অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

SR Act MCQ Test [Sec. 31-41]

এখানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারা থেকে ৪১ ধারা পর্যন্ত এমসিকিউ আছে। কোনো ধারাই বাদ দেবার নয়। ধারাসমূহ ভালোভাবে পড়ে নিয়ে নিচের এমসিকিউগুলো অনুশীলন করুন।

/48
371

28 minutes 48 seconds


SR Act [31-41]

এখানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১-৪১ পর্যন্ত ধারাগুলোর এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 48

একটি আদালত খরচার ওপর সুদ প্রদান করতে পারে অনধিক - [বার : ২০১৫]

2 / 48

দলিল বাতিল করার ক্ষেত্রে আদালতের ক্ষতিপূরণের আদেশ দেবার বিধান সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় বর্ণিত আছে?

3 / 48

কোন মামলায় আদালত ডিক্রির কপি রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে আইনগত বাধ্য? [জুডি. : ২০১৩]

4 / 48

দলিল সংশোধনের ক্ষেত্রে আদালতের বিবেচনার ক্ষেত্র অসীম করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারামতে?

5 / 48

স্থাবর সম্পত্তির বিক্রয়চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করার জন্য উক্ত চুক্তিটি লিখিত ও নিবন্ধিত হতে হবে - এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারা বিধান?

6 / 48

যখন দলিল সংশোধন করা যেতে পারে’- এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার শিরোনাম?

7 / 48

সুনির্দিষ্ট কার্যসম্পাদনের মামলায় বিকল্প হিসেবে রদ প্রার্থনার বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আলোচনা করা আছে?

8 / 48

চুক্তি রদ এর পাশাপাশি ন্যায়বিচারের প্রয়োজনে আদালত ক্ষতিপূরণ মঞ্জুর এর ব্যাপারে নির্দেশ দিতে পারে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুসারে-

9 / 48

কোন ক্ষেত্রে আদালত চুক্তি রদ এর আদেশ দিতে পারেন-

10 / 48

ভুলের জন্য চুক্তি রদ এর ব্যাপারে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আলোচনা করা আছে?

11 / 48

‘ক’ ‘খ’ এর নিকট তার একটি বাড়ি এবং বাড়ি সংলগ্ন তিনটি গুদামের একটি বিক্রয় করতে ইচ্ছুক হইয়া ‘খ’ কর্তৃক তৈরি কবলা সম্পাদন করেন, যাতে ‘খ’ এর প্রতারণার ফলে তিনটি গুদামই অন্তর্ভুক্ত হয়। প্রতারণামূলকভাবে অন্তর্ভুক্ত অপর দুইটি গুদামের একটি ‘খ’ ‘গ’ কে প্রদান করে এবং অন্যটি ‘ঘ’ কে ভাড়া দেয়। ‘গ’ অথবা ‘ঘ’ কেহই এই প্রতারণা সম্পর্কে অবহিত ছিলো না। এক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়?

12 / 48

দলিল সংশোধনের মূলনীতিসমূহ সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় বলা আছে?

13 / 48

যেখানে একটি দলিল ভিন্ন ভিন্ন অধিকার এবং ভিন্ন ভিন্ন বাধ্যবাধকতার সাক্ষ্য হয়, সেক্ষেত্রে আদালত নিচের কোনটি করতে পারে?

14 / 48

কখন চুক্তি রদ করা যায় না?

15 / 48

লিখিত চুক্তি সংশোধনের পাশাপাশি বাদীর আরজিতে প্রার্থনা সাপেক্ষে আদালত আরো কী আদেশ দিতে পারে?

16 / 48

কখন চুক্তি রদ করা যায়?

17 / 48

কে লিখিত চুক্তি রদের মামলা করতে পারে?

18 / 48

দলিল সংশোধন [Rectification] বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় উল্লেখ আছে- [জুডি. : ২০১১]

19 / 48

দলিল বাতিলের মামলায় নিচে বর্ণিত কোনটি বাদীকে প্রমাণ করতে হবে?

20 / 48

দলিলে প্রতারণার মাধ্যমে অর্জিত দুইটি বাড়ি ভাড়া হিসেবে প্রদান করা হয়েছে। এরূপ ক্ষেত্রে দলিল সংশোধনের মাধ্যমে উক্ত প্রতারণার বিষয়টি সংশোধিত হলে উক্ত বাড়ি দুইটির ভাড়াটিয়াদের পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

21 / 48

কোনো সুনির্দিষ্ট কার্য সম্পাদনযোগ্য কোনো চুক্তি যদি আদালত সুনির্দিষ্টভাবে কার্যকর করতে অস্বীকার করে, তখন বাদী আর অন্য কোন ধরনের প্রতিকারের দাবি করতে পারে?

