অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Bangladesh Bar Council

QUESTION PAPER FOR WRITTEN EXAMINATION FOR ENROLLMENT AS ADVOCATE (June 19, 2009)

[ প্রতিটি গ্রুপ থেকে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিন ] 

GROUP-A

১. নিম্নলিখিত যে কোন ৪ টি ব্যাখ্যা করুন। [Explain any four of the following]
ক) প্লিডিংস্; [Pleadings;]
খ) ডিক্রী ও আদেশ; [Decree and Order;]
গ) মোকদ্দমার কারণ; [Cause of action]
ঘ) সেট অফ্; [Set off;]
ঙ) রেসজুডিকাটা; [Resjudicata;]
চ) অন্তবর্তীকালীন মুনাফা; [Mesne profit;]

২. দেওয়ানী মামলা কিভাবে দায়ের করিতে হয়? আরজিতে কি কি বিষয় অন্তর্ভূক্ত করিতে হয়? স্থাবর সম্পত্তির মামলা কোন আদালতে দায়ের করিতে হয়। উদাহরণ সহকারে বাখ্যা করুন।[ How a civil suit is instituted “What particulars should a plaint contain? In which court, a suit relating to immovable property is to be instituted? Explain it with example. ]

৩. আরজি খারিজের কারণসমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ করুন। ঐরূপ আরজি খারিজ করা হইলে প্রতিকার কি? ১৯০৮ সনের দেওয়ানী কার্যবিধির সংশ্লিষ্ট বিধানাবলির আলোকে ‘আরজি খারিজ’ এবং ‘আরজি ফেরৎ’ সম্পর্কে আলোচনা করুন। [Specify the grounds for rejection of plaint. Against such an order where the remedy lies? Discuss about rejection of plaint and rehm of plaint with reference to the relevant provisions of the Code of Civil Procedure, 1908]

GROUP-B
৪. কোন ব্যক্তিকে স্থাবর সম্পত্তি হইতে বেদখল করা হইলে উহা পুনঃ উদ্ধারের জন্য ১৮৭৭ সনের সুনির্দিষ্ট প্রতিকার আইনে কি কি বিধান আছে? ১৮৭৭ সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনে সংশ্লিষ্ট বিধানগুলি উল্লেখপূর্বক আলোচনা করুন। [If a person is dispossessed from Immovable property, what are the provisions in the Specific Relief Act, 1877 to get recovery of possession in the said property Discuss with reference to the relevant provisions of the Specific Relief Act, 1877.]

৫. ক) ঘোষণামূলক ডিক্রী বলিতে কি বোঝেন? ঐ ধরনের মামলার ডিক্রী কি জারী মামলার মাধ্যমে বাস্তবায়নযোগ্য? [a) What do you mean by a Declaratory Suit? Is a decree passed in such suit? Executable by filing an Execution case?]

খ) দলিল রদ বা বাতিল বলিতে কি বুঝেন? কোন ব্যক্তি কি কি কারণে ঐ প্রকার দলিল বাতিলের জন্য মামলা করিতে পারেন? [ b) What cancellation and on what grounds?]

৬. অস্থায়ী, স্থায়ী এবং বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলিতে কি বোঝেন? কোন কোন কারণে নিষেধাজ্ঞাদেশ প্রদান করা যায় না? সুনির্দিষ্ট প্রতিকার আইনের সংশ্লিষ্ট ধারাসমূহ উল্লেখ পূর্বক আলোচনা করুন। [What do you mean by Temporary, Perpetual and Mandatory Injunction? On what grounds Injunction can not be granted? illustrate you answer in the light of relevant provisions of the specific Relief Act, 1877.]

