অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

Bangladesh Bar Council

QUESTION PAPER FOR WRITTEN EXAMINATION FOR ENROLLMENT AS ADVOCATE (April 22, 2011)

[ প্রতিটি গ্রুপ থেকে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিন ]

GROUP-A
১. ক) ‘রায়’ এবং ‘ডিক্রী’ এর মধ্যে পার্থক্য করুন। [a) Distinguish between judgment and decree.]

খ) ১০/০৩/২০১১ তারিখে A নালিশী সম্পত্তির স্বত্ব ঘোষণা ও খাস দখল উদ্ধারের জন্য ঢাকার প্রথম সহকারী জজ আদালতে B -এর বিরুদ্ধে দেওয়ানী মোকদ্দমা নং ১৫/২০১১ রুজু করেন। কিন্তু আদালত দেখেন যে, আরজিতে যে প্রতিকার চাওয়া হয়েছে, তার তায়দাদ কম দেখানো হয়েছে। ফলে আদালত ৩১/০৩/২০১১ তাারিখের মধ্যে তায়দাদ সংশোধন করার নির্দেশ দেন। বাদী আদালতের নির্দেশ পালনে ব্যর্থ হলে আদালত ০৭/০৪/২০১১ তারিখের এক আদেশে আরজি খারিজ করেন। বাদীর জন্য কি কোন প্রতিকার আছে? [ b) On 10-03-2011. A. instituted title suit 15 of 2011 against B. for declaration of title to and for recovery of Khas possession of the suit property in the first Court of the Assistant Judge, Dhaka. But the court found that the relief claimed in the plaint was undervalued and required the plaintiff to correct the valuation by 31-03-2001. The plaintiff failed to do so. The court rejected the plaint by an order dated 07-04-2011. What remedy, if any, is available to the plaintiff? ]

২. ক) ‘রেস জুডিকেটা’ সম্পর্কে আলোকপাত করুন। [a) Throw light on “Res judicata’.]

খ) ধরুন একটি মামলার বাদি আপনার মক্কেল। তিনি আপনাকে পরামর্শ দেন যে, রায়ের পূর্বে নালিশী সম্পত্তি ক্রোকের আদেশ হওয়া দরকার। আপনার মক্কেল তার পরামর্শের যুক্তি প্রদর্শন করেন। আপনিও মনে করেন যে, ক্রোকের আদেশের জন্য আবেদন করা যায়। নালিশী সম্পত্তি রায়ের আগে ক্রোকের আদেশ প্রার্থনা করেন যে, ক্রোকের আদেশের জন্য আবেদন করা যায়। নালিশী সম্পত্তি রায়ের আগে ক্রোকের আদেশ প্রার্থনা করে একটি দরখাস্ত মুসাবিদা করুন। [b) Suppose your client is the plaintiff of a suit. He insists that there should be an order of attachment of the suit property before judgment and your client gives the reasons for such insistence. You are also convinced that a prayer should be made to the court to that effect. Draft an application seeking an order of attachment of the suit property before judgment.]

৩. ক) আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বলতে কি বোঝায়? [a) What is meant by the inherent powers of the court?]

খ) করিম সিলেটের সিনিয়র জজ আদালতে নালিশী সম্পত্তির স্বত্ব ঘোষণা ও দখল সাব্যস্তকরণের জন্য তার প্রতিবেশী রহিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর একটি সুনির্দিষ্ট তারিখে রহিম তাকে নালিশী সম্পত্তি হতে উচ্ছেদের হুমকি দেন। যথাযথ আইন উল্লেখপূর্বক অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন। [ b) Karim filed a suit against his neighbour Rahim in the court of Senior -Assistant Judge, Sylhet for declaration of title and confirmation of possession of the suit property. After filing of the suit Rahim threatened to dispossess him from the suit property on a specific date. Draft an application for temporary injunction mentioning appropriate provision of law.]

