অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Bangladesh Bar Council

QUESTION PAPER FOR WRITTEN EXAMINATION FOR ENROLLMENT AS ADVOCATE (June 02, 2007)

[ প্রতিটি গ্রুপ থেকে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিন ]

GROUP-A

১. নিম্নলিখিত যে কোন ৪ টি দৃষ্টান্তসহ ব্যাখ্যা করুন।[Explain and illustrate any four of the following:]
ক) আইনানুগ প্রতিনিধি; [ a) Legal representative;]
খ) এক তরফা রায়; [b) Ex-parte decree; ]
গ) মোকদ্দমা উৎপত্তির কারণ; [c) Cause of action:]
ঘ) আরজি খারিজ; [ d) Rejection of the plaint;]
ঙ) বাধ্যতামূলক নিষেধাজ্ঞা; [ e) Mandatory injunction:]
চ) স্থানীয় তদন্ত; [Local investigation;]
ছ) সেট অফ;[Set off;]
জ) রিসিভার।[Receiver.]

২. ক) আরজি ও জবাব সংশোধন বলতে আপনি কি বোঝেন? [a) What do you mean by amendment of pleadings?]

খ) আরজি ও জবাব সংশোধনের ক্ষেত্রে নিয়ামক বিবেচনাগুলো কি? [ b) What are the conditions that regulate the grant of amendment of pleadings?]

গ) মূল আদালত কর্তৃক মোকদ্দমার রায় ঘোষণার পর কি আরজি বা জবাব সংশোধনের কোন সুযোগ আছে? [ c) Can there be an amendment of the pleadings after the judgment by the trial Court is pronounced?]

৩. বাদী হিসেবে X ঢাকার ১ম যুগ্ম জেলা জজ আদালতে Y এর বিরুদ্ধে মোকদ্দমার ভূমিতে স্বত্ব ঘোষণাপূর্বক খাস দখলের প্রার্থনায় এই মর্মে একটি মোকদ্দমা করেন যে কিছু দিন পূর্বে বিবাদী Y এবং তার লোকজন বলপূর্বক তাকে তার স্বত্বদখলীয় ভূমি থেকে বেদখল করেছেন। মোকদ্দমার চূড়ান্ত শুনানীর জন্য ধার্য দিনে Y হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং মোকদ্দমার কোন পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। ফলে মোকদ্দমাটি X এর অনুকূলে এক-তরফাসূত্রে ডিক্রী হয়। একতরফা রায় বাতিল করার জন্য Y আপনাকে এডভোকেট নিযুক্ত করেন।Y এর পক্ষে সম্ভাব্য যে সব প্রতিকার উন্মুক্ত আছে সে-সব বিস্তারিত আলোচনা করুন। আপনার বিবেচনায় Y এর জন্য একতরফা ডিক্রী বাতিল করার জন্য সব থেকে সহজ ও কার্যকর পদক্ষেপ কোনটি? [ X as plaintiff filed a suit in the Ist Court of Joint District Judge, Dhaka against Y for declaration of title and recovery of khas possession on a plot of land from which he was forcibly dispossessed by Y and his men. On the date of peremptory hearing of the suit Y suddenly fell ill and could not take any step when the suit was called on for hearing as a result of which he suit has been decreed ex-parte against Y.

Y engages you to take necessary steps for setting aside the ex-parte decree. Fully discuss the different courses open to Y to get the ex-parte decree set aside. According to you, what should be the most effective and efficacious course for Y for setting aside the exparte decree? ]

GROUP-B

৪. জলিল ২৬/০৫/১৯৯৮ ইং তারিখে তার বাবার মৃত্যুর দিন থেকে ওয়ারিশ সূত্রে এক খণ্ড জমির মালিক। স্থানীয় ভূমিদস্যু কামাল ২৬/০৫/২০০৭ ইং তারিখে জলিলকে ঐ জমি থেকে বলপূর্বক বেদখল এই বলে যে, সে জলিলের চাচা হেলাল উদ্দিনের নিকট থেকে ঐ জমিটি হালে খরিদ করে ঐ জমির মালিক হয়েছে।

মোকদ্দমার প্রধান বৈশিষ্টগুলো উল্লেখ করে উপযুক্ত আদালতে দায়েরের জন্য জলিলের পক্ষে একটি আরজির মুসাবিদা করুন। এতে সংশ্লিষ্ট আইনের উল্লেখসহ প্রধান প্রতিকারের উল্লেখ থাকতে হবে। [Jalil owned and possessed a piece of land by way of inheritance since the death of his father on 26.5.1998. Kamal, a local notorious land grabber.

 dispossessed Jalil from the land on 26.5.2007 on the plea that he that he had just purchased it from Helal Uddin, uncle of Jalil, and since purchase he has become the owner of the land.

