সঠিক উত্তর : ৩ বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়ই ; [ধারা : ৩৫৩, দণ্ডবিধি। রিমাইন্ডার : ইংরেজিতে উল্লেখিত বিষয়টি মূলত ৩৫৩ ধারার শিরোনাম যার বাংলা হলো ‘সরকারি কর্মচারীকে তার কর্তব্য সম্পাদনে বাধা দানের উদ্দেশ্যে আক্রমণ অথবা অপরাধমূলক বল প্রয়োগ’। অবাক ব্যাপার যে, আক্রমণ বা বলপ্রয়োগ সংক্রান্ত ৩৪৯ থেকে ৩৫৮ ধারাগুলোর ভেতরে মাত্র এই একটি প্রশ্নই এসেছিলো, তাও সেটা জুডিসিয়ারিতে। বার কাউন্সিলে আসেইনি! যাইহোক, দণ্ডবিধির এই অংশে ৩৪৯ ধারায় ‘বলপ্রয়োগ’ [Force] এর সংজ্ঞা, ৩৫০ ধারায় ‘অপরাধমূলক বলপ্রয়োগ’ [Criminal Force] এবং ৩৫১ ধারায় ‘আক্রমণ’ [Assault] এর সংজ্ঞা দেওয়া আছে। শুধু ‘বলপ্রয়োগ’ কোনো অপরাধ নয়। ৩৪৯ ধারায় শুধুই বিষয়টির সংজ্ঞা প্রদান করে এই বলপ্রয়োগ কীভাবে কার্যকর হলে অন্য দুইটি অপরাধ সংঘটিত হয় সেটি বলা আছে। অন্যদিকে, ৩৫০ ও ৩৫১ ধারায় বর্ণিত দুইটি অপরাধের একইরকমের শাস্তি, কোনো ভিন্নতা নেই। ৩৫২ ধারাটিতে এর সাধারণ শাস্তি, ৩৫৩ তে উপরোক্ত প্রশ্নের বিষয়টি এবং ৩৫৪ তে নারীর প্রতি এই অপরাধটি হলে কী হবে সেটি বলা আছে। ৩৫৮ ধারায় ছোট্ট একটি ব্যতিক্রম আছে এটির। পড়বেন এর সবই।]
সঠিক উত্তর : ৩ বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়ই ; [ধারা : ৩৫৩, দণ্ডবিধি। রিমাইন্ডার : ইংরেজিতে উল্লেখিত বিষয়টি মূলত ৩৫৩ ধারার শিরোনাম যার বাংলা হলো ‘সরকারি কর্মচারীকে তার কর্তব্য সম্পাদনে বাধা দানের উদ্দেশ্যে আক্রমণ অথবা অপরাধমূলক বল প্রয়োগ’। অবাক ব্যাপার যে, আক্রমণ বা বলপ্রয়োগ সংক্রান্ত ৩৪৯ থেকে ৩৫৮ ধারাগুলোর ভেতরে মাত্র এই একটি প্রশ্নই এসেছিলো, তাও সেটা জুডিসিয়ারিতে। বার কাউন্সিলে আসেইনি! যাইহোক, দণ্ডবিধির এই অংশে ৩৪৯ ধারায় ‘বলপ্রয়োগ’ [Force] এর সংজ্ঞা, ৩৫০ ধারায় ‘অপরাধমূলক বলপ্রয়োগ’ [Criminal Force] এবং ৩৫১ ধারায় ‘আক্রমণ’ [Assault] এর সংজ্ঞা দেওয়া আছে। শুধু ‘বলপ্রয়োগ’ কোনো অপরাধ নয়। ৩৪৯ ধারায় শুধুই বিষয়টির সংজ্ঞা প্রদান করে এই বলপ্রয়োগ কীভাবে কার্যকর হলে অন্য দুইটি অপরাধ সংঘটিত হয় সেটি বলা আছে। অন্যদিকে, ৩৫০ ও ৩৫১ ধারায় বর্ণিত দুইটি অপরাধের একইরকমের শাস্তি, কোনো ভিন্নতা নেই। ৩৫২ ধারাটিতে এর সাধারণ শাস্তি, ৩৫৩ তে উপরোক্ত প্রশ্নের বিষয়টি এবং ৩৫৪ তে নারীর প্রতি এই অপরাধটি হলে কী হবে সেটি বলা আছে। ৩৫৮ ধারায় ছোট্ট একটি ব্যতিক্রম আছে এটির। পড়বেন এর সবই।]