অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Penal Code MCQ Test [Sec. 6-52A]

এখানে দণ্ডবিধির দ্বিতীয় অধ্যায় তথা এই আইনে ব্যবহৃত শব্দসমূহের ব্যাখ্যা বা সংজ্ঞাসমূহের ওপর এমসিকিউ টেস্ট রয়েছে। তবে, যৌথ দায় সংক্রান্ত ধারাগুলো [34-38] বাদ দিয়ে করা হয়েছে। ৬ ও ৭ ধারা বিশেষ গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে অন্যান্য বিশেষ কিছু ধারা গুরুত্বপূর্ণ এখানে।

/24
562

14 minutes 24 seconds


Penal Code [6-52A]

এখানে দণ্ডবিধির ৬-৫২ক [৩৪-৩৮ ধারাগুলো ব্যতীত] ধারাসমূহ নিয়ে এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 24

দণ্ডবিধি অনুযায়ী বিচ্যুতি বলতে আপনি নিচের কোনটি বোঝেন?

2 / 24

Injury এর সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারায় দেওয়া আছে?

3 / 24

যেক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুুমাত্র অর্থদণ্ড, সেক্ষেত্রে ৫০ টাকার কম অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য কারাদণ্ড দেয়া যাবে?

4 / 24

স্থানীয় আইনের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু?

5 / 24

দণ্ডবিধির কোন ধারায় ‘জজ’ এর সংজ্ঞা প্রদান করা  হয়েছে? [বার : ২০১৭]

6 / 24

দণ্ডবিধির কোন ধারায় ‘জজ’ এর সংজ্ঞা প্রদান করা  হয়েছে?

7 / 24

আদালতের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু?

8 / 24

বিচ্যুতি (Omission) কাকে বলে?

9 / 24

অসাধুভাবে [Dishonestly] এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় দেওয়া আছে?

10 / 24

দণ্ডবিধিতে বছর এর সংজ্ঞা কোন ধারার বিষয়বস্তু?

11 / 24

দণ্ডবিধির সংজ্ঞাগুলোর অর্থ ব্যতিক্রমসমূহ সাপেক্ষে হবে - এই কথাটি দণ্ডবিধির কোন ধারায় বলা আছে?

12 / 24

দণ্ডবিধি অনুযায়ী কোনো মাস এর হিসাব কোন ক্যালেন্ডার অনুযায়ী গণনা করতে হয?

13 / 24

দণ্ডবিধিতে ‘অপরাধ’ এর সংজ্ঞা কত ধারার বিষয়বস্তু?

14 / 24

কার্য ও বিচ্যুতি বলতে কী বোঝাবে তা কোন আইনের কোন ধারায় বর্ণিত আছে?

15 / 24

সরল বিশ্বাস এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় দেওয়া আছে?

16 / 24

শপথ এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় দেওয়া আছে?

17 / 24

ধারা বলতে কী বোঝাবে তা দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

18 / 24

স্বেচ্ছাকৃতভাবে’ শব্দটির সংজ্ঞা কোন আইনের কোন ধারায় বর্ণিত আছে?

19 / 24

দণ্ডবিধিতে ‘নারী’ বলতে কত বছর বয়সের নারীকে বোঝায়?

20 / 24

দণ্ডবিধির প্রতিটি সংজ্ঞা নিচের কোনটি সাপেক্ষে বিবেচনা করতে হয়?

21 / 24

দণ্ডবিধিতে ‘অপরাধ’ এর সংজ্ঞা কত ধারার বিষয়বস্তু?

22 / 24

বিশেষ আইনের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু?

23 / 24

দণ্ডবিধির প্রতিটি সংজ্ঞা ব্যতিক্রমসমূহের সাপেক্ষে বিবেচনা করতে হবে যদি-

24 / 24

দণ্ডবিধিতে কত ধারায় ‘দলিল’ এর সংজ্ঞা দেওয়া আছে?

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]