সঠিক উত্তর : ৬ বছর ; [ধারা : ৭০, দণ্ডবিধি। রিমাইন্ডার : প্রশ্নটির ভাষাগত দুর্বলতা রয়েছে, বা অন্য অর্থে এটি একটি কনফিউজিং প্রশ্ন বা প্রশ্নটি স্পষ্ট নয়। প্রশ্নটি হওয়া উচিত ছিলো - এরকম জরিমানা সাধারণভাবে কতদিনের মধ্যে আদায় করতে হয়? কিন্তু, এখানে প্রশ্নটি করা হয়েছে কতদিন পরে আর আদায় করা যাবে না। বস্তুত, কোনো জরিমানা আদায় কখনো বাতিল হয়ে যায়না। দণ্ডবিধির ৭০ ধারার বিশ্লেষণে দেখা যায় যে, সাধারণভাবে ৬ বছরের মধ্যে আদায়ের কথা বলা থাকলেও কারাদণ্ডের মেয়াদ তার অধিক হয়ে থাকলে উক্ত মেয়াদের ভেতরে তা আদায় করতে হয়; এমনকি আসামি জরিমানা না দিয়ে মৃত্যুবরণ করলেও সেখান থেকে রেহাই নেই; তখন তার সম্পত্তি থেকে তা আদায় করা হয়ে থাকে। ফলে, কতদিনের পর আদায় করা যাবে না - প্রশ্ন হিসেবেই এটি সঠিক প্রশ্ন নয়। এক হিসেবে এর সবচে’ সঠিক উত্তর ‘কোনোটিই নয়’। কিন্তু আপনারা হুবহু এই প্রশ্ন আসলে ৬ বছরের উল্লেখে অপশনটিকেই সঠিক হিসেবে উত্তর করবেন। ধরে নেবেন যে, এই ৬ বছরের কথাটিই হয়তো তারা জানতে চেয়েছে।]
সঠিক উত্তর : ৬ বছর ; [ধারা : ৭০, দণ্ডবিধি। রিমাইন্ডার : প্রশ্নটির ভাষাগত দুর্বলতা রয়েছে, বা অন্য অর্থে এটি একটি কনফিউজিং প্রশ্ন বা প্রশ্নটি স্পষ্ট নয়। প্রশ্নটি হওয়া উচিত ছিলো - এরকম জরিমানা সাধারণভাবে কতদিনের মধ্যে আদায় করতে হয়? কিন্তু, এখানে প্রশ্নটি করা হয়েছে কতদিন পরে আর আদায় করা যাবে না। বস্তুত, কোনো জরিমানা আদায় কখনো বাতিল হয়ে যায়না। দণ্ডবিধির ৭০ ধারার বিশ্লেষণে দেখা যায় যে, সাধারণভাবে ৬ বছরের মধ্যে আদায়ের কথা বলা থাকলেও কারাদণ্ডের মেয়াদ তার অধিক হয়ে থাকলে উক্ত মেয়াদের ভেতরে তা আদায় করতে হয়; এমনকি আসামি জরিমানা না দিয়ে মৃত্যুবরণ করলেও সেখান থেকে রেহাই নেই; তখন তার সম্পত্তি থেকে তা আদায় করা হয়ে থাকে। ফলে, কতদিনের পর আদায় করা যাবে না - প্রশ্ন হিসেবেই এটি সঠিক প্রশ্ন নয়। এক হিসেবে এর সবচে’ সঠিক উত্তর ‘কোনোটিই নয়’। কিন্তু আপনারা হুবহু এই প্রশ্ন আসলে ৬ বছরের উল্লেখে অপশনটিকেই সঠিক হিসেবে উত্তর করবেন। ধরে নেবেন যে, এই ৬ বছরের কথাটিই হয়তো তারা জানতে চেয়েছে।]