অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Bangladesh Bar Council

QUESTION PAPER FOR WRITTEN EXAMINATION FOR ENROLLMENT AS ADVOCATE (December 09, 2006)

[ প্রতিটি গ্রুপ থেকে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিন ]

GROUP-A
১. নিম্নলিখিত যে কোন চারটি দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করুনঃ [ Explain and illustrate any four of the following:]
ক) মোকদ্দমা উৎপত্তির কারণ; [ a) Cause of action;]
খ) আইনানুগ প্রতিনিধি; [ b) Legal representative;]
গ) বাধ্যতামূলক নিষেধাজ্ঞা; [c) Mandatory injunction ]
ঘ) রেসজুডিকাটা বা দোবারা; [d) Resjudicata;]
ঙ) রায়ের পূর্বে অগ্রীম ক্রোক [e) Attachment before judgment]
চ) প্লীডিংস এর সংশোধন [ f) Amendment of pleadings:]
ছ) বিকল্প সমন জারী; [ g) Substituted service]
জ) আদালতের অন্তর্নিহিত ক্ষমতা [ I)  Inherent power of the Court.]

২. ক) আদালতের এখতিয়ার এবং দেওয়ানী প্রকৃতির মামলা বলিতে কি বোঝেন? নির্দিষ্ট আইনের বিধান উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন।[a) What do you mean by “Jurisdiction of the Court” and “Suits of a Civil Court Nature”? Explain with reference to the specific provisions of law.]

খ) কি কি কারণে মামলার আরজি খারিজ করা যায়? আরজি খারিজের আইনগত তাৎপর্য কি? আরজি খারিজের আদেশের বিরুদ্ধে বাদীর কোন প্রতিকার আছে কি? [ b) What are the grounds on which a plaint can be rejected What is the legal significance of rejection of plaint? Is there any remedy for the plaintiff against the rejection of his plaint?]

৩. ক) কোন আইনের বিধান বলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ প্রদান করেন? অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদানের পূর্বে আদালত কি কি বিষয় বিবেচনা করে থাকেন? [ a) Under what provision of law and order of temporary injunction is passed by the Court? What are the considerations that weigh in the mind of the Court before issuing an order of temporary injunction?]

খ) জামাল কর্তৃক দায়েরকৃত মামলায় আদালত বিবাদী রহিমের বিরুদ্ধে বিরোধীয় সীমানা প্রাচীর না ভাঙার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারী করেন। এই নিষেধাজ্ঞার আদেশ অগ্রাহ্য করে বিবাদী রহিম বিরোধীয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। জামান রহিমের বিরুদ্ধে কি প্রতিকার পেতে পারে এবং কোন আইনে? [ b) Rahim, the defendant in a suit instituted by Jamal, pulls down the disputed boundary wall in violation of the order of temporary injunction passed against him by the Court. What legal steps Jamal may take for his redress against Rahim and under what provisions of law?]

GROUP-B
৪. ক) দলিল বাতিল বলতে কি বুঝেন? কে দলিল বাতিলের প্রার্থনা করতে পারেন এবং কি কি কারণে? [ a) What do you mean by cancellation of an instrument? Who can seek such cancellation and on what grounds?]

খ) বাদী বিরোধীয় দলিলে একজন পক্ষ। তিনি কি শুধুমাত্র দলিলটি জাল এবং প্রতারণামূলক এবং উহা তার উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক ডিক্রীর জন্য মামলা করতে পারে? যদি না পারেন, তাহলে কোন আইনের কোন ধারা বলে তিনি প্রতিকার প্রার্থনা করতে পারেন? [ b) The plaintiff is a party to the disputed document. Can he maintain a suit for a simple declaration that the deed in question is a forged and fraudulent one and as such the same is not binding upon him? If not, under which law and what section he should seek his redress?]

