অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Penal Code MCQ Test [Sec. 299-318]

দণ্ডবিধির সবচাইতে জটিল অধ্যায় হিসেবে পরিচিত এই ১৬ তম অধ্যায়ে বেশ কয়েকটি টপিক আছে যার শুরুতেই ২৯৯-৩১৮ পর্যন্ত জীবন সম্পর্কে অপরাধের বর্ণনা রয়েছে যেখানে নরহত্যা নিয়ে আলোচনাটিই মুখ্য। এই অধ্যায় আইনপ্রণেতাদের অসতর্কতার কারণে বেশ কনফিউজিংও বটে! এই অধ্যায় একাধিকাবার পড়ে নিয়ে বুঝে নিয়ে তারপরেই মাত্র এমসিকিউগুলো অনুশীলন করুন।

/61
269

36 minutes 36 seconds


Penal Code [299-318]

এখানে দণ্ডবিধির ২৯৯-৩১৮ ধারাসমূহ নিয়ে এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 61

দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী হত্যার শাস্তি- [জুডি. : ২০১৭]

2 / 61

খুনের শাস্তি দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে?

3 / 61

শিশু বা উন্মাদ ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনা দানের সর্বোচ্চ শাস্তি কোনটি?

4 / 61

আত্মহত্যা সহায়তাকারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে, যদি আত্মহত্যাকারীর বয়স হয়- [জুডি. : ২০১৪]

5 / 61

দণ্ডবিধির কোন ধারার শাস্তি মৃত্যুদণ্ড হবে না? [বার : ২০১৭]

6 / 61

Penal Code’ অনুযায়ী কোন ধারার অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়া যায় না?

7 / 61

দেহ ও জীবন সম্পর্কিত অপরাধসমূহ দণ্ডবিধির কোন অধ্যায়ের বিষয়বস্তু?

8 / 61

দণ্ডবিধির ৩০৪ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

9 / 61

প প্ররোচনা করে স্বেচ্ছাকৃতভাবে আঠার বছরের নিম্নবয়স্ক ম কে আত্মহত্যা করতে রাজি করে। ম আত্মহত্যা করেছে। এখানে প এর অপরাধ কী ?

10 / 61

আত্মহত্যায় সহায়তার শাস্তি দণ্ডবিধির কত ধারায় ?

11 / 61

Penal Code এর কোন ধারায় খুন (Murder)’র সংজ্ঞা দেয়া আছে ?

12 / 61

খুনের উদ্যোগ নেয়া দণ্ডবিধির কত ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ?

13 / 61

‘খ’ একজন পুলিশ কর্মকর্তা আদালতের নির্দেশে ‘ক’ কে আইনানুগভাবে গ্রেফতার করে। এতে ‘ক’ প্রচ-ভাবে উত্তেজিত হয়ে ‘খ’ কে হত্যা করে। ‘ক’ পেনাল কোডের কোন ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছে? [জুডি. : ২০১২]

14 / 61

স্ত্রীলোকের সম্মতি ব্যতীত গর্ভপাত করনের শাস্তি দণ্ডবিধির কত ধারায়?

15 / 61

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক ‘খুনের উদ্যোগ’ নিলে তার সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি?

16 / 61

আত্মহত্যা প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি কী ?

17 / 61

‘Penal Code’ অনুযায়ী কোন ধারার অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়া যায় না? [জুডি. : ২০০৭]

18 / 61

দণ্ডবিধির কোন ধারার অপরাধের শাস্তি মৃত্যৃদণ্ড হবে না? [বার : ২০১২]

19 / 61

দণ্ডবিধি অনুযায়ী বেপরোয়া যান চালিয়ে কারো  মৃত্যু ঘটানোর সর্বোচ্চ শাস্তি কী ?

20 / 61

আত্মহত্যায় সহায়তার সর্বোচ্চ শাস্তি কী ?

