অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

সবাইকে জ্যুসি ল এর পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা।

দীর্ঘ বিরতি এবং নানা চড়াই উৎরাই পেরিয়ে আবারো আমরা হাজির হয়েছি খানিকটা নতুনরূপে ওয়েবসাইট সাজিয়ে। কিছু তথ্য গুছিয়ে জানাতে চাই ভর্তিকৃত শিক্ষার্থীদের। সবশেষে অনলাইন শিক্ষার্থীদের করণীয় সম্পর্কেও নির্দেশনা দেওয়া আছে। সে অনুযায়ী আপনারা রেজিস্ট্রেশন ফরমটি পূরণ করবেন দয়া করে।

ওয়েবসাইট কেন নতুন রূপে?

1. ওয়েবসাইটটি ভাইরাস আক্রান্ত হয়েছিলো এবং একইসাথে এটি হ্যাকও হয়েছিলো। সে কারণে আমরা 3 বছর ধরে গড়ে ওঠা প্রায় সমস্ত তথ্য হারিয়ে ফেলেছি যা আমাদের কাজকে অত্যন্ত জটিল এবং দু:সাধ্য করে তুলেছিলো। সেই সমস্ত তথ্য আবারো নতুন করে সাজানোর জন্য প্রতিষ্ঠান থেকে কয়েকজন মিলে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

2. ওয়েবসাইটটি আগে মাঝে মাঝে লোড হতোনা এবং অন্য নানাবিধ সমস্যা দেখা দিতো। সেসকল সমস্যা মোকাবেলায় বেশ অনেক খরচা করে এইবার অনেক ভালো সার্ভিস দেওয়ার জন্য অনেকগুলো পরিবর্তন আনা হয়েছে।

নতুন সাইটে কীভাবে তথ্যগুলো সাজানো আছে / থাকবে?

1. এখানে হোমপেজ ও বার কাউন্সিল পরীক্ষার জন্য অন্যান্য ফ্রি নিবন্ধগুলো দেখতে পাবেন সবাই। সেগুলোর হোমপেইজ থেকেই লিংক করা থাকবে।

2. অনলা্ইন শিক্ষােথীদের জন্য বইয়ের কনটেন্ট বা আপনাদের পড়ার জন্য কনটেন্টগুলো এখন কোনো মেন্যু বারে দেওয়া থাকবে না। এগুলো হোমপেজ থেকে লিংক আকারে অন্য কোনো পেজে থাকবে এবং সেখানে অন্যান্য লিংকগুলো একসাথে দেওয়া থাকবে।

পুরনো অনলাইন শিক্ষার্থীদের জন্য নির্দেশনা

1. যেহেতু আমরা আপনাদের সমস্ত তথ্য হারিয়ে ফেলেছি [আমরা অত্যন্ত দু:খিত বটে!], সেহেতু নতুনভাবে আপনাদেরকে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে হবে।

2. রেজিস্ট্রেশন ফরমটি আগের মতোই রয়েছে। নো বাড়তি টেনশন।

3. বইয়ের গোপণ কোডটি রেজিস্ট্রেশন ফরমে দিতে হবে না। তবে, জ্যুসি ল এর পক্ষ থেকে ফোন দিয়ে সেটি সংগ্রহ করা হবে। [01712-790111]

4. যারা রেজিস্ট্রেশন ফরমটি পূরণ করতে পারছেন না টেকনিক্যালি সাউন্ড না হবার কারণে, তারা আমাদেরকে ফোন দিয়ে প্রয়োজনীয় তথ্যগুলো সরবরাহ করবেন। আমরাই আপনাদের একাউন্ট তৈরি করে দেবো। [01712-790111]

5. রেজিস্ট্রেশন করার পরবর্তী 24 ঘণ্টার ভেতরে আপনার একাউন্টটি একটিভ করে দেওয়া হবে। বেশি উতলা বা অস্থির হবেন না। আমরাই জানিয়ে দেবো।

6. আগামী 20 সেপ্টেম্বর থেকে দণ্ডবিধির পরীক্ষাগুলো আবারো শুরু হবে। তবে পুরনো পরীক্ষাগুলো আবারো নেবো।

7. লগইন অথবা টেকনিক্যাল যেকোনো সমস্যায় প্রথমে 01712-790111 এবং সন্তুষ্ট না হলে বা জটিল কোনো বিষয় হলে তারপরেই মাত্র  01712-908561 [এডভোকেট মুরাদ মোর্শেদ] নাম্বারে ফোন দেবেন। 

8. পড়াশোনা বা কুইজের ভুল-ঠিক বা ব্যাখ্যা শোনার জন্য সরাসরি 01712-908561 [এডভোকেট মুরাদ মোর্শেদ] নাম্বারে ফোন দেবেন। 

9. মোবাইলে হোক বা পিসিতে হোক, সবসময় আমাদের ওয়েবসাইট ব্রাউজ করতে গুগল ক্রোম বাউজারটি ব্যবহার করবেন দয় করে।

এখানে রেজিস্ট্রেশন লিংক দিয়ে দেওয়া থাকলো। https://juicylaw.com/register/

সবাইকে আবারো শুভেচ্ছা।

মাইনুল ইসলাম

ওয়েব এডমিন, জ্যুসি ল।