অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Bangladesh Bar Council

QUESTION PAPER FOR WRITTEN EXAMINATION FOR ENROLLMENT AS ADVOCATE (February 29, 2008)

[ প্রতিটি গ্রুপ থেকে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিন ]

GROUP-A

১. রেস জুডিকাটা বলিতে কি বুঝায় এবং রেস জুডিকাটা প্রয়োগ করিতে হইলে কি কি শর্ত পালিত হতে হবে উদাহরণসহ আলোচনা করুন।[What is meant res judicata and ‘what conditions are to be fulfilled for applying the principle of res judicata? Discuss with illustration.]

২. মামলার কোন পর্যায় পর্যন্ত আরজি সংশোধনের দরখাস্ত করা যায় এবং কোন পরিস্থিতিতে আদালত আরজি সংশোধনের দরখাস্ত না-মঞ্জুর করিবেন? আলোচনা করুন। [Up to what stage an application for amendment of plaint can be filled and when the court will refuse to allow and application for amendment of plaint? Discuss]

৩. ক) একটি মামলার বাদী আপনার মক্কেল। তিনি আপনাকে পরামর্শ দেন যে, রায়ের পূর্বে বিবাদীর সম্পত্তি ক্রোকের আদেশ হওয়া দরকার। আপনার মক্কেল তার পরামর্শের সমর্থনে যুক্তি প্রদর্শন করে। আপনিও মনে করে যে, ক্রোক আদেশের জন্য আবেদন করা যায়। বিবাদীর সম্পত্তি রায়ের আগে ক্রোকের আবেদন প্রার্থনা করে একটি দরখাস্ত মুসাবিদা করুন।[a) The plaintiff in a suit is your cli-nt. He insists that there should be an order of attachment before judgment of the property of the defendant and your client gives the reasons behind his insistence. You are also convinced that a prayer should be made to the Court to that effect. Draft an application seeking an order of attachment before judgment of the property of the defendant.]

খ) উপরোক্ত মোকদ্দমায় আপনার আবেদনের সমর্থনে আদালতে কি কি কারণ প্রদর্শন করবেন? [B) What points will you press before the court in support of your application in the above noted suit?]

GROUP-B
৪. ক) এক ব্যক্তি আপনার নিকট এসে জানায় যে, তাকে তার সম্পত্তি থেকে বে-দখল করা হয়েছে এবং সে উক্ত সম্পত্তি পুনরুদ্ধার করতে চায়। আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৯ ধারা মোতাবেক উক্ত সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সিদ্ধান্ত নিলেন। আপনি তার কাছ থেকে কি কি বিষয় জেনে নিবেন এবং আপনার আরজিতে অন্তর্ভূক্ত করবেন? [a) A person comes to you and alleges that was dispossessed from his land and wants to recover possession thereof. You decide to file a suit under section 9 of the Specific Relief Act, 1877, for recovery of possession of the land. What points you will ascertain from him and embody in the plaint?]

খ) উপরোক্ত মোকদ্দমাতে বিবাদী তার লিখিত বর্ণনায় উল্লেখ করে যে, বিরোধীয় সম্পত্তিতে তার স্বত্ব রয়েছে কারণ তিনি উক্ত সম্পত্তির প্রকৃত মালিকের নিকট হতে ক্রয় করেছেন। বিবাদীর এই যুক্তি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? [ b) In his written statement in the above suit the defendant sets up a plea to the effect that he has title in the land as a purchaser from the real owner? How you will meet this contention of the defendant?]

৫. ক) আপনার মক্কেলের প্রতিবেশী আপনার মক্কেলের বাড়ীর পূর্ব পার্শ্বে রাজউক এর নিয়ম মাফিক প্রয়োজনীয় জায়গা না ছাড়িয়া প্রাচীর নির্মাণ করে এবং দেওয়াল এত উঁচু করে যে, আপনার মক্কেলের বাড়ীতে আলো প্রবেশে বাধা সৃষ্টি করে। আপনার মক্কেল দেওয়ানী আদালত হইতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় কি প্রতিকার পাইতে পারেন? সংক্ষেপে একটি আরজি মুসাবিদা করুন। মুসাবিদার জন্য আপনি বাদী বিবাদীর নাম, ঠিকানা ইচ্ছামত বর্ণনা করিতে পারেন। [Neighbour of your client builds his boundary wall on the eastern side of you client’s house without keeping the necessary space as required by the RAJUK and raise his wall so high that it obstructs you client’s light. What remedy can your client seek from the civil court and under what provisions of law? Draft a brief plaint. You can choose the name and address of the plaintiff and the defendant for the purpose of the draft]

৬. চুক্তি প্রবলের প্রতিকার বলিতে কি বুঝায়? কোন কোন অবস্থায় আদালত চুক্তি প্রবলের প্রতিকার মঞ্জুর করিবে না? [What is meant by relief of specific performance of contract? In which situation will the court refuse to pass a decree of specific performance?]