৫. জাফর ২০০৩ সালের ৩০ জুন তারিখে সাদেকের সাথে, ১,৫০,০০০ টাকা মূল্য নির্ধারণে ৫০ শতাংশ ভূমি বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। ঐ বৈঠকেই জাফর অগ্রীম পণমূল্য বাবদ সাদেকের নিকট থেকে সাক্ষীগণের মোকাবেলায় নগদ ৫০,০০০ টাকা গ্রহণ করে সাদেকের বরাবর একখানি বায়নাপত্র সম্পাদন করে দেয়। পক্ষদ্বয়ের মধ্যে কথা হয় যে, ৩ বৎসরের মধ্যে পণমূল্যের অবশিষ্ট টাকা প্রদান করলে জাফর সাদেকের বরাবর একখানি সাফ কবলা দলিল সম্পাদন ও রেজিষ্ট্রি করে দেবে। সাদেক নির্দিষ্ট সময়ের মধ্যে জাফরকে পণমূল্যের টাকা গ্রহণে প্রতিশ্র“তি সাফ কবলা দলিল সম্পাদন ও রেজিষ্ট্রি করে দেবার জন্য বার বার অনুরোধ করে কিন্তু জাফর নানা অজুহাতে কালক্ষেপণ করে পরিশেষে প্রতিশ্র“ত কবলা দলিল সম্পাদন ও রেজিষ্ট্রি করে দিতে অস্বীকৃতি জানায়। সুনির্দিষ্ট কার্যকর প্রার্থনা সন্নিবেশ করে যথাযথ আদালতে দায়েরের জন্য একটি পূর্ণাঙ্গ আরজি মুসাবিদা করুন। জাফর কি বলতে পারে যে, সাদেক নির্দিষ্ট সময়ের মধ্যে বাকী টাকা প্রদান করে নাই এবং তাই সে দলিল সম্পাদন করে দিতে বাধ্য নয়? [ Jafar entered into an agreement with Sadeq on 30th of June, 2003 for sale of 50 decimals of his land at Tk. 15000000 only and on accepting Tk.5000000 from Sadeq in presence of witnesses, as earnest money in same sitting Jafar executed a bainapatra in favour of Sadeq wherein it was stipulated that on receipt of the balance consideration money Jafar wou execute and register a sale deed in favour of Sadeg in respect of the land within three years. Sadeg repeatedly tendered the balance of t consideration within three years and requested Jafar to execute and register the promised sale deed but Jafar consumed time on different pleas and eventually refused to execute and register the promised sale deed.  Draft a complete plaint for Sade for presentation before the appropriate Court incorporating specific and effective prayers. Can Jafar take the plea that the balance of the consideration money having not been paid within the stipulated period he is not required to execute the promised sale deed?]

৬. রফিক পৈতৃক ওয়ারিশ সূত্রে ৩৫ শতাংশের এক খণ্ড জমির মালিক। বিগত ভূমি জরিপকালে ভুলবশতঃ ঐ জমিটি আগন্তক জলিলের নামে রেকর্ড হয়ে যায়। এই ভুল রেকর্ডের সুযোগ নিয়ে জলিল ২০০৬ সালের ২ জানুয়ারী তারিখে বলপূর্বক রফিকের জমিটি দখল করে নিয়ে তথায় একটি বসত বাড়ি তৈরী করে এবং পরিবার পরিজন নিয়ে সেখানে বসবাস করছে।
আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখে যথাযথ প্রতিকার প্রার্থনা করে রফিকের জন্য একটি পূর্ণাঙ্গ আরজি প্রস্তুত করুন। [ Rafiq is the owner of a piece of land measuring 35 decimals which he inherited from his father. During the recent land survey operation, the land have wrongly been recorded in the name of Jalil, a stranger to the aforesaid land. Taking advantage of the wrong record of right, Jalil on 2nd of January, 2006 forcibly dispossessed Rafiq from the aforesaid land and constructed a dwelling house thereon and since then has been residing therein with embers of his family. Prepare a complete plaint for Rafiq incorporating appropriate prayers, menti oning the relevant provisions of law under which the reliefs are sought for. ]

GROUP-C

৭. ক) কি কি পদ্ধতিতে একটি ফৌজদারী মামলা দায়ের করা যায়? ঐ সব পদ্ধতির প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোচনা করুন। [ a) What are the different ways by which a criminal case can be commenced? Discuss their salient features.]

