অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Penal Code MCQ Test [Sec. 339-358]

দণ্ডবিধির ষোলোতম অধ্যায় [২৯৯-৩৭৭] এর দেহ ও জীবন সম্পর্কিত অপরাধের আরেকটি অংশ, যেখানে অবৈধ বাধা ও অবৈধ আটক এবং অপরাধমূলক বলপ্রয়োগ ও আক্রমণ অপরাধসমূহের ধারা [৩৩৯-৩৫৮ ধারা] সংক্রান্ত এমসিকিউ আছে। এর প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ। ভালোভাবে পড়ে নিয়ে অনুশীলন করুন এমসিকিউগুলো।

/32
145

19 minutes 12 seconds


Penal Code [339-358]

এখানে দণ্ডবিধির ৩৩৯-৩৫৮ ধারাসমূহ নিয়ে এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 32

ক, চ-এর প্রতি মুষ্টি উত্তোলন করে। ইহার ফলে চ যাতে বিশ্বাস করে যে ক তাকে আঘাত করতে উদ্যত হয়েছে, সে জন্যই ক তা করে অথবা ইহার ফলে এরূপ হতে পারে জানা সত্ত্বেও তা করে। এখানে দণ্ডবিধি অনুযায়ী কী করেছে?

2 / 32

বলপ্রয়োগ এর সংজ্ঞাটি দণ্ডবিধির কত ধারায় আছে?

3 / 32

আক্রমণ এবং অপরাধমূলক বলপ্রয়োগের সাজা যথাক্রমে -

4 / 32

ক চ-এর সম্মতি ব্যতীত চ-এর উপর একটি কুকুরকে ঝাপিয়ে পড়তে লেলিয়ে দেয়। এখানে ক-এর উদ্দেশ্য যদি হয় চ-কে আহত, ভীতিগ্রস্ত বা বিরক্ত করা, তবে ক চ এর সাথে কী অপরাধ করেছে?

5 / 32

Assault or Criminal force to deter public servent from discharge of his duty – অপরাধের শাস্তি কী? [জুডি. : ২০১৭]

6 / 32

ক কোনো মহিলাকে ভীতিগ্রস্থ বা আহত করার উদ্দেশ্যে যদি তার ঘোমটা খুলে ফেলে তবে তা দণ্ডবিধি অনুযায়ী নিচে বর্ণিত কোন অপরাধটি হবে?

7 / 32

দশ বা ততোধিক দিনের জন্য আটক কোনো ব্যক্তির সাজা নিচের বর্ণিত কোন ধারার বিষয়বস্তু?

8 / 32

কোনো ব্যক্তিকে অবৈধ বাধা দিলে বাধাদানকারীর দণ্ড হিসেবে কোনটি সঠিক?

9 / 32

অপরাধমূলক বলপ্রয়োগ এর শাস্তি কী?

10 / 32

আক্রমণ এর সংজ্ঞাটি দণ্ডবিধির কত ধারায় আছে?

11 / 32

কোনো সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনের সময় অপরাধমূলক বলপ্রয়োগ করলে তার শাস্তি নিচের কোনটি হতে পারে?

12 / 32

তিন বা ততোধিক দিনের জন্য অবৈধভাবে কাউকে আটক রাখলে সর্বোচ্চ কত দিনের সাজা হতে পারে?

13 / 32

ক কোনো বাড়ির সকল দরজায় আগ্নেয়াস্ত্রে-সজ্জিত ব্যক্তিদের মোতায়েন করে চ-কে বলে যে, চ বাড়ি হতে বের হবার চেষ্টা করলে আগ্নেয়াস্ত্র-সজ্জিত ব্যক্তিরা চ-এর প্রতি গুলিবর্ষণ করবে। ক এর অপরাধ কী?

14 / 32

মারাত্মক প্ররোচনার ফলে আক্রমণের শাস্তি কী?

15 / 32

Assault or Criminal force to deter public servent from discharge of his duty – অপরাধের শাস্তি কী?

