অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Bangladesh Bar Council

QUESTION PAPER FOR WRITTEN EXAMINATION FOR ENROLLMENT AS ADVOCATE (June 08, 2012)

[ প্রতিটি গ্রুপ থেকে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিন ]

GROUP-A

১. ক) প্লিডিংস কি? আর্জি এবং লিখিত বিবৃতির আবশ্যকীয় উপাদান কি কি? [ a) What are pleadings? What are the essential ingredients of a plaint and a written statement? ]

খ) আপনার মক্কেল সরাফতের পক্ষে আপনি ২০ লক্ষ টাকা আদায়ের জন্য কালামের বিরুদ্ধে চট্টগ্রামের ১ম যুগ্ম জেলা জজ আদালতে মানি স্যুট দায়ের করেছেন। মামলাটি বিচারাধীন অবস্থায় আপনি অবহিত হন যে, কালাম চট্টগ্রামের ডবলমুরিং মৌজায় অবস্থিত তার একমাত্র সম্পত্তি ৫ কাঠা জমি বিক্রির চেষ্টা করছে। মানি স্যুটের ভবিষ্যৎ ডিক্রি কার্যকর নিশ্চিত করার জন্য আপনি আইন অনুযায়ী কি পদক্ষেপ গ্রহণ করবেন? [ b) You, on behalf of your Client Sarafat, have filed a Money Suit in the 1 Court of Joint District Judge, Chittagong for recovery of Tk. 20 lac from Kalam. But meanwhile you have come to learn that Kalam is trying to dispose of his only property measuring 5 kathas off land in Double mooring, Chittagong. What step will you take as per law in order to ensure the execution of any future decree in the money suit? ]

২. নিম্নলিখিত যে কোন ৪ টি ব্যাখ্যা করুনঃ [Explain any four of the following]
ক) বিকল্প সমন জারি, [Substituted service]
খ) সেট অফ, [Set off]
গ) মোকদ্দমার কারণ, [Cause of action]
ঘ) রেস জুডিকাটা,[Mesne profit]
ঙ) ডিক্রি,[Res judicata]
চ) অন্তবর্তীকালীন মুনাফা।[Decree]

৩. ক) দেওয়ানী কার্যবিধির ১৫১ ধারার বিধানাবলী আলোচনা করুন।[a) Discuss the provisions of section 151 of the Code of Civil Procedure.]

খ) কামাল ফেনীর সিনিয়র সহকারী জজ আদালতে নালিশী সম্পত্তির স্বত্ব ঘোষণার জন্য তার প্রতিবেশী জামালের বিরুদ্ধে মালমা দায়ের করেন। মামলা দায়েরের পর একটি সুনির্দিষ্ট তারিখে জামাল তাকে নালিশী সম্পত্তি হতে উচ্ছেদের হুমকি দেন। যথাযথ আইন উল্লেখপূর্বক অস্থায়ী নিষেধাজ্ঞর জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন। [ b) Kamal filed a suit against his neighbour Jamal in the Court of Senior Assistant Judge, Feni for declaration of title to the suit property. After filing of the suit, Jamal threatened to dispossess him from the suit property on a specific date. Draft an application for temporary injunction mentioning the appropriate provision of law.]

GROUP-B
৪. করিমের দখলে একখণ্ড পৈত্রিক জমি ছিল। সে তার প্রতিবেশী দ্বারা জমিটি হতে বেদখল হয়। কিন্তু প্রতিবেশী দাবী করে যে, সে করিমের পিতার নিকট হতে জমিটি খরিদ করেছে। করিমের ভাষ্য অনুযায়ী কবলাটি জাল। করিম খাস দখল উদ্ধার ছাড়াই জমিটিতে স্বত্ব ঘোষণার মামলা করে। মামলাটি কি রক্ষণীয়? যদি না হয়, কেন? [ Karim had a piece of land in his possession. The land was his paternal property. He was dispossessed from his land by his neighbour who claimed to have got the land by way of purchase from the father of Karim. According to Karim, the Kabbalah is forged Karim seeks declaration of title to the land without any prayer for recovery of khas possession. Is the suit maintainable? If not, why? ]