খ) নারাজি বলতে আপনি কি বুঝেন? একটি নারাজির দরখাস্ত নিষ্পত্তি করতে ক্ষমতাবান একজন ম্যাজিস্ট্রেট যে সব ব্যবস্থা গ্রহণ করতে পারেন, আলোচনা করুন। ম্যাজিস্ট্রেট প্রদত্ত ব্যবস্থার বিরুদ্ধে কোন প্রতিকার আছে কি? [b) What do you mean by naraji? Discuss the different actions that Competent Magistrate can take in disposing of a naraji petition. Is there any refief against actions taken by the Magistrate as above?]

৮. ক) ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ ধারার বিধান মতে প্রসিডিং রুজু করবার জন্য আইনের উপাদানগুলি কি কি? [a) What are the requirements of law for drawing up of a proceeding under section 145 of the Code of Criminal Procedure? What the Magistrate will do if on taking evidence he finds that at present there is no apprehension for breach of peace in respect of the property in the proceeding?]

খ) মৌখিক এবং দালিলিক সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে ম্যাজিস্ট্রেট সাহেব যদি দেখতে পান যে বিবাদমান পক্ষগণের মধ্যে বিরোধীয় জমিতে কোন পক্ষের দখল বিদ্যমান আছে তা সাব্যস্ত করতে তিনি অসমর্থ, তাহলে তিনি কি আদেশ প্রদান করবে? যদি সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে ম্যাজিস্ট্রেট সাহেব দেখতে পান যে, প্রসিডিং রুজু করার ৬০ দিনের মধ্যে বিরোধীয় ভূমিতে প্রথম পক্ষের কোন দখল ছিল না, তাহলে প্রসিডিং এর পরিণতি কি হবে? [ b) What order the Magistrate will pass if on consideration on the evidence, both oral and documentary, he is unable to find which of the contending parties is in the possession of the proceeding land? What will be the fate of the proceeding if on consideration of the evidence on record the Magistrate finds that the Ist party had no possession in the proceeding land within 60 days of drawing up of the proceeding?]

৯. ক) কোন আইনের কোন বিধান বলে হাই কোর্ট বিভাগ উহার অধীনস্ত যে কোন আদালত থেকে বিচারাধীন কোন ফৌজদারী মামলা তুলে এনে স্বয়ং বিচার করতে পারেন অথবা বিচারের জন্য অধঃস্তন অন্য কোন আদালতে প্রেরণ করতে পারেন? বিস্তারিত আলোচনা করুন।[a) Under which provisions of law under which the High Court Division may withdraw from any Court subordinate to it any criminal case for trial before it or may transfer it for trial to any other Court subordinate to it? Discuss in details]

খ) কোন আইনের কোন বিধান বলে একজন দায়রা জজ তার অধীনস্ত যে কোন আদালত থেকে বিচারাধীন কোন ফৌজদারী মামলা তুলে এনে স্বয়ং বিচার করতে পারেন অথবা বিচারের জন্য অধীনস্ত যে কোন আদালতে প্ররণ করতে পারেন? বিশদভাবে আলোচনা করুন।[ b) Under which provisions of law and under what section the Sessions Judge exercises power of transfer of a criminal case from any court subordinate to it to try it himself or to transfer it for trial to any other Court subordinate to it? Discuss elaborately.]

GROUP-D

১০. দণ্ডবিধি আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ উদাহরণ সহ নিম্নলিখিত যে কোন চারটি ব্যাখ্যা করুনঃ [Explain and illustrate with reference to the relevant sections of the Penal Code any four of the following:]
ক) প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করা; [a) Cheating and criminal breach of trust;]
খ) আত্মরক্ষার অধিকার; [b) Right of private defence;]
গ) সাধারণ অভিপ্রায় এবং সাধারণ ইচ্ছা; [c) Common object and Common intention;]
ঘ) হত্যার উদ্দেশ্যে নিন্দনীয় নরহত্যা ও হত্যার উদ্দেশ্যবিহীন নিন্দনীয় নরহত্যা [d) Culpable homicide amounting to murder and culpable homicide not amounting to murder;]
ঙ) অপহরণ এবং ঘৃণ্য উদ্দেশ্যে কোন মহিলা অপহরণ [e) Kidnapping and abduction for immoral purpose;]
চ) যে-আইনী জনতাবদ্ধ হওয়া এবং দাঙ্গা হাঙ্গামা করা; [ f) Unlawful assembly and Rioting;]
ছ) জালিয়াতি এবং জাল জানা সত্ত্বেও কোন দলিল আসল বলে ব্যবহার করা।[g) Forgery and using as genuine a forged document; ]

