অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Penal Code MCQ Test [Sec. 378-462B]

দণ্ডবিধিকে পড়ার সুবিধার্থে এবং বিষয়বস্তুর ভিত্তিতে আমরা ৫টি ভাগে ভাগ করে পড়েছিলাম। সেটিরই চতুর্থ অংশ যেখানে কিনা সম্পত্তি সংক্রান্ত অপরাধসমূহের ধারাবাহিক বর্ণনা আছে। দণ্ডবিধির ১৭ তম অধ্যায়ে থাকা এর ধারার বিস্তৃতি ৩৭৮-৪৬২খ পর্যন্ত। ভালোভাবে অধ্যয়ন করে নিয়ে এমসিকিউগুলো অনুশীলন করুন।

/100
81

1 hours


Penal Code [378-462B]

এখানে দণ্ডবিধির ৩৭৮-৪৬২খ পর্যন্ত ধারাগুলোর এমসিকিউ টেস্ট আছে। আইনটির সংশ্লিষ্ট অংশ পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 100

অপরের রূপ ধারণ করে প্রতারণার বিষয়টি দণ্ডবিধির কত ধারায় আছে?

2 / 100

চুরির অপরাধ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত?

3 / 100

পেনাল কোড এর যে ধারায় ‘ডাকাতি’ সংজ্ঞায়িত হয়েছে তা হলো- [বার : ২০১৫]

4 / 100

চুরি করতে দিয়ে আসামি যদি স্বেচ্ছাক্রমে আঘাত দেয়, তবে অপরাধটি হবে- [বার : ২০১৫]

5 / 100

কারো দখল হতে তার অসম্মতিতে কোনো অস্থাবর সম্পত্তি নিলে তা চুরি বলে গণ্য হবে - এই বাক্যটিতে চুরির জন্য প্রয়োজনীয় অথচ অনুল্লেখিত উপাদানটি নিচের কোনটি?

6 / 100

ক একটি সম্পদ ভর্তি বাক্স-বহনকারী ষাঁড় দেখতে পায়; সে ষাঁড়টিকে একটি বিশেষ দিকে তাড়াইয়া দিতে থাকে যাতে সে অসাধুভাবে বাক্সটি হস্তগত করতে পারে। ক নিচের কোন অপরাধটি করতে যাচ্ছে?

7 / 100

চোরাই মাল কেউ গ্রহণ করলে তার সর্বোচ্চ শাস্তি সাধারণভাবে নিচের কোনটি?

8 / 100

`A’, `Z’ কে হুমকি দেয় যে, তাকে (A) টাকা না দিলে `Z’ সম্পর্কে সে মানহানিকর বক্তব্য প্রকাশ করবে। `A’যে অপরাধ  করেছে তা- [বার : ২০১৫]

9 / 100

দণ্ডবিধির কত ধারায় খুনসহ ডাকাতির শাস্তির বিধান উল্লেখ আছে? [বার : ২০১৭]

10 / 100

‘ক’ ৫,০০০ টাকা ‘খ’ কে ৭ দিনের জন্য রাখতে দেয়। ‘খ’ আকস্মিক প্রয়োজনে তা খরচ করে ফেলে এবং ১৫ দিন পরে তা ‘ক’ এর নিকট ফেরত দেয়। এটি নিম্নের কোন অপরাধ? [জুডি. : ২০১৪]

11 / 100

অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করলে তার শাস্তি সাধারণভাবে কোনটি?

12 / 100

কেরানি বা ভৃত্য দ্বারা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি কী?

13 / 100

X নিজেকে মৃত Y হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে। X এর কৃত অপরাধ হলো- [বার : ২০১৩]

14 / 100

চোরাই মালের সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারায় আছে?

15 / 100

অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করা দণ্ডবিধির কোন ধারা অনুযায়ী অপরাধ?

16 / 100

ক তার পকেটে একটি কুকুরের টোপ রাখে এবং তার ফলে গ-এর কুকুর তাকে অনুসরণ করতে থাকে। এক্ষেত্রে ক-এর উদ্দেশ্য যদি হয় গ-এর সম্মতি ব্যতীত গ-এর কুকুরটি অসাধুভাবে নিয়ে যাওয়া তবে যে মুহূর্তে গ-এর কুকুর তাকে অনুসরণ করতে শুরু করেছে সে মূহুর্তে নিচে বর্ণিত কোন অপরাধটি সংঘটিত হয়েছে?

