অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

হেল্পিং সেমিনার বিষয়ে জরুরি নোটিশ

জ্যুসি ল অনলাইনের [ফ্রি অথবা পেইড উভয় ধরনের শিক্ষার্থীদের জন্যই] সমস্ত শিক্ষার্থীদের জন্য একটি হেল্পিং সেমিনার আমরা আগামী শুক্রবার, ১ মার্চে ঢাকায় ফার্মগেটে আয়োজন করতে যাচ্ছি। যারা ঢাকার বাইরে থাকেন, ঘটনাচক্রে ঢাকায় থাকলে তারাও আমন্ত্রিত। উক্ত সেমিনার নিম্নোক্ত সময়ে অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৬ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত।

স্থান : ফার্মগেট, ঢাকা। [ফার্মগেট মোড়ের ঠিক পূর্ব দিকেই, একদম মোড়ের ওপরেই, হলিক্রস কলেজের বিপরীতে, ‘রইস ভবন’ এর চতুর্থ  তলায়।

সেখানে বিকেল ৫টা থেকেই আমরা অবস্থান করবো। আগে এলে কিছুটা চা খাবো একসাথে!

আগ্রহী বার কাউন্সিল পরীক্ষার্থীগণ যারা উক্ত হেল্পিং সেমিনারে অংশ নিতে চান তারা দয়া করে অতিস্বত্ত্বর যোগাযোগ করে আসন নিশ্চিত করবেন  01744-888538 নাম্বারে সরাসরি ফোন দিয়ে।

পরীক্ষার্থীগণ যারা যথেষ্ট ভালো প্রস্তুতি নিতে পারেন নি বা কোথা থেকে কীভাবে শুরু করবেন সে বিষয়ে এখনো হাবুডুবু অবস্থায় আছেন, অথবা অন্য যেকোনো পরামর্শ করার জন্য কথা বলতে চান, তাদের জন্য এই সেমিনারে কথা বলবেন স্বয়ং এডভোকেট মুরাদ মোর্শেদ। সাথে আরো থাকবেন এডভোকেট জাহিদুল ইসলাম।

উক্ত সেমিনারে জ্যুসি ল অনলাইনের ফ্রি একাউন্টে থাকা শিক্ষার্থীগণ বিশেষ ছাড়ে ভর্তি হবার সুযোগও পাবেন।