অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Bangladesh Bar Council

QUESTION PAPER FOR WRITTEN EXAMINATION FOR ENROLLMENT AS ADVOCATE (August 29, 2008)

[ প্রতিটি গ্রুপ থেকে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিন ]

GROUP-A

১. দেওয়ানী কার্যবিধির ১০ ধারার তাৎপর্য আলোচনা করুন। ঐ ধারা অনুযায়ী একটি মোকদ্দমা স্থগিত করিতে হইলে কি কি শর্ত পালিত হইতে হইবে তাহা আলোচনা করুন। [What is the purpose of section 10 of the Code of Civil Procedure? Discuss the conditions that are to be fulfilled for an order of stay of suit under the said section.]

২. দেওয়ানী কার্যবিধির ধারা ২০ এর বিধান আলোচনা করুন। সরকারী কর্মচারীর টর্ট জাতীয় কার্যকলাপের জন্য কোন স্থানে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মোকদ্দমা করা যায়? [Discuss the provision of section 20 of the Code of Civil Procedure. Where the Government may be sued for a claim of damages for tortuous activity of a Government employee?]

৩. কোন কোন ক্ষেত্রে আদালতে দেওয়ানী কার্যবিধির ১৫১ ধারায় স্বীকৃত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারেন? কোন ক্ষেত্রে আপীলের প্রতিকার সত্বেও প্রাথমিক আদালত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে না? [Discuss the situations in which the court can exercise inherent power under section 151 of the code of Civil Procedure. State in brief when this power can be exercised by the trial court even though the remedy of appeal is available?]

GROUP-B
৪. কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনে ৯ ধারার আওতায় মোকদ্দমা রুজু করা যায়? ঐ ধারায় মোকদ্দমা করার সুবিধা কি কি? কাহার বিরুদ্ধে এই ধারায় মোকদ্দমা করা যায় না? [When can a suit under section 9 of the Specific Relief Act be filed? What are the advantages of filing a suit under this section? Against whom such a suit cannot be filed?]

৫. কোন কোন ক্ষেত্রে আদালত চুক্তিপ্রবলের মোকদ্দমায় ডিক্রী প্রদান করিবেন? বিস্তারিত আলোচনা করুন। [Which are the situations in which the Court will pass a decree for specific performance of contract? Discuss in detail.]

৬. স্থাবর সম্পত্তি সম্পর্কে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রী লাভ করিতে হইলে কি কি জিনিস প্রমাণ করিতে হইবে? বিস্তারিত আলোচনা করুন। [What are the things which are to be proved for obtaining a decree of permanent injunction in respect of an immovable property? Discuss in detail.]

GROUP-C
৭. কে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা মোতাবেক আদেশ প্রদান করিতে পারেন এবং কি কি অবস্থায় এ আদেশ প্রদান করা যায়? কতদিন পর্যন্ত এই আদেশ বলবৎ থাকে? বিস্তারিত আলোচনা করুন। [Who can pass an order under section 144 of the Code of Criminal Procedure and in which situation such an order can be passed? How long an order under this section remains in force?]

৮. জামিন যোগ্য ও এবং জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য কি? যে অপরাধের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যায় এমন অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে জামিন দেওয়া যায় কি না? আলোচনা করুন। [What is the difference between bailable and non-bailable offence? In which Situation bail may be granted to a person accused of an offence punishable the death of imprisonment for life? Discuss.]

৯. ফৌজদারী কার্যবিধির ৫২৬ ধারার আওতায় মামলা এক আদালত হইতে আর এক আদালতে বদলীর বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। [Discuss in detail the provision of transfer of a case form one court to another with reference to section 526 of the Code of Criminal Procedure.]

GROUP-D
১০. আত্মরক্ষার অধিকার বলতে কি বুঝায়? আত্মরক্ষার অধিকারের পরিধি কতখানি উদাহরণসহ আলোচনা করুন। [What is the right of private defence? To what extent such right of private defence is available? Discuss with illustration.]

১১. দণ্ডবিধির ২৯৯ ধারার অপরাধ এবং ৩০০ ধারার অপরাধের মধ্যে প্রধান প্রার্থক্যগুলি কি তাহা বিস্তারিত আলোচনা করুন। [ What are essential differences between the offence under section 299 and offence under section 300 of the Penal Code? Discuss in detail.]

১২. কিভাবে সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্যে একজন ব্যক্তিকে অপরাধের জন্য দায়ী করা যায় (যদিও সেই ব্যক্তি সরাসরি উক্ত অপরাধ সংঘটন করেন নাই) তাহা বিস্তারিত আলোচনা করুন। [Discuss in detail the role of common intention and common objection in making a person criminally liable for an offence not directly committed by him.]

GROUP-E
১৩. ক) তামাদি মার্জনা বলতে কি বুঝায় এবং কোন আইনের কোন ধারা মতে তামাদি মার্জনার দরখাস্ত করা যায়? [a) What do you mean by Condonation of delay? Under what section of which law an application may be filed for condonation of delay?]

খ) কোন প্রকার মামলায় তামাদি মার্জনার দরখাস্ত করা যায়? [In what kind of cases an application for condonation of delay can be filed?]
গ) তামাদি মার্জনার সুবিধা পাওয়ার জন্য একজন প্রার্থীকে যে সব শর্ত প্রতিপালন করিতে হয় তাহা বিষদ আলোচনা করুন। [c) Discuss the condition petitioner is required to fulfil to apply for condonation of delay.]