GROUP-C
৭. কি কি পদ্ধতি অনুসারে ফৌজদারী মামলা দায়ের করা যায়? পুলিশ রিপোর্টের ভিত্তিতে কোন ফৌজদারী মামলায় অপরাধ আমলে গ্রহণ বা আমলে গ্রহণ না করিবার সিদ্ধান্ত গ্রহণে ম্যাজিস্ট্রেট কি বাধ্য? পুলিশ রিপোর্ট গ্রহণের পর, একই অপরাধ সম্পর্কে কোর্টের পূর্ব অনুমতি না লইয়া পুলিশ অতিরিক্ত তদন্ত সম্পন্ন করিয়া সম্পূরক চার্জশিট দাখিল করিতে পারে কি? সংশ্লিষ্ট ধারা উল্লেখপূর্বক উত্তর দিন। [What are the different methods of initiating criminal cases? Is the Magistrate bound by the Police Report either to take cognizance or refuse! After acceptance of the Police Report, whether the police can hold further investigation in respect of the same offence and submit supplementary charge sheet without prior permission of the court. Answer should be with reference to the relevant provisions.]

৮. ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ ধারায় প্রসিডিং রুজু করিবার প্রয়োজনীয় উপাদানগুলি কি কি? ঐ ধরনের প্রসিডিং এ সাক্ষ্য পরীক্ষান্তে যদি ম্যাজিস্ট্রেট দেখেন যে কোন পক্ষই দখলে নাই বা কোন পক্ষ বিরোধীয় সম্পত্তিতে দখলে আছেন, তাহা নির্ধারণ করা সম্ভব নয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি করিবেন? [What are the essential requirements ie draw a proceeding under section 145 of the Code of Criminal Procedure. 1898? In such a proceeding, after cxamining iith evidence, if the Magistrate decides that none of the parties has possession, or he is unable to ascertain as to which of them is in possession of the subject in dispute, what he will do?]

৯. কি কি কারণে বাংলাদেশে সুপ্রীম কোর্টের হাইকোট বিভাগ ফৌজদারী মামলা এক আদালত হইতে অন্য আদালতে স্থানান্তর করিতে পারেন? দায়রা জজও কি একই ক্ষমতার অধিকারী? সংশ্লিষ্ট আইনের ধার উল্লেখপূর্বক উত্তর দিন। [On What grounds the High Court Division of the Bangladesh Supreme Court can transfer a criminal case from one Court to another. Does the Sessions Judge exercise similar power? Make answer mentioning the relevant provisions of law.]

GROUP-D
১০. দণ্ডবিধির ধারার আলোকে নিম্নলিখিত যেকোন চারটি সম্পর্কে আলোচনা করুনঃ [Discuss any four of the following offences with reference to the sections of the Penal Code:-]
ক) চুরি;[Theft]
খ) বল প্রয়োগে আদায়;[Extortion]
গ) ডাকাতি [Dacoity]
ঘ) অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ [Dishonest Misappropriation of property]
ঙ) অপরাধমূলক বিশ্বাসভঙ্গ; [Criminal breach of trust]
চ) প্রতারনা; [Cheating]
ছ) বেআইনী সমাবেশ। [Unlawful assembly.]

১১. ক) ‘এ্যাবেটমেন্ট’ বলতে কি বুঝেন? ইহা কি পৃথক কোন শাস্তিযোগ্য অপরাধ? এই অপরাধের জন্য নির্ধারিত শাস্তি কি? [a) What do you mean by ‘Abetment’? Is it a separate punishable offence? What is the punishment prescribed for the offence of abetment?]

খ) “সাধারণ অভিপ্রায়” ও “সাধারন উদ্দেশ্য” এর মধ্যে পার্থক্য নির্ণয়পূর্বক উদাহরণসহ আলোচনা করুন। [Distinguish between “Common intention” and “Common Object” with examples.]

১২. অপরাধমূলক নরহত্যা কাহাকে বলে? হত্যার সমপর্যায়ভূক্ত নরহত্যা এবং হত্যার পর্যায়ভূক্ত নয় এমন হত্যার মধ্যে পার্থক্য কি? সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখপূর্বক উত্তর দিন।[What is culpable homicide? Distinguish between culpable homicide amounting to murder and culpable homicide not amounting to murder with reference to the relevant provisions of the Penal Code.]