22 / 48

একটি দলিল সংশোধিত হতে পারে শুধু- [বার : ২০১৫]

23 / 48

দলিল রদের মোকদ্দমায় কোর্ট ফি কত? [জুডি. : ২০১৫]

24 / 48

‘ক’ ‘খ’ এর নিকট তার একটি বাড়ি এবং বাড়ি সংলগ্ন তিনটি গুদামের একটি বিক্রয় করতে ইচ্ছুক হইয়া ‘খ’ কর্তৃক তৈরি কবলা সম্পাদন করেন, যাতে ‘খ’ এর প্রতারণার ফলে তিনটি গুদামই অন্তর্ভুক্ত হয়। প্রতারণামূলকভাবে অন্তর্ভুক্ত অপর দুইটি গুদামের একটি ‘খ’ ‘গ’ কে প্রদান করে এবং অন্যটি ‘ঘ’ কে ভাড়া দেয়। ‘গ’ অথবা ‘ঘ’ কেহই এই প্রতারণা সম্পর্কে অবহিত ছিলো না। এক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক?

25 / 48

সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার বিধানমতে দলিল সংশোধন করা যায়? [বার : ২০১৭]

26 / 48

দলিল বাতিল করার প্রতিকার পাবার জন্য নিচের কোন শর্তটি সর্বাধিক যথার্থ?

27 / 48

আদালত তার ইচ্ছাধীন ক্ষমতাবলে একটি দলিল ততদূর সংশোধন করবে যতদূর-

28 / 48

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩২ ধারায় কী বিষয়ে আলোচনা করা হয়েছে-

29 / 48

বিচারপূর্বক চুক্তি রদ - এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার বিষয়বস্তু?

30 / 48

আদালতের ডিক্রির কপি সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে প্রেরণ করতে হয় একটি- [বার : ২০১৫]

31 / 48

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

32 / 48

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারার বিষয়বস্তু কী?

33 / 48

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৪ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক?

34 / 48

বাতিলযোগ্য দলিল বাতিলের ডিক্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানি আদালতের ক্ষমতা- [বার : ২০১৫]

35 / 48

সংশোধিত চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরীকরণ’- এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার বিষয়বস্তু?

36 / 48

সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় দলিল বাতিলের বিধান উল্লেখ আছে- [জুডি. : ২০১১]

37 / 48

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারামতে দলিল সংশোধনের কারণ হিসেবে নিচের কোনটি যথার্থ?

38 / 48

দলিল সংশোধনের মূলনীতিসমূহ কী হিসেবে নিচে বর্ণিত কোনটিকে সর্বাধিক সঠিক বলে আপনি মনে করেন?

39 / 48

দলিলে প্রতারণার মাধ্যমে অর্জিত দুইটি বাড়ি ভাড়া হিসেবে প্রদান করা হয়েছে। এরূপ ক্ষেত্রে দলিল সংশোধনের মাধ্যমে উক্ত প্রতারণার বিষয়টি সংশোধিত হলে উক্ত বাড়ি দুইটির ভাড়াটিয়াদের পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

40 / 48

ক, খ- এর নিকট একটি মাঠ বিক্রয় করল। মাঠের ওপর দিয়ে যাতায়াত করার অধিকার সর্ম্পকে ক-এর সরাসরি ব্যাক্তিগত জ্ঞান ছিলো, কিন্তু তা সে খ-এর নিকট গোপণ রেখেছে। এক্ষেত্রে খ এর প্রতিকার-

41 / 48

ক, খ-কে একটি জমি প্রদান করে। খ সেটি গ এর নামে উইল করে মারা যায়। এরপর ক সেই জমির দখল গ্রহণ করে এবং একটি জাল দলিল পেশ করে বলে যে, ক এর পক্ষে জিম্মাদার হিসেবে খ- কে সেই জমি প্রদান করা হয়েছিল। এ ক্ষেত্রে গ-এর প্রতিকার কী?

42 / 48

দলিল সংশোধনের ক্ষমতা আদালতের -

43 / 48

দলিল সংশোধনের মূল উদ্দেশ্য হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক?

44 / 48

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪১ ধারার বিধান হিসেবে নিচের কোনটি সঠিক?

45 / 48

আদালত কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করতে অস্বীকার করলে তার বিকল্প হিসেবে কী সিদ্ধান্ত দিতে পারে-

46 / 48

আংশিক দলিল বাতিলের ব্যাপারে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আলোচনা আছে?

47 / 48

যখন কোনো দলিলে পক্ষসমূহের অনিচ্ছাকৃত কোনো ভুল থেকে যায়, যা কিনা দলিলের সঠিক উদ্দেশ্য ব্যক্ত করতে সক্ষম নয় - এরূপ ক্ষেত্রে নিচের কোনটি করা যেতে পারে?

48 / 48

ভুলের জন্য চুক্তি রদ নিচের কোন শর্তের ওপর নির্ভরশীল?

বিগত এমসিকিউ সাফল্য

Registered [2017 & 2020 MCQ]

Passed Students [2017 & 2020 MCQ]

Registered [MCQ Exam of 2022]