অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Penal Code MCQ Test [Sec. 53-75]

এখানে দণ্ডবিধির অতি গুরুত্বপূর্ণ অধ্যায় ‘শাস্তির নীতিসমূহ’ তথা 53-75 ধারাসমূহ থেকে এমসিকিউ প্রশ্নসমূহ অনুশীলনের জন্য রয়েছে। শাস্তি নির্ধারণের মৌলিক নীতির এই অধ্যায় থেকে সাধারণভাবে অনেক প্রশ্ন এসেছিলো বিগত সালগুলোতে। ফলে, গুরুত্ব দিয়েই এগুলো বারংবার অনুশীলন করা উচিত।

/45
378

27 minutes


Penal Code [53-75]

এখানে দণ্ডবিধির ৫৩-৭৫ ধারাসমূহ নিয়ে এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 45

দণ্ডবিধিতে কোথাও ‘যাবজ্জীবন দ্বীপান্তর’ উল্লেখ থাকলে নিচের কোনটি হিসেবে তা প্রতিস্থাপিত হবে?

2 / 45

দণ্ডবিধি ব্যতীত অন্য কোনো আইনে যদি শাস্তি হিসেবে ‘দ্বীপান্তর’ উল্লেখ থাকে তবে তা নিচের কোনটি হিসেবে গণ্য করতে হবে?

3 / 45

যেক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুুমাত্র অর্থদণ্ড, সেক্ষেত্রে ১০০ টাকার অধিক অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য বিনাশ্রম কারাদণ্ড দেয়া যাবে?

4 / 45

পেনাল কোডের অধীনে কোনটি অনুমোদিত সাজা নয়? [বার : ২০১৩]

5 / 45

শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে যে মেয়াদের সশ্রম কারাদণ্ড হিসেবে গণনা করা হয় তা হলো- [বার : ২০১৫]

6 / 45

নির্জন কারাবাস দণ্ডবিধির কোন ধারার বিষয়বস্তু?

7 / 45

দণ্ডাদেশ প্রদানের পরবর্তী কত বছরের মধ্যে অর্থদণ্ড আদায়যোগ্য? [বার : ২০১৭]

8 / 45

পেনাল কোড- এ বর্ণিত ‘দ্বীপান্তর’-এর শাস্তি স্থলাভিষিক্ত করা হয় যে প্রকারের কারাদণ্ড দিয়ে তা হলো- [বার : ২০১৫]

9 / 45

করিম ২০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৪ মাসের কারাভোগকালে এক মাসের মাথায় তার স্ত্রী উক্ত অর্থদণ্ডটি পরিশোধ করতে চাইলে আদালত তাকে কত টাকা পরিশোধসাপেক্ষে করিমকে মুক্তি দেবেন?

10 / 45

যাবজ্জীবন কারাদণ্ডাদেশের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির সম্মতি ব্যতিরেকেই উক্ত দণ্ডকে সরকার অনধিক কত বছরে হ্রাস করতে পারে? [জুডি. : ২০১৪]

11 / 45

ফৌজদারি মামলায় জরিমানা প্রদান করা হলে উহা কত দিন পরে আর আদায় করা যাবে না? [জুডি. : ২০০৮]

12 / 45

পেনাল কোডে কয় ধরনের শাস্তির বিধান আছে? [জুডি. : ২০০৭]

13 / 45

যেক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুুমাত্র অর্থদণ্ড, সেক্ষেত্রে ৫০ টাকার কম অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য কারাদণ্ড দেয়া যাবে?

14 / 45

পেনাল কোড- এ কত প্রকারের শাস্তি আছে? [বার : ২০১৫]

15 / 45

দণ্ডবিধিতে নিম্নের কোন শাস্তির বিধান নেই- [জুডি. : ২০১৪]

16 / 45

২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০০ টাকা অর্থদণ্ডে, তথা উভয় দণ্ডে দণ্ডনীয় একজন আসামি যদি তার অর্থদণ্ড পরিশোধ করতে না পারে তবে নিচের কোন বাক্যটি সঠিক?

17 / 45

একজন পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব হলো-

18 / 45

দণ্ডবিধির কত ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শনের বিশেষাধিকার সংরক্ষণ করা হয়েছে? [বার : ২০১৭]

19 / 45

নির্জন কারাবাস সর্বোচ্চ কতদিনের হতে পারে?

20 / 45

দণ্ডবিধি অনুসারে নিচের কোন শাস্তিটি বৈধ নয়? [বার : ২০১৭]

21 / 45

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষ অধিকার বহাল থাকার বা সংরক্ষণ করা হয়েছে দণ্ডবিধির কোন ধারায়?

22 / 45

মি. করিম ২ বছরের কারাদণ্ড এবং ১০,০০০ টাকার অর্থদণ্ডে দণ্ডনীয় হয়ে থাকলে এবং তার অর্থদণ্ড অনাদায়ে আদালত তাকে নিচের কোন দণ্ডটি প্রদান করতে পারবেন?