১৪. ক) স্বীকারোক্তি বলতে কি বুঝা যায়? স্বীকারোক্তি, তা জুডিশিয়াল বা এক্সট্রা জুডিশিয়াল, প্রত্যাহারকৃত বা অপ্রত্যাহারকৃত যাই হোক না কেন, কি এককভাবে আসামীকে শাস্তি প্রদানের ভিত্তি হতে পারে? [a) What is meant by confession? Can a confession, whether judicial or extra-judicial, retracted or not, be the sole basis of conviction?]

খ) তিনজন আসামীর স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেট সাহেব ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারার বিধান অনুযায়ী লিপিবদ্ধ করেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনজন আসামী। নিজেদেরসহ আব্দুল আজিজ নামীয় অপর এক ব্যক্তিকে ডাকাতিতে সনাক্ত করে। ঐ সকল স্বীকারোক্তি ছাড়া আব্দুল আজিকের বিরুদ্ধে অন্য কোন প্রকার সাক্ষ্য প্রমাণ নেই। শুধু মাত্র আসামীদের স্বীকারোক্তির উপর নির্ভর করে আব্দুল আজিজকে শাস্তি দেওয়া যাবে কি? [b) Three accuseds confessed their guilt before a Magistrate who duly recorded their confessional statements under section 164 of the Code of Criminal Procedure. In their confessional statements all the three accuseds besides implicating themselves involved one Abdul Aziz in the dacoity. Except the confessional statements of the co-accuseds there is no other material on record to prove the involvement of Abdul AziZ in the.Case. Can the Court convict Abdul Aziz solely on the basis of the confessions of the co-accuseds?]

১৫. সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট ধারার আলোকে ‘এস্টোপেল’ নীতি বিশ্লেষণ করুন। আইনের বিরুদ্ধে এস্টোপেল দাবী করা যায় কি? [Explain and illustrate the doctrine of estoppel with reference to relevant sections of the Evidence Act. Can there be estoppel against statute?]

GROUP-F
১৬. পেশাগত আচরণ ও সদাচরণের আলোকে একজন এ্যাডভোকেটের আদালতের প্রতি, মক্কেলের প্রতি, সহ আইনজীবীর ও জনসাধারণের প্রতি কর্তব্য ও দায়িত্ব পর্যালোচনা করুন।[Enumerate the duties and responsibilities of an Advocate to the Court, to his client, to the fellow Advocate and to the members of the public as provided in the Canons of Professional Conduct and Etiquette.]

১৭. মিঃ A অধস্তন আদালতে জমজমাটভাবে ফৌজদারী মামলা করেন। তিনি তিন জন ক্লার্ক নিয়োগ করিয়াছেন। তাহার মধ্যে একজনকে রেলওয়ে স্টেশনে, একজনকে বাস স্ট্যান্ডে এবং অপরজনকে জেলার কোতয়ালী থানায় মক্কেল সংগ্রহের জন্য পাঠাইয়াছেন। এই আইনজীবী মামলা সংগ্রহের জন্য তিন জন ক্লার্কের সহিত তার ফি ভাগাভাগি করেন। তিনি প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট এর অধীনে কি অপরাধ করিয়াছেন? বার কাউন্সিলের সচিবকে সম্বোধন করিয়া একটি নালিশী দরখাস্ত মুসাবিদা করুন। যদি মিঃ A দোষী সাব্যস্ত হন তাহা হইলে তাহাকে কি শাস্তি দেওয়া যাইতে পারে? পেশাগত অসদাচরণের জন্য বার কাউন্সিল আইনে কি কি শাস্তির বিধান আছে? [Mr. A has roaring criminal practice in subordinate court. He has engaged three clerks. One of them is deputed to Railway station, one at the bus stand and the other at police station of the District Headquarter to find clients. This lawyer also shares his fees with the three clerks for procuring cases. What offence has he committed under the Canons of Professional Conduct and Etiquette? Draft a petition of complaint addressing the Secretary of the Bar Council. If Mr. A is found guilty, what punishment can be inflicted upon him? What punishments for professional misconduct have been prescribed in the Bar Council Order? Discuss.]

১৮. একজন এ্যাডভোকেট যিনি অগ্রণী ব্যাংকে প্যানেল ল’ইয়ার হিসাবে তাহাদের মামলা দায়ের ও পরিচালনা করিতেন। ২,০০,০০০ টাকা আদায়ের একটি মোকদ্দমা ব্যাংকের পক্ষে ডিক্রী হয়। ব্যাংক এ্যাডভোকেট সাহেবকে ডিক্রী কার্যকর করার জন্য সংশ্লিষ্ট জমি ক্রয় করার জন্য অনুরোধ করে। তদানুযায়ী ডিক্রী কার্যকরণ নিলাম হইতে এ্যাডভোকেট সাহেব তাহার চার সন্তানের জন্য চারটি কবলা দলিল মূলে সম্পত্তি খরিদ করেন। ক্যানন্স অব প্রফেশনাল কনডাক্ট এন্ড এটিকেট এর চ্যাপ্টার ২ এর ৫ নং ধারা অনুযায়ী এ্যাডভোকেট সাহেব পেশাগত অসদাচরণ করিয়াছেন কিনা বর্ণনা করুন। [An Advocate who was panel lawyer of Agrani Bank used to file and conduct their cases. There was a money suit for recovery of Tk. 2,00,000. and a decree was passed in favour of the Bank. The Bank persuaded the lawyer to purchase the said land and accordingly the lawyer, purchased the land in the names of his 4 children by Registered Kabala Deeds when the property was put in auction in execution of the decree. State whether the Advocate committed any professional misconduct as per the provision of Section 5 of Chapter II of the Canons of Professional Conduct and Etiquette.]