১১. A, B, C, D, E এবং F বে-আইনী জনতাবন্ধে X এর একখণ্ড জমি বলপূর্ব দখল করার এক সাধারণ অভিপ্রায়ে লাঠি, ফালা, ডেগার, প্রভৃতি মারাত্মক অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ঐ সাধারণ অভিপ্রায় কার্যকর করার জন্য X এর জমিতে যায়। X এবং তার লোকজন আগ্রাসীদের বাধা দেয়, ফলে উভয় পক্ষে মতে মারাত্মক ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে A লাঠি দিয়ে X এর মাথায় বাড়ি মেরে মারাত্মক রক্তাক্ত জখম করে। ফলে X মাটিতে পড়ে যায়। B ফলা দিয়ে X এর কণিষ্ঠ পুত্র Y এর তলপেটে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে। C তার হাতে থাকা ফলা দিয়ে Y এর ডান হাতের কবজিতে মারাত্মক জখম করে। হাসপাতালে ৪৫ দিন চিকিৎসার পর Y সৌভাগ্যবশতঃ এইসব মারাত্মক জখম হয়েও বেঁচে যায়। D তার হাতে থাকা লাঠি দিয়ে Z এর মাথায় আঘাত করে সাধারণ জখম করে। সংঘর্ষ চলাকালে A, B এবং F সামান্য ফুলা জখম প্রাপ্ত হয়।দণ্ডবিধি আইনরে কোন কোন ধারা অনুযায়ী উক্ত ছয় জন আসামীর বিরুদ্ধে আপনি তাদের ব্যক্তিগত অপরাধের জন্য অভিযোগ গঠন করবেন? [ A,B,C,D and F with the common object of taking forcible possession of a piece of land belonging to X formed an unlawful assembly and being armed with deadly weapons such as laths, fala, dagger etc went to the above land in execution of their common object. X and his men opposed the aggressors when a violent quarrel ensued between the parties. In the midst of the scuffle. A gave a lathi blow on the head of X causing a fatal bleeding injury whereupon X fell on the ground and F gave a fala blow on his left leg of X causing a simple injury. X died on the spot. In the melee.

B gave a fala flow to X’s younger son Y causing a grievous injury on his abdomen and C gave a lathi flow on the right wrist of Y causing grievous injury. Y luckily survived the injuries after being treated in the hospital for 45 days. D gave a dao blow on the head of Z causing a simple injury In the course of the free fight A,B and F sustained swelling injuries.

Under what sections of what relevant law you would frame charge the above six accused persons in the light of their overt acts and collective actions? Give reasons in support of your answer.]

১২. ক) অপরাধ সংঘটনে সহায়তা বলতে আপনি কি বুঝেন? কোন আইনের কোন ধারায় অপরাধ সংঘটনের সহায়তার জন্য শাস্তির বিধান আছে? অপরাধ সংঘটনে সহায়তার জন্য আইনে কি পরিমাণ শান্তির বিধান আছে? [ a) What do you mean by abetment of an offence? Under what provisions of law abatement is punishable and what is the quantum of punishment prescribed for it?]