 Prepare a draft plaint on behalf of Jalil for presentation before the appropriate Court detailing the relevant provisions of law and the reliefs.]

৫. ক) দলিল বলতে আপনি কি বোঝেন? [a) What do you mean by cancellation of an instrument?]

খ) কি কি কারণে এবং কে এইরূপ দলিল বাতিলের প্রতিকার পেতে পারেন? [ b) Who can seek such a relief and on what grounds?]

গ) বিরোধীয় দলিলে পক্ষ আছেন এমন কোন ব্যক্তি কি শুধুমাত্র দলিলটি জাল এবং তার উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক ডিক্রীর প্রার্থনায় মামলায় দায়ের করতে পারেন? [ c) Can a party to the disputed document maintain a suit for a mere declaration that the document in question is a forged one and it is not binding upon him?]

৬. রশিদ গুলশান থানাধীন বাড্ডা মৌজার ৭৬ নং দাগের জমিটির মালিক দখলকার। বিগত জরিপে ঐ জমিটি ভুলবশত রশিদের নামে রেকর্ড না হয়ে তার প্রতিবেশী জামাল এর নামে রেকর্ড হয়েছে। নানা কারনে রশিদ এর সাথে জামালের সম্পর্ক বৈরী।উপযুক্ত আদালতে দায়েরের জন্য রশিদের পক্ষে একটি আরজি প্রস্তুত করুন, যাতে সংশ্লিষ্ট আইনের উল্লেখসহ মূল প্রার্থনাসমূহ সংযোজিত থাকতে হবে।[ Rashid is the owner-in-possession of a piece of land situated at 76 Badda, 

P.S. Guishan, District Dhaka. During the last survey operation the land has been wrongly recorded in the name of Rashid’s neighbour Jamal, who is hostile to Rashid for various reasons.

 Prepare a draft plaint for Rashid for presentation before the appropriate Court mentioning the relevant provisions of law and the reliefs that may be sought for.]

GROUP-C

৭. ক) প্রাথমিক তথ্য বিবরণী এবং নালিশী দরখাস্তের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন।[a) Discuss the salient features of an F.I.R. and a petition of complaint.]
খ) প্রাথমিক তথ্য বিবরণীর ব্যবহার ও গুরুত্ব পর্যালোচনা করুন।[b) Evaluate the use and importance of the F.IR.]
গ) একটি ফৌজদারী মামলায় তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য পর্যালোচনা করুন।[c) Discuss the powers and functions of the Investigation Officer in respect of a criminal case.]
ঘ) তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দাখিলী চার্জশীট গৃহীত হবার পর পুশিল কি অতিরিক্ত Supplementary চার্জশীট দাখিল করতে পারেন? [ d) Can the police submit supplementary charge-sheet after acceptance by the Magistrat of a charge sheet submitted earlier?]

৮. ক) অভিযোগ থেকে অব্যহতি এবং বেকসুর খালাসের প্রার্থক্য নির্ণয় করুন।[a) Distinguish between discharge and acquittal.]
খ) ফৌজদারী কার্যবিধি আইনের ২৪১(ক) ধারার বিধান মতে আসামীকে অব্যহতি দানের বিষয়ে আদালত কি কি বিষয় বিবেচনা করে থাকেন? [b) What considerations weigh in the mind of the Court in discharging an accused under section 241(A) of the Code of Criminal Procedure?]
গ) চূড়ান্ত বিচারের পর বেকসুর খালাসপ্রাপ্ত আসামীকে কি পুনর্বার একই অপরাধের অভিযোগে বিচার করা যায়? [c) Can an accused be tried by the Court for the same offence in which he was earlier acquitted after a regular trial?]

৯. ক) ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪ এবং ১৪৫ ধারার পার্থক্য নির্ণায়ক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। [a) Discuss the distinguishing features of a proceedings 144 and a proceeding u/s 145 of the Code of Criminal Procedure.]
খ) সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর ম্যাজিস্ট্রেট যদি বিবদমান পক্ষগণের মধ্যে বিরোধীয় ভূমিতে কার দখল বিদ্যমান তা নির্ণয়ে অসমর্থ হয়, সেক্ষেত্রে তিনি কি আইনী ব্যবস্থা গ্রহণ করবেন? [b) What step a Magistrate is required to take when, on taking evidence, he is unable to find which of the contesting parties is in the possession of the proceeding land?]