17 / 100

অন্যের দখলীয় সম্পত্তিতে কোনো অপরাধ সংঘটনের জন্য যে কেহ প্রবেশ করে যে অপরাধটি করে তা হলো- [বার : ২০১৫]

18 / 100

কোনো সরকারি কর্মচারি কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি নিচের কোনটি হতে পারে?

19 / 100

কোনো গুদামের রক্ষক হিসেবে কেউ যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেন তাহলে তার সর্বোচ্চ শাস্তি হিসেবে নিচের কোনটি হতে পারে?

20 / 100

কোনো ব্যক্তির মৃত্যুকালে তার সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণের শাস্তি সাধারণভাবে নিচের কোনটি?

21 / 100

কোনো ব্যক্তি চুরি করার উদ্দেশ্যে যদি মৃত্যু ঘটান, আঘাত প্রদান বা আটকানোর প্রস্তুতি নেয়ার পর চুরি সংঘটিত করে, তাহলে উক্ত ব্যক্তির কী শাস্তি হতে পারে?

22 / 100

আপনার বাড়ির গৃহপরিচারিকা হিসেবে কর্তব্যপালনরত কেউ যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেন তাহলে তার সর্বোচ্চ শাস্তি হিসেবে নিচের কোনটি হতে পারে?

23 / 100

`Z’ এর সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাবার উদ্দেশ্যে `Z’ এর জমিতে একটি গাছ কাটে। এক্ষেত্রে `Z’ সংঘটন করে- [বার : ২০১৫]

24 / 100

অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ এর বিষয়বস্তু নিচের কোনটি হতে পারে-

25 / 100

সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে কোনো ব্যক্তি দস্যুতা করলে তার শাস্তি কী?

26 / 100

ক গ-কে গুরুতর আঘাতের ভয়ে অভিভূত করে, অসাধুভাবে তাকে একটি সাদা কাগজে স্বাক্ষর করে বা উহাতে তার সিলমেহার দিয়ে তা ক-কে অর্পণ করতে বাধ্য করে। এটি নিচে বর্ণিত কোন অপরাধ?

 

 

27 / 100

প্রতারণার সর্বোচ্চ শাস্তি কী? [বার : ২০১৫]

28 / 100

Penal Code এর কোন ধারায় Dacoity এর সংজ্ঞা আছে?

29 / 100

দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারাদণ্ড হতে পারে?

30 / 100

কোনো ব্যক্তির মৃত্যুকালে তার সম্পত্তি তার চাকর বা কর্মচারী কর্তৃক অসাধুভাবে আত্মসাৎকরণের শাস্তি সাধারণভাবে নিচের কোনটি?

31 / 100

কোনো গুদামের রক্ষক হিসেবে কেউ যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেন তাহলে তার সর্বোচ্চ শাস্তি হিসেবে নিচের কোনটি হতে পারে?

32 / 100

দণ্ডবিধি অনুযায়ী ডাকাতির সর্বোচ্চ শাস্তি কী?

33 / 100

দণ্ডবিধির কোন ধারায় বলপূর্বক গ্রহণের সংজ্ঞা দেওয়া আছে?

34 / 100

ঢাকার বাসিন্দা ক চট্টগ্রামের বাসিন্দা চ-এর এজেন্ট। ক ও চ-এর মধ্যে একটি ¯পষ্ট বা অব্যক্ত চুক্তি এই মর্মে বিদ্যমান আছে যে, চ-এর প্রেক্ষিতে সকল টাকা ক, চ-এর নির্দেশ মত বিনিয়োগ করবে। চ ক-এর কাছে এক লক্ষ টাকা প্রেরণ করে এই টাকা কোম্পানির কাজে লগ্নি করার নির্দেশ দেয়। ক অসাধুভাবে নির্দেশটি অমান্য করে টাকাটা নিজের ব্যবসায় খাটায়। ক নিচে বর্ণিত কোন অপরাধটি সংঘটন করেছে?

 

 

35 / 100

কমপক্ষে কত জন ব্যক্তির অংশগ্রহণে দণ্ডবিধি অনুযায়ী ডাকাতি সংঘটিত হয়? [বার : ২০১২]

36 / 100

সাধারণভাবে বলপূর্বক গ্রহণের শাস্তি নিচের কোনটি?

