অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Penal Code MCQ Test [Sec. 359-377]

এখানে দণ্ডবিধির ষোলোতম অধ্যায় [২৯৯-৩৭৭] এর দেহ ও জীবন সম্পর্কিত অপরাধের আরেকটি অংশ, যেখানে কিডন্যাপিং, বলপূর্বক শ্রম আদায়, ধর্ষণ ইত্যাদি ফৌজদারি অপরাধসমূহের ধারা [৩৫৯-৩৭৭ ধারা] সংক্রান্ত এমসিকিউ আছে। এর প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ। ভালোভাবে পড়ে নিয়ে অনুশীলন করুন এমসিকিউগুলো।

/20
121

12 minutes


Penal Code [359-377]

এখানে দণ্ডবিধির ৩৫৯-৩৭৭ ধারাসমূহ নিয়ে এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 20

দণ্ডবিধির ৩৭৭ ধারায় বর্ণিত অপরাধের বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

2 / 20

আইনানুগ অভিভাবকের নিকট থেকে কত বছরের নাবালক বা নাবালিকাকে অপহরণ করলে তা আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্যহরণ হবে? [বার : ২০১৭]

3 / 20

বেআইনি শ্রমে বাধ্য করা কোন আইনের কোন ধারার বিষয়বস্তু?

4 / 20

কত বছরের কম বয়স্কা মেয়ের সম্মতি নিয়ে যৌন সহবাস করলে সেটা ধর্ষণ বলে গণ্য হবে?

5 / 20

দণ্ডবিধির কত ধারায় ধর্ষণের সংজ্ঞা দেওয়া হয়েছে?

6 / 20

দণ্ডবিধি আইনে অপহরণ কত প্রকার? [জুডি. : ২০১১]

7 / 20

দণ্ডবিধির কত ধারায় ধর্ষণের শাস্তি উল্লেখ করা আছে?

8 / 20

আইনসম্মত অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ এর সংজ্ঞা দণ্ডবিধিতে কোন ধারায় বর্ণিত আছে?

9 / 20

দণ্ডবিধির কোন ধারা অনুসারে বাংলাদেশে সমকামীতা একটি অপরাধ বলে গণ্য হয়?

10 / 20

দশ বছরের কম বয়স্ক শিশুকে অপহরণ বা অপবাহনের শাস্তি নিচের কোনটি হতে পারে?

11 / 20

দণ্ডবিধি অনুযায়ী কখন নিজ স্ত্রীর সাথে যৌনসঙ্গম ধর্ষণ বলে পরিগণিত হবে?

12 / 20

বেআইনি শ্রমে কাউকে বাধ্য করলে সর্বোচ্চ কী শাস্তি হতে পারে?

13 / 20

ধর্ষিত নারী যদি ধর্ষণকারীর স্ত্রী হয়, তাহলে ধর্ষণকারীকে কত বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যাবে?

14 / 20

চ যাতে খুন হয় এই উদ্দেশ্যে ক জোরপূর্বক প্রলুব্ধ করে চ কে তার বাড়ি হতে নিয়ে যায়। ক দণ্ডবিধির কোন ধারায় শাস্তি পাবে?

15 / 20

ধর্ষণ অপরাধ সংঘটনের উপাদান হলো- [বার : ২০১৩]

16 / 20

খুন করার উদ্দেশ্যে অপবাহন বা অপহরণ করলে দণ্ডবিধি অনুসারে তার শাস্তি কী?

17 / 20

দণ্ডবিধিতে মনুষ্যহরণ বা Kidnapping এর সংজ্ঞা কোন ধারায় দেওয়া আছে?

18 / 20

দণ্ডবিধিতে Abduction এর সংজ্ঞা কোন ধারায় দেওয়া আছে?

19 / 20

ধর্ষণ অপরাধ সংঘটনের উপাদান হলো-

20 / 20

দণ্ডবিধি অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ সাজা নিচের কোনটি হতে পারে?

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]