খ) A, B এবং C  Z কে বিষ প্রয়োগে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। ঐ ষড়যন্ত্র অনুযায়ী A বিষ সংগ্রহের জন্য B কে প্রয়োজনীয় অর্থ দেয়। B বিষ সংগ্রহ করে C কে দেয়। A এবং B এর অনুপস্থিতিতে C ঐ বিষ Z কে খাইয়ে তার মৃত্যু ঘটায়।ঘটনার প্রেক্ষিতে Z এর মৃত্যুর জন্য উক্ত তিন জন আসামীর দায় দায়িত্ব বিশ্লেষণ করুন। [ b) A, B and C conspire to poison Z. In pursuance of the conspiracy A gave money to B to procure poison. After procuring the poison B delivered it to C in order that he may administer the poison to Z In the absence of A and B by administering the poison causes Z’s death. Examine the liabilities of the above three accused persons, in the facts of the case, for causing the death of Z ]

GROUP-E

১৩. ক) তামাদি মার্জনা বলতে কি বুঝেন? কোন আইনের কোন ধারা বলে তামাদি মার্জনার দরখাস্ত করা যায়? [ a) What do you mean condonation of delay? Under what section and under which law an application may be filed for condonation of delay?]

খ) কোন কোন মার্জনার প্রকার মোকদ্দমার তামাদি মার্জনার জন্য দরখাস্ত দাখিল করা যায়? [ b) In which kinds of cases an application for condonation of delay may be filed? ]

গ) বিশেষ আইনের আওতাভুক্ত মামলার ক্ষেত্রে, সেখানে তামাদির জন্য বিশেষ বিধান রয়েছে, সেখানে কি তামাদি মার্জনার জন্য প্রার্থনা করতে পারেন? [ c) Can such application for condonation of delay be filed in a case under a special law providing special period of Limitation?]

ঘ) তামাদির মার্জনা সুবিধা পাওয়ার জন্য একজন প্রার্থিকে যে সব শর্ত পূরণ করতে হবে তা ব্যাখ্যা করুন।[ d) Discuss the conditions a petitioner is required to fulfil to apply for condonation of delay.]

ঙ) মোকদ্দমা পরিচালনায় প্রার্থীর গুরুতর ত্র“টি ও অবহেলা প্রমাণিত হওয়া সত্ত্বেও কি আদালত মানবিক কারণ উল্লেখে তামাদি মার্জনা করতে পারেন? [ e) Can the court condone the delay on humanitarian consideration after having found that the petitioner is guilty of gross laches and negligence in prosecuting his case?]

১৪. ক) সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট ধারার আলোকে estoppel এবং waiver দৃষ্টান্ত সহকারে বিশ্লেষণ করুন। [Explain and illustrate the doctrines of estoppel and waiver with reference to the relevent provisions of the Evidence Act.]

খ) আকরাম সাহেব অবিভক্ত পৈত্রিক বসত বাড়ীর একজন অন্যতম মালিক। ঐ বাড়ীতে তার অংশটুকু তিনি তার ভাই বোনের ব্যবহার করতে দিয়ে ১৬ বৎসর যাবৎ বিদেশে অবস্থান করেছেন। বাড়ী ফিরে তিনি তার অংশ দাবী করতে কি বারিত হবেন? আপনার উত্তরের পক্ষে যুক্তি প্রদর্শন করুন।[ b) Mr. Akram, a co-owner of an undivided patemal homestead, has been Living abroad for about 16 years allowing his share of the house to be used by his brothers and sisters. Will he be estopped from claiming his share of the house on his retum to home? Give reasons in support of your answer.]

১৫. নিম্নলিখিত আইনী প্রযুক্তির সংজ্ঞা লিখুন এবং পার্থক্য নিরূপন করুন-[Define and distinguish the following:]

ক) স্বীকার, অপরাধ স্বীকার এবং মৃত্যুকালীন জবানবন্দী; [ a) Admission, confession and dying declaration;]
খ) কোন অবস্থার প্রেক্ষিতে একজন আসামীকে শুধুমাত্র তার স্বীকারোক্তির উপর নির্ভর করে শাস্তি দেয়া যায়? শুধুমাত্র একজন সহ-আসামীর স্বীকারোক্তির উপর নির্ভর করে অপর আসামীকে শান্তি দেয়া চলে কি?[ b) Under what circumstance the confession of an accused can form the sole basis of his conviction? Can an accused be convicted solely on the basis of the confession of a co-accused?]