GROUP-D

১০. উদাহরণসহ যে কোন চারটি ব্যাখ্যা করুনঃ [Explain and illustrate any four of the following:]
ক) সাধারণ অভিপ্রায় ও সাধারণ ইচ্ছা; [a) Common object and Common intention; ]
খ) বেআইনী অন্তরীন ও বেআইনী লাভ; [b) Wrongful confinement and wrongful gains]
গ) আত্ম-রক্ষার অধিকার; [c) Right of private defence; ]
ঘ) অপরাধ সংঘটনে সহযোগিতা [d) Abetment]
ঙ) অপরাধজনক অনুপ্রবেশ এবং অপরাধমূলক ভীতি প্রদর্শন [e) Criminal trespass and criminal intimidation; ]
চ) অপহরন ও অপবাহন; [f) Kidnapping and abduction]
ছ) প্রতারণার প্রয়োজনে জালিয়াতি; [g) Forgery for cheating]
জ) ঘৃণ্য উদ্দেশ্যে অপহরণ; [h) Abduction for immoral purposes.]

১১. দণ্ডবিধি আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ পূর্বক ‘প্রতারণা’ ও বিশ্বাসভঙ্গজনিত অপরাধ বিশ্লেষণ করুন, পৃথক উদাহরণসহ। [11. Analyse the ingredients of cheating and criminal breach of trust’ menti oning the relevant section of the Penal Code. Give seperate examples.]

১২. দশজন ডাকাত মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ইব্রাহিম মাস্টারের বাড়ীতে ডাকাতি করে। ডাকাতি করাকালে বাড়ীর মেয়েছেলেদের গায়ে হাত না দেয়ার জন্য ইব্রাহীম মাস্টার ডাকাতদের বিশেষ অনুরোধ জানায়। ঐ সময় ডাকাত সর্দার বন্দুক দিয়ে ইব্রাহিক মাস্টারকে গুলি করে হত্যা করে। তারপর ডাকাত দল লুণ্ঠিত মালামাল নিয়ে চম্পট দেয়। বিচারের সময় আপনি ডাকাতদের বিরুদ্ধে কিভাবে পৃথক চার্জ গঠন করবেন। আপনার উত্তরের অনুকূলে কারণ দর্শাতে হবে।[Ten dacoits armed with deadly weapons committed dacoity in the house of Ibrahim Master. In course of the dacoity Ibrahim Master requested the dacoits not to assault the female members of the house and at that time the leader of the gang fired at him. Ibrahim Master died instantaneously. 

Thereafter the dacoits left the house of Ibrahim Master with their booty. 

How would you charge the individual dacoits at the trial? Give reasons in support of your answer.]

GROUP-E

১৩. ক) ‘মামলাটি তামাদিতে বারিত’ বলতে কি বোঝেন? [a) What do you understand by the expression: “The suit is barred by limitation”?]
খ) যে ক্ষেত্রে এটা প্রযোজ্য, সেক্ষেত্রে তামাদি মওকুফের বিধানটি বিশ্লেষণ করুন।[b) Explain the provision for condonation of delay and where such provision is applicable.]
গ) আবেদনকারীর মারাত্মক গাফিলতির জন্য বহুদিনের তামাদি আদালত মানবিক কারণের আবরনে মওকুফ করতে পারেন কি? [c) Can the Court condone an inordinate delay caused by laches on the part of the applicant under the cover of humanitarian consideration?]

১৪. ক) স্বীকৃতি ও অপরাধ স্বীকারের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। [a) Distinguish between admission and confession.]
খ) ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারামতে কোন আসামীর অপরাধের স্বীকারোক্তি রেকর্ড করার সময় যে সব আইনী আনুষ্ঠানিকতা একজন ম্যাজিষ্ট্রেটের পালন করা প্রয়োজন, তা আলোচনা করুন।[b) Discuss the legal formalities a Magistrate is required to observe while recording the confession of an accused u/s 164 of the Code of Criminal Procedure.]

১৫. ক) সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট ধারার আলোকে “এস্টোপেল” এবং “ওয়েভার” মতবাদ বিশ্লেষণ করুন। [Explain and illustrate the doctrines of “ estoppel” and “waiver” with referrence to the relevant sections of the Evidence Act.]
খ) আইনের বিরুদ্ধে এষ্টোপেল দাবী করা যায় কি? [b) Can there be any estoppel against the statute?]