৫. করিমের সংগ্রহে জয়নাল আবেদীনের একটি ছবি আছে। উক্ত ছবিটি বিক্রির জন্য তিনি কবিরের সহিত চুক্তিবদ্ধ হন। সগির ছবিটির সমুদয় মূল্য কবিরকে প্রদান করেন, কিন্তু কবির ছবিটি সরবরাহ করতে অস্বীকৃতি জানান। সগির ছবিটির সরবরাহের জন্য কবিরের বিরুদ্ধে কি মামলা দায়ের করতে পারেন? সুনির্দিষ্ট আইন উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন।[Kabir, a collector of paintings, is in possession of a painting of Joynal Abedin. He enters into a contract with Sagir to sell the painting. Sagir tenders the entire consideration money of the pointing to Kabir, but Kabir refuses to deliver the painting to him. Can Sagir sue Kabir, for delivery of the painting? Explain mentioning the specific provision of law. ]

৬. আপনার মক্কেলের প্রতিবেশী আপনার মক্কেলের বাড়ীর পূর্বে পার্শ্বে রাজউক এর নিয়মমাফিক প্রয়োজনীয় জায়গা না রেখে প্রাচীর নির্মাণ করেন এবং দেওয়াল এত উঁচু করেন যে, আপনার মক্কেলের বাড়ীতে আলো প্রবেশে বাধা সৃষ্টি করে। আপনার মক্কেল দেওয়ানী আদালত হতে কোন আইনে কি প্রতিকার পেতে পারেন? এ বিষয়ে একটি আরজি মুসাবিদা করুন।[A neighbour of your client builds his boundary wall on the eastern side of your client’s house without keeping the necessary space as required by the RAJUK and raises his wall so high that it obstructs your client’s light. What remedy can your client seek from the civil court and under what provisions of law? Draft a plaint in this regard.]

GROUP-C

৭. জামিনযোগ্য ও জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য কি? যে অপরাধের জন্য মৃত্যুদণ্ড বা যাবজজীবন কারাদণ্ড দেয়া হয় এমন অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে কোন অবস্থায় জামিন দেয়া যেতে পারে? আলোচনা করুন।[What is the difference between a bailable offence and a non-bailable offence. In which situation bail may be granted to a person accused of an offence punishable either with death or with imprisonment for life? Discuss.]

৮. কে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা মোতাবেক আদেশ প্রদান করতে পারেন এবং কি কি অবস্থায় এ আদেশ প্রদান করা যায়? কতদিন পর্যন্ত এর আদেশ বলবৎ থাকে? [Who can pass an order under section 144 of the Code of Criminal Procedure and in which situation such an order can be passed? How long an order under this section remains in force?]

৯. অব্যাহতি এবং বেকসুর খালাসের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। ফৌজদারী কার্যবিধির ২১৪ এ ধারার বিধান মতে আসামীকে অব্যহতি প্রদানের বিষয়ে বিচারিক হাকিম কি কি বিষয় বিবেচনা করবেন? চূড়ান্ত বিচারের পর বেকসুর থালাসপ্রাপ্ত আসামীকে কি পুনরায় একই অপরাধের অভিযোগে বিচার করা যায়? [ Distinguish between discharge and acquittal. What consideration weighs in mind of the Judicial Magistrate in discharging an accused under Section 241A of the code of criminal procedure? Can an accused be tried by the court for the same offence in which he was earlier acquitted after a regular trial?]

GROUP-D
১০. আত্মরক্ষার অধিকার বলতে কি বুঝায়? আত্মরক্ষার অধিকারের পরিধি কতখানি? উদাহরণসহ আলোচনা করুন। [What is the right of private defence? To What extent such right of privacy defence is available? Discuss with illustration.]

১১. দণ্ডবিধির ২৯৯ ও ৩০০ ধারাসমূহে সংজ্ঞায়িত অপরাধসমূহের মধ্যে পার্থক্যগুলো আলোচনা করুন। [Discuss the difference between the offences defined in sections 299 and 300 of the Penal Code.]

১২. দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা উল্লেখপূর্বক উদাহরণসহ প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদানসহ বিশ্লেষণ করুন। [Analyse the ingredients of cheating and criminal breach of trust mentioning the relevant sections of the penal code and giving separate examples.]

GROUP-E
১৩. মোকদ্দমাটি তামাদিতে বারিত বলতে আপনি কি বোঝেন? কোন কোন প্রকার মামলায় তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য? বিশেষ আইনের আওতায় দায়েরকৃত কোন মামলার ক্ষেত্রে, যেখানে বিশেষ তামাদির বিধান রয়েছে, তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য কি? যদি না হয়, কেন? [What do you understand by the expression the suit is bared by limitation”? In what kinds of legal proceedings section 5 of the Limitation Act is applicable? Does it have any application in a case under a spécial law providing special limitation? If not, why?]