16 / 32

ক একটি হিংস্র কুকুরের মুখ বন্ধনী খুলতে শুরু করে। চ যাতে বিশ্বাস করে যে, ক কুকুরটিকে দিয়ে তাকে আক্রমণ করার উদ্দেশ্যেই কুকুরটির মুখ বন্ধনী খুলে দিচ্ছে, এই উদ্দেশ্যেই, অথবা চ এইরূপ বিশ্বাস করতে পারে জানা সত্ত্বেও ক এই কাজ করে। এখানে দণ্ডবিধি অনুযায়ী ক কী করেছে?

17 / 32

দণ্ডবিধির ৩৪৯ ধারা অনুযায়ী কোনো বলপ্রয়োগ বা Force এর শাস্তি নিচের কোনটি?

18 / 32

দণ্ডবিধি মোতাবেক অবৈধ অবরোধের দণ্ড কী?

19 / 32

কোনো নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে আক্রমণ করলে সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি হতে পারে?

20 / 32

আপোষযোগ্য অপরাধসমূহের তালিকা কোন আইনের কোথায় দেওয়া আছে?

21 / 32

সরকারি কর্মচারীকে তার কর্তব্যপালনে বাধাপ্রদানের উদ্দেশ্যে আক্রমণ করা দণ্ডবিধির কোন ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ?

22 / 32

শ্লীলতাহানীর উদ্দেশ্যে কোনো নারীর ওপর অপরাধমূলক বলপ্রয়োগের শাস্তি কী?

23 / 32

অপরাধমূলক বলপ্রয়োগ এর সংজ্ঞাটি দণ্ডবিধির কত ধারায় আছে?

24 / 32

ক একটি হিং¯্র কুকুরের মুখ বন্ধনী খুলতে শুরু করে। চ যাতে বিশ্বাস করে যে, ক কুকুরটিকে দিয়ে তাকে আক্রমণ করার উদ্দেশ্যেই কুকুরটির মুখ বন্ধনী খুলে দিচ্ছে, এই উদ্দেশ্যেই, অথবা চ এইরূপ বিশ্বাস করতে পারে জানা সত্ত্বেও ক এই কাজ করে। এখানে দণ্ডবিধি অনুযায়ী ক কী করেছে?

25 / 32

বলপ্রয়োগ এর সংজ্ঞাটি দণ্ডবিধির কত ধারায় আছে?

26 / 32

ক, চ-কে একটি দেয়ালঘেরা জায়গায় যেতে বাধ্য করে এবং সেখানে চ-কে তালাবদ্ধ করে রাখে। ফলে চ সে দেওয়ালের মধ্যবর্তী নির্দিষ্ট সীমার বাইরে যেতে অসমর্থ হয়। দণ্ডবিধি অনুযায়ী ক এর অপরাধটি কী নামে অভিহিত হবে?

27 / 32

Y এর যে রাস্তায় চলাচলের অধিকার আছে সে পথে X বিঘ্ন সৃষ্টি করে। এতে Y এর চলাচল বাধাগ্রস্ত হয়। X এর কৃত অপরাধ হলো- [বার : ২০১৩]

28 / 32

ক কোনো মহিলাকে ভীতিগ্রস্থ বা আহত করার উদ্দেশ্যে যদি তার ঘোমটা খুলে ফেলে তবে তা দণ্ডবিধি অনুযায়ী নিচে বর্ণিত কোন অপরাধটি হবে?

29 / 32

দশ বা ততোধিক দিনের জন্য অবৈধভাবে কাউকে আটক রাখলে সর্বোচ্চ কত দিনের সাজা হতে পারে?

30 / 32

করিম একটি রাস্তায় বাধার সৃষ্টি করে, যে রাস্তা সুমনের অতিক্রম করার অধিকার রয়েছে। করিম সরল বিশ্বাসে মনে করে যে, তার উক্ত পথ বন্ধ করার অধিকার রয়েছে। সুমন বাধাপ্রাপ্ত হওয়ায় করিমের অপরাধটি কী?

31 / 32

করিম একজন সরকারি কর্মচারী। তার সরকারি কর্তব্যপালনে বাধা দেবার উদ্দেশ্যে সুমন মি. করিমকে আক্রমণ করলে সুমনের সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি হতে পারে?

32 / 32

শ্লীলতাহানির উদ্দেশ্যে কোনো নারীর ওপর আক্রমণের শাস্তি দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত আছে?

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]