GROUP-F

১৬. ক) বাংলাদেশ বার কাউন্সিলের গঠন এবং কার্যাবলী পর্যালোচনা করুন।[a) Discuss the composition and functions of the Bangladesh Bar Council.]
খ) বার কাউন্সিলকে কি আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যেতে পারে? [b) Can it be called the guardian of the Advocates community?]

১৭. পেশাগত আচরন ও সদাচরনের আলোকে একজন এডভোকেটের প্রতি, মক্কেলের প্রতি, সহ-আইনজীবী এবং জনসাধারনের প্রতি কর্তব্য ও দায়িত্ব পর্যালোচনা করুন।[Enumerate the duties and responsibilities of an Advocate to the Court, to his client, to the fellow Advocates and to the members of the public in the light of the Canons of Professional Conduct and Etiquette.]

১৮. মানিকগঞ্জের দায়রা জজ ‘এ’ এবং ‘বি’ কে দণ্ডবিধি আইনের ৩২০/৩৪ ধারামতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে দশ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডিত করেন। অনাদায়ে প্রত্যেককে আরও দুই বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

আসামী ‘এ’ এবং ‘বি’ এর আত্মীয় স্বজন উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপীল দায়ের করার জন্য হাইকোর্টে প্র্যাকটিসরত আইনজীবী এডভোকেট X এর কাছে আসেন। এডভোকেট X এর সাথে চুক্তি হয় যে, ঐ বৈঠকেই এডভোকেট X আসামীদের আত্মীয়দের নিকট থেকে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা গ্রহণ এবং আপীলের যাবতীয় দায়িত্ব বুঝে নেন এবং সপ্তাহ খানেক পরে এ ব্যাপারে খোজ নেয়ার জন্য মক্কেলদের পরামর্শ দেন। এই সঙ্গেই বিরোধীয় রায়ের জাবেদা নকল এবং নিম্ন আদালতের আইনজীবীর তৈরীকৃত হাত নথি এডভোকেট X সাহেবকে বুঝিয়ে দেয়া হয়।

সাত দিন পর আসামীদের আত্মীয় স্বজন আপীলের ফলাফল জানার জন্য এডভোকেট X এর চেম্বারে আসেন। ঐ সময় এডভোকেট X প্রকাশ করেন যে, মামলাটি অত্যন্ত জটিল, তাই তাকে এজন্য আরও ১,৫০,০০ (দেড় লক্ষ) টাকা দিতে হবে, নইলে তিনি আপীল দায়ের করবেন না এবং কোন টাকাও ফেরৎ দেবেন না। ফলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি আরম্ভ হয়।

এক পর্যায়ে এডভোকেট X অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আপীলের কাগজ-পত্র সব রাস্তায় ছুড়ে ফেলে দেন এবং কুৎসিত ভাষায় গালাগালি করে মক্কেলদেরকে ধাক্কা মেরে তার চেম্বার থেকে বের করে দেন। বিষয়টির প্রধান প্রধান বৈশিষ্টগুলো তুলে ধরে বার কাউন্সিলের এডভোকেট X এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে তার উপযুক্ত শাস্তির প্রার্থনায় একটি আবেদন পত্রের মুসাবিদা প্রস্তুত করুন।[

“A and B were convicted by the Sessions Judge, Manikgonj u/s 302/34 of the Penal Code and sentenced, him to suffer rigorous imprisonment for life and to pay a fine of Tk. 1000000 each, in default, to suffer R.I. for a further period of 2 years. 

Relations of accused A and B approached Mr. X, an Advocate pracTIsing in the High Court Division, to file an appeal in the High Court Division of the Supreme Court of Bangladesh. Mr. X received the brief with the clear stipulation that he would do everything in connection with the appeal at a total consideration of Tk. 5000000 fifty thousand) only, which the relations of the convict paid him in cash in the same sitting. Mr. X asked the relations of the certified copy of the impugned judgment, Vakalatnama executed by the convict from Manikganj District Jail and the hand brief of the conducting Advocate at the trial Court were duly handed over to Mr. X. convict to enquire about the appeal after one week The After one week the relations of the convict went to Mr. X at his chamber and wanted to know about the fate of the appeal when Mr. X give out that the case was a very complicated one and as such they were required pay him another sum of Tk. 15000000 one lac and fifty thousand) only, failing which he would not file any appeal nor would he refund any money. At this an altercation ensued. At one stage, Advocate X got furious and threw away the brief on the street and turned out the client’s from his chamber after abusing them in firthy language. The client approached you for redress of their grievance.

Draft a petition of complaint to be filed before the Bangladesh Bar Council against Advocate X detailing the salient features of the case and praying for his punishment.]