37 / 100

দণ্ডবিধির ৪১৬ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সবচেয়ে সঠিক?

38 / 100

Cheating এর সংজ্ঞা পেনাল কোডের কোন ধারায় আছে? [জুডি. : ২০০৭]

39 / 100

কোনো ব্যক্তি সূর্যাস্তের পরে ও সূর্যোদয়ের পূর্বে সিঁধ কেটে বা দরজা-জানালা ভেঙে গৃহে প্রবেশ করলে যে ব্যক্তির অপরাধ হবে- [বার : ২০১৩]

40 / 100

নিম্নের কোন কার্যটি চুরি হিসাবে গণ্য হবে না? [জুডি. : ২০১৩]

41 / 100

প্রতিটি দস্যুতায় রয়েছে- [বার : ২০১৩]

42 / 100

অপরাধীর সংখ্যা ছাড়া নিম্নবর্ণিত কোন দুটি অপরাধের উপাদানসমূহ অভিন্ন?

43 / 100

‘ক’ এর দোকনে ‘খ’ ক্যাশ কাউন্টারের দায়িত্বে নিয়োজিত থাকাবস্থায় ৫০,০০০ টাকা সরিয়ে ফেলে। ‘খ’ পেনাল কোড এর কোন ধারার অপরাধ করেছে? [জুডি. : ২০১৪]

44 / 100

ক রাজপথে চ-এর সাক্ষাৎ পেয়ে তাকে একটি পিস্তল দেখায় এবং তার টাকার থলি দাবি করে। আঘাতের ভয়ের ফলে চ টাকার থলি সমর্পণ করে। এখানে কী অপরাধ সংঘটিত হয়েছে?

45 / 100

অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি কী?

46 / 100

ঢাকার বাসিন্দা ক চট্টগ্রামের বাসিন্দা চ-এর এজেন্ট। ক ও চ-এর মধ্যে একটি ¯পষ্ট বা অব্যক্ত চুক্তি এই মর্মে বিদ্যমান আছে যে, চ-এর প্রেক্ষিতে সকল টাকা ক, চ-এর নির্দেশ মত বিনিয়োগ করবে। চ ক-এর কাছে এক লক্ষ টাকা প্রেরণ করে এই টাকা কোম্পানির কাজে লগ্নি করার নির্দেশ দেয়। ক সরলমনে কোম্পানির যে খাতে বিনিয়োগ করার কথা, সেইখাতে বিনিয়োগ না করে অন্য একটি খাতে বিনিয়োগ করে। ক নিচে বর্ণিত কোন অপরাধটি সংঘটন করেছে?

47 / 100

চুরির অপরাধ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? [বার : ২০১৩]

48 / 100

কোনো চাকর কর্তৃক তার মালিকের অধিকারভুক্ত সম্পত্তি চুরি করলে তার সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি হতে পারে?

49 / 100

অনধিকার গৃহ প্রবেশ অপরাধের সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারায় দেওয়া আছে?

50 / 100

ক গ-এর বাড়িতে একটি টেবিলের উপর গ-এর একটি আংটি দেখতে পায়। সঙ্গে সঙ্গে আংটিটি হস্তগত করলে তল্লাশি হতে পারে ও ধরা পড়তে পারে এই ভয়ে ক তৎক্ষণাৎ আংটিটি না সরায়ে বরং উহা এমন এক স্থানে গোপন করে রাখে যেখান হতে গ-এর পক্ষে উহা খুঁজে বাহির করা এক রকম অসম্ভব হবে। এটি দণ্ডবিধিতে বর্ণিত কোন অপরাধটির আওতাধীন?

51 / 100

দণ্ডবিধির ৩৯৬ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক?

52 / 100

সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণের শাস্তি হিসেবে নিচের কোনটি সঠিক?

53 / 100

রাত্রিকালে অপথে গৃহপ্রবেশের অপরাধ দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত আছে?

54 / 100

Penal Code এর কোন ধারায় Dacoity এর সংজ্ঞা আছে? [জুডি. : ২০১০]

55 / 100

অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি কী?