GROUP-C
৭. তদন্ত বলিতে কি বুঝেন? ফৌজদারী কার্যবিধির বিধান অনুযায়ী পুলিশের তদন্ত সংক্রান্ত ক্ষমতা আলোচনা কর। পুলিশ কি সম্পূরক চার্জশীট দাখিল করিতে পারে? [What do you mean by investigation? Discuss the power of police regarding investigation of a crime under the Code of Criminal Procedure and state Whether the police can file supplementary charge sheet after acceptance of the charge sheet earlier?]

৮. ক) দণ্ডবিধি আইন, ১৮৬০ এর ৩০৪ ধারায় অভিযুক্ত আসামীর জন্য জামিনের দরখাস্ত মুসাবিদা করুন। আপনার ইচ্ছামত আদালতের নাম এবং পক্ষগণের নাম ব্যবহার করুন। কজ টাইটেলে সংশ্লিষ্ট ধারাও উল্লেখ করুন।[a) Prepare an application for bail for a person accused of an offence under section 304 of the Penal Code. Choose as you like the name of the Court and the names of the parties. Mention the relevant sections in the cause title.]

খ) বেলবন্ডের জন্য আদালত অধিক পরিমাণে অর্থ, ধরা যাক ১ লক্ষ টাকা ধার্য করেছে। আপনি বেলবন্ডের অর্থ যুক্তিসঙ্গত হারে কমানোর জন্য যুক্তি প্রদর্শন করে বেলবন্ডের অর্থ কমানোর জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন। [ b) The Court fixes a bail bond of an excessive amount, say, Taka one Lac. Ple You argue for reduction of the amount of the bond to a reasonable limit. Please write an application for reduction of the amount of the bail bond.]

৯. ক) ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ ধারার বিধান মতে প্রসিডিং রুজু করার জন্য অপরিহার্য শর্ত কি? [a) What are the essential ingredients of law for drawing up of a proceeding under section 145 of the Code of Criminal Procedure?]

খ) সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার পর ম্যাজিস্ট্রেট সাহেব যদি দেখতে পান যে, বর্তমানে মামলার ভূমি নিয়ে শান্তিভঙ্গের কোন আশঙ্কা নেই, তাহলে তিনি কি ব্যবস্থা গ্রহণ করবেন? [b) What the Magistrate is required to do if on taking evidence he finds that at present there is no apprehension of breach of the peace over the proceeding land?]

গ) সাক্ষ্যপ্রমাণ, মৌখিক এবং দালিলিক পর্যালোচনার পর ম্যাজিস্ট্রেট যদি বিবদমান পক্ষদ্বয়ের মধ্যে বিরোধীয় ভূমিতে কোন পক্ষে দখল আছে তা সাব্যস্ত করতে ব্যর্থ হন তাহলে তিনি কি করবেন? [c) What order the Magistrate will pass if taking on consideration of the evidence produced before him, both oral and documentary, he is unable to find possession of either of the contending parties in the proceeding land?]

ঘ) সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার পর ম্যাজিস্ট্রেট সাহেব যদি দেখতে পান যে, প্রসিডিং রুজু করার ৬০ দিনের মধ্যে মামলার ভূমিতে প্রথম পক্ষের কোন দখল ছিল না, তাহলে প্রসিডিং পরিণতি কি হবে? [d) What will be the fate of the proceeding if on consideration of the evidence the Magistrate finds that the first party had no possession in the case land till before 60 days of drawing up of the proceeding?]

GROUP-D

১০. সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য উদাহরণসহ আলোচনা করুন। [Discuss the distinction between common intention and common object with illustration.]

১১. ক) অপরাধ সংঘটন সহায়তা বলতে আপনি কি বোঝেন? কোন আইনের কোন ধারায় অপরাধ সংঘটনের সহায়তার শাস্তির বিধান আছে? আপরাধ সংঘটনে সহায়তার জন্য আইনে কি পরিমাণ শাস্তির বিধান আছে? [a) What do you mean by abetment of an offence? Under what provisions of law abatement is punishable and what is the quantum of punishment prescribed for it?]

খ) A, B এবং C একত্রে Z কে বিষ প্রয়োগে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। ঐ ষড়যন্ত্র অনুযায়ী A বিষ সংগ্রহের জন্য B কে প্রয়োজনীয় অর্থ দেয়। B বিষ সংগ্রহ করে A কে দেয়। A এবং B এর অনুপস্থিতিতে C ঐ বিষ Z কে খাইয়ে তার মৃত্যু ঘটায়।
ঘটনার প্রেক্ষিতে Z -এর মৃত্যুর জন্য উক্ত A, B এবং C এর দায়-দায়িত্ব বিশ্লেষণ করুন।[b) A, B and C conspire to poison Z, in pursuance of the conspiracy. A gave money to B to procure poison. After procuring the poison B delivered it to the absence of A and B by administering the poison causes Z’s death. C in order that he may administer the poison to Z. C in Examine the liabilities of A, B and C in the facts of the case, for causing the death of Z.]

