অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Penal Code MCQ Test [Sec. 96-106]

এখানে দণ্ডবিধির চতুর্থ অধ্যায় যেখানে দণ্ডবিধির ‘সাধারণ ব্যতিক্রমসমূহ’ শিরোনামে এমন ব্যতিক্রমসমূহ বর্ণিত আছে, যা কিনা আপাতদৃষ্টিতে অপরাধ মনে হলেও তা ‘অপরাধ’ নয়। এই অধ্যায়ের দুইটি অংশের দ্বিতীয় অংশের ধারাসমূহ নিয়ে এখানে এমসিকিউ যুক্ত করা আছে যার মূল টপিকটি হলো ‘ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার’। দণ্ডবিধিকে আত্মস্থ করার জন্য এই অধ্যায়ের মনোযোগী পাঠের কোনো বিকল্প নেই।

/17
293

10 minutes 12 seconds


Penal Code [96-106]

এখানে দণ্ডবিধির ৯৬-১০৬ ধারাসমূহ নিয়ে এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 17

অপরের মৃত্যু ঘটানো ব্যতীত নিজ দেহের আত্মরক্ষায় অন্যের ক্ষতিসাধন করা দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত আছে?

2 / 17

কয়টি ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে?

3 / 17

সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগের সময়কাল সম্পর্কে দণ্ডবিধির কোন ধারায় বলা আছে?

4 / 17

দণ্ডবিধির ৯৯ ধারার শিরোনাম নিচের কোনটি?

5 / 17

কয়টি ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার হিসেবে অপরের মৃত্যু পর্যন্ত ঘটানো যায়?

6 / 17

অপরের মৃত্যু ঘটানো ব্যতীত নিজ সম্পত্তি রক্ষায় অন্যের ক্ষতিসাধন করা দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত আছে?

7 / 17

আত্মরক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত অধিকার প্রয়োগজনিত কোনো কার্যই অপরাধ নয়- এটা দণ্ডবিধির কোন ধারার মূল কথা?

8 / 17

নিচের কোনটি অপরাধ হিসেবে গণ্য হবে না? [বার : ২০১৩]

9 / 17

আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা বা গুরুতর জখম করার জন্য নিম্নের কোন কারণটি গ্রহণযোগ্য হবে না? [জুডি. : ২০১২]

10 / 17

দেহ রক্ষার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগের সময়কাল সম্পর্কে দণ্ডবিধির কোন ধারায় বলা আছে?

11 / 17

ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার দণ্ডবিধির কোন ধারার ব্যতিক্রমসাপেক্ষে বিবেচনা করতে হয়?

12 / 17

আত্মরক্ষার্থে কয়েকজন লোকের হামলা থেকে বাঁচতে গিয়ে কোনো নিরপরাধ একজন পথচারী যদি খুন হয়ে যায় সেক্ষেত্রে এই অপরাধটি কী নামে অভিহিত হবে দণ্ডবিধি অনুযায়ী?

13 / 17

অন্যের দেহ রক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত অধিকারের কথা দণ্ডবিধির কোন ধারায় বলা আছে?

14 / 17

দণ্ডবিধির ৯৮ ধারার বিষয়বস্তু কী?

15 / 17

দণ্ডবিধি অনুযায়ী আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধীর মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে? [বার : ২০১২]

16 / 17

দণ্ডবিধির ১০৪ ধারাটি দণ্ডবিধির কত ধারার ব্যতিক্রমসাপেক্ষে বিবেচনা করতে হবে?

17 / 17

দণ্ডবিধি অনুযায়ী আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধীর মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে?

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]