অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Penal Code MCQ Test [Sec. 34-38]

এখানে দণ্ডবিধির দ্বিতীয় অধ্যায়ের যৌথ দায় সংক্রান্ত ৩৪-৩৮ ধারা পর্যন্ত ধারাগুলোর এমসিকিউ প্রশ্ন রয়েছে। যৌথ দায় সংক্রান্ত আরো ধারাসমূহ অন্য অধ্যায়ে বর্ণিত আছে। অতি গুরুত্বপূর্ণ এই কয়েকটি ধারার প্রতিটি তথ্য থেকেই প্রশ্ন তৈরি হতে পারে।

/12
483

7 minutes 12 seconds


Penal Code [34-38]

এখানে দণ্ডবিধির ৩৪-৩৮ ধারাসমূহ নিয়ে এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 12

দণ্ডবিধির কোন ধারায় অপরাধমূলক জ্ঞান [criminal knowledge] সম্পর্কে বিধান আছে?

2 / 12

রফিক করিমকে বলে যে, সে সুমনকে আঘাত করতে চায় এবং তাকে সঙ্গী হিসেবে চায়। করিম রাজি হয়ে আঘাতের উদ্দেশ্যে সুমনের দিকে এগিয়ে যায় এবং সুমনকে আঘাত করলে সুমন মাটিতে পড়ে যায়। রফিক হঠাৎ একটি ছুরি বের করে সুমনকে হত্যা করে। এখানে করিম কোন বিষয়টি প্রমাণ করতে পারলে খুনের দায়ে দোষী হবে না?

3 / 12

দণ্ডবিধির কোন ধারায় অভিন্ন ইচ্ছা (Common intention) জনিত দায় সম্পর্কে বিধান আছে? [বার : ২০১২]

4 / 12

‘ক’ ও ‘খ’ পৃথকভাবে এবং বিভিন্ন সময়ে ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায় বিষ প্রয়োগ করে ‘গ’ কে খুন করার জন্য একমত হয়। ‘ক’ ও ‘খ’, ‘গ’ কে খুন করার লক্ষ্যে চুক্তি অনুযায়ী বিষ প্রয়োগ করে। ‘গ’ এর প্রতি অনুরূপভাবে প্রযুক্ত কতিপয় মাত্রায় বিষ প্রয়োগের কারণে তার মৃত্যু হয়। এখানে ক ও খ কী কারণে একই অপরাধে দোষী সাব্যস্ত হবে?

5 / 12

‘ক’ অংশত অবৈধভাবে ‘খ’ কে খাদ্য দান হতে বিরত থেকে এবং অংশত ‘খ’ কে মারধর করে ইচ্ছাপূর্বক ‘খ’ এর মৃত্যু ঘটায়। ‘ক’ খুনের অপরাধে দায়ী হবে। কেন?

6 / 12

সাধারণ অভিপ্রায় থাকা সত্ত্বেও জড়িত ব্যক্তিগণ ভিন্ন ভিন্ন দোষে দোষী সাব্যস্ত হতে পারেন দণ্ডবিধির কত ধারা অনুযায়ী?

7 / 12

দণ্ডবিধির ৩৪ ধারার বিষয়বস্তু কী?

8 / 12

ধারার সাথে নিম্নের কোন ধারাটি প্রাসঙ্গিক? [জুডি. : ২০১৩]

9 / 12

পেনাল কোডের ৩৪ ধারার অধীন সাধারণ অভিপ্রায়ে অপরাধ সংঘটনের জন্য    ন্যূনতম আসামি হতে হবে- [বার : ২০১৩]

10 / 12

চ’ সহ পাঁচ ব্যক্তি ‘ছ’ কে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পিত দিন, তারিখ ও সময়ে তারা সকলে মিলে ‘ছ’ কে হত্যা করে। ‘চ’ সহ উক্ত পাঁচ ব্যক্তির পেনাল কোডের ৩০২ ধারার সাথে নিম্নের কোন ধারাটি প্রাসঙ্গিক?

11 / 12

নিচের কোন ক্ষেত্রে যৌথ দায় হবে? [বার : ২০১৭]

12 / 12

দণ্ডবিধির ৩৫ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক?

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]