সঠিক উত্তর : কোনোটিই নয় ; [ধারা : ৩০৫ ও ৩০৬ , দণ্ডবিধি। রিমাইন্ডার : দণ্ডবিধির ধারা ৩০৫ এ বর্ণিত আছে ১৮ বছরের কম বয়স্ক ব্যক্তি, উন্মাদ ব্যক্তি, প্রলাপগ্রস্ত ব্যক্তি, নির্বোধ ব্যক্তি বা নেশাগ্রস্ত ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করলে বা প্ররোচনা দিলে তার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। আর ধারা ৩০৬ মোতাবেক যদি কোনো ব্যক্তি (এখানে বয়সের উল্লেখ নাই) আত্মহত্যা করে তাহলে সহায়তা বা প্ররোচনা যে দেয় তার শাস্তি হবে সর্বোচ্চ ১০ বছর সশ্রম/ বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। লক্ষ্যণীয় যে, আত্মহত্যাকারীর বয়স যাই হোক এবং যেই ধারার বিধানই অনুসরণ করা হোক- উভয় ধারাতেই সহায়তাকারীর দণ্ডের কথা বলা আছে। তাই আলোচ্য প্রশ্নের সঠিক উত্তর ‘কোনোটিই নয়’। আসলে এই অপশনে থাকা দরকার ছিলো - বর্ণিত সবগুলোই সঠিক।]
সঠিক উত্তর : কোনোটিই নয় ; [ধারা : ৩০৫ ও ৩০৬ , দণ্ডবিধি। রিমাইন্ডার : দণ্ডবিধির ধারা ৩০৫ এ বর্ণিত আছে ১৮ বছরের কম বয়স্ক ব্যক্তি, উন্মাদ ব্যক্তি, প্রলাপগ্রস্ত ব্যক্তি, নির্বোধ ব্যক্তি বা নেশাগ্রস্ত ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করলে বা প্ররোচনা দিলে তার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। আর ধারা ৩০৬ মোতাবেক যদি কোনো ব্যক্তি (এখানে বয়সের উল্লেখ নাই) আত্মহত্যা করে তাহলে সহায়তা বা প্ররোচনা যে দেয় তার শাস্তি হবে সর্বোচ্চ ১০ বছর সশ্রম/ বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। লক্ষ্যণীয় যে, আত্মহত্যাকারীর বয়স যাই হোক এবং যেই ধারার বিধানই অনুসরণ করা হোক- উভয় ধারাতেই সহায়তাকারীর দণ্ডের কথা বলা আছে। তাই আলোচ্য প্রশ্নের সঠিক উত্তর ‘কোনোটিই নয়’। আসলে এই অপশনে থাকা দরকার ছিলো - বর্ণিত সবগুলোই সঠিক।]