GROUP-B
৪. ক) এক ব্যক্তি আপনার নিকট এসে জানায় যে, তাকে তার জমি হতে বেদখল করা হয়েছে এবং তিনি উক্ত জমি পুনরুদ্ধার করতে চান। আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ ও ৯ ধারা অনুযায়ী উক্ত জমির দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সিদ্ধান্ত নেন। আপনি তার কাছ থেকে কি কি বিষয় জেনে আরজিতে অন্তর্ভূক্ত করবেন? [a) A person comes to you and alleges that he was dispossessed from his land and wants to recover possession thereof. You decide to file a suit under Section 9 of the Specific Relief Act, 1877 for recovery of possession of the land. What points will you ascertain from him and embody in the plaint? ]

খ) উপরোক্ত মোকদ্দমায় বিবাদী তার লিখিত জবাবে উল্লেখ করেন যে, বিরোধীয় জমিতে তার স্বত্ব রয়েছে; কারণ তিনি উক্ত জমি প্রকৃত মালিকের নিকট থেকে ক্রয় করেছেন। বিবাদীর এই যুক্তি আপনি কিভাবে খণ্ডন করবেন? [ b) In his written statement in the above-mentioned suit, the defendant sets up a plea to the effect that he has title to the land as a purchaser from the real owner. How will you meet this plea of the defendant? ]

৫. রশিদ ঢাকার গুলশানে ৭৬ নং দাগের জমিটির মালিক-দখলকার। বিগত জরিপে ঐ জমিটি ভুলবশতঃ রশিদের নামে রেকর্ড না হয়ে তার প্রতিবেশী জামালের নামে রেকর্ড হয়েছে। নানা কারণে রশিদের সাথে জামালের বৈরী সম্পর্ক। উপযুক্ত আদালতে দায়েরের জন্য রশিদের পক্ষে একটি আরজি প্রস্তুত করুন যাতে সংশ্লিষ্ট আইনের উল্লেখসহ মূল প্রার্থনাসমূহ সংযোজিত থাকে। [ Rashid is the owner-in-possession of a piece of land situated at 76, Gulshan, District Dhaka. During the last survey operation, the land was wrongly recorded in the name of Rashid’s neighbour Jamal who is hostile to Rashid for various reasons Prepare a draft plaint for Rashid for presentation before the appropriate court mentioning the relevant provisions of law and the relief that may be sought for.]

৬. রহমত আলী ৮০ বৎসর বয়সে পুত্র সরাফত, দুই কন্যা আমেনা ও রহিমা সিলেট শহরে একটিমাত্র সম্পত্তি অর্থাৎ একটি বাড়ী রেখে মারা যান। সরাফত একটি দানপত্র অনুযায়ী বাড়ীটির মালিকানা দাবী করেন। দুই বোন আপনাকে জানান যে, দলিলটি প্রতারণামূলক; তাদের পিতা যখন অজ্ঞান অবস্থায় ছিলেন, তখন তার আঙ্গুলের ছাপ নেয়া হয়েছে। সরাফতের বোনদ্বয়কে পরামর্শ দিন। তাদের আইনগত কি প্রতিকার আছে? সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক আলোচনা করুন। [Rahmat Ali died at the age of 80 leaving behind a son Sharafat and two daughters Amena and Rahima and only property, that is to say, a house situated at Sylhet Town, Sylhet. Sharafat claimed the ownership of the house on the basis of a deed of gift. The two sisters approached you with the allegation that there father was in a coma when his thumb impression was taken and the document was fraudulent. Advise the sisters of Sharafat. What legal remedy is available to them? Discuss with reference with relevant law.]

GROUP-C
৭. ক) ১৮৬০ সনে দণ্ডবিধির ৩০৪ ধারায় অভিযুক্ত আসামীর জন্য একটি জামিনের দরখাস্ত প্রস্তুত করুন। আপনার ইচ্ছেমত আদালত ও পক্ষগণের নাম ব্যবহার করুন। দরখাস্তে কজ টাইটেলে সংশ্লিষ্ট আইন উল্লেখ করুন। [a) Prepare an application for bail for a person accused of an offence under section 304 of the Penal Code, 1860. Choose as you like of the court and the names of the parties. Mention the relevant law in the cause title of the application.]

খ) বেইলবন্ডের জন্য আদালত অধিক পরিমাণে অর্থ, ধরা যাক, ১,০০,০০০ (এক লক্ষ) টাকা ধার্য্য করেছেন। বেইলবন্ডের অর্থ সংগত হারে কমানোর লক্ষ্যে যুক্তি প্রদর্শন করতঃ আপনি উক্ত অর্থ কমানোর জন্য একটি দরখাস্ত লিখুন। [ b) The court fixes a bail bond of an excessive amount, say, Taka one lac. You agree for deduction of the bond to a reasonable limit. Write an application for deduction of the amount of the said bail bond.]