১৪. ক) স্বীকারোক্তি বলতে কি বুঝা যায়? স্বীকারোক্তি, তা জুডিশিয়াল বা এক্সট্রা-জুডিশিয়াল, প্রতাহারকৃত বা অপ্রত্যাহারকৃত যা-ই হোক না কেন, কি এককভাবে আসামীকে শাস্তি প্রদানের ভিত্তি হতে পারে কি? [a) What is meant by confession? Can a confession, whether Judicial or extra-judicial, whether retracted or not, form the sole basis of conviction of the confessing accused?]

খ) তিনজন আসামীর স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেট সাহেব ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারার বিধান অনুযায়ী যথারীতি লিপিবদ্ধ করেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে তিনজন আসামীই নিজেরসহ আবদুল আজিক নামীয় অপর এক ব্যক্তিকে ডাকাতিতে সনাক্ত করে। ঐ সকল স্বীকারোক্তি ছাড়া আবদুল আজিজের বিরুদ্ধে অন্য কোন প্রকার সাক্ষ্য প্রমাণ নেই। শুধুমাত্র সহ-আসামীর স্বীকারোক্তির উপর নির্ভর করে আবদুল আজিজকে শাস্তি দেয়া যাবে কি? [b) Three accused confessed their guilt before a Judicial Magistrate who duly recorded their confessional statements under section 164 of the Code of Criminal Procedure. In their confessional statements all the three accused besides implicating themselves involved one Abdul Aziz in the dacoity. Except the confessional statements of the co-accused there is no other material on recorded to prove the involvement of Abdul Aziz in the case. Can the Court convict Abdul Aziz solely on the basis of the confessions of the co-accused?]

১৫. সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধানাবলীর আলোকে উদাহরণসহ doctrine of estoppel ব্যাখ্যা করুন। কোন আইনের বিরুদ্ধে কি estoppel হতে পারে? [Explain and illustrate the doctrine of estoppel with reference to the relevant provisions of the Evidence Act. Can there be any estoppel against a statute?]

GROUP-F
১৬. একজন এডভোকেট যিনি পূবালী ব্যাংক লিমিটেডের আইন উপদেষ্টা হিসেবে তাদের মামলা দায়ের ও পরিচালনা করতেন। ৫,০০,০০০/- টাকা আদায়ের একটি মোকদ্দমা ব্যাংকের পক্ষে ডিক্রি হয়। ব্যাংক এডভোকেট সাহেবকে ডিক্রি কার্যকরণের জন্য সংশ্লিষ্ট জমি ক্রয় করিতে অনুরোধ করেন। তদানুযায়ী ডিক্রি কার্যকরণ নিলাম হইতে এডভোকেট নিজ নামে কবলামুলে সম্পত্তিটি খরিদ করেন। The Canons of Professional Conduct and Etiquette- এর চ্যাপ্টার ২ এর ৫ Canon অনুযায়ী এডভোকেট কোন পেশাগত অসদাচরণ করেছেন কিনা বর্ণনা করুন। [An Advocate who was legal adviser of Pubali Bank Limited used to file and conduct their cases. There was a money suit for recovery of Tk. 5,00,000 and a decree was passed in favour of the Bank. The Bank persuaded the lawyer to purchase the said land and accordingly the lawyer purchased the land in his own name by a Registered Kabala Deed when the property was put in auction in execution of the decree. State whether the Advocate committed any professional misconduct according to canon 5 of Chapter Ii of the Canons of Professional Conduct and Etiquette. ]

১৭. বাংলাদেশ বার কাউন্সিলের গঠন ও কার্যাবলী আলোচনা করুন। কোন জেলা বার এসোসিয়েশন থেকে ইহা কিভাবে পার্থক্যযোগ্য? [Discuss the composition and functions of the Bangladesh Bar Council. How is it distinguishable from any District Bar Association?  Sb. The Bangladesh Legal Practitioners and Bar Council Order and Rules. ]

১৮. The Bangladesh Legal Practitioners and Bar Council Order and Rules, 1972, এর বিধান অনুযায়ী ট্রাইব্যুনালের গঠন ও কার্যাবলী আলোচনা করুন। উক্ত ট্রাইব্যুনাল আইনজীবীদের পেশাগত অসদাচরণের জন্য কি কি ধরণের শাস্তি প্রদান করতে পারে? [Discuss the constitution and functions of the Tribunal under the Bangladesh Legal Practitioners and Bar Council Order and Rules, 1972. What types of punishments can the Tribunal impose on Advocates fro professional misconduct?]