56 / 100

ক একটি গুদামের রক্ষক। চ বিদেশ যাত্রাকালে তার আসবাবপত্র ক-এর কাছে গচ্ছিত রাখে এই শর্তে যে, গুদামের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের পর গুদাম হতে চ-এর আসবাবপত্র প্রত্যর্পণ করা হবে। ক অসাধুভাবে এই গচ্ছিত আসবাবপত্র বিক্রয় করে। ক এর অপরাধ কী?

57 / 100

সম্পত্তি সংক্রান্ত অপরাধসমূহ দণ্ডবিধির কোন অধ্যায়ের বিষয়বস্তু?

58 / 100

দণ্ডবিধির কোন ধারায় দস্যুতার সংজ্ঞা দেওয়া আছে?

59 / 100

ক রাস্তার উপরে একটি পত্রসহ একটি ব্যাংকনোট পায়। পত্রের বিবরণ ও নির্দেশ হতে সে জানতে পায় ব্যাংকনোটটি কার। এ অবস্থায় ব্যাংকনোটটি নিজের কাছে রেখে দিলে দণ্ডবিধি অনুযায়ী কোন অপরাধ?

60 / 100

অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করার সংজ্ঞা এবং শাস্তি দণ্ডবিধিতে কোন কোন ধারায় বর্ণিত আছে?

61 / 100

অন্যের রূপ ধারণ করে ছদ্মবেশে প্রতারণার শাস্তি কী?

62 / 100

A অজ্ঞাত মালিকের একটি সোনার আংটি পায়। মালিককে খুঁজে বের করার চেষ্টা না করেই A তা বিক্রি করে। A যে অপরাধে দোষী হবে, তা- [বার : ২০১৫]

63 / 100

ডাকাতি সংঘটনের জন্য কমপক্ষে কয় জন সদস্যের প্রয়োজন? [জুডি. : ২০১১]

64 / 100

দণ্ডবিধির ১৭ তম অধ্যায়ের বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক?

65 / 100

কোনো মহাসড়কে রাতের বেলায় দস্যুতার অপরাধ করলে সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড হতে পারে? [জুডি. : ২০১২]

66 / 100

অন্যের দখলীয় সম্পত্তিতে কোনো অপরাধ সংঘটনের জন্য প্রবেশ করলে দণ্ডবিধি অনুযায়ী তা কোন ধারার অপরাধ?

67 / 100

ডাকাতির মাধ্যমে লব্ধ চোরাই সম্পত্তি কেউ জেনে-বুঝে তার কাছে রাখলে সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি?

68 / 100

কোনো সম্পত্তির দখল দস্যুতার ফলে হলে সে সম্পত্তিকে কী বলে?

69 / 100

করিম ও তার অপর ৪ জন সঙ্গী মঈন এর নিকট থেকে পাঁচ লক্ষ টাকা কেড়ে নেয়। এটিকে নিচের কোন অপরাধের আওতায় পড়ে?

70 / 100

দণ্ডবিধির ৪২০ ধারায় কী বিষয় বর্ণিত আছে?

71 / 100

ক টাকাসহ একটি থলি পায়। থলিটি কার সে তা তখন জানে না। পরে সে জানতে পায় যে, থলিটি চ-এর, কিন্তু তবু সে উহা নিজের ব্যবহারের জন্য রেখে দেয়। এক্ষেত্রে ক এর অপরাধ নিচে বর্ণিত কোনটি?

72 / 100

‘জ’ মিথ্যা কুৎসা রটনার ভয় দেখিয়ে ‘ঝ’ কে ১ লক্ষ টাকা দিতে বাধ্য করে। ‘জ’ নিম্নের কোন অপরাধ করেছে? [জুডি. : ২০১৩]

73 / 100

চুরি করতে গিয়ে কাউকে আটকের ভীতি প্রদর্শন করলে সেটাকে কী বলা হয়?

74 / 100

অপরাধমূলকভাবে সম্পত্তি আত্মসাৎকরণ কয় রকমের হতে পারে?

75 / 100

পঞ্চাশ টাকার অধিক পরিমাণ টাকা ক্ষতি করে অনিষ্ট সাধন করলে তার শাস্তি কী?

76 / 100

দস্যুতার সাজা দণ্ডবিধির কোন ধারার বিষয়বস্তু?

77 / 100

দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারাদণ্ড হতে পারে? [বার : ২০১২]

78 / 100

করিম ও তার অপর ৪ জন সঙ্গী মঈন এর নিকট থেকে পাঁচ লক্ষ টাকা কেড়ে নেয়। এটিকে নিচের কোন অপরাধের আওতায় পড়ে?