৮. ‘তদন্ত’ বলতে আপনি কি বোঝেন? ফৌজদারী কার্যবিধি ১৮৯৮-এর বিধান অনুযায়ী পুলিশের অপরাধ তদন্ত সংক্রান্ত ক্ষমতা আলোচনা করুন। পূর্বে চার্জশিট গৃহীত হওয়ার পর পুলিশ কি সম্পূরক চার্জশীট দাখিল করতে পারেন? [What do you mean by ‘Investigation”? Discuss the power of the police regarding investigation of a crime under the code of criminal procedure. Can the police file any supplementary charge-sheet after acceptance of the earlier charge-sheet?]

৯. ফৌজদারী কার্যবিধি অনুযায়ী দায়রা জজ ও হাইকোর্ট বিভাগে রিভিশনের ক্ষমতা আলোচনা করুন। রিভিশন আদালত কি খালাসের আদেশ রদপূর্বক শাস্তি প্রদান করতে পারেন? [Discuss the Revisional power of the Sessions Judge as well as the High Court as per the Code of Criminal procedure. Can a revisional court convert a finding of acquittal into one of Conviction?]

GROUP-D
১০. ক) ‘অপরাধ সংঘটনে সহায়তা’ বলতে আপনি কি বোঝেন? [a) What do you mean by ‘Abetment of an Offence”?]

খ) A, B এবং C একত্রে Z কে বিষ প্রয়োগে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। ঐ ষড়যন্ত্র অনুযায়ী A বিষ সংগ্রহ করে C কে দেয়। A এবং B এর অনুপস্থিতিতে C ঐ বিষ Z কে খাইয়ে তার মৃত্যু ঘটায়। ঘটনার প্রেক্ষিতে Z এর মৃত্যুর জন্য A, B এবং C- এর দায়দায়িত্ব বিশ্লেষণ করুন। [b) A, B and C conspire to poison Z. In pursuance of the conspiracy, A gave money to B to procure poison. After procuring the poison, B delivered it to C in order that he may administer the poison to Z. C in the absence of A and B by administering the poison causes Z’s death. Explain the liability of A, B and C for causing the death of Z in the facts of the case.]

১১. সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য উদাহরণসহ আলোচনা করুন। [Distinguished between common intention and common object with illustration.]

১২. চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা ও ডাকাতির সংজ্ঞা কি? চুরি ও বলপূর্বক আদায় এবং দস্যুতা ও ডাকাতির মধ্যে পার্থক্য উদাহরণসহ আলোচনা করুন। [Define theft, extortion, robbery and dacoity. Distinguish theft from extortion and robbery from dacoity with examples.]

GROUP-E 
১৩. ক) কোন মোকমদ্দমা চূড়ান্ত নিষ্পত্তির জন্য ধার্য তারিখে বাদী হঠাৎ অসুস্থ হয়ে আদালতে উপস্থিত হতে না পারায় বিবাদীগণের উপস্থিতিতে মোকদ্দমাটি খারাজি হয়ে যায়। মোকদ্দমাটি খারিজের প্রায় ৩ মাস পর বাদী আপনার কাছে আসে ঐ একতরফা খারিজের আদেশ রদ ও রহিতক্রমে তাহা পুনর্জীবিত করার ব্যবস্থা নিতে বলেন। তামাদি মওকুফের জন্য আদালকে সন্তুষ্ট করতে আপনি কোন কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করবেন? [a) On the date of peremptory hearing of the suit, the plaintiff due to sudden illness failed to appear before the court when the suit was called on for hearing. As a result, the suit was dismissed for default by the Assistant Judge in presence of the defendants. About after three months of the dismissal of the suit, the plaintiff comes to you and wants restoration of the suit on setting aside the exparte dismissal order. What grounds would you urge to satisfy the court for condonation of the delay?]

খ) যদি দরখা্তকারী তার গাফলতির জন্য মোকদ্দমায় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন বলে আদালতের নিকট প্রতীয়মান হয়, তবে কি আদালত তামাদি মওকুফ করতে পারবেন? [b) Can the court condone the delay if the applicant is found guilty of latches and negligence in prosecuting his case?]

১৪. ‘আইনগত অক্ষমতা’ কি? তামাদির উপর প্রতারণার প্রভাব সম্পর্কে আলোচনা করুন। [What is “Legal Disability”? Discuss the effect of fraud on limitation.]