21 / 61

ক’ একজন সাক্ষী হিসেবে ম্যাজিস্ট্রেট ‘খ’ এর সামনে উপস্থিত হয়। ‘খ’ বলেন যে, তিনি ‘ক’ এর সাক্ষ্যের এক শব্দও বিশ্বাস করেন না এবং ‘ক’ মিথ্যা শপথ করেছে। এসব কথায় ‘ক’ আকস্মিক ক্রোধে উদ্দীপ্ত হয়ে ‘খ’ কে হত্যা করে। ‘ক’ এর অপরাধ -

22 / 61

দণ্ডবিধির নিচের কোন ধারার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড? [বার : ২০১৭]

23 / 61

সাধারণভাবে খুনের উদ্যোগের সাজা দণ্ডবিধি অনুযায়ী নিচের কোনটি?

24 / 61

কত বছরের নিম্নের বয়স্ক লোককে প্ররোচনা করে সেচ্ছাকৃতভাবে মৃত্যুবরণ করালে তা নিন্দনীয় নরহত্যা না হয়ে খুন হবে ?

25 / 61

শাস্তিযোগ্য নরহত্যার উদ্যোগের ফলে কেউ আহত হলো তার সাজা দণ্ডবিধি অনুযায়ী নিচের কোনটি?

26 / 61

কোনো ব্যক্তি খুনসহ দস্যুতায় নিয়মিতভাবে যুক্ত থাকলে দণ্ডবিধি অনুযায়ী তাকে কী নামে অভিহিত করা হয়?

27 / 61

‘ক’ একজন সাক্ষী হিসেবে ম্যাজিস্ট্রেট ‘খ’ এর সামনে উপস্থিত হয়। ‘খ’ বলেন যে, তিনি ‘ক’ এর সাক্ষ্যের এক শব্দও বিশ্বাস করেন না এবং ‘ক’ মিথ্যা শপথ করেছে। এসব কথায় ‘ক’ আকস্মিক ক্রোধে উদ্দীপ্ত হয়ে ‘খ’ কে হত্যা করে। ‘ক’ এর অপরাধ - [বার : ২০১৭]

28 / 61

সাধারণভাবে গর্ভপাত করানোর শাস্তি হিসেবে নিচের কোনটি সঠিক?

29 / 61

Penal Code এর কোন ধারায় অপরাধমূলক নরহত্যা [Culpable Homicide] এর সংজ্ঞা আছে? [জুডি. : ২০১০]

30 / 61

দণ্ডবিধির ৩১৭ ধারা অনুসারে অভিভাবক কর্তৃক কত বছরের কম বয়স্ক শিশুকে বর্জন করিবার উদ্দেশ্যে পরিত্যাগ করা অপরাধ ?

31 / 61

শিশুর মৃতদেহ গোপনে অপসৃত করিয়া জন্ম গোপন করার শাস্তি কী ?

32 / 61

আত্মহত্যা প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি কী ? [বার : ২০১৫]

33 / 61

খুন নহে এমন অপরাধমূলক নরহত্যার সর্বোচ্চ শাস্তি কী?

34 / 61

দণ্ডবিধির ৩০৩ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

35 / 61

কোন ক্ষেত্রে গর্ভপাত করানোর সর্বোচ্চ শাস্তি ৭ বছরের কারাদণ্ড?

36 / 61

দেহ ও জীবন সম্পর্কিত অপরাধসমূহ দণ্ডবিধির কোন অধ্যায়ের বিষয়বস্তু?

37 / 61

‘ক’ এমন একটি রোগে ভুগছে যে, এক আঘাতেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। ‘খ’ এই কথা না জেনে ‘ক’ কে দৈহিক জখম করার অভিপ্রায়ে এমন আঘাত করে যা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে। উক্ত আঘাতের ফলে ‘ক’ মারা যায়। এটি একটি - [বার : ২০১৭]

38 / 61

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের উদ্যোগ বিষয়ক দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা কোনটি?

