি কমে গজের মাপ নির্ধারণ করে বিক্রি করে। এরূপ ক্ষেত্রে তার শাস্তি কী?

4 / 10

দণ্ডবিধির কত ধারা মোতাবেক খাদ্যে বা পানীয়তে ভেজাল মেশানো একটি অপরাধ?

5 / 10

বেপরোয়াভাবে বা অবহেলামূলকভাবে গাড়ী চালানোর বিষয়ে দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

6 / 10

জনসাধারণের উপদ্রব বা public nuisance অপরাধটি দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু?

7 / 10

ওজন ও মাপ সংক্রান্ত অপরাধ সম্পর্কে নিচের কোন ধারাটি সম্পর্কিত?

8 / 10

বিক্রয়ের উদ্দেশ্যে কোনো খাদ্যে ভেজাল মিশিয়ে সেটাকে অস্বাস্থ্যকর করে তুললে দণ্ডবিধি অনুযায়ী তার শাস্তি কী?

9 / 10

যদি প্রতারণার উদ্দেশ্য ছাড়াই কেউ তার কাছে একটি মিথ্যা বাটখারা বা দৈর্ঘ্য মাপার পরিমাপক রাখে তবে তার শাস্তি কী হবে?

10 / 10

কোনো বিল্ডিং মেরামতের কাজে অবহেলাজনিত কারণে কারো ক্ষতি হবার সম্ভাবনা থাকলে দণ্ডবিধি অনুযায়ী তার শাস্তি কী হবে?

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]