Bar Council Order, Rules & Etiquette
বার কাউন্সিল সংক্রান্ত
আইনসমূহ কীভাবে পড়বেন?
বার কাউন্সিল অর্ডার, রুলস এবং আচরণবিধি নিয়ে একটি প্রাথমিক লেখা তৈরি করার কথা থাকলেও সেটি প্রস্তুত হয়নি। উক্ত পরিচিতিমূলক লেখাটি মূলত সদ্য প্রকাশিত রিভিশনাল বুক ‘আইনের ধারাপাত’ বইটিতে থাকার কথা থাকলেও সেটি সময়াভাবে বইয়েও দিতে পারিনি। তবে অনলাইনে এটি খুব শীঘ্রই আপলোড করা হবে এবং সেটি মেসেজ দিয়ে জানানোও হবে। এই অনলাইনে ফ্রি অথবা পেইড যেমন একাউন্টই খুলুন না কেন এখানে রেজিস্ট্রেশন করে ফোন দিন : 01712908561 নাম্বারে। ধন্যবাদ।
বার কাউন্সিল সংক্রান্ত
আইনসমূহের লেকচার
বার কাউন্সিল সংক্রান্ত আইনসমূহ নিয়ে একটি মাত্র সংক্ষেপিত লেকচার রয়েছে এখানে। এই লেকচারটি মূল বই ‘একটি চিরুনি অভিযান [MCQ পর্ব]’ বইয়ের অনুরূপ [বইটি এখন বাজারে নেই। নতুন সংস্করণ আগামী জুন, ২০২২ এর ভেতরে আলাদাভাবে মোট ৭টি খণ্ডে প্রকাশিত হবে]। নিচে থাকা লেকচারটি শুধুই ফুল মেম্বারশিপ নেওয়া শিক্ষার্থীগণ এর জন্য। আগ্রহী হলে আপনিও ফুল মেম্বারশিপ নিন। যখন বই হাতের কাছে থাকছেনা, তখন সুযোগ পেলে আপনার মোবাইলেই লগইন করে পড়তে পারবেন ও সংশ্লিষ্ট লেকচারের মডেল টেস্ট দিতে পারবেন। ভর্তি হতে আগ্রহীরা ফোন দিন : 01712-908561। ধন্যবাদ।