79 / 100

কোনো সম্পত্তির দখল দস্যুতার ফলে হলে সে সম্পত্তিকে কী বলে?

80 / 100

প্রতারণা (Cheating) এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? [বার : ২০১২]

81 / 100

কোনো ব্যবসায়ী কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি নিচের কোনটি হতে পারে?

82 / 100

কোন ক্ষেত্রে চুরির অপরাধ সম্ভব নয়? [বার : ২০১২]

83 / 100

A, Z এর দখলে থাকা একটি সম্পত্তি তার নিজের মনে করে সরল বিশ্বাসে নিয়ে যায়। A এর কৃত অপরাধ হলো - [বার : ২০১৩]

84 / 100

দণ্ডবিধি অনুযায়ী দস্যুতার সাজা নিচের কোনটি?

85 / 100

ডাকাতি সাথে খুনের অপরাধের সর্বোচ্চ সাজা কি? [বার : ২০১৩]

86 / 100

আপনি রাজপথে ৫০০ টাকার একটি নোট পড়ে থাকতে দেখে এবং টাকাটির মালিকের সন্ধান জানা না থাকায় টাকাটি কুড়িয়ে নিলেন। এক্ষেত্রে আপনার অপরাধ কী?

87 / 100

ডাকাত দলে থাকার সর্বোচ্চ শাস্তি হিসেবে নিচের কোনটি সঠিক?

88 / 100

নিচের কোন ক্ষেত্রে চুরির সাজা সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে?

89 / 100

কোনো পণ্যের উপর কোনো নকল মার্ক দিয়ে ক ইচ্ছাকৃতভাবে চ-কে প্রবঞ্চনামূলক এইরূপ বিশ্বাস করায় যে, পণ্যটি কোনো প্রসিদ্ধ প্রস্তুতকারকের তৈরি। এইভাবে ক চ-কে সে পণ্যটি ক্রয় করতে ও উহার জন্য মূল্য প্রদান করতে প্ররোচিত করে। এখানে ক এর অপরাধ কী?

90 / 100

দণ্ডবিধি অনুযায়ী সাধারণভাবে ক্ষতি করার শাস্তি কী?

91 / 100

অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করা দণ্ডবিধির কোন ধারা অনুযায়ী অপরাধ?

92 / 100

প্রতারণার শাস্তি কত দণ্ডবিধির কত ধারায় আছে?

93 / 100

বসতঘরে চুরির অপরাধের সর্বোচ্চ সাজা কী? [বার : ২০১৩]

94 / 100

চোরের দলে থাকার সর্বোচ্চ শাস্তি হিসেবে নিচের কোনটি সঠিক?

95 / 100

অপরাধীর সংখ্যা ছাড়া নিম্নবর্ণিতকোন দুটি অপরাধের উপাদানসমূহ অভিন্ন? [বার : ২০১৫]

96 / 100

X অন্যায়ভবে Y এর ক্ষতিসাধনের উদ্দেশ্য ইচ্ছাপূর্বক Y এর একটি আংটি নদীতে নিক্ষেপ করে। X এর কৃত অপরাধ হলো- [বার : ২০১৩]

97 / 100

ক চ-কে জাপটিয়া ধরে চ-এর পরিধেয় কাপড়-চোপড় হতে চ-এর সম্মতি ছাড়াই চ-এর টাকা পয়সা, মণিমুক্তা অসাধুভাবে নিয়ে যায়। এখানে ক এর অপরাধ নিচের কোনটি?

98 / 100

ক একটি গুদামের রক্ষক। চ বিদেশ যাত্রাকালে তার আসবাবপত্র ক-এর কাছে গচ্ছিত রাখে এই শর্তে যে, গুদামের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের পর গুদাম হতে চ-এর আসবাবপত্র প্রত্যর্পণ করা হবে। ক অসাধুভাবে এই গচ্ছিত আসবাবপত্র বিক্রয় করে। ক এর অপরাধ কী?

99 / 100

প্রতিটি ডাকাতিতে আবশ্যিকভাবে নিচের কোনটি আছে?

100 / 100

ডাকাতির সাজা দণ্ডবিধির কোন ধারার বিষয়বস্তু?

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]