GROUP-F

১৬. পেশাগত আচরণবিধি এবং নীতিমালার আলোকে আদালতের প্রতি, মক্কেলের প্রতি, সহ-আইনজীবীদের প্রতি এবং জনসাধারণের প্রতি একজন আইনজীবীর দায়িত্ব ও কর্তব্য পর্যালোচনা করুন।[Enumerate the duties and responsibilities of an Advocate to the Court, to his clients to his fellow advocate as well as to the general public in the light of the Canons of Professional Conduct and Etiquette.]

১৭. বাংলাদেশ বার কাউন্সিলের গঠন এবং কার্যাবলীসহ এনরোলমেন্ট কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করুন। [Discuss the constitution and functions of the Bangladesh Bar Council including the constitution and function of the Enrollment Committee.]

১৮. ঢাকা মহানগরের জন্য এডভোকেট ইফতিখার সাহেব অগ্রণী ব্যাংকের পক্ষে আইন পরামর্শক হিসেবে মামলা মোকদ্দমা পরিচালনা করে আসছেন। এমনিভাবে ব্যাংকের একজন ঋণ খেলাপী গ্রাহকের নিকট থেকে ৫,০০,০০০ টাকা আদায়ের জন্য একটি টাকা মামলা দায়েরের লক্ষ্যে ব্যাংক আলম সাহেবকে প্রয়োজনীয় কাগজপত্র কোর্ট ফি প্রদান করে। আলম সাহেব যথাসময়ে আদালতে মামলা দায়ের করার জন্য আরজির মুসাবিদা প্রস্তুত করে ব্যাংককে তা অবহিত করেন এবং ব্যাংকের নিকট তার ফি বাবদ প্রাপ্র ১০,০০০ টাকার একটি বিল প্রেরণ করেন। পুনঃ পুনঃ তাগাদা সত্বেও ৪ মাস সময়ের মধ্যে ব্যাংক আলম সাহেবের বিল পরিশোধে ব্যর্থ হয়। তৎপর আলম সাহেব ব্যাংককে আইনী নোটিশের মাধ্যমে সুস্পষ্টভাবে জানিয়ে দেন যে, নোটিশ প্রাপ্তির এক মাসের মধ্যে ব্যাংক যদি তার প্রাপ্য বিলের টাকা পরিশোধ না করে, তা হলে তিনি কোর্ট ফি বাবদ তাকে দেয়া টাকা থেকে তার বিলের টাকা কেটে নিতে বাধ্য হবেন। ব্যাংক দাবী পূরণে ব্যর্থ হওয়ায় আলম সাহেব তার প্রাপ্য ফিসের টাকা কোর্ট ফি বাবদ দেয়া টাকা থেকে কেটে নেন।

উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে এডভোকেট ইফতিখার আলম সাহেব পেশাগত নীতিমালা ও আচরণবিধি লঙ্ঘণ ও অসাদাচরন করেছেন কি না যুক্তিসহ বিশ্লেষণ করুন।[

Mr. Iftekhar Alam, an advocate and a legal adviser of Agrani Bank for Dhaka city, used to file and conduct suits/cases on behalf of the Bank. As usual Mr. Alam was given the responsibility for filing money suits for realisation of Tk. 50000000 only from a defaulting borrower and the Bank also made over necessary papers and court fees to Mr. Alam. In due course of time, Mr. Alam prepared a draft of the plaint for presentation of the same before to the Bank a bill amounting to Taka 1000000 only as his legal fees. The Bank failed to pay the bill inspite of repeated demands of Mr. Alam even in the course of four months. Thereupon Mr. Alam gave the Bank a legal notice clearly stating therein that unless the Bank pays him his legal dues on the above count within one month from the date of receipt of the notice, he would be constrained to adjust his lega! dues against the money advanced to him as court fees. On the failure of the Bank to meet his demand, Mr. Alam adjusted his legal fees from the court fees advanced to him earlier. Court and then informed the Bank about it and also submitted 

Critically examine if Mr. Alam has committed professional misconduct under the provisions of the canon of professional conduct and Etiquette]