অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Penal Code MCQ Test [Sec. 76-95]

এখানে দণ্ডবিধির চতুর্থ অধ্যায় যেখানে দণ্ডবিধির ‘সাধারণ ব্যতিক্রমসমূহ’ শিরোনামে এমন ব্যতিক্রমসমূহ বর্ণিত আছে, যা কিনা আপাতদৃষ্টিতে অপরাধ মনে হলেও তা ‘অপরাধ’ নয়। এই অধ্যায়ের দুইটি অংশের প্রথম অংশের ধারাসমূহ নিয়ে এখানে এমসিকিউ যুক্ত করা আছে। দণ্ডবিধিকে আত্মস্থ করার জন্য এই অধ্যায়ের মনোযোগী পাঠের কোনো বিকল্প নেই।

/15
265

9 minutes


Penal Code [76-95]

এখানে দণ্ডবিধির ৭৬-৯৫ ধারাসমূহ নিয়ে এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 15

দণ্ডবিধির ৯৩ ধারার বিষয়বস্তু কী?

2 / 15

একজন ১১ বছর বয়স্ক শিশুর কোনো কাজ অপরাধ বলে কখন বিবেচিত হবে না?

3 / 15

দণ্ডবিধি অনুসারে কত বছরের কম বয়স্ক শিশুর কর্মকা- শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না? [বার : ২০১২]

4 / 15

‘ক’ একটি কুঠার নিয়ে কাঠ কাটার কাজ করছে। কুঠারটির মাথা উঠে যাওয়ায় কাছে দণ্ডায়মান এক ব্যক্তিকে আঘাত করে ও তিনি নিহত হন। এখানে ‘ক’ এর অপরাধ-

5 / 15

Doctrine of alternative danger এর ধারণা দণ্ডবিধির ব্যতিক্রমের কোন ধারার সাথে সম্পর্কিত?

6 / 15

অপ্রকৃতিস্থ ব্যক্তির কাজ দণ্ডবিধির কোন ধারাবলে কোনো অপরাধ নয়?

7 / 15

একটি জাহাজের কাপ্তান ‘ক’ নিজের কোনো দোষ বা ত্রুটি ব্যতিরেকে নিজেকে এরূপ অবস্থায় আপাতত দেখতে পান যে, তিনি তদীয় জাহাজের গতি পরিবর্তন না করলে বিশ বা ত্রিশজন আরোহীসহ একটি নৌকা ‘খ’ কে অনিবার্যভাবে ডুবিয়ে ফেলবেন এবং গতিপথ পরিবর্তন করলে তিনি দুইজন যাত্রীসহ একটি নৌকা ‘গ’ কে যা তিনি অবশ্যই ডুবিয়ে ফেলবেন। এক্ষেত্রে যদি ‘ক’ নৌকার ‘খ’ এর যাত্রীদের বিপদ মুক্তির জন্য সদবিশ্বাসে এবং নৌকা ‘গ’ কে ডুবিয়ে ফেলেন তাহলে ক এর অপরাধ নিচের কোনটি?

8 / 15

দণ্ডবিধির কত নং অধ্যায়ে সাধারণ ব্যতিক্রমসমূহের বিষয় উল্লিখিত আছে? [বার : ২০১৭]

9 / 15

আদালতের নির্দেশে পুলিশ ক কে গ্রেফতার করতে গিয়ে ভুলবশত চ কে গ্রেফতার করলে পুলিশের বিরুদ্ধে আপনি দণ্ডবিধির কোন ধারায় অভিযোগ আনতে পারবেন?

10 / 15

কত বছর বয়সের শিশু কোনো অপরাধ করলে তা অপরাধ বলে গণ্য হয় না? [জুডি. : ২০০৮]

11 / 15

আদালতের রায় অনুসরণে করা কোনো কাজ দণ্ডবিধির কোন ধারা অনুযায়ী কোনো অপরাধ নয়?

12 / 15

কেবল অপরপক্ষকে হয়রানীর লক্ষ্যে কোনো পক্ষ একটি দেওয়ানি মামলা করতে ইচ্ছুক। এক্ষেত্রে একজন এডভোকেট-

13 / 15

দণ্ডবিধির চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক?

14 / 15

করিম রফিককে তার ইচ্ছার বিরুদ্ধে মদ খাইয়ে প্রচণ্ড নেশাগ্রস্থ করে ফেলে। এমতাবস্থায় নেশাগ্রস্থতায় বিচারশক্তি রহিত হয় রফিকের। এমতাবস্থায় নিজের লাইসেন্স করা বৈধ অস্ত্র উচিয়ে রাস্তায় দুইজন পথচারীকে হত্যা করার পরিণতি নিচের কোনটি হতে পারে?

15 / 15

একজন শৈল্য চিকিৎসক সরল বিশ্বাসে একজন রোগীকে বলেন “আপনি আর বাঁচবেন না”। এতে উক্ত রোগী মানসিক আঘাত পেয়ে মারা যায়। এক্ষেত্রে শৈল্য চিকিৎসক নিম্নের কোন ধারার অপরাধ করেছেন? [জুডি. : ২০১৩]

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]