অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

বিশেষ শর্ট কোর্স [শুধুই শুক্রবারের ব্যাচ]

ঢাকা ও এর আশেপাশের জেলাস্থ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীদের জ্ঞাতার্থে বিশেষ সুখবর এই যে, আসন্ন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার প্রস্তুতিতে আইনকানুন একাডেমি ঢাকায় ফার্মগেট শাখায় একটি বিশেষ শর্ট কোর্স চালু করতে যাচ্ছে। উক্ত শর্ট কোর্সটি সরাসরি পরিচালনা করবেন জ্যুসি ল অনলাইনের ফাউন্ডার, আইনকানুন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এবং ‘আইনের ধারাপাত’ ও ‘চিরুনি অভিযান’ বই ‍দুইটির লেখক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ।

যারা ব্যস্ততার কারণে যথেষ্ট প্রস্তুতি নিতে পারেন না অথবা দুর্বলভাবে প্রস্তুতি নিয়েছেন এযাবৎ, তাদেরকে এই ব্যাচে বিশেষভাবে আমন্ত্রণ। ফার্মগেটের এই শুক্রবারের ব্যাচটি সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি ফোন দিন : 01712-908561 নাম্বারে। তবে, আগ্রহীদের সুবিধার্থে নিচেই কিছু পয়েন্ট আকারে তথ্যসমূহ দেওয়া থাকলো।

1. এই শর্টকোর্সের ক্লাসগুলোর প্রধান উদ্দেশ্যে হলো – যাদের প্রস্তুতি বেশ দুর্বল অথবা কোনো জব বা ব্যবসায় যুক্ত থাকার কারণে বিশেষ সময় পাচ্ছেন না পড়ার – তাদেরকে প্রস্তুত করে তোলা। ক্লাসগুলো এমনভাবে হবে যেন, ক্লাসেই ক্লাসের পড়া সম্পন্ন করা যায়। ফলে আপনার যদি নিজের প্রস্তুতি দুর্বল আকারের হয়ে থাকে অথবা আপনি যদি চাকুরি ইত্যাদির কারণে যথেষ্ট পড়ার সময় না পেয়ে থাকেন তাহলে এই ব্যাচে স্বাগতম। ফোনে আরো বিস্তারিত জানতে ফোন দিন 01712-908561

যাদের প্রস্তুতি ভালো বা মোটামুটি মানের কিন্তু গাইডলাইন দরকার তাদের ফার্মগেটের শুক্রবারের এই স্পেশাল ব্যাচে যুক্ত না হওয়াই ভালো।

2. ক্লাসের ডিউরেশন বিকাল 4 টা থেকে রাত্রি সাড়ে আট টা পর্যন্ত। এভাবে কমপক্ষে 10 টি শুক্রবার, সর্বোচ্চ 12 টি শুক্রবার ক্লাস হবে।

3. এই শর্টকোর্সের ক্লাসগুলো নেবেন প্রধানত অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ [জ্যুসি ল ডট কম এর প্রতিষ্ঠাতা, ‘চিরুনি অভিযান’ ও ‘আইনের ধারাপাত’ বইয়ের লেখক]

4. এই শর্টকোর্সের নির্ধারিত ফিস = 6,000/-

5. ফার্মগেটের এই বিশেষ ব্যাচে ভর্তি হতে বা তথ্য জানতে ফোন দিন : 01712-908561

6. ঠিকানা : ফার্মগেট থেকে গ্রিন রোডের দিকে 200 গজ সামনেই আর এইচ হোম সেন্টার। সেই বিল্ডিং এর ষষ্ঠ তলায়। এসি ক্লাসরুমের সুবিধাসহ।

7. আগামী শুক্রবার, 19 জুলাই থেকেই এর ক্লাস শুরু। বিকাল ৪ টায় শুরু হবে এই ক্লাস। প্রথমদিনে বার কাউন্সিল অর্ডার ও রুলস এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের ওপর ক্লাস হবে। ভর্তিচ্ছু আগ্রহীদেরকে বিস্তারিত তথ্য জানানো হবে 18 জুলাই রাতেই।

8. আগ্রহী যেকেই প্রথম দিনের ক্লাসটি দেখেশুনেবুঝে যাচাই করে নিতে পারেন। যাচাই করার জন্য উপস্থিত হতে হলে অবশ্যই আগে ফোন দিয়ে আসন নিশ্চিত করতে হবে।

অন্যদিকে যারা রেগুলার শিক্ষার্থী হিসেবে ব্যাচভিত্তিক কোর্স সম্পন্ন করতে চান তারাও ফোন দিতে পারেন। তবে, ইতিমধ্যেই আপনারা জানেন যে, যাত্রাবাড়ি শাখায় ক্লাস শুরু হয়েছে। চাইলে সেখানেও আপনারা আমন্ত্রিত। যেখানেই বা যেভাবেই ভর্তি হতে চান না কেন আগে ফোন দিয়ে বিস্তারিত তথ্য জানতে ফোন দিতে পারেন : 01712-908561 নাম্বারে।

ধন্যবাদ।

  



বই সংগ্রহ করতে ফোন দিন

01712-908561