১৫. ক) সাক্ষ্য আইন, ১৮৭২ সনের সংশ্লিষ্ট বিধানাবলীর আলোকে estoppel এবং waiver সম্পর্কিত মতবাদসমূহের ব্যাখ্যা বিশ্লেষণ করুন। [a) Explain and illustrate the doctrine of estoppels and waiver with reference to the relevant provisions of the Evidence Act, 1872.]

খ) আকরাম সাহেব অবিভক্ত পৈত্রিক বসত বাড়ির একজন অন্যতম মালিক। ঐ বাড়ীতে তার অংশটুকু তিনি তার ভাই বোনদের ব্যবহার করতে দিয়ে ১৬ বৎসর যাবৎ বিদেশে অবস্থান করছেন। বাড়ি ফিরে তিনি তার অংশ দাবী করতে বারিত হবেন? আপনার উত্তরের পক্ষে যুক্তি প্রদর্শন করুন। [b) Mr. Akram, a co-owner of an undivided paternal homestead, has been living abroad for about 15 years allowing his share thereof to be enjoyed by his brothers and sisters. Will he be stopped from claiming his share of the homestead on his return home? Give reasons in support of your answer.]

GROUP-F
১৬. একজন এডভোকেট একটি কোম্পানীর রিটেইলার হিসাবে কাজ করার সময় ইহার একজন পরিচালক সম্পর্কে কিছু তথ্য অবগত হন। রিটেইলারশীপ শেষ হওয়ার পর তার প্রতিপক্ষ পরিচালকগণের পক্ষে তিনি (এডভোকেট) একটি মামলা পরিচালনা করে। ইহা কি পেশাগত অসদাচরণ বলে গণ্য হবে The Canons of Professional Conduct and Etiquette -এর সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক আপনার যুক্তি প্রদর্শন করুন।[An Advocate while working as a company’s retainer came to know about certain information regarding one of its directors. After his retainership was terminated the advocate represented the rival directors in a case. Would it amount to professional misconduct? Give your reasons with particular reference to the relevant provisions of the Cannons of Professional Conduct and Etiquette,]

১৭. জনাব X বিচারক হাকিম আদালতে জমজমাটভাবে ফৌজদারী মামলা করেন। তিনি দুইজন ক্লার্ক নিয়োগ করেছেন। তাদের মধ্যে একজনকে রেলওয়ে স্টেশনে এবং অপরজনকে বাসস্টান্ডে মক্কেল সংগ্রহের জন্য পাঠিয়েছেন। এই আইনজীবী মামলা সংগ্রহের জন্য দুইজন ক্লার্কের সহিত তার ফিও ভাগাভাগি করেন। তিনি The Canons of Professional Conduct and Etiquette অনুযায়ী কি অপরাধ করেছেন? বার কাউন্সিলের সচিবকে সম্বোধন করতঃ একটি নালিশী দরখাস্ত মুসাবিদা করুন। যদি জনাব X দোষী সাব্যস্ত হন, তাহলে তাকে কি শাস্তি প্রদান করা যেতে পারে? [Mr. X has a roaring cnminal practice in the Judicial Magistracy He has engaged two clerks. One of them is deputed to the railway station and the other to the bus stand of the district to find clients. This lawyer also shares his fees with the two clerks for procuring cases, What offence has he committed under the cannons of professional Conduct and Etiquette? Draft a petition of complaint addressing the Secretary of the Bar Council. If Mr X is found guilty, what punishment can be awarded to him?]

১৮. একজন এডভোকেট কোর্টের বিরতিকালে একজন বিচারকের খাস কামরায় প্রবেশ করেন এবং অপরপক্ষের অনুপস্থিতিতে একটি মামলা মুলতবীর আদেশপ্রাপ্ত হন। তিনি এ ধরনের কাজ প্রায়ই করেন। আপনি কি মনে করেন যে, তার এ কাজ The Canons of Professional Conduct and Etiquette এর লঙ্ঘণ? এক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করতে মনস্থ করেন। সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক যথাযথভাবে একটি নালিশী দরখাস্ত মুসাবিদা করুন। [An Advocate enters the chamber of a Judge during court recess and secures adjournment in a case in the absence of the other side. He follows this practice regularly. Do “you consider this practice as a breach of the Cannons of professional Conduct and Etiquette? If so, you decide to lodge a complaint against him. Draft an appropriate petition of complaint giving reference to the relevant provisions.]