23 / 45

যেক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুুমাত্র অর্থদণ্ড, সেক্ষেত্রে ১০০ টাকার অধিক অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য কারাদণ্ড দেয়া যাবে?

24 / 45

নির্জন কারাবাসের সীমা এককালীন কত সময়ের বেশি হতে পারে না?

25 / 45

অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের ক্ষেত্রে অর্থদণ্ড আনুপাতিক অংশ আদায় হলে কারাদণ্ডের সমাপ্তি হবে - এটি দণ্ডবিধির কোন ধারার বিষয়বস্তু?

26 / 45

পেনাল কোড- এ বর্ণিত ‘দ্বীপান্তর’-এর শাস্তি স্থলাভিষিক্ত করা হয় যে প্রকারের কারাদণ্ড দিয়ে তা হলো-

27 / 45

দণ্ডবিধির ৭০ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক নয়?

28 / 45

সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে যেকোনো দণ্ডে রূপান্তর করতে পারে দণ্ডবিধির কত ধারা অনুযায়ী? [বার : ২০১৭]

29 / 45

যে অপরাধের একমাত্র শাস্তি জরিমানা, সেক্ষেত্রে জরিমানা অনাদায়ে কারাদণ্ড হবে- [বার : ২০১৫]

30 / 45

যাবজ্জীবন কারাদণ্ড ভোগের ক্ষেত্রে সাজার প্রকৃতি কিরূপ হবে? [জুডি. : ২০১৪]

31 / 45

নিম্নবর্ণিতকোন বক্তব্যটি সঠিক? [বার : ২০১৫]

32 / 45

সরকার যাবজ্জীবন কারাদণ্ডকে অনুর্ধ্ব ২০ বছর মেয়াদী কারাদণ্ডে পরিণত করতে পারে - এটি কোন আইনের কোন ধারায় বলা আছে?

33 / 45

দণ্ডবিধিতে কত ধরনের শাস্তির বিধান আছে? [বার : ২০১৭]

34 / 45

১০ বছর কারাদণ্ডে দণ্ডনীয় ব্যক্তির অর্থদণ্ডটি অপরিশোধিত রেখে আসামিটি ৯ বছরের মাথায় কারাগারেই মারা গেলে অর্থদণ্ডের পরিণতি হিসেবে কোন কথাটি সত্য?

35 / 45

অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের বর্ণনা কিরূপ হবে?

36 / 45

দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু হলেও কোন ধরনের দণ্ডের কোনো অবসান হয় না?

37 / 45

অর্থদণ্ড অনাদায়ে আদালত যে কারাদণ্ড দিতে পারে, তা দণ্ডবিধির কোথায় বিধৃত আছে?

38 / 45

আদালত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে, তা ১/৪ অংশের বেশি হবে না- [বার : ২০১৫]

39 / 45

অর্থদণ্ড কত বছরের মধ্যে যেকোনো সময় আদায় করা যায়- [বার : ২০১৫]

40 / 45

যে ক্ষেত্রে পেনাল কোড অনুসারে অর্থদণ্ডের বিধান থাকে কিন্ত কত টাকা অর্থদণ্ড দেওয়া যাবে সে বিষয়ে কোনো উল্লেখ থাকে না, সেক্ষেত্রে সর্বোচ্চ অর্থদণ্ডের পরিমাণ কত? [জুডি. : ২০১২]

41 / 45

মি. করিম সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অপরাধী হবার কারণে, ৮ বছরের কারাদণ্ড এবং ১০,০০০ টাকার অর্থদণ্ডে দণ্ডনীয় হয়ে থাকলে এবং তার অর্থদণ্ড অনাদায়ে আদালত সর্বোচ্চ কোন দণ্ডটি প্রদান করতে পারবেন?

42 / 45

নিচের কোন ক্ষেত্রটিতে নির্জন কারাবাস সর্বোচ্চ ৩ মাস মেয়াদের হতে পারে?

43 / 45

যে অপরাধের একমাত্র শাস্তি জরিমানা, সেক্ষেত্রে জরিমানা অনাদায়ে দণ্ড হবে - [বার : ২০১৭]

44 / 45

১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০০ টাকা অর্থদণ্ডে, তথা উভয় দণ্ডে দণ্ডনীয় একজন আসামি যদি তার অর্থদণ্ড পরিশোধ করতে না পারে তবে নিচের কোন বাক্যটি সঠিক?

45 / 45

একজন অপরাধী জেল ও জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত হলো। কিন্তু জরিমানা পরিশোধে সে যখন ব্যর্থ হয়, তখন আদালত অপরাধীকে ঐ অপরাধের সর্বোচ্চ শাস্তির মেয়াদের কত অংশ কারাদণ্ডে দণ্ডিত করতে পারে?

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]