39 / 61

শাস্তিযোগ্য নরহত্যার উদ্যোগ গ্রহণের শাস্তি দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে?

40 / 61

দণ্ডবিধির ৩০৮ ধারার বিষয়বস্ত হিসেবে নিচের কোনটি সঠিক?

41 / 61

স্ত্রীলোকের সম্মতি ছাড়া গর্ভপাত করানোর সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি?

42 / 61

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংঘটিত খুনের সর্বনিম্ন শাস্তি কী?

43 / 61

ডাক্তারের অবহেলায় কারো মৃত্যু ঘটলে দণ্ডবিধির কত ধারায় তা শাস্তিযোগ্য?

44 / 61

ঠগ এর সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারার বিষয়বস্তু?

45 / 61

দণ্ডবিধির ২৯৯ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

46 / 61

কোনো ব্যক্তি শিশু অপহরণের সাথে নিয়মিতভাবে যুক্ত থাকলে দণ্ডবিধি অনুযায়ী তাকে কী নামে অভিহিত করা হয়?

47 / 61

 

দণ্ডবিধি অনুযায়ী কারো গর্ভপাত করানো কোন ক্ষেত্রে কোনো অপরাধ নয়?

48 / 61

নিচে বর্ণিত দণ্ডবিধির কোন ধারা মোতাবেক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে?

49 / 61

কয়টি ক্ষেত্রে নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হতে পারে দণ্ডবিধির ৩০০ ধারা মোতাবেক?

50 / 61

ক, খ- কে ঘুষি মারলে খ আত্মরক্ষার ক্ষমতা প্রয়োগ করতে পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রয়োজনের অধিক ক্ষতিসাধনের ইচ্ছা করে ক কে ছুরি দিয়ে আঘাত করে। ফলে ক মারা যায়। খ এর অপরাধ কী ?

51 / 61

দণ্ডবিধিতে কয়টি ব্যতিক্রমের উল্লেখ আছে যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না? [বার : ২০১৭]

52 / 61

ক একটি কূপের মুখে আড়াআড়িভাবে বাঁশের কঞ্চি পেতে তার উপর ঘাস পাতা বিছিয়ে দেয়- এই উদ্দেশ্যে যে, তাতে মৃত্যু ঘটতে পারে অথবা তাতে যে মৃত্যু ঘটতে পারে তা জানা সত্ত্বেও তা করে। চ শক্ত মাটি মনে করে উহার উপর দিয়ে চলতে গিয়ে কূপের ভিতর পড়ে যায় এবং নিহত হয়। ক এর অপরাধ কী ?

53 / 61

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংঘটিত খুনের সর্বনিম্ন শাস্তি কি? [জুডি. : ২০১৪]

54 / 61

অবহেলার ফলে কারো মৃত্যু ঘটালে সর্বোচ্চ শাস্তি কী?

55 / 61

ঠগ এর সাজা হিসেবে নিচের কোনটি সঠিক?

56 / 61

সাধারণভাবে শাস্তিযোগ্য নরহত্যার উদ্যোগের সাজা দণ্ডবিধি অনুযায়ী নিচের কোনটি?

57 / 61

আত্মহত্যা করার চেষ্টা করা দণ্ডবিধির কোন ধারা অনুযায়ী অপরাধ?

58 / 61

বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যু ঘটালে যে অপরাধ হয় তা - [বার : ২০১৫]

59 / 61

গর্ভপাত করানো দণ্ডবিধির কোন ধারা অনুযায়ী অপরাধ?

60 / 61

খুন নহে এমন অপরাধমূলক নরহত্যার সর্বোচ্চ শাস্তি কী? [বার : ২০১৩]

61 / 61

ট্রাক চালিয়ে কারো মৃত্যু ঘটালে দণ্ডবিধির কত ধারায় তা শাস্তিযোগ্য?

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]