১২. চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা ও ডাকাতির সংজ্ঞা কি? চুরি ও বলপূর্বক আদায় এবং দস্যুতা ও ডাকাতির মধ্যে পার্থক্য উদাহরণসহ আলোচনা কর। [Define theft, extortion, robbery and dacoity. Distinguish theft from extortion and robbery from dacoity with example.]

GROUP-E
১৩. কোন কোন ক্ষেত্রে এবং কি কি ধরনের আদালত মামলা রুজু করিতে বিলম্ব প্রার্থনা করিতে পারেন তাহা আলোচনা করুন। [Discuss in which cases Court can condone the delay in initiating a proceeding and on which grounds?]

১৪. ক) কোন মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তির জন্য ধার্য দিনে বাদী হঠাৎ অসুস্থ হয়ে আদালতে উপস্থিত হতে না পারায় বিবাদীগণের উপস্থিতিতে মামলাটি বাদীর ঐ জনিত কারণে খারিজ হয়ে থাকে। মামলা খারিজের প্রায় তিন মাস পরে বাদী আপনার কাছে এসে ঐ একতরফা খারিজের আদেশের রদ ও রহিতক্রমে মোকদ্দমা পূনর্জীবিত করার ব্যবস্থা নিতে বলে। তামাদি মওকুফের জন্য আদালতকে সন্তুষ্ট করতে আপনি কোন কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করবেন? [On the date of preemptory hearing of the suit the plaintiff due to sudden illness failed to appear before the court, when the suit was called on for hearing. As a result of which the suit was dismissal for default by the Assistant Judge in presence of the defendants. After about 3 months of dismissal of the suit the plaintiff comes to you and wants restoration of the suit on setting aside the ex-parte dimissal order. What grounds would you urge to satisfy the court for condonation of the delay?]

খ) যদি দরখাস্তকারী মামলার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন বলে আদালতের নিকট প্রতীয়মান হয় তবে কি আদালতে তামাদি মওকুফ করতে পারে? [b) Can the Court condone the delay if the applicant is found guilty of latches and negligence in prosecuting his case?]

১৫. নিম্নের সংজ্ঞা লিখুন ও পার্থক্য বর্ণনা করুনঃ[Define and distinguish the following:]
ক) স্বীকার; [Admission]
খ) স্বীকারোক্তি; [Confession]
গ) মৃত্যুকালীন ঘোষণা। [Dying declaration]
কোন অবস্থায় পুলিশের সম্মুখে স্বীকারোক্তি সাক্ষ্য আইনে গ্রহণযোগ্য? শুধুমাত্র স্বীকারোক্তি কি অপরাধী সাব্যস্ত করার ভিত্তি হইতে পারে? [ Under what circumstance a confession made before the police is admissible in evidence? Can confessional statement be the sole basis of conviction?]

GROUP-F
১৬. একজন এডভোকেট যিনি পূবালী ব্যাংকে লিগ্যাল এডভাইজার হিসাবে তাহাদের মামলা দায়ের ও পরিচালনা করিতেন? ৫০,০০০ টাকা আদায়ের একটি মোকদ্দমা ব্যাংকের পক্ষে ডিক্রি হয়। ব্যাংক এডভোকেট সাহেবকে ডিক্রি কার্যকরণের জন্য সংশ্লিষ্ট জমি ক্রয় করিতে অনুরোধ করে। তদানুযায়ী ডিক্রি কার্যকরণ নিলাম হইতে ক্যাননস অব প্রফেশনাল কনডাক্ট এন্ড এটিকেট এর চ্যাপ্টার ২ এর ৫ নং ধারা অনুযায়ী এডভোকেট সাহেব পেশাগত অসদাচরণ করিয়াছেন কিনা বর্ণনা করুন।[An Advocate who was legal adviser of Pubali Bank used to file and conduct their cases. There was a money suit for recovery of Tk. 50,000 and a decree was passed in favour of the Bank. The Bank persuaded the lawyer to purchase the said land and accordingly the lawyer purchased the land in his own name and in the name of his 4 children by 4 Registered Kabala deed when the property was put in auction in execution of the decree. State whether the Advocate committed any professional misconduct as per the provision section 5 of Chapter Ix of the Canons of Professional Conduct and Etiquette.]

১৭. বাংলাদেশ বার কাউন্সিলের গঠন ও কার্যাবলী আলোচনা করুন। [Discuss the composition and functions of the Bangladesh Bar Council.]


বিশেষ দ্রষ্টব্য : এখানে ১৮ নং প্রশ্নটি পাওয়া যায়নি। কারো সংগ্রহে থাকলে আমাদেরকে সহযোগিতা করতে পারেন।