GROUP-E
১৩. “তামাদি বারিত” বলিতে কি বঝায়? কোন ধরনের মামলায় এবং কি কি কারণে তামাদি মওকুফের জন্য আবেদন করা যায়? বিশেষ আইনের অধীনে রুজুকৃত মামলা বা আপীলে তামাদি মওকুফ করার সুযোগ আছে কি? [What is meant by “barred by limitation 2 In what type of cases and on what grounds delay may be condoned? Is thiere any scope to ask for condonation of delay in a case or appeal instituted under special law? Give reasons for your answer.]

১৪. পুলিশ কর্তৃক ধৃত হইয়া একজন ডাকাত পুলিশের নিকট তাহার অপরাধ স্বীকার করিয়া জানায় যে, তাহার নিকট ডাকাতি করা কিছু মাল সংরক্ষিত আছে। অতঃপর তাহার প্রদর্শিত গোপন স্থান হইতে পুলিশ চোরাই মাল উদ্ধার করে। পুলিশের নিকট ঐরূপ স্বীকারোক্তি তাহার অপরাধ প্রমাণে গ্রহণযোগ্য সাক্ষ্য বলিয়া বিবেচিত হইতে পারে কি না। ১৮৭২ সনের সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করিয়া উত্তর দিন। [On being arrested by the Police, a dacoit made confession of his guilt to the Police Officer and disclosed that some of the stolen articles were kept in his custody. Accordingly, Police recovered the stolen goods from a hidden place of his own showing Whether such confession to the Police officer is admissible in evidence to prove his guilt? Give answer stating the relevant provisions of the Evidence Act, 1872.]

১৫. “মৃত্যুকালীন ঘোষণা” বলিতে কি বুঝায়? যদি ঐরূপ ঘোষণা প্রদানকারীর মৃত্যু না হয় তা হইলে সাক্ষ্য হিসাবে উহার মূল্য আছে কি? যদি মৃত্যুকালীন ঘোষণাটি সত্য ও যথার্থ বলিয়া প্রমাণিত হয়, শুধুমাত্র উহার উপর নির্ভর করিয়া আসামীকে কি দোষী সাব্যস্ত করা যায়? [What is a “dying deciation? If maker of such declaration survives, what is its or evidentiary value? Or when a dying declaration is found true and genuine, can it be made sole basis of Conviction?]

GROUP-F
১৬. বাংলাদেশ বার কাউন্সিল কি? ইহার গঠন প্রকৃতি ও বিবিধ কর্মকাণ্ডের উপর আলোকপাত করুন। আইনজীবী বার সমিতিগুলির সহিত ইহার পার্থক্য কি? [What is Bangladesh Bar Council? Highlight the salient features of its composition and various functions. How is it distinguishable from Advocates’ Bar Association?]

১৭. বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনারস এ্যান্ড বার কাউন্সিল অর্ডার এ্যান্ড রুলস্, ১৯৭২ অনুাযায়ী ট্রাইব্যুনাল গঠন ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করুন। আইনজীবীদের পেশাগত অসদাচরনের জন্য ট্রাইব্যুনাল কি ধরণের শাস্তি প্রদান করিতে পারে? [Discuss about formation and functions of the Tribunal under the Bangladesh Legal Practitioners’ and Bar Council Order and Rules, 1972 What types of punishment can a Tribunal impose on an Advocate for professional misconduct?]

১৮. আইনজীবীদের জন্য পেশাগত আচরণ ও শিষ্টাচার সম্পর্কে নীতিমালা প্রণীত হওয়ার উদ্দেশ্য কি? উহার আলোকে একজন আইনজীবীর আদালতের প্রতি তাহার মক্কেলের প্রতি কর্তব্য ও দায়িত্ব কি- এ সম্পর্কে আলোচনা করুন।[What is the purpose of formulate the Cannons of Professional Conduct and Etiquette for the Advocates? Discuss about duties and responsibilities of an Ady ocate towards the Courts as well as his Clients in the light of the said cannons.]