Bangladesh Bar Council
QUESTION PAPER FOR WRITTEN EXAMINATION FOR ENROLLMENT AS ADVOCATE (February 25 , 2006)
[ প্রতিটি গ্রুপ থেকে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিন ]
GROUP-A
১. ক) দেওয়ানী কার্যবিধিতে ‘আরজি সংশোধনী’ সংক্রান্ত বিধানসমূহ আলোচনা কর। [ a) Discus the provision of “Amendment of Plaint” in the Code of Civil Procedure.]
খ) বাদী দাখিলকৃত আরজি সংশোধনী দরখাস্তে যাহা মামলার বিষয় বস্তুর পরিসংখ্যান করে তাহার বিরুদ্ধে বিবাদী পক্ষের একটি আরজি মুসাবিদা কর।[b) Prepare an objection on behalf of the Defendant against an application for amendment of plaint tiled by the plaintiff that changed the nature and character of the suit property.]
২. একটি ঘোষণামূলক ডিক্রী ও চিরস্থায়ী নিষেধাজ্ঞার “আরজি” ক এর পক্ষে খ এর বিরুদ্ধে মুসাবিদা কর যে ‘খ’ ‘ক’ কে তাহার পৈত্রিক নিবাসন হইতে ভূয়া মৌখিক দানের ভিত্তিতে উচ্ছেদ করিতে চেষ্টা করিতেছে। [Prepare a plaint for declaration of title and permanent injunction on behalf of ‘A’ against ‘B’ who are trying to dispossess ‘A’ from his paternal property with fake oral gift.]
৩. ক) প্লিডিং কি এবং আরজি ও লিখিত বিবৃতির অত্যাবশকীয় উপদান কি কি।[a) What areeadings and what are the essential ingredients of plaint and written statement.]
খ) বাংলাদেশের বিভিন্ন প্রকার দেওয়ানী আদালত সমূহ কি কি? জেলা জজের কোন দেওয়ানী আদেশের বিরুদ্ধে দেওয়ানী মামলায় ১১৫ ধারায় কি প্রতিকার পাওয়া যায়।[What are the different types of Civil Court exists in Bangladesh. What are the remedies available against any order passed by the District Judge under section 115 of the code of civil Procedure regarding any interlocutory order.]
GROUP-B
৪. ‘ক’ তাহার জমি বিক্রয়ের জন্য ‘খ’ এর সহিত চুক্তি করে ও মূল্য গ্রহণ করে পরবর্তীতে ‘ক’ দলিল সম্পাদনের অস্বীকৃতি জানায়। ‘খ’ কে পরামর্শ দাও ও প্রয়োজনীয় “আরজি” মুসাবিদা কর। [` A’ Owner of a land enters into a contract with `B’ to sell of land and realised the consideration money but ultimately refused to registered the sale deed. Advise your client and prepare the necessary draft as per law.]
৫. দলিল বাতিলের মামমলায় কৃতকার্য হওয়ার জন্য বাদীকে কি কি আবশ্যকীয় বিষয় প্রমাণ করিতে হয়।[What are the essential elements required to be proved by the plaintiff in order to succeed in a suit for cancellation of an instrument.]
৬. A একটি জমির ওয়ারিশ সূত্রে মালিক, সে B কর্তৃক বেদখল হয়। B এর দাবি, সে উক্ত জমি সহ অংশীদার হইতে ক্রয় করিয়াছে, যাহা A জাল বলিয়া দাবি করে। A মামলা করিতে চায় পরামর্শ দাও।[`A' had a piece of land in his possession which is his paternal property. He was dispossessed by
B’ who claimed the land by way of purchase from the co-sharer. A' states that the deed is fake. Advise
`A’ and prepare necessary draft as per provisions of law.]
GROUP-C
৭. সি আর ও জি আর মামলা এর মধ্যে পার্থক্য আলোচনা কর। একজন ম্যাজিস্ট্রেট কি থানাকে নিয়মিত এজাহার রুজ্জুর আদেশ দিতে পারেন? [Distinguish in between C.R Case and G.R. Case. Can a Magistrate direct the police station to register a First Information Report on the basis of any complaint made to him?]
৮. তদন্ত বলিতে কি বুঝ? ফৌজদারী কার্যবিধির বিধান অনুযায়ী পুলিশের তদন্ত সংক্রান্ত ক্ষমতা আলোচনা কর। পুলিশ কি আদালতে অনুমতি ব্যতিত সম্পূরক চার্জশীট দাখিল করিতে পারেন? [What do you mean by the term investigation by the power of police regarding investigation as per the provision of the Code of Criminal Procedure? Whether the police can file supplementary Charge sheet after acceptance of charge sheet filed earlier.]
৯. ফৌজদারী রিভিশন মামলা শুনানীতে হাইকোট বিভাগ ও দায়রা জজের ক্ষমতা আলোচনা কর। উক্ত ক্ষমতা প্রয়োগ করে আদালত কি খারাসের আদেশ রদ করে শাস্তি প্রদান করিতে পারেন? [Discuss the revisional power of the Sessions Judge as well as High Court Division as per the Code of Criminal Procedure. Can a revisional Court convert a finding of acquittal into a conviction exercising the power conferred under the Code of Criminal Procedure?]
GROUP-D
১০. রহিম ও ফরিদ পরস্পরের বন্ধু। দশ বৎসর যাবত অংশীদারের ব্যবসা করে ব্যবসার এক পর্যায়ে হিসাব না দেওয়ার জন্য রহিম ফরিদ এর বিরুদ্ধে দণ্ডবিধি ৪২০/৪০৬ ধারায় মামলা করে। ফরিদকে পরামর্শ দাও।[Rahim and Farid are known to each other for ten years and a partner in a Partnership business since then. Rahim filed a case under Section 420/406 of the Penal Code agamst larid for not supplying the accounts. Advise Farid.]
১১. ‘ক’ ‘খ’ ‘গ’ ‘ঘ’ ও ‘চ’ এর বাসায় প্রবেশ করে ‘ক’ ও ‘খ’ ‘চ’ এর হাত চাপিয়া ধরে এবং ‘গ’ ধারাল অস্ত্র দিয়ে ‘চ’ কে আঘাত করে। ‘চ’ ঘটনাস্থলে মারা যায়। উক্ত মামলায় ‘ঙ’ কে কিভাবে অভিযুক্ত করা যায় আইনের আলোকে আলোচনা কর।[ A, B, C, D and F entered into the house of X armed with deadly weapons. A. and 13 hold the hands of X and C gave a blow with sharp cutting weapon causing serious injury to X. How you will implicate F in the said offence. Explain with reference to relevant law?]
১২. চুরি, বলপূর্বক, আদায়, দস্যুতা ও ডাকাতির সংজ্ঞা কি? চুরি ও বলপূর্বক আদায় এবং দস্যুতা ও ডাকাতির মধ্যে পার্থক্য উদাহরণসহ আলোচনা কর। [ Define theft, extortion, robbery and dacoity. Distinguish theft from extortion and robbery from dacoity with example.]
GROUP-E
১৩. ক) কোন ধরনের মোকদ্দমায় তামাদি আইনের ১৯০৮ এর ৫ ধারার মতে তামাদী সীমা বৃদ্ধির জন্য আবেদন করা যায়? [ a) In what kind of legal proceedings Sections 5 of the Limitation Act 1908 can be applied for extension of the period of limitation?]
খ) আদালত কি তামাদি মওকুফের দরখস্ত মঞ্জুর করিতে বাধ্য? [ b) Whether a Court is bound to entertain any application filed under Section 5 of Limitation Act?]
১৪. বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও অর্থঋণ আদালত আইন ২০০৩ এ তামাদি আইন বিধান প্রয়োজন নয় কেন? এই সমস্ত আইনের ক্ষেত্রে তামাদির কোন প্রতিকার আছে কি? [ Why the provisions of Limitation Act is not applicable in the case of Special Power Act, 1974 and Artha Rin Adalat Ain 2003. Is there any remedy if those laws regarding limitation.]
১৫. ক) ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা জবানবন্দি গ্রহণ কালে গ্রহণকারী কর্মকর্তার কি কি আবশ্যকীয় কর্ম সম্পাদন প্রয়োজন? [ a) What are the essential elements to be complied with by the Court while recording statements under Section 164 of the Code of Criminal Procedure?]
খ) সাক্ষ্য আইনে পুলিশের নিকট স্বীকারোক্তি কতটুকু সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য? [ b) How far any confession made to the police is admissible under the Evidence Act?]
GROUP-F
১৬. বাংলাদেশ বার কাউন্সিল গঠন ও কার্যাবলী আলোচনা কর।[ Discuss the constitution and function of Bangladesh Bar Council.]
১৭. ক) Bangladesh Legal Practitioners and Bar Council Ordr and Rules 1972 এর বিধান অনুযায়ী Tribunal এর গঠন ও কার্যাবলী আলোচনা কর।[ a) Discuss the Constitution of the Tribunal under the Bangladesh Legal Practitioners and Bar Council Order and Rules 1972 ]
খ. উক্তরূপ Tribunal আইনজীবীদের অসদাচরণের জন্য কি কি শাস্তি দিতে পারেন? [ b) What punishment can a Tribunal of Bangladesh Bar Council impose of an Advocate for committing professional misconduct?]
১৮. পেশাগত আচরণ বিধি ও নিয়মানুবর্তী বলতে কি বুঝ? পেশাগত আচরণবিধি ও নিয়মানুবর্তিতা কখন ও কিভাবে আইনে সন্নিবেশিত হয় এবং এই বিধি প্রণয়নের উদ্দেশ্য কি ছিল? [What do mean by Cannons of Professional Conduct and Etiquette? When and how the Cannons of Professional Conduct and Etiquette introduce and what are